ইমরুলের সেঞ্চুরিতে মোহামেডানের হ্যাটট্রিক
০৮ এপ্রিল ২০২৩, ১১:২৮ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০১:৪৬ পিএম
মিরপুরে টানা চার দিন টেস্ট খেলার ধকল নিয়েই গতকাল মোহামেডানের হয়ে নেমেছিলেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। নিজেরা বড় কিছু না করলেও পরিশ্রম বৃথা যায়নি তাঁদের। সিটি ক্লাবকে ১০১ রানে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে মোহামেডান। শুরুর পাঁচ ম্যাচে জয়শূন্য থাকা মোহামেডান প্রথম জয় পেয়েছিল গত শনিবার শেখ জামালের বিপক্ষে। সেটি ছিল এবারের লিগে সাকিব-মিরাজের প্রথম ম্যাচ। মাঝে এ দুজন জাতীয় দলের সঙ্গে আয়ারল্যান্ড টেস্টে ব্যস্ত থাকলেও মোহামেডান হারিয়েছিল অগ্রণী ব্যাংককে। এবার সিটি ক্লাবকেও হারিয়ে পয়েন্ট তালিকার ৬ নম্বরে উঠে এসেছে মোহামেডান। ৮ ম্যাচে মোহামেডানের পয়েন্ট এখন ৭।
বিকেএসপির তিন নম্বর মাঠে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে ৩৪৮ রান তোলে মোহামেডান। আগের ম্যাচে চার নম্বরে ব্যাট করলেও সাকিব আজ ব্যাটিংয়ে নামেন সাত নম্বরে, ইনিংসের ৪৪তম ওভারে। শেষ ওভারের চতুর্থ বলে রায়ান রাফসানের স্পিনে ক্যাচ দেওয়ার আগে তিনি ১৬ বলে ২৬ রান করেছেন। ইনিংসটিতে ছিল ২টি চার ও ১টি ছয়।
মোহামেডানের রান সাড়ে তিন শর কাছাকাছি পৌঁছায় মূলত ইমরুল কায়েসের সেঞ্চুরি আর মাহমুদউল্লাহ ও মাহিদুল ইসলামের ফিফটির সৌজন্যে। চতুর্থ উইকেটে মাহমুদউল্লাহর সঙ্গে ১২১ আর পঞ্চম উইকেটে মাহিদুলের সঙ্গে ৭৯ রানের জুটি গড়েন ইমরুল। বড় দুই জুটির পথে ১০৮ বলে লিস্ট ‘এ’ ক্রিকেটে ১২তম সেঞ্চুরি তুলে নেন মোহামেডান অধিনায়ক। শেষ পর্যন্ত ১২১ বলে ১১৪ রান করে অবসর নেন ইমরুল। এরপরই ব্যাটিংয়ে নামেন সাকিব। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৭১ রান করেন মাহমুদউল্লাহ। উইকেটকিপার-ব্যাটসম্যান মাহিদুল খেলেন ৫২ বলে ৬৫ রানের ইনিংস। চারে নামা মিরাজ অবশ্য ৮ বলে ৬ রান করে আউট হয়ে যান।
রান তাড়ায় সিটি ক্লাব জয়ের সম্ভাবনা জাগাতে পারেনি কখনোই। ম্যাচের চতুর্থ ওভারেই সাকিবের বলে এলবিডব্লিউ হন জয়রাজ শেখ। এ ছাড়া মিরাজ, নাজমুল অপুদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১২৮ রান তুলতেই ৫ উইকেট হারায় সিটি। ষষ্ঠ উইকেটে আসিফ আহমেদ ও আবদুল্লাহ আল মামুন ১০২ রানের জুটি গড়লেও সেটি শুধু হারের ব্যবধানই কমাতে পেরেছে। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৭ উইকেটে ২৪৭ রান করে থামে তাদের ইনিংস। সাকিব ১০ ওভারে ৩৬ রানে নেন ১ উইকেট। মিরাজের উইকেটও ১টি, ১০ ওভারে দেন ২৯ রান। ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সিটির অবস্থান ৯ নম্বরে। আবাহনী লিমিটেড ৮ ম্যাচের সব কটিতে জিতে শীর্ষে আছে। ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
এদিকে, সাভারেই দিনের অপর ম্যাচে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৭ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। প্রথমে ব্যাট করতে নেমে ৪৫.৪ ওভারে মাত্র ১৬৯ রানে গুটিয়ে যায় অগ্রণী ব্যাংক। জবাবে মেহেদী মারুফের ৬৯ ও ফরহাদ হোসেনের ৪৮ রানে ৩৮.২ ওভারে লক্ষ্য পৌঁছে যায় গাজী গ্রুপ। এছাড়া, ফতুল্লাহর খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৬ উইকেটে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। শুভাম শর্মার ৭৪ রানে ভর করে ৮ উইকেটে ২২৮ রান করেছিল শাইনপুকুর। জবাবে আরাফাত সানি জুনিয়রের অপরাজিত ৫৫ ও সাদ নাসিমের অপরাজিত ৬২ রানে ৯০ বল হাতে রেখেই জয় তুলে নেয় ব্রাদার্স।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
গ্লোবাল টি-টোয়েন্টিতে আশরাফুলদের লক্ষ্য ফাইনাল
পরশুরামে ছুরিকাঘাতে কলেজ ছাত্র নিহত
প্যারাগুয়ের মাঠে হেরেই গেল আর্জেন্টিনা
উইন্ডিজকে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের
ভিনিসিউসের পেনাল্টি মিসে জয়হীন ব্রাজিল
জানা গেল ভেনেজুয়েলার বিপক্ষে ব্রাজিলের একাদশ
বাংলাদেশে ন্যায্য রুপান্তরে অর্থায়নের জন্য ধনী দেশগুলোর প্রতি আহ্বান
গোপালগঞ্জে কারাগারে থাকা বাবার অবশেষে জামিন মঞ্জর
ওসমানী বিমান বন্দরে বিদেশী বিমান উঠা-নামার ব্যবস্থা গ্রহণের দাবী- প্রধান উপদেষ্টা বরাবরে সিলেটে স্মারকলিপি
ময়মনসিংহে ফিলিং স্টেশনে আগুনের ঘটনায় মৃত্যু বেড়ে ৬
জানুয়ারি পর্যন্ত ছিটকে গেলেন এনগিডি
দুবাইয়ে নবনিযুক্ত কনসাল জেনারেলের সাথে বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস ট্রেডার্স আজমানের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
গণঅভ্যুত্থানে আহতদের সুবিধা নিশ্চিতে দেওয়া হবে ইউনিক আইডি কার্ড
যে কারণে হারপিকে মেতেছে নেটিজেনরা
আ.লীগের মতো পরিবারতন্ত্র করবে না বিএনপি: তারেক রহমান
প্যারাগুয়ে ম্যাচে কেমন হবে আর্জেন্টিনার একাদশ
অর্থাভাবে ব্যক্তিগত বিমান ভাড়া দিয়েছেন শন ডিডি, বিক্রি করবেন বাড়ি
ব্রাহ্মণবাড়িয়ায় শ্রেনী কক্ষে অসুস্থ ১০ শিক্ষার্থী
ভারতীয় গণমাধ্যম আমাদের সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
নরসিংদীতে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা