ইমরুলের সেঞ্চুরিতে মোহামেডানের হ্যাটট্রিক
০৮ এপ্রিল ২০২৩, ১১:২৮ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০১:৪৬ পিএম

মিরপুরে টানা চার দিন টেস্ট খেলার ধকল নিয়েই গতকাল মোহামেডানের হয়ে নেমেছিলেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। নিজেরা বড় কিছু না করলেও পরিশ্রম বৃথা যায়নি তাঁদের। সিটি ক্লাবকে ১০১ রানে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে মোহামেডান। শুরুর পাঁচ ম্যাচে জয়শূন্য থাকা মোহামেডান প্রথম জয় পেয়েছিল গত শনিবার শেখ জামালের বিপক্ষে। সেটি ছিল এবারের লিগে সাকিব-মিরাজের প্রথম ম্যাচ। মাঝে এ দুজন জাতীয় দলের সঙ্গে আয়ারল্যান্ড টেস্টে ব্যস্ত থাকলেও মোহামেডান হারিয়েছিল অগ্রণী ব্যাংককে। এবার সিটি ক্লাবকেও হারিয়ে পয়েন্ট তালিকার ৬ নম্বরে উঠে এসেছে মোহামেডান। ৮ ম্যাচে মোহামেডানের পয়েন্ট এখন ৭।
বিকেএসপির তিন নম্বর মাঠে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে ৩৪৮ রান তোলে মোহামেডান। আগের ম্যাচে চার নম্বরে ব্যাট করলেও সাকিব আজ ব্যাটিংয়ে নামেন সাত নম্বরে, ইনিংসের ৪৪তম ওভারে। শেষ ওভারের চতুর্থ বলে রায়ান রাফসানের স্পিনে ক্যাচ দেওয়ার আগে তিনি ১৬ বলে ২৬ রান করেছেন। ইনিংসটিতে ছিল ২টি চার ও ১টি ছয়।
মোহামেডানের রান সাড়ে তিন শর কাছাকাছি পৌঁছায় মূলত ইমরুল কায়েসের সেঞ্চুরি আর মাহমুদউল্লাহ ও মাহিদুল ইসলামের ফিফটির সৌজন্যে। চতুর্থ উইকেটে মাহমুদউল্লাহর সঙ্গে ১২১ আর পঞ্চম উইকেটে মাহিদুলের সঙ্গে ৭৯ রানের জুটি গড়েন ইমরুল। বড় দুই জুটির পথে ১০৮ বলে লিস্ট ‘এ’ ক্রিকেটে ১২তম সেঞ্চুরি তুলে নেন মোহামেডান অধিনায়ক। শেষ পর্যন্ত ১২১ বলে ১১৪ রান করে অবসর নেন ইমরুল। এরপরই ব্যাটিংয়ে নামেন সাকিব। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৭১ রান করেন মাহমুদউল্লাহ। উইকেটকিপার-ব্যাটসম্যান মাহিদুল খেলেন ৫২ বলে ৬৫ রানের ইনিংস। চারে নামা মিরাজ অবশ্য ৮ বলে ৬ রান করে আউট হয়ে যান।
রান তাড়ায় সিটি ক্লাব জয়ের সম্ভাবনা জাগাতে পারেনি কখনোই। ম্যাচের চতুর্থ ওভারেই সাকিবের বলে এলবিডব্লিউ হন জয়রাজ শেখ। এ ছাড়া মিরাজ, নাজমুল অপুদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১২৮ রান তুলতেই ৫ উইকেট হারায় সিটি। ষষ্ঠ উইকেটে আসিফ আহমেদ ও আবদুল্লাহ আল মামুন ১০২ রানের জুটি গড়লেও সেটি শুধু হারের ব্যবধানই কমাতে পেরেছে। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৭ উইকেটে ২৪৭ রান করে থামে তাদের ইনিংস। সাকিব ১০ ওভারে ৩৬ রানে নেন ১ উইকেট। মিরাজের উইকেটও ১টি, ১০ ওভারে দেন ২৯ রান। ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সিটির অবস্থান ৯ নম্বরে। আবাহনী লিমিটেড ৮ ম্যাচের সব কটিতে জিতে শীর্ষে আছে। ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
এদিকে, সাভারেই দিনের অপর ম্যাচে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৭ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। প্রথমে ব্যাট করতে নেমে ৪৫.৪ ওভারে মাত্র ১৬৯ রানে গুটিয়ে যায় অগ্রণী ব্যাংক। জবাবে মেহেদী মারুফের ৬৯ ও ফরহাদ হোসেনের ৪৮ রানে ৩৮.২ ওভারে লক্ষ্য পৌঁছে যায় গাজী গ্রুপ। এছাড়া, ফতুল্লাহর খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৬ উইকেটে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। শুভাম শর্মার ৭৪ রানে ভর করে ৮ উইকেটে ২২৮ রান করেছিল শাইনপুকুর। জবাবে আরাফাত সানি জুনিয়রের অপরাজিত ৫৫ ও সাদ নাসিমের অপরাজিত ৬২ রানে ৯০ বল হাতে রেখেই জয় তুলে নেয় ব্রাদার্স।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

ঈদ মিছিলে মূর্তি ঈদের মূল স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক: হেফাজত

ফার্নান্দেসের রিয়ালে যাওয়ার ব্যাপারে যা বললেন তার কোচ

রোনালদোকে ছাড়িয়ে যেতে পারেন এমবাপে: আনচেলত্তি

উইন্ডিজের নেতৃত্ব ছাড়লেন ব্র্যাথওয়েট

ঈদের আনন্দ ৫ আগস্ট শুরু হয়েছে : শিবির সভাপতি

আমাকে যুদ্ধাপরাধের মামলায় ফাঁসানোর ভয় দেখানো হয়েছিল: জামায়াত আমির

বাকিটা জীবন বুড়িচং-ব্রাহ্মণপাড়াবাসীর পাশে থাকতে চাই : ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন

পশ্চিমবঙ্গ-গুজরাটে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ২১

আমাদের চেতনার প্রাণপুরুষ আল্লামা ফুলতলী (র.)

লক্ষ্মীপুরে অস্ত্রধারীদের গুলিতে শিশু গুলিবিদ্ধ

রামুতে গুলিতে নিহতের ঘটনায় ২ টি দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার আটক ২

সিলেটে ৬ তলা ভবন থেকে লাফ দিয়ে এক গৃহবধুর আত্মহত্যা
ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে মোরেলগঞ্জের পথে প্রান্তরে বিএনপি নেতা কাজী শিপন

ঈদে কক্সবাজার সমুদ্র সৈকত পর্যটকে মুখরিত

কুমিল্লায় বিদ্যুতের খুঁটিতে ধাক্কা বাসের, নিহত ৩

দাউদকান্দিতে এক যুবকের লাশ উদ্ধার

ঈদের পাঞ্জাবি নিয়ে বিপাকে বাবর, ডিজাইনারকে ছাঁটাই করতে বললেন ভক্তরা

লন্ডনে ঈদের জামাতে প্রকাশ্যে হাছান মাহমুদ

সুপ্রিম কোর্টে মুখ পুড়ল যোগী আদিত্যনাথের

মির্জাপুরে প্রশাসনের হস্তক্ষেপে বিরোধপূর্ণ দুই ঈদগাহসহ আড়াই শতাধিক মাঠে উৎসবমুখর পরিবেশে ঈদের জামাত