ক্রিকেটারদের মালিকানা চায় আইপিএলের দলগুলো
২৭ এপ্রিল ২০২৩, ১০:০১ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৬:১০ পিএম
টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজি লিগ মানেই অল্প পরিশ্রমে বিশাল অর্থের ঝনঝনানি। গণমাধ্যমের আগ্রহ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দর্শকদের দারুণ অংশগ্রহণ। তাই তো জাতীয় দলকে এড়িয়ে ফ্রাঞ্চাইজি লিগ গুলোতে খেলতেই বেশি আগ্রহী ক্রিকেটাররা। ফলে ক্রিকেটারদের জাতীয় দল থেকে সরে দাঁড়ানো, কেন্দ্রীয় চুক্তিতে থাকতে না চাওয়া মত কাহিনীর অবতারণা। তবে সেই সকল সঙ্কটকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নতুন যে দুর্যোগের ঘনঘটা দেখা দিয়েছে, সেটা আক্ষরিক অর্থেই ভয়ঙ্কর। এটা সবারই জানা যে, আইপিলের কয়েকটা দলের মালিকানা আছে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা ফ্রাঞ্চাইজি লিগ গুলোতে। এবার সেই মালিকরা ক্রিকেটারদের চুক্তিবদ্ধ করতে চাচ্ছেন ১২ মাস বা তারও বেশি সময়ের জন্য। অর্থাৎ স্ব-স্ব দেশের ক্রিকেট বোর্ডের পরিবর্তে ক্রিকেটারদের নতুন নিয়োগকর্তা হতে চাইছে ফ্রাঞ্জাইজিগুলো!
আইপিএলের যাত্রা শুরু ২০০৮ সালে। প্রথম দুই মৌসুম সকল ক্রিকেটপ্রেমীরা এর প্রশংসা করলেও ধীরে ধীরে এই লিগ জাতীয় দলগুলোর সঙ্গে সাংঘর্ষিক হতে শুরু করে। একটা সময় এসে প্রশ্ন দাঁড়িয়ে যায়- জাতীয় দল না ফ্রাঞ্চাইজি ক্রিকেট, কোনটা আগে? এক আইপিএল নিয়ে যখন অবস্থা টালমাটাল তখন শুরু হয় ক্যরিবিয়ান ও আরব আমিরাতের মত ফ্রাঞ্চাইজি লিগ। যেখানে মালিকানা কিনতে শুরু করে আইপিএলের কলকাতা, চেন্নাই, রাজস্থান ও মুম্বাইয়ের মালিকরা। তারই পরিক্রমাই ক্যারিবিয়ান অঞ্চলের ক্রিকেটাররা দৃষ্টান্ত স্থাপন করে- জাতীয় দলকে উপেক্ষা করে ফ্রাঞ্চাইজি লিগ গুলোকে বেঁছে নিয়। ফর্ম এবং জাতীয় দলে অপরিহার্যতা থাকার পরও এবি ডি ভিলিয়ার্স, ফাফ ডুপ্লেসিসরা আগে ভাগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন আইপিএলের কারণেই। অসংখ্য উদীয়মান এবং নামকরা ক্রিকেটাররা এখন আর লাল বলে খেলতে আগ্রহী নন। ওয়াসিম আকরামের মত লেজেন্ড প্রকাশ্যে বলে ফেলেন- ওয়ানডে বিরক্তিকর। এবার সেই আগুনেই তেল ঢেলে দিল, আইপিএলের ফ্রাঞ্চাইজি মালিকদের ক্রিকেটারদের একমাত্র অভিবাবক হওয়ার স্বপ্ন।
আইপিএলের মালিকদের চাওয়া- ক্রিকেট অনেকটা ইউরোপিয়ান ক্লাব ফুটবলের মতো হবে। দলের সঙ্গে চুক্তি থাকলে, দলই ওই ক্রিকেটারকে তাদের মতো ব্যবহার করবে। কখনও সখনও জাতীয় দলে খেলা হলেও ক্লাবের হয়ে খেলাটাই হবে ক্রিকেটারদের মূল লক্ষ্য। এই বছরের শেষের দিকেই ক্রিকেটারদের আনুষ্ঠানিকভাবে সারা বছরের জন্য চুক্তি প্রস্তাব দেয়া হতে পারে। যার জন্য ৫ মিলিয়ন পাউন্ড বা ৬৬ কোটি টাকা একজন ক্রিকেটারের পেছনে ব্যয় করতে প্রস্তুত ফ্রাঞ্চাইজি মালিকরা।
এই পরিকল্পনা কার্যকর হলে, ক্রিকেটারদের অপশন দেয়া হবে- হয় জাতীয় দল, না হয় আইপিএল যে কোনো একটাকেই বেছে নেওয়ার! খেলোয়াড়দের একবারে কিনে নিয়া, বিভিন্ন ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে ওই খেলোয়াড়কে তারা ব্যবহার করতে চাচ্ছে। আর এই কারণেই গুরুত্বপূর্ণ কিছু ক্রিকেটারকে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে তাদের হয়ে খেলার প্রস্তাব দেওয়া হচ্ছে। এমনই দাবি করেছে ইংল্যান্ডের দ্য টাইমস পত্রিকা। শোনা যাচ্ছে প্রস্তাবিত সাউদী টি-টোয়েন্টি লিগেও দল কিনতে চাইছে আইপিএল দলের মালিকরা। এই সব লিগে খেলানোর জন্য ইংল্যান্ডের ৬ ক্রিকেটারকে নাকি প্রস্তাব দেয়া হয়েছে আইপিএলের দলগুলোর তরফ থেকে । টাইমস দাবি করে, ‘তারকারা আইপিএল চুক্তির জন্য ইংল্যান্ড বা দেশের চুক্তি ছাড়ার কথা ভাবছেন’। তবে ওই ছয় ক্রিকেটার ও ফ্রাঞ্চাইজি মালিকদের নাম প্রকাশ করা হয়নি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বেলুচিস্তানের হারনাইয়ে সেনাবাহিনীর অভিযান, ২ সেনাসহ ৩ সন্ত্রাসী নিহত
অবশেষে চালু হলো সিরাজগঞ্জ এক্সপ্রেস
অন্তর্বর্তী সরকার হোঁচট খেলে বাংলাদেশ আগের অবস্থায় ফিরে যেতে পারে : ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের রিপোর্ট
জাতীয় পার্টির সাবেক এমপি টিপুকে ধরে পুলিশে দিল জনতা
দেড় যুগ পর ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘বালুঘড়ি - দ্য স্যান্ড ক্লক’
মারিয়াম নওয়াজের চিকিৎসা দাবির সত্যতা নিয়ে বিদেশি সংবাদমাধ্যমের প্রশ্ন
তুলসি গ্যাবার্ড : যুক্তরাষ্ট্রের প্রথম হিন্দু গোয়েন্দা কর্মকর্তা
রাউজানে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ ৮
কাকরাইল মসজিদ দখলে নিলেন সাদপন্থীরা
কংগ্রেস প্রিয়াঙ্কা গান্ধীর জয় নিয়ে আত্মবিশ্বাসী
১৫ লাখ টাকা মুক্তিপণ আদায়, যশোরের সাবেক এসপি আনিসুর রহমানসহ ১৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা
সিডরের ভয়াল সেই ১৫ নভেম্বর আজ
মুজিববাদের বিরুদ্ধে লড়াইটা শতগুণ কঠিন : আসিফ মাহমুদ
আওয়ামী লীগের ৮ নেতাকর্মী পশ্চিমবঙ্গে গ্রেফতার
যশোরের ঐতিহ্যবাহী ভৈরব নদের পাড় ভেংগে একটি বাড়ির তিনটি ঘর ভেঙে পড়েছে
ভয়াবহ দূষণের কবলে দিল্লি, বন্ধ সব প্রাইমারি স্কুল
যশোরে মাছের ঘের থেকে মাছ ধরাকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, ১৬ জন আহত
ইসরাইলি হামলায় দামেস্কে নিহত ১৫
যশোরে সেনা অভিযান বিদেশি পিস্তল সহ আটক ৩ সন্ত্রাসী
অব্যাহত ইসরাইলি হামলায় গাজা-লেবাননে নিহত আরও ৪৫