লিটনের অভিষেক, কলকাতাকে হারিয়ে প্রথম জয় পেল দিল্লি
২১ এপ্রিল ২০২৩, ০৭:০০ এএম | আপডেট: ০১ মে ২০২৩, ১২:০৪ এএম
অবশেষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চলতি আসরে টানা পাঁচ হারের পর অবশেষে জয়ের দেখা পেয়েছে দিল্লি ক্যাপিটালস। বৃহস্পতিবার (২০ এপ্রিল) লিটন দাসের কলকাতা নাইট রাইডার্সকে তারা হারিয়েছে ৪ উইকেটের ব্যবধানে। ১২৮ রান তাড়ায় নেমে ১৯.২ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্য পৌঁছে যায় ডেভিড ওয়ার্নাররা।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে এদিন ওয়ার্নার ছাড়া ব্যাট হাতে ব্যর্থ হন টপ অর্ডারের বাকি ব্যাটাররা। পৃথ্বি শ ১১ বলে ১৩ রান করে আউট হওয়ার পর, মিচেল মার্শ ৯ বলে ২ ও ফিল সল্ট ৩ বলে ৫ রান করে সাজঘরে ফেরেন। ওয়ার্নার একাই দলের হাল ধরেন। ৪১ বলে ১১ চারের মারে তিনি যখন ৫৭ রান করে আউট হন তখন দলের প্রয়োজন ছিল মাত্র ৩৫ রান।
শেষদিকে মনিশ পান্ডের ২৩ বলে ২১ ও অক্ষর প্যাটেলের ২২ বলে ১৯ রানে ভর করে লক্ষ্যটা সহজে পূরণ করে নেয় দিল্লি। তাতে টানা পাঁচ হারের পর আসরে প্রথম জয়ের দেখা পায় তারা। ভরুন চক্রবর্তী, অনুকুল রায় ও নীতিশ রানার বোলিং নৈপুণ্যে সহজ লক্ষ্য দিয়েও কলকাতা লড়াইটা শেষ ওভার পর্যন্ত নিয়ে গিয়েছিল। ভরুণ ১৬ রান খরচায় ২ উইকেট নেন। ২ উইকেট নিতে অনুকুলের খরচ ১৯ আর নীতিশের খরচ ১৭ রান।
এর আগে অরুন জেটলি স্টেডিয়ামে নতুন ওপেনিং জুটি নিয়ে নামে কলকাতা। ইংল্যান্ডের জেসন রয়ের সঙ্গী হন লিটন দাস। কিন্তু আইপিএলে অভিষেক ম্যাচ খেলতে নামা লিটন নিজের প্রথম বলে ৪ মেরে রানের খাতা খুলেন। ইশান্ত শর্মার ওই ওভারে আরও ২টি বল মোকাবিলা করেন উইকেটরক্ষক এ ব্যাটার। লিটন আবার যখন স্ট্রাইক পান, তখন বোলিংয়ে মুকেশ কুমার। তার ওভারের শেষ বলে বাউন্সারে ব্যাট লাগিয়ে শর্টমিডে ক্যাচ দেন। ৪ বলে ৪ রান করে আউট হন লিটন।
এরপর উইকেটের মিছিল চলতে থাকে কলকাতার। দলীয় ২৫ রানে ভেঙ্কটেশ আইয়ার, ৩২ রানে নীতিশ রানা, ৫০ রানে মানদিপ সিং, ৭০ রানে সিংকু সিং বিদায় নেন। ৯৩ রানে কলকাতা হারায় জোড়া উইকেট। কুলদীপ যাদবের বলে বিদায় নেন ওপেনার রয় ও ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামা অনুকুল রয়। জেসন ৩৯ বলে করেন ৪৩ রান। অনুকুল রানের খাতাই খুলতে পারেননি।
এরপর কলকাতার হাল ধরেন আন্দ্রে রাসেল। শেষ বল পর্যন্ত টিকে থাকা রাসেল ৩১ বলে খেলেন ৩৮ রানের গুরুত্বপূর্ণ এক ইনিংস। বাকিদের মধ্যে মানদীপ সিং ১২ ও রিংকু ৬ রান করেন। দিল্লির হয়ে ২টি করে উইকেট পান এনরিখ নর্কিয়া, ইশান্ত শর্মা, অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব। এক উইকেট নেন মুকেশ কুমার। এ জয়ের ফলে ৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের আটে অবস্থান কলকাতার। সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে অবস্থান করছে দিল্লি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
কাকরাইল মসজিদ দখলে নিলেন সাদপন্থীরা
কংগ্রেস প্রিয়াঙ্কা গান্ধীর জয় নিয়ে আত্মবিশ্বাসী
১৫ লাখ টাকা মুক্তিপণ আদায়, যশোরের সাবেক এসপি আনিসুর রহমানসহ ১৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা
সিডরের ভয়াল সেই ১৫ নভেম্বর আজ
মুজিববাদের বিরুদ্ধে লড়াইটা শতগুণ কঠিন : আসিফ মাহমুদ
আওয়ামী লীগের ৮ নেতাকর্মী পশ্চিমবঙ্গে গ্রেফতার
যশোরের ঐতিহ্যবাহী ভৈরব নদের পাড় ভেংগে একটি বাড়ির তিনটি ঘর ভেঙে পড়েছে
ভয়াবহ দূষণের কবলে দিল্লি, বন্ধ সব প্রাইমারি স্কুল
যশোরে মাছের ঘের থেকে মাছ ধরাকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, ১৬ জন আহত
ইসরাইলি হামলায় দামেস্কে নিহত ১৫
যশোরে সেনা অভিযান বিদেশি পিস্তল সহ আটক ৩ সন্ত্রাসী
অব্যাহত ইসরাইলি হামলায় গাজা-লেবাননে নিহত আরও ৪৫
গ্লোবাল টি-টোয়েন্টিতে আশরাফুলদের লক্ষ্য ফাইনাল
পরশুরামে ছুরিকাঘাতে কলেজ ছাত্র নিহত
প্যারাগুয়ের মাঠে হেরেই গেল আর্জেন্টিনা
উইন্ডিজকে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের
ভিনিসিউসের পেনাল্টি মিসে জয়হীন ব্রাজিল
জানা গেল ভেনেজুয়েলার বিপক্ষে ব্রাজিলের একাদশ
বাংলাদেশে ন্যায্য রুপান্তরে অর্থায়নের জন্য ধনী দেশগুলোর প্রতি আহ্বান
গোপালগঞ্জে কারাগারে থাকা বাবার অবশেষে জামিন মঞ্জর