রিঙ্কুর শেষ ৫ ছক্কায় ম্লান রশিদের হ্যাটট্রিক
০৯ এপ্রিল ২০২৩, ১০:১২ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০১:২০ পিএম
রশিদ খানের হ্যাটট্রিকে ম্যাচ ঘুরে গিয়েছিল গুজরাট টাইটান্সের দিকে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে জয়ের বন্দরে যেতে কলকাতা নাইট রাইডার্সের প্রয়োজন ছিল অভাবনীয় কিছু। সেটাই উপহার দিলেন রিঙ্কু সিং। শেষ ৫ বলে ৫ ছক্কায় ২৮ রানের সমীকরণ মিলিয়ে দলকে এনে দিলেন শ্বাসরুদ্ধকর এক জয়। গতকাল আইপিএলে দিনের প্রথম ম্যাচে রোমাঞ্চের ভেলায় চেপে ৩ উইকেটে জিতেছে কলকাতা। গুজরাটের ২০৪ রান শেষ বলে পেরিয়ে গেছে দলটি।
দুই ওভার মিলিয়ে শেষ ৮ বলে কলকাতার প্রয়োজন ছিল ৩৯ রান। বিস্ময়ের ¯্রােতে ভাসিয়ে ৭ বলে রিঙ্কু নেন ৪০ রান! শেষের অভাবনীয় ঝড়ের শুরু জশ লিটলের বলে ছক্কা ও চার মেরে। তখনও কলকাতার প্রয়োজন ৬ বলে ২৯। ইয়াশ দয়ালের প্রথম বলে সিঙ্গেল নিয়ে রিঙ্কুকে স্ট্রাইক দেন উমেশ যাদব। পরের পাঁচ বল যেন বোলার ও গুজরাটের জন্য দুঃস্বপ্ন। টানা তিনটি ফুলটস বল ছক্কায় ওড়ান রিঙ্কু। পরের দুটি বল টেনে লং অফ দিয়ে উড়িয়ে সীমানার বাইরে পাঠান উত্তর প্রদেশের ২৫ বছর বয়সী এই মিডল অর্ডার ব্যাটসম্যান। এক সময়ে তার ছিল ১৪ বলে ৮ রান। শেষ পর্যন্ত ৬ ছক্কা ও ১ চারে ২১ বলে তিনি অপরাজিত থাকেন ৪৮ রানে।
এর আগে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ২০৪ রানের বড় সংগ্রহ গড়ে গুজরাট। ৩১ বলে ৩৯ রান রান করেন শুবমান গিল। ৩৮ বলে ৫৩ রান আসে সাই সুদর্শনের ব্যাট থেকে। শেষের দিকে রানের গতিতে দম দেন বিজয় শঙ্কর। ২৪ বলে ৫ ছক্কা ও ৪টি চারে তিনি অপরাজিত থাকেন ৬৩ রানে। কলকাতার হয়ে ৩৩ রানে ৩ উইকেট নেন ক্যারিবিয়ান অফ স্পিনার সুনিল নারাইন।
রান তাড়ায় ৪ ওভারের মধ্যে দুই ওপেনারকে হারায় কলকাতা। ভেঙ্কটেশ আইয়ার ও অধিনায়ক নিতিশ রানার ব্যাটে ১৩ ওভারে ২ উইকেটে ১২৮ রানের দৃঢ় ভিতের উপর দাঁড়ায় দলটি। ২৯ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংস খেলেন নিতিশ। আইয়ার ও রিঙ্কুর ব্যাটে কলকাতা এগিয়ে যায় আরও কিছুটা দূর। ৪০ বলে পাঁচ ছক্কা ও আট চারে ৮৩ রান করে আইয়ার ফেরার পর পাল্টে যায় দৃশ্যপট। পরের ওভারে পরপর তিন বলে আন্দ্রে রাসেল, সুনিল নারাইন ও শার্দুল ঠাকুরকে ফিরিয়ে আসরের প্রথম হ্যাটট্রিক করেন আফগান লেগ স্পিনার রশিদ।
মনে হচ্ছিল ম্যাচ থেকে ছিটকে গেছে কলকাতা। কিন্তু সেখান থেকে অকল্পনীয় এক জয় এনে দিলেন রিঙ্কু। অভাবনীয় ইনিংসে ম্যাচ সেরা তিনিই।
অথচ দিনটি হতে পারতো রশিদ খানের। প্রথম ৩ ওভারে ৩৫ রান দিয়ে উইকেটশূন্য। সেই আফগান ঘূর্ণির জাদুকর কোটার শেষ ওভারে এসে প্রথম তিন বলে তুলে নিলেন ৩ উইকেট! টি-টোয়েন্টি ক্রিকেটে আরেকটি হ্যাটট্রিক করে তিনি ছাড়িয়ে গেলেন সবাইকে। আইপিএলে গুজরাট টাইটান্সের প্রথম বোলার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। চলতি আসরেরও প্রথম হ্যাটট্রিক এটি। ২০ ওভারের ক্রিকেটে প্রথম বোলার হিসেবে চারটি হ্যাটট্রিক করলেন রশিদ। তিনটি করে হ্যাটট্রিক আছে অ্যান্ডু টাই, মোহাম্মদ শামি, অমিত মিশ্র, আন্দ্রে রাসেল ও ইমরান তাহিরের। রশিদের আগের তিন হ্যাটট্রিকের একটি আফগানিস্তান জাতীয় দলের হয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে। এ ছাড়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ও বিগ ব্যাশে আছে একটি করে। ৪ ওভারে ৩৭ রান দিয়ে উইকেট তিনটি নেন তিনি। তার হ্যাটট্রিকের উপলক্ষ যদিও জয়ে রাঙাতে পারেনি গুজরাট।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
যারা নির্বাচনকে বিতর্কিত করেছেন, তাদের বিচারের আওতায় আনা উচিত: বদিউল আলম
নাচোল পৌরসভার সাবেক প্যানেল মেয়র মুসা মিয়া সড়ক দুর্ঘটনায় নিহত
কুষ্টিয়ায় দরজা ভেঙে নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার
হাজীগঞ্জে ৩৫ একর কৃষি জমিতে পানিবদ্ধতা
টাঙ্গাইলে টুকুর পক্ষ থেকে সুবিধাবঞ্চিত গরীব অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ
ফায়ারফাইটার নিহতের ঘটনায় যা বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব
বোয়ালমারীতে পর্ণোগ্রাফির চক্রের ২ সদস্য আটক, প্রায় বারো লাখ টাকা খোয়ালেন প্রবাসীর স্ত্রী
নোয়াখালীর বেগমগঞ্জে নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ মিলল পুকুরে
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বুধবার রাতে সচিব নিবাসেও আগুন লেগেছিল
শৈলকুপায় নিহতের ঘটনায় অর্ধশতাধিক বাড়িঘর গুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা
মধ্যরাতে আগুন লেগেছিল সচিব নিবাসেও
গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চালাচ্ছে : রিজভী
ফুলপুরে আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন
সচিবালয়ের ৮ তলায় মিলল কুকুরের দগ্ধ মরদেহ, চাঞ্চল্যের সৃষ্টি
সুন্দরবন সংলগ্ন গাবুরা পল্লীতে ফ্রিজ থেকে উদ্ধার হলো হরিণের মাংস
ফায়ার ফাইটার নয়নের জানাজা সম্পন্ন
প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে রজতজয়ন্তী উদ্যাপন
‘সচিবালয়ে আগুনের পেছনে আওয়ামী দোসরদের ষড়যন্ত্র রয়েছে’
সচিবালয়ে অগ্নিকাণ্ড : প্রকৃত দোষীদের খুঁজে বের করার দাবি ফখরুলের