সেঞ্চুরির উত্তাপ ছাপিয়ে ডিপিএলে বৈশাখী তেজ
১৬ এপ্রিল ২০২৩, ১১:৩৭ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৯:৩৬ এএম
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আগের দুই ম্যাচে রানের দেখা পাননি নাজমুল হোসেন শান্ত। তবে নিজের তৃতীয় ম্যাচে সিটি ক্লাবের বিপক্ষে সেঞ্চুরি তুলে নিয়েছেন আবাহনী লিমিটেডের এ ব্যাটার। একই দিনে সেঞ্চুরি পেয়েছেন প্রাইম ব্যাংকের নাসির হোসেনও। অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে তিন অঙ্কের দেখা পেয়েছেন তিনি। গতকাল সাভারের বিকেএসপিতে সিটি ক্লাবকে ৫ উইকেটে হারানোর ম্যাচে সেঞ্চুরি তুলে নিয়েছেন শান্ত। প্রথমে ব্যাট করতে নেমে স্পিনারদের ঘূর্ণিতে পড়ে ৩৯.২ ওভারে মাত্র ১৭২ রানে অলআউট হয় সিটি ক্লাব। লক্ষ্য তাড়ায় নেমে ১১২ বলে ১০২ রানের ইনিংস খেলেন শান্ত। ১১টি চার ও ৩টি ছক্কায় এ রান করেন তিনি।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অগ্রণী ব্যাংকের বিপক্ষে ৬ উইকেটে জয় তুলে নিয়েছে প্রাইম ব্যাংক। আগের ব্যাট করে ৪ উইকেটে ২৭৩ রান করে অগ্রণী ব্যাংক। জবাবে নাসিরের সেঞ্চুরিতে ২০ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে প্রাইম ব্যাংক। সাভারের বিকেএসপিতে দিনের অপর ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জকে ৮ উইকেটে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তাদের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪৫.১ ওভারে মাত্র ১৬২ রানে গুটিয়ে যায় রূপগঞ্জ। জবাবে সাইফ হাসানের ৭৮ ও রবিউল ইসলামের ৫৮ রানে ভর করে ১৩১ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে শেখ জামাল।
এই সেঞ্চুরির উত্তাপ ছাপিয়ে লিগেও যেন দাপট দেখিয়ে চলেছে চৈত্রের তেজ। গত দু’দিনে ৫৮ বছরের রেকর্ড ভেঙেছে ঢাকার তাপমাত্র। গরমে হাঁসফাঁস জনজীবন। ঘরে থাকাই যেখানে দায়, সেখানে এই গরমে মাঠের উত্তপ্ত পিচে ক্রিকেট খেলা বেশ কঠিনই। তারউপর চলছে রমজান মাস। ইচ্ছা থাকলেও অনেকে রোজা রাখতে পারছেন না। অনেকে রোজা রেখেই খেলছেন। তাতে ক্রিকেটারদেরও ভোগান্তি বেড়েছে। এ নিয়ে গতকালই কথা বলেছেন আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন। বিসিবির এই প্রভাবশালী পরিচালক জানিয়েছেন, ছেলেরা চাইছে সূচিতে পরিবর্তন আনা হোক।
প্রতি বছর মার্চ-এপ্রিলে মাঠে গড়ায় ঢাকা প্রিমিয়ার লিগ। প্রচ- গরমের সঙ্গে লড়াই করেই প্রতিবছর দেশের একমাত্র লিস্ট ‘এ’ টুর্নামেন্টে খেলতে হয় ক্রিকেটারদের। এবারের প্রেক্ষাপট আরো বেশি খারাপ। প্রচ- গরমে ক্রিকেটার ও আম্পায়ারদের কষ্টের কথা তুলে ধরে সূচিতে পরিবর্তনের চেষ্টার কথা বললেন মাহমুদও, ‘খুবই কঠিন (এই গরমে খেলা)। কোনো সন্দেহ নেই যে খুব কঠিন। ছেলেদের ধন্যবাদ দিই, আম্পায়ারদের দিই, যাঁরা এ গরমে ম্যাচ পরিচালনা করছেন। এই গরমে এটা মোটেও সহজ না।’ ক্রিকেটাররা যে গরমে খেলা নিয়ে বারবার অভিযোগ করছেন, সেটিও জানালেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক, ‘ছেলেরা আজকে (গতকাল) বারবার অভিযোগ করছিল যে অনেক গরম মাঠের ভেতর। রমজান চলছে, অনেকে রোজা রাখতে পারছে না, অনেকে রোজা রেখে খেলছে। দিন শেষে সবাই পেশাদার হিসেবে মেনে নিচ্ছে, কিন্তু আমি মনে করি এ গরমটা খুব কঠিন।’
এ নিয়ে সিসিডিএমের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি, ‘আমার মনে হয় আমরা যদি চেষ্টা করি কোনোভাবে আমরা ক্যালেন্ডারে অন্য কোনো ফাঁকে খেলাতে পারি, তাহলে ভালো হতো। কারণ এ টুর্নামেন্ট থেকে আমাদের ওয়ানডে দল নির্বাচন হয়, অনেক ছেলের পারফর্ম গুরুত্বপূর্ণ। একজন বোর্ড ডিরেক্টর হিসেবে আমিও জানি এটা কঠিন, তারপরও আমাদের একটা পরিকল্পনা করতে হবে আমরা অন্য কোনো সময়ে এটা দিতে পারি কি না।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ফের্নন্দেসের লাল কার্ডের দিনে ফের হারল ইউনাইটেড
শেষের গোলে জিতে চেলসির জয়রথ থামাল ফুলহ্যাম
পরলোকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং :ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের
৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী
৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান
তুষারপাতে অচল হিমাচল দুই শতাধিক রাস্তা বন্ধ
ক্রিপ্টো রিজার্ভ গড়বেন ট্রাম্প?
মোজাম্বিকে কারাদাঙ্গায় নিহত ৩৩, পলাতক ১৫০০ কয়েদি
গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরাইলের
পাকিস্তানে সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি
আফগানিস্তানে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান
শুধু নারীদের জন্য
নিথর দেহ
আত্মহননে
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু