ইমরুলের সেঞ্চুরিতে মোহামেডানের হ্যাটট্রিক
০৮ এপ্রিল ২০২৩, ১১:২৮ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০১:৪৬ পিএম
মিরপুরে টানা চার দিন টেস্ট খেলার ধকল নিয়েই গতকাল মোহামেডানের হয়ে নেমেছিলেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। নিজেরা বড় কিছু না করলেও পরিশ্রম বৃথা যায়নি তাঁদের। সিটি ক্লাবকে ১০১ রানে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে মোহামেডান। শুরুর পাঁচ ম্যাচে জয়শূন্য থাকা মোহামেডান প্রথম জয় পেয়েছিল গত শনিবার শেখ জামালের বিপক্ষে। সেটি ছিল এবারের লিগে সাকিব-মিরাজের প্রথম ম্যাচ। মাঝে এ দুজন জাতীয় দলের সঙ্গে আয়ারল্যান্ড টেস্টে ব্যস্ত থাকলেও মোহামেডান হারিয়েছিল অগ্রণী ব্যাংককে। এবার সিটি ক্লাবকেও হারিয়ে পয়েন্ট তালিকার ৬ নম্বরে উঠে এসেছে মোহামেডান। ৮ ম্যাচে মোহামেডানের পয়েন্ট এখন ৭।
বিকেএসপির তিন নম্বর মাঠে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে ৩৪৮ রান তোলে মোহামেডান। আগের ম্যাচে চার নম্বরে ব্যাট করলেও সাকিব আজ ব্যাটিংয়ে নামেন সাত নম্বরে, ইনিংসের ৪৪তম ওভারে। শেষ ওভারের চতুর্থ বলে রায়ান রাফসানের স্পিনে ক্যাচ দেওয়ার আগে তিনি ১৬ বলে ২৬ রান করেছেন। ইনিংসটিতে ছিল ২টি চার ও ১টি ছয়।
মোহামেডানের রান সাড়ে তিন শর কাছাকাছি পৌঁছায় মূলত ইমরুল কায়েসের সেঞ্চুরি আর মাহমুদউল্লাহ ও মাহিদুল ইসলামের ফিফটির সৌজন্যে। চতুর্থ উইকেটে মাহমুদউল্লাহর সঙ্গে ১২১ আর পঞ্চম উইকেটে মাহিদুলের সঙ্গে ৭৯ রানের জুটি গড়েন ইমরুল। বড় দুই জুটির পথে ১০৮ বলে লিস্ট ‘এ’ ক্রিকেটে ১২তম সেঞ্চুরি তুলে নেন মোহামেডান অধিনায়ক। শেষ পর্যন্ত ১২১ বলে ১১৪ রান করে অবসর নেন ইমরুল। এরপরই ব্যাটিংয়ে নামেন সাকিব। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৭১ রান করেন মাহমুদউল্লাহ। উইকেটকিপার-ব্যাটসম্যান মাহিদুল খেলেন ৫২ বলে ৬৫ রানের ইনিংস। চারে নামা মিরাজ অবশ্য ৮ বলে ৬ রান করে আউট হয়ে যান।
রান তাড়ায় সিটি ক্লাব জয়ের সম্ভাবনা জাগাতে পারেনি কখনোই। ম্যাচের চতুর্থ ওভারেই সাকিবের বলে এলবিডব্লিউ হন জয়রাজ শেখ। এ ছাড়া মিরাজ, নাজমুল অপুদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১২৮ রান তুলতেই ৫ উইকেট হারায় সিটি। ষষ্ঠ উইকেটে আসিফ আহমেদ ও আবদুল্লাহ আল মামুন ১০২ রানের জুটি গড়লেও সেটি শুধু হারের ব্যবধানই কমাতে পেরেছে। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৭ উইকেটে ২৪৭ রান করে থামে তাদের ইনিংস। সাকিব ১০ ওভারে ৩৬ রানে নেন ১ উইকেট। মিরাজের উইকেটও ১টি, ১০ ওভারে দেন ২৯ রান। ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সিটির অবস্থান ৯ নম্বরে। আবাহনী লিমিটেড ৮ ম্যাচের সব কটিতে জিতে শীর্ষে আছে। ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
এদিকে, সাভারেই দিনের অপর ম্যাচে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৭ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। প্রথমে ব্যাট করতে নেমে ৪৫.৪ ওভারে মাত্র ১৬৯ রানে গুটিয়ে যায় অগ্রণী ব্যাংক। জবাবে মেহেদী মারুফের ৬৯ ও ফরহাদ হোসেনের ৪৮ রানে ৩৮.২ ওভারে লক্ষ্য পৌঁছে যায় গাজী গ্রুপ। এছাড়া, ফতুল্লাহর খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৬ উইকেটে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। শুভাম শর্মার ৭৪ রানে ভর করে ৮ উইকেটে ২২৮ রান করেছিল শাইনপুকুর। জবাবে আরাফাত সানি জুনিয়রের অপরাজিত ৫৫ ও সাদ নাসিমের অপরাজিত ৬২ রানে ৯০ বল হাতে রেখেই জয় তুলে নেয় ব্রাদার্স।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
জুলাই হতাহতের বিচার আদৌ হবে কিনা সংশয় স্বজনের মধ্যে
হরিণাকুন্ডুতে যুবদল সভাপতির উপর গুলি অল্পের জন্য রক্ষা
সচিবালয়ে আগুন, টঙ্গী হত্যাকাণ্ড ও ইসকনের আস্ফালন একই সূত্রে গাঁথা : যুব সমাবেশে মাওলানা মামুনুল হক
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে :পররাষ্ট্র উপদেষ্টা
সেই সুখরঞ্জন বালির ভারতে গুমের লোমহর্ষক কাহিনী
খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন শাস্তি হলে হাসিনার সুযোগ নেই :অ্যাটর্নি জেনারেল
থার্টি ফাস্ট নাইট নিষিদ্ধ করতে হবে আইন করে :জুমার খুৎবা-পূর্ব বয়ান
হাসিনা-জয়ের ৩০০ মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই
সচিবালয়ে অগ্নিকাণ্ডের রহস্য নিয়ে জনমনে নানা প্রশ্ন
সংস্কারের সঙ্গেই নির্বাচন প্রস্তুতি
‘রামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে বিকল্প সোলার সিস্টেম চালু করুন’
আসিফ মাহমুদের হেলিকপ্টারে ছয় দিনে ২৮ বার সফর বিতর্ক
বন্ধ রয়েছে পায়রা বন্দরে পণ্য খালাস কার্যক্রম
ডেঙ্গুতে মৃত্যুহীন ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৩
নববর্ষ উদযাপনে ৭ বছরে শব্দদূষণ বেড়েছে ৭৪ শতাংশ
হাসিনা পরিবারের দুর্নীতির অনুসন্ধান শুরুর পরই সচিবালয়ে আগুন : রিজভী
হাসিনার ফ্যাসিজম নিয়ে সস্তা কথা টিকবে না : শফিকুল আলম
চাঁদপুর মেঘনায় ড্রেজারসহ ২৮ জন আটক
ব্যাট হাতেও উজ্জ্বল অভিষিক্ত বশ,চালকের আসনে দক্ষিণ আফ্রিকা
১৬ বছরের অভিনেতার অকাল প্রয়াণে হলিউডে শোকের ছায়া