চার সেঞ্চুরির দুটিই ডাবল!
২৭ এপ্রিল ২০২৩, ০৯:৫৯ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৯:৫১ পিএম

টেস্ট ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ রান ৯৫২। ১৯৯৭ সালে ভারতের বিপক্ষে এই রেকর্ড গড়েছিল শ্রীলঙ্কা। চলমান গল টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে স্বাগতিক লঙ্কানরা যেভাবে ব্যাটিং করছিল, তাতে চাইলেই চার অংকের রান স্পর্ষ করতে পারতো তারা। তবে আধুনিক ক্রিকেটে ম্যাচ জেতাটা জরুরী। তাই গতকাল চতুর্থ দিনে নিশান মাদুশঙ্কা ও কুশল মেন্ডিসের দ্বিশতক ও অ্যাঞ্জেলো ম্যাথুসের শতকের পর প্রথম ইনিংসে ৩ উইকেটে ৭০৪ রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। জবাবে ৫৪ রান তুলতেই ২ উইকেট হারিয়ে ফেলেছে আয়ারল্যান্ড। আজ শেষ দিন ইনিংস হার এড়াতে আরও ১৫৮ রান করতে হবে তাদের।
মাদুশঙ্কা ও মেন্ডিস চতুর্থ দিনের খেলা শুরু করেন ১ উইকেটে ৩৫৭ রান নিয়ে। গ্রাহাম হিউমের বলে সিঙ্গেল নিয়ে মেন্ডিস তিন অংক স্পর্ষ করেন ১৩১ বলে। ১ উইকেটে ৪৮৯ রানের স্কোর নিয়ে মধ্যাহ্নবিরতিতে যায় শ্রীলঙ্কা। তবে বিরতির আগেই ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকেই ডাবলে পরিণত করলেন মাদুশকা। বিরতির পরে অবশ্য তিনি ২০৫ করে অ্যান্ডি ম্যাকব্রাইনের বলে কাটা পড়েন।
মাদুশঙ্কা ফেরার আগেই ১৫০ পেরিয়েছিলেন মেন্ডিস, ছুটতে থাকেন এরপরও। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিটি পেতে তাকে খেলতে হয়েছে ২৬৩ বল। দ্বিশতকের পরই ২৮ বলেই তোলেন ৪৫ রান। হিউমকে তুলে মারতে গিয়ে লং অফে ম্যাথু হামফ্রিসের দারুণ ক্যাচে পরিণত হন ২৯১ বলে ২৪৫ রানের ইনিংস খেলে। ইনিংসে মেন্ডিস মারেন ১১টি ছক্কা। আর একটি হলেই ওয়াসিম আকরামের এক ইনিংসে ১২ ছক্কার বিশ্ব রেকর্ড ছুঁয়ে ফেলতেন তিনি।
ম্যাথুসকে সঙ্গ দিতে নেমেছিলেন দিনেশ চান্ডিমাল, যদিও চোটের কারণে মাঠ ছাড়েন তিনি। এরপর শ্রীলঙ্কাকে নিয়ে ছোটা ম্যাথুস ৭৭ বলে ফিফটি পূর্ণ করেন। আর সেঞ্চুরি করতে খেলেন ১১৪ বল। টেস্টে এ নিয়ে মাত্র তৃতীয়বার কোনো দলের প্রথম চার ব্যাটসম্যান একই ইনিংসে সেঞ্চুরি পেলেন। ম্যাথুসের সেঞ্চুরির পরপরই ইনিংস ঘোষণা করে দেন করুনারতেœ। শ্রীলঙ্কা তাদের ইতিহাসে সপ্তমবারের মতো ৭০০ রানের স্কোর ছুঁয়ে ফেলে আগেই।
২১২ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে আয়ারল্যান্ড জেমস ম্যাককলামকে হারায় পঞ্চম ওভারেই। পিটার মুরকে ফিরতে হয় প্রবাত জয়াসুরিয়ার বলে ক্যাচ দিয়ে। অধিনায়ক অ্যান্ডি বলবার্নির সঙ্গে হ্যারি টেক্টর আজকে পঞ্চম দিনের খেলা শুরু করবেন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

হামাস নেতা হাসান ফারহাতকে হত্যার দাবি ইসরায়েলি বাহিনীর

সাগর কন্যা কুয়াকাটায় পর্যটকের ঢল

প্রেম নাকি মৃত্যু! কি লেখা আছে পূর্ণার ভাগ্যে?

হোসেনপুরে দেশের ২য় বৃহত্তম অষ্টমী স্নানোৎসব

'মুক্তচিন্তা ও তারুণ্যে, জাবিসাস চুয়ান্নে'

মানিকগঞ্জে রাস্তার পাশে রক্তাক্ত কার্টুন ঘিরে চাঞ্চল্য সৃষ্টি, ঘটনাস্থলে শত শত লোকের ভিড়

নরেন্দ্র মোদীকে আলোকচিত্র উপহার দিলেন প্রধান উপদেষ্টা

প্রতিটি লঞ্চে ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী নিয়ে পাড়ে ভিড়ছে

নেত্রকোণায় চাঞ্চল্যকর মাজেদা হত্যাকাণ্ডঃ ২ যুবক গ্রেফতারঃ মোবাইল-টাকা উদ্ধার

শেখ হাসিনাকে ফেরত চাইলেন ড. মুহাম্মদ ইউনূস

যুক্তরাষ্ট্রের যানবাহনের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ কানাডার

আল্লামা আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুরের ইন্তেকাল, রাত ১০টায় জানাযা

ট্রাম্পের নতুন শুল্ক ব্যবস্থায় জনমানবহীন পেঙ্গুইন-পাখির দ্বীপও অন্তর্ভুক্ত

শেরপুরে লেবু চাষে ভাগ্য খুলেছে জুলহাস উদ্দিনের

বিলুপ্তির পথে শেরপুরের তেঁতুল গাছ, মুখরোচক আচারের প্রধান উপকরণ তেঁতুল!

মাদারীপুরে কৃষকের হাত কেটে নিল সন্ত্রাসীরা

মিয়ানমারে ভূমিকম্পের পরপরই আন্তর্জাতিক সম্মেলনে জান্তা প্রধানের সফর

মাদারীপুরে ভোররাতে আগুনে পুড়লো ১৯ দোকান, ক্ষতি কয়েক কোটি টাকা

চালের চেয়েও ছোট পেসমেকার উদ্ভাবন, চিকিৎসায় নতুন সম্ভাবনা

কিভাবে বাংলাদেশকে বদলে দিলেন ড. ইউনূস? তার সাফল্য কি!