সেঞ্চুরির উত্তাপ ছাপিয়ে ডিপিএলে বৈশাখী তেজ
১৬ এপ্রিল ২০২৩, ১১:৩৭ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৯:৩৬ এএম
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আগের দুই ম্যাচে রানের দেখা পাননি নাজমুল হোসেন শান্ত। তবে নিজের তৃতীয় ম্যাচে সিটি ক্লাবের বিপক্ষে সেঞ্চুরি তুলে নিয়েছেন আবাহনী লিমিটেডের এ ব্যাটার। একই দিনে সেঞ্চুরি পেয়েছেন প্রাইম ব্যাংকের নাসির হোসেনও। অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে তিন অঙ্কের দেখা পেয়েছেন তিনি। গতকাল সাভারের বিকেএসপিতে সিটি ক্লাবকে ৫ উইকেটে হারানোর ম্যাচে সেঞ্চুরি তুলে নিয়েছেন শান্ত। প্রথমে ব্যাট করতে নেমে স্পিনারদের ঘূর্ণিতে পড়ে ৩৯.২ ওভারে মাত্র ১৭২ রানে অলআউট হয় সিটি ক্লাব। লক্ষ্য তাড়ায় নেমে ১১২ বলে ১০২ রানের ইনিংস খেলেন শান্ত। ১১টি চার ও ৩টি ছক্কায় এ রান করেন তিনি।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অগ্রণী ব্যাংকের বিপক্ষে ৬ উইকেটে জয় তুলে নিয়েছে প্রাইম ব্যাংক। আগের ব্যাট করে ৪ উইকেটে ২৭৩ রান করে অগ্রণী ব্যাংক। জবাবে নাসিরের সেঞ্চুরিতে ২০ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে প্রাইম ব্যাংক। সাভারের বিকেএসপিতে দিনের অপর ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জকে ৮ উইকেটে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তাদের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪৫.১ ওভারে মাত্র ১৬২ রানে গুটিয়ে যায় রূপগঞ্জ। জবাবে সাইফ হাসানের ৭৮ ও রবিউল ইসলামের ৫৮ রানে ভর করে ১৩১ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে শেখ জামাল।
এই সেঞ্চুরির উত্তাপ ছাপিয়ে লিগেও যেন দাপট দেখিয়ে চলেছে চৈত্রের তেজ। গত দু’দিনে ৫৮ বছরের রেকর্ড ভেঙেছে ঢাকার তাপমাত্র। গরমে হাঁসফাঁস জনজীবন। ঘরে থাকাই যেখানে দায়, সেখানে এই গরমে মাঠের উত্তপ্ত পিচে ক্রিকেট খেলা বেশ কঠিনই। তারউপর চলছে রমজান মাস। ইচ্ছা থাকলেও অনেকে রোজা রাখতে পারছেন না। অনেকে রোজা রেখেই খেলছেন। তাতে ক্রিকেটারদেরও ভোগান্তি বেড়েছে। এ নিয়ে গতকালই কথা বলেছেন আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন। বিসিবির এই প্রভাবশালী পরিচালক জানিয়েছেন, ছেলেরা চাইছে সূচিতে পরিবর্তন আনা হোক।
প্রতি বছর মার্চ-এপ্রিলে মাঠে গড়ায় ঢাকা প্রিমিয়ার লিগ। প্রচ- গরমের সঙ্গে লড়াই করেই প্রতিবছর দেশের একমাত্র লিস্ট ‘এ’ টুর্নামেন্টে খেলতে হয় ক্রিকেটারদের। এবারের প্রেক্ষাপট আরো বেশি খারাপ। প্রচ- গরমে ক্রিকেটার ও আম্পায়ারদের কষ্টের কথা তুলে ধরে সূচিতে পরিবর্তনের চেষ্টার কথা বললেন মাহমুদও, ‘খুবই কঠিন (এই গরমে খেলা)। কোনো সন্দেহ নেই যে খুব কঠিন। ছেলেদের ধন্যবাদ দিই, আম্পায়ারদের দিই, যাঁরা এ গরমে ম্যাচ পরিচালনা করছেন। এই গরমে এটা মোটেও সহজ না।’ ক্রিকেটাররা যে গরমে খেলা নিয়ে বারবার অভিযোগ করছেন, সেটিও জানালেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক, ‘ছেলেরা আজকে (গতকাল) বারবার অভিযোগ করছিল যে অনেক গরম মাঠের ভেতর। রমজান চলছে, অনেকে রোজা রাখতে পারছে না, অনেকে রোজা রেখে খেলছে। দিন শেষে সবাই পেশাদার হিসেবে মেনে নিচ্ছে, কিন্তু আমি মনে করি এ গরমটা খুব কঠিন।’
এ নিয়ে সিসিডিএমের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি, ‘আমার মনে হয় আমরা যদি চেষ্টা করি কোনোভাবে আমরা ক্যালেন্ডারে অন্য কোনো ফাঁকে খেলাতে পারি, তাহলে ভালো হতো। কারণ এ টুর্নামেন্ট থেকে আমাদের ওয়ানডে দল নির্বাচন হয়, অনেক ছেলের পারফর্ম গুরুত্বপূর্ণ। একজন বোর্ড ডিরেক্টর হিসেবে আমিও জানি এটা কঠিন, তারপরও আমাদের একটা পরিকল্পনা করতে হবে আমরা অন্য কোনো সময়ে এটা দিতে পারি কি না।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
গ্লোবাল টি-টোয়েন্টিতে আশরাফুলদের লক্ষ্য ফাইনাল
পরশুরামে ছুরিকাঘাতে কলেজ ছাত্র নিহত
প্যারাগুয়ের মাঠে হেরেই গেল আর্জেন্টিনা
উইন্ডিজকে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের
ভিনিসিউসের পেনাল্টি মিসে জয়হীন ব্রাজিল
জানা গেল ভেনেজুয়েলার বিপক্ষে ব্রাজিলের একাদশ
বাংলাদেশে ন্যায্য রুপান্তরে অর্থায়নের জন্য ধনী দেশগুলোর প্রতি আহ্বান
গোপালগঞ্জে কারাগারে থাকা বাবার অবশেষে জামিন মঞ্জর
ওসমানী বিমান বন্দরে বিদেশী বিমান উঠা-নামার ব্যবস্থা গ্রহণের দাবী- প্রধান উপদেষ্টা বরাবরে সিলেটে স্মারকলিপি
ময়মনসিংহে ফিলিং স্টেশনে আগুনের ঘটনায় মৃত্যু বেড়ে ৬
জানুয়ারি পর্যন্ত ছিটকে গেলেন এনগিডি
দুবাইয়ে নবনিযুক্ত কনসাল জেনারেলের সাথে বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস ট্রেডার্স আজমানের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
গণঅভ্যুত্থানে আহতদের সুবিধা নিশ্চিতে দেওয়া হবে ইউনিক আইডি কার্ড
যে কারণে হারপিকে মেতেছে নেটিজেনরা
আ.লীগের মতো পরিবারতন্ত্র করবে না বিএনপি: তারেক রহমান
প্যারাগুয়ে ম্যাচে কেমন হবে আর্জেন্টিনার একাদশ
অর্থাভাবে ব্যক্তিগত বিমান ভাড়া দিয়েছেন শন ডিডি, বিক্রি করবেন বাড়ি
ব্রাহ্মণবাড়িয়ায় শ্রেনী কক্ষে অসুস্থ ১০ শিক্ষার্থী
ভারতীয় গণমাধ্যম আমাদের সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
নরসিংদীতে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা