রিঙ্কুর শেষ ৫ ছক্কায় ম্লান রশিদের হ্যাটট্রিক
০৯ এপ্রিল ২০২৩, ১০:১২ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০১:২০ পিএম

রশিদ খানের হ্যাটট্রিকে ম্যাচ ঘুরে গিয়েছিল গুজরাট টাইটান্সের দিকে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে জয়ের বন্দরে যেতে কলকাতা নাইট রাইডার্সের প্রয়োজন ছিল অভাবনীয় কিছু। সেটাই উপহার দিলেন রিঙ্কু সিং। শেষ ৫ বলে ৫ ছক্কায় ২৮ রানের সমীকরণ মিলিয়ে দলকে এনে দিলেন শ্বাসরুদ্ধকর এক জয়। গতকাল আইপিএলে দিনের প্রথম ম্যাচে রোমাঞ্চের ভেলায় চেপে ৩ উইকেটে জিতেছে কলকাতা। গুজরাটের ২০৪ রান শেষ বলে পেরিয়ে গেছে দলটি।
দুই ওভার মিলিয়ে শেষ ৮ বলে কলকাতার প্রয়োজন ছিল ৩৯ রান। বিস্ময়ের ¯্রােতে ভাসিয়ে ৭ বলে রিঙ্কু নেন ৪০ রান! শেষের অভাবনীয় ঝড়ের শুরু জশ লিটলের বলে ছক্কা ও চার মেরে। তখনও কলকাতার প্রয়োজন ৬ বলে ২৯। ইয়াশ দয়ালের প্রথম বলে সিঙ্গেল নিয়ে রিঙ্কুকে স্ট্রাইক দেন উমেশ যাদব। পরের পাঁচ বল যেন বোলার ও গুজরাটের জন্য দুঃস্বপ্ন। টানা তিনটি ফুলটস বল ছক্কায় ওড়ান রিঙ্কু। পরের দুটি বল টেনে লং অফ দিয়ে উড়িয়ে সীমানার বাইরে পাঠান উত্তর প্রদেশের ২৫ বছর বয়সী এই মিডল অর্ডার ব্যাটসম্যান। এক সময়ে তার ছিল ১৪ বলে ৮ রান। শেষ পর্যন্ত ৬ ছক্কা ও ১ চারে ২১ বলে তিনি অপরাজিত থাকেন ৪৮ রানে।
এর আগে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ২০৪ রানের বড় সংগ্রহ গড়ে গুজরাট। ৩১ বলে ৩৯ রান রান করেন শুবমান গিল। ৩৮ বলে ৫৩ রান আসে সাই সুদর্শনের ব্যাট থেকে। শেষের দিকে রানের গতিতে দম দেন বিজয় শঙ্কর। ২৪ বলে ৫ ছক্কা ও ৪টি চারে তিনি অপরাজিত থাকেন ৬৩ রানে। কলকাতার হয়ে ৩৩ রানে ৩ উইকেট নেন ক্যারিবিয়ান অফ স্পিনার সুনিল নারাইন।
রান তাড়ায় ৪ ওভারের মধ্যে দুই ওপেনারকে হারায় কলকাতা। ভেঙ্কটেশ আইয়ার ও অধিনায়ক নিতিশ রানার ব্যাটে ১৩ ওভারে ২ উইকেটে ১২৮ রানের দৃঢ় ভিতের উপর দাঁড়ায় দলটি। ২৯ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংস খেলেন নিতিশ। আইয়ার ও রিঙ্কুর ব্যাটে কলকাতা এগিয়ে যায় আরও কিছুটা দূর। ৪০ বলে পাঁচ ছক্কা ও আট চারে ৮৩ রান করে আইয়ার ফেরার পর পাল্টে যায় দৃশ্যপট। পরের ওভারে পরপর তিন বলে আন্দ্রে রাসেল, সুনিল নারাইন ও শার্দুল ঠাকুরকে ফিরিয়ে আসরের প্রথম হ্যাটট্রিক করেন আফগান লেগ স্পিনার রশিদ।
মনে হচ্ছিল ম্যাচ থেকে ছিটকে গেছে কলকাতা। কিন্তু সেখান থেকে অকল্পনীয় এক জয় এনে দিলেন রিঙ্কু। অভাবনীয় ইনিংসে ম্যাচ সেরা তিনিই।
অথচ দিনটি হতে পারতো রশিদ খানের। প্রথম ৩ ওভারে ৩৫ রান দিয়ে উইকেটশূন্য। সেই আফগান ঘূর্ণির জাদুকর কোটার শেষ ওভারে এসে প্রথম তিন বলে তুলে নিলেন ৩ উইকেট! টি-টোয়েন্টি ক্রিকেটে আরেকটি হ্যাটট্রিক করে তিনি ছাড়িয়ে গেলেন সবাইকে। আইপিএলে গুজরাট টাইটান্সের প্রথম বোলার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। চলতি আসরেরও প্রথম হ্যাটট্রিক এটি। ২০ ওভারের ক্রিকেটে প্রথম বোলার হিসেবে চারটি হ্যাটট্রিক করলেন রশিদ। তিনটি করে হ্যাটট্রিক আছে অ্যান্ডু টাই, মোহাম্মদ শামি, অমিত মিশ্র, আন্দ্রে রাসেল ও ইমরান তাহিরের। রশিদের আগের তিন হ্যাটট্রিকের একটি আফগানিস্তান জাতীয় দলের হয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে। এ ছাড়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ও বিগ ব্যাশে আছে একটি করে। ৪ ওভারে ৩৭ রান দিয়ে উইকেট তিনটি নেন তিনি। তার হ্যাটট্রিকের উপলক্ষ যদিও জয়ে রাঙাতে পারেনি গুজরাট।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

ঈদ মিছিলে মূর্তি ঈদের মূল স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক: হেফাজত

ফার্নান্দেসের রিয়ালে যাওয়ার ব্যাপারে যা বললেন তার কোচ

রোনালদোকে ছাড়িয়ে যেতে পারেন এমবাপে: আনচেলত্তি

উইন্ডিজের নেতৃত্ব ছাড়লেন ব্র্যাথওয়েট

ঈদের আনন্দ ৫ আগস্ট শুরু হয়েছে : শিবির সভাপতি

আমাকে যুদ্ধাপরাধের মামলায় ফাঁসানোর ভয় দেখানো হয়েছিল: জামায়াত আমির

বাকিটা জীবন বুড়িচং-ব্রাহ্মণপাড়াবাসীর পাশে থাকতে চাই : ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন

পশ্চিমবঙ্গ-গুজরাটে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ২১

আমাদের চেতনার প্রাণপুরুষ আল্লামা ফুলতলী (র.)

লক্ষ্মীপুরে অস্ত্রধারীদের গুলিতে শিশু গুলিবিদ্ধ

রামুতে গুলিতে নিহতের ঘটনায় ২ টি দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার আটক ২

সিলেটে ৬ তলা ভবন থেকে লাফ দিয়ে এক গৃহবধুর আত্মহত্যা
ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে মোরেলগঞ্জের পথে প্রান্তরে বিএনপি নেতা কাজী শিপন

ঈদে কক্সবাজার সমুদ্র সৈকত পর্যটকে মুখরিত

কুমিল্লায় বিদ্যুতের খুঁটিতে ধাক্কা বাসের, নিহত ৩

দাউদকান্দিতে এক যুবকের লাশ উদ্ধার

ঈদের পাঞ্জাবি নিয়ে বিপাকে বাবর, ডিজাইনারকে ছাঁটাই করতে বললেন ভক্তরা

লন্ডনে ঈদের জামাতে প্রকাশ্যে হাছান মাহমুদ

সুপ্রিম কোর্টে মুখ পুড়ল যোগী আদিত্যনাথের

মির্জাপুরে প্রশাসনের হস্তক্ষেপে বিরোধপূর্ণ দুই ঈদগাহসহ আড়াই শতাধিক মাঠে উৎসবমুখর পরিবেশে ঈদের জামাত