ইফতিখারের ঝড়েও জিততে পারেনি পাকিস্তান
১৮ এপ্রিল ২০২৩, ০৪:৫১ এএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:০৬ পিএম

ম্যাচের শেষ তিন বলে জিততে প্রয়োজন ৫ রান। তখনও ক্রিজে ইফতিখার আহমেদ! জয়ের পাল্লা ঝুঁকে ছিল পাকিস্তানের দিকে। কিন্তু না, স্নায়ু চাপ সামলে নিউজিল্যান্ডকে দারুণ এক জয় এনে দিলেন জেমস নিশাম। লাহোরে তৃতীয় টি-টোয়েন্টিতে রোমাঞ্চের ভেলায় চেপে ৪ রানে জিতেছে সফরকারীরা। ফলে ৫ ম্যাচের সিরিজে সফরকারীরা ২-১ ব্যবধানে পিছিয়ে।
১৬৪ রানের লক্ষ্য দিয়ে শেষ বলে পাকিস্তানকে ১৫৯ রানে থামিয়ে দিয়েছে তারা। অবশ্য শেষ তিন বলে একটি বাউন্ডারি এলে ম্যাচ গড়াত সুপার ওভারে। কিন্তু ছক্কার চেষ্টায় ইফতিখারের পর হারিস রউফও ক্যাচ দিয়ে ফিরলে নিউ জিল্যান্ড পায় দুর্দান্ত জয়। ২৪ বলে ছয় ছক্কা ও তিন চারে ইফতিখার করেন ৬০ রান। রুদ্ধশ্বাস উত্তেজনার ম্যাচে সফরকারীরা পায় নাটকীয় জয়।
টস জিতে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড পাওয়ার প্লেতে তোলে কেবল ৩৫ রান। ১০ ওভার শেষে তাদের রান ছিল ২ উইকেটে ৬৪। এরপর টম ল্যাথাম ড্যারিল মিচেলকে নিয়ে শুরু করেন পাল্টা আক্রমণ। সে সময় ১৮০ রানও অসম্ভব কিছু মনে হচ্ছিল না। মিচেলকে (২৬ বলে ৩৩) ফিরিয়ে ৪৩ বল ৬৫ স্থায়ী রানের জুটি ভাঙেন শাহিন শাহ আফ্রিদি। ৪১ বলে পঞ্চাশ ছুঁয়ে এগিয়ে যেতে থাকেন ল্যাথাম।
অধিনায়ক ৪৯ বলে দুই ছক্কা ও সাত চারে করেন ৬৪ রান। ৯ বলে একটি করে ছক্কা ও চারে ১৬ রানে অপরাজিত থাকেন মার্ক চাপম্যান। ছোট্ট দুটি ক্যামিও ইনিংস খেলেন নিশাম ও রাচিন রবীন্দ্র। তাদের ঝড়ো ব্যাটিংয়ে শেষ ১০ ওভারে ৯৯ রান যোগ করে নিউ জিল্যান্ড। ৩১ রানে ২ উইকেট নিয়ে পাকিস্তানের সফলতম বোলার রউফ। নিজের পঞ্চাশতম টি-টোয়েন্টিতে ৩৩ রানে ২ উইকেট নেন আফ্রিদি।
জবাবে পাকিস্তানের শুরুটা একদমই ভালো হয়নি। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান বাবর আজম ফেরেন ১ রানে। পাকিস্তানের প্রথম ছয় জুটির কোনোটিরই স্ট্রাইক রেট একশর বেশি ছিল না। দ্বাদশ ওভারে ইফতিখার ক্রিজে যাওয়ার পর। সে সময় স্বাগতিকদের রান ছিল ৬ উইকেটে ৬৪। শাদাবের সঙ্গে ১৪ বলে ২৪ রানের জুটিতে পাল্টা আক্রমণ শুরু করেন ইফতিখার। দারুণ সঙ্গ পান ফাহিম আশরাফ। দুই জনে অষ্টম উইকেটে ২৬ বলে উপহার দেন ৬১ রানের জুটি।
১৯তম ওভারের দ্বিতীয় বলে ছক্কায় ওড়ান ফাহিম। তখন পাকিস্তানের প্রয়োজন ছিল ১০ বলে ১৫ রান। ছক্কার চেষ্টায় ফাহিম ক্যাচ দিয়ে ফেরার পর ওভারের শেষ তিন বল নাসিম শাহকে ডট খেলান হেনরি। শেষ ওভারে প্রয়োজন ছিল ১৫ রান। প্রথম বল ছক্কায় ওড়ান ইফতিখার। এক বল পর মারেন আরেকটি চার। সমীকরণ হয়ে যায় সহজ। কিন্তু নিশামের ঠাণ্ডা মাথার বোলিংয়ে শেষ পর্যন্ত পেরে ওঠেনি পাকিস্তান। আগামী বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে হবে চতুর্থ টি-টোয়েন্টি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

ধেয়ে আসছে বৃষ্টিবলয়, সক্রিয় থাকবে ২৪ মার্চ পর্যন্ত

লন্ডনেই ঈদ করবেন খালেদা জিয়া

উত্তর গাজা থেকে দক্ষিণে যাওয়ার প্রধান পথ বন্ধ করে দিয়েছে ইসরাইল

তারা কার্যত জাতির কলিজাতেই হাত দিয়েছে : জামায়াত আমির

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউমকে পরিচয়পত্র পেশ করলেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী

শুরু হতে যাচ্ছে 'ওয়ার্ল্ড অডিও-ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিট’

সিরাজগঞ্জে বিএনপি দুই নেতার সব পদ স্থগিত

বিচারপতি খিজির হায়াতকে অপসারণ করে প্রজ্ঞাপন

প্রেমের ফাঁদে ফেলে অপহরণ, ২৫ লাখ টাকা মুক্তিপণ দিয়েও মিলল যুবকের লাশ

বাংলাদেশে এনসিপি ও আ. লীগ একসঙ্গে থাকতে পারে না : হাসনাত

সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী ফুডি’র আয়োজন ইফতার ও সাহরী ফেস্ট ২০২৫ শুরু হতে যাচ্ছে

ধানমন্ডি ৩২-এ সেই ভাঙা বাড়ির সামনে ছবি তুলে যা বললেন সংগীতশিল্পী ন্যান্সি

ইয়েমেনে মার্কিন বিমান হামলায় ১৬ হুথি সদস্য নিহত

অনন্ত জলিলের দাবি মিথ্যা: প্রেস সচিব

আজ বিশ্বে দূষিত শহরের তালিকায় চতুর্থ ঢাকা

গাজায় এবার স্থল অভিযান শুরু করলো ইসরায়েল

দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে টিউলিপের চিঠি, পাল্টা জবাব দুদকের

নাগরিকদের নিরাপত্তায় সরকারের পদক্ষেপকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

নান্দাইল পৌর বিএনপির আহ্বায়ক পিকুলকে দলীয় পদ থেকে অব্যাহতি

ইরান এক্সপো ২০২৫ এ অংশ নিতে বাংলাদেশকে আমন্ত্রণ