গুরবাজের জায়গায় কেকেআর একাদশে সুযোগ পাবেন কে?
২০ এপ্রিল ২০২৩, ০৫:২২ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:৫৫ পিএম

আইপিএলের অভিষেক আসরে বেশ অম্ল মধুর অভিজ্ঞতাই সঙ্গী হচ্ছে বাংলাদেশী মারকুটে ওপেনার লিটন কুমার দাসের। আন্তর্জাতিক সিরিজের ব্যাস্ততায় প্রথমে তাকে আইপিএলে পাঠানোর ব্যাপারেই নানা আলোচনা ছিল বিসিবিতে।
গুঞ্জন উঠেছিল,আয়ারল্যান্ডের সাথে আসরের শুরু ও শেষ দিকে বাংলদেশের সিরিজ থাকায় তার বদলে অন্য কাউকে নিতে চেয়েছিল কলকাতা নাইট রাইডার্স।সাকিবের মতো তার বদলে অন্য খেলোয়াড় কেনার প্রস্তাব দেওয়া হয়েছিল এই ওপেনারকে।সে প্রস্তাব ফিরিয়ে দেন লিটন।
শেষ পর্যন্ত সব জল্পনা কল্পনা কাটিয়ে আয়ারল্যান্ডের সঙ্গে একমাত্র টেস্ট খেলেই কলকাতার সাথে যোগ দিয়েছিলেন লিটন। তার যোগ দেওয়ার পর কলকাতা বেশ কয়েকটি ম্যাচ খেলে ফেললেও তাতে জায়গা হয়নি এই ডানহাতি ব্যাটসম্যানের।এমনকি মুম্বাইয়ের বিপক্ষে গত ম্যাচে ছিলেন না বদলি হিসেব দেওয়া ষোলজনের তালিকাতেও।
তবে বাংলাদেশের কোটি ক্রিকেট ভক্ত হাল ছাড়তে নারাজ।কলকাতার প্রতিটি ম্যাচের দিনই তারা অধীর আগ্রহে অপক্ষোয় থাকেন আজ হয়তো খেলবেন লিটন।
আজ বাংলাদেশ সময় রাত আটটায় মুস্তাফিজের মতো দিল্লীর বিপক্ষে মাঠে নামবে কলকাতা।আজও তাই লিটনকে অপেক্ষায় থাকবে ক্রিকেভক্তরা।
তারা লিটনকে এই আশায়ও দলে দেখতে চান যে তার বদলে খেলা আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ফর্মে নেই।
কলকাতার পাঁচ ম্যাচেই খেলা গুরবাজ খুব একটা সুবিধা করতে পারেন নি। পাচঁ ম্যাচে এক ফিফটিসহ ১০২ রান, গড় ২০.৪ স্ট্রাইক রেটটাও গড়পড়তা-১১৭.২৪।এর মধ্যে গত তিন ম্যাচে একটি ডাকসহ তার ব্যাট থেকে এসেছে কেবল ২৩ রান।
জয়ের জন্য মরিয়া কলকাতা এই ম্যাচে তাকে খেলাবেনা এটা প্রায় নিশ্চিত। তবে তাতেও পুরোপুরি মিলছেনা লিটনকে কলকাতার জার্সিতে খেলানোর সমীকরণ। মূলত সাকিবের বদলি হিসেবে ২ কোটি ৮০ লাখ রুপিতে কলকাতার কেনা ইংলিশ ক্রিকেটার জেসন রয়ও একজন পোড় খাওয়া টি-টোয়েন্টি ওপেনার।এর আগে তিন ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএল খেলা রয় অভিজ্ঞতা ও নামডাকে এগিয়ে আছেন লিটন থেকে।সম্প্রতি শেষ হওয়া পাকিস্তান সুপার লিগে ১৪৫ রানের অবিশ্বাস্য এক ইনিংসও খেলা রয় আছেন দারুণ ফর্মেও।
ব্যাট হাতে লিটনও আছেন দুর্দান্ত ফর্মে, সঙ্গে উইকেটকিপিং তাকে একটা বাড়তি সুবিধা দিতে পারে।এরপরেও গুরবাজের বদলি হিসেবে কলকাতার রয়কে সুযোগ দেয়ার সম্ভাবনাই বেশি।সেক্ষেত্রে গ্লাভসের দায়িত্ব পড়বে আরেক ভারতীয় ওপেনার এন জাগেদেশানের উপর।সেটি হলে লিটনের আইপিএল অভিষেকের অপেক্ষা আরো দীর্ঘই হতে যাচ্ছে।
বাংলাদেশ ক্রিকেট ভক্তদের আফসোস অবশ্য অন্য জায়গায়।আয়ারল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে লিটনকে টেস্ট খেলানোর যৌক্তিকতা নিয়ে। তাদের মতে অপেক্ষাকৃত কম 'গুরুত্বপূর্ণ' সেই ম্যাচ লিটনকে না খেলিয়ে শুরু থেকে আইপিএলে পাঠানো উচিত ছিল। শুরু থেকে থাকলে হয়তো গুরবাজের বদলে তিনিই খেলতেন কলকাতার হয়ে। আরমাত্র কয়েক মাস পরেই ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ, কলকাতার হয়ে খেললে লিটন বিশ্বকাপের প্রস্তুতিটাও ভালোভাবেই সেরে নিতে পারতেন।
লিটনও অবশ্য এসব কঠিন বাস্তবতা মেনে নিয়েই দেশ ছেড়েছেন। দেশ ছাড়ার আগে তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন, কলকাতা দলের সঙ্গে কাটানো সময়টাতে তার মূল মনোযোগটা থাকবে ক্রিকেট শেখায়, ‘আমি জানি না, ওইখানে গিয়ে খেলার সুযোগ পাব কি না। খেললেও ভালো খেলব কি না, এটারও কোনো নিশ্চয়তা নেই। কিন্তু এটা একটা শেখার প্রক্রিয়া। অবশ্যই আমি ২০-২৫ দিন বা যে কয় দিনই থাকব, সব কটি মাঠের আইডিয়া নেওয়ার চেষ্টা করব, যা ভবিষ্যতে কাজে দেবে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

৫ বছর পর গোলহীন ম্যানচেস্টার ডার্বি

মার্কিন শুল্ক শূন্যে নামিয়ে আনার প্রস্তাব ভিয়েতনামের : ট্রাম্পের জন্য কি তা যথেষ্ট হবে?

প্রতারণার দায়ে ইভ্যালির রাসেল-শামীমার তিন বছরের কারাদণ্ড

‘শূন্য শুল্ক পরিস্থিতি’ ও যুক্তরাষ্ট্র-ইউরোপের ‘মুক্ত বাণিজ্য অঞ্চলের’ পক্ষে ইলন মাস্ক

মানবপাচার রোধে বাংলাদেশ নিজ প্রতিশ্রুতিতে অটল :স্বরাষ্ট্র উপদেষ্টা

বিপুল পরিমাণ গাঁজা পাচারের চেষ্টা ব্যর্থ : বেশ ক’জন গ্রেফতার

মিয়ানমারের ভূমিকম্পে মৃত বেড়ে ৩ হাজার ৪৫৫ ইউএসএআইডির তিন কর্মী বরখাস্ত

ভারতে ওয়াকফ সংশোধনী বিল পাস নিয়ে আসিফ নজরুলের উদ্বেগ

নির্বাচনের সব কাজ ভালোভাবে এগোচ্ছে : সিইসি

আওয়ামী লীগপন্থী ৭২ আইনজীবী কারাগারে, ১১ জনের জামিন

বাঁশখালীতে বিষ দিয়ে বোনের ধান ক্ষেত জ্বালিয়ে দিলো ভাই

নতজানু ও দলকানা সাংবাদিকতা ফ্যাসিবাদের উত্থান ঘটায় -কাদের গণি

কুষ্টিয়ায় ধর্ষণের শিকার সেই শিশুর ঘর পুড়িয়ে দেয়ার অভিযোগ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবি -প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ

আসামিদের ছাড়িয়ে নিতে জীবননগর থানা ঘেরাও

টাকার লোভে আ.লীগকে ফিরিয়ে আনতে চাইছে কিছু রাজনৈতিক দল -নজরুল ইসলাম খান

গফরগাঁওয়ে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

চুয়েটে লেভেল-১ স্নাতক কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু ৯ এপ্রিল

নাটোরে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

সান্তাহারে অবৈধ যানবাহনের দৌরাত্ম্য