পেস অলরাউন্ডার ‘নাম’ চান মৃত্যুঞ্জয়
২৭ এপ্রিল ২০২৩, ১০:০১ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৮:৩৬ পিএম
আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশ দলে একমাত্র নতুন মুখ মৃত্যুঞ্জয় চৌধুরী। তাসকিন আহমেদের চোটে দলে সুযোগ পেয়েছেন তিনি। শেষ পর্যন্ত খেলার সুযোগ হবে কি না, স্বাভাবিকভাবেই সেটির জন্য অপেক্ষা করতে হবে। তবে জাতীয় দলের হয়ে অনুশীলনের সুযোগ পাওয়াটাই এখন বড় অর্জন মনে হচ্ছে বাঁহাতি এ পেসারের।
আয়ারল্যান্ড সিরিজ সামনে রেখে গতকাল থেকে সিলেটে তিন দিনের রুদ্ধদ্বার প্রস্তুতি ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ দল। আইপিএলে খেলতে ভারতে থাকা মুস্তাফিজুর রহমান ও লিটন দাস, ছুটিতে থাকা সাকিব আল হাসান বাদে বাকিদের নিয়ে শুরু হয়েছে এ ক্যাম্প। সেখানেই সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জাতীয় দলের হয়ে অনুশীলনের অনুভূতি মৃত্যুঞ্জয় জানালেন এভাবে, ‘আমার জন্য একটা রোমাঞ্চকর মুহূর্ত বলা যায়। দলের ভেতরে থেকে সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে এভাবে অনুশীলন করা হয়নি। এটা বড় একটা অর্জন। ভালো লাগাও কাজ করেছে। নতুন কিছু শিখতে পারছি। সে হিসেবে দিনটা ভালো গেছে।’
বাংলাদেশে পেস অলরাউন্ডার বলতে তেমন কেউ নেই। মোহাম্মদ সাইফউদ্দিন কয়েক বছর খেললেও তিনি এখন জাতীয় দলের আশেপাশে নেই। মৃত্যুঞ্জয় আন্তর্জাতিক স্টেজে কেমন করেন সেটিও ঝালিয়ে দেখার একটি সুযোগ এটি। জাতীয় দল নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে মৃত্যুঞ্জয় বলেছেন ব্যক্তিগত লক্ষ্যের কথাও, ‘সেরাটা দেওয়ার চেষ্টা করব। সেটি করলেই ভালো কিছু হয়ত আসবে। তবে পারফরম্যান্স থেকে শুরু করে খেলোয়াড়ের হাতে অনেক কিছুই থাকে না, আমার হাতে কঠোর পরিশ্রম করা ও আগ্রহের ব্যাপারটি আছে। আল্লাহ লিখে রাখলে ভালো কিছু হবে ইনশাআল্লাহ।’
বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ের জন্যও বেশ পরিচিত মৃত্যুঞ্জয়। ঘরোয়া ক্রিকেটে প্রমাণ করেছেন যে তিনিও টুকটাক ব্যাটিংটা পারেন। তবে জাতীয় দলে অলরাউন্ডার পরিচিতি লাভ করতে হলে ব্যাটিং-বোলিং, দুই বিভাগেই দক্ষ হতে হবে। তবে মৃত্যুঞ্জয় আশাবাদী যেদিন ব্যাটিংটা ক্লিক করবে, সেদিন ভালো কিছু হবে, ‘অবশ্যই পরিকল্পনা আছে। ছোটবেলা থেকে যখন খেলা শুরু করেছি তখন থেকেই ইচ্ছে ছিল ভালো অলরাউন্ডার হওয়ার। হয়তোবা বোলিংটা ঐভাবে ক্লিক করেছে বলে ওটা নিয়ে বলেন বা বোলার হিসেবে চেনেন। ব্যাটিংটা এখনও সেভাবে ক্লিক করতে পারিনি। তবে যেদিন হবে আশা করি ভালো কিছুই হবে।’
আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজটি হবে ইংল্যান্ডের চেমসফোর্ডে। সেখানকার উইকেটের সঙ্গে মিল, সঙ্গে ঢাকার গরম আবহাওয়ার কারণে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ক্যাম্পের জন্য বেছে নিয়েছেন সিলেটকে। প্রথম দিনের অনুশীলনে কী হলো, সে প্রসঙ্গে মৃত্যুঞ্জয় বলেন, ‘অনুশীলন যেটি হয়েছে, ম্যাচ আবহে- প্রথম ১০ ওভার কীভাবে খেলতে হবে, শেষে কীভাবে খেলতে হবে। এ অনুযায়ী ব্যাটসম্যানকে যে পরিকল্পনা অনুযায়ী নামানো হয়েছে, তারা সেভাবে ব্যাটিং করেছে। আজ (গতকাল) ম্যাচের অমন আবহের সঙ্গেই মানিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে।’ সিলেটের ক্যাম্প দলের জন্য কাজে দেবে বলে মনে করেন ২১ বছর বয়সী এই পেসার, ‘ইংল্যান্ডের উইকেটে বাউন্স আছে, সিলেটের উইকেটেরও সুনাম আছে অমন। আজও (গতকাল) অনুশীলন করলাম, বাউন্স ছিল। তো এটা সহায়তা করবে। একেবারে তো আর ইংল্যান্ডের মতো উইকেট হওয়া সম্ভব নয়, যতটুকু হয়েছে সামনে ভালো কাজে দেবে।’
সিলেটের ক্যাম্প শেষে ঢাকা হয়ে বাংলাদেশ দল ইংল্যান্ডে যাবে দুই ভাগে ভাগ হয়ে, যার বড় অংশটিই যাবে ৩০ এপ্রিল দিবাগত রাতে। চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে হবে ৯, ১২ ও ১৪ মে। তার আগে ৫ মে বাংলাদেশ দল খেলবে একটি প্রস্তুতি ম্যাচ। সে ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা সাকিব ও মুস্তাফিজের। লিটন যোগ দেবেন প্রস্তুতি ম্যাচের পর। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অংশ। যদিও এ বছর ভারতে অনুষ্ঠেয় ৫০ ওভারের বিশ্ব আসরে বাংলাদেশের খেলা নিশ্চিত হয়েছে আগেই।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
পরলোকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং :ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের
৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী
৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান
তুষারপাতে অচল হিমাচল দুই শতাধিক রাস্তা বন্ধ
ক্রিপ্টো রিজার্ভ গড়বেন ট্রাম্প?
মোজাম্বিকে কারাদাঙ্গায় নিহত ৩৩, পলাতক ১৫০০ কয়েদি
গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরাইলের
পাকিস্তানে সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি
আফগানিস্তানে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান
শুধু নারীদের জন্য
নিথর দেহ
আত্মহননে
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়
শুধু নামেই জিমনেসিয়াম