আইরিশদের উড়িয়ে শ্রীলঙ্কার ‘সেঞ্চুরি’
২৮ এপ্রিল ২০২৩, ১০:০৫ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৫৩ পিএম
প্রথম ইনিংসে আয়ারল্যান্ড যে দাপুটে ব্যাটিং করেছিল তার লেশ মাত্রও দেখা গেল না দ্বিতীয় ইনিংসে। আইরিশদের এবারের এশিয়া সফরে দারুণ ছন্দে থাকা হ্যারি টেক্টর অবশ্য চেষ্টার ত্রুটি রাখলেন না। তবে অন্য প্রান্ত থেকে কেউ সেভাবে সমর্থন দিতে না পারায় হারটা নিশ্চিত হয়ে গিয়েছিল। টেক্টর অবশ্য নবম উইকেট জুটিতে ম্যাথিউ হামফ্রিসকে নিয়ে ইনিংস হার এড়ানোর প্রাণপণ চেষ্টা করে যাচ্ছিলেন। কিন্তু আসিথা ফার্নান্দোর পরপর দুই ইউর্কারে উড়ে গেল টেক্টর ও বেন হোয়াইটের স্টাম্প। আইরিশদের ইনিংস শেষ ২০২ রানে। গতকাল গলে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে ইনিংস ও ১০ রানে জিতল স্বাগতিক শ্রীলঙ্কা। যা ছিল লাল বলের ক্রিকেটে তাদের শততম জয়।
পঞ্চম দিনে ২ উইকেটে ৫৪ রান নিয়ে খেলা শুরু করে আয়ারল্যান্ড। দিনের তৃতীয় ওভারে আসিথা ফার্নান্দোর বাউন্সার হেলমেটে লাগলে মাঠ ছেড়ে যান অ্যান্ডি বালবার্নি। পরের ওভারেই প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান পল স্টার্লিংকে ফিরিয়ে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম ৫০ উইকেট পূর্ণ করেন প্রবাথ জয়াসুরিয়া। ১৮৯৩ সালে ইংল্যান্ডের থমাস রিচার্ডসন ৫০ উইকেট নেন ৭ টেস্টে। এরপর ২০১২ সালে ৭ টেস্টে উইকেটের পঞ্চাশ পূরণ করেন দক্ষিণ আফ্রিকান পেসার ভার্নন ফিল্যান্ডার। ১৮৮৮ সালে মাত্র ৬ টেস্টে ৫০ উইকেট পেয়েছিলেন অস্ট্রেলিয়ান পেসার চার্লি টার্নার। এই রেকর্ড আজও কেউ ভাঙতে পারেনি। তবে স্পিনারদের মধ্যে দ্রুতগতিতে পঞ্চাশ ছোঁয়ার রেকর্ডটা প্রবাথেরই।
দলীয় ৭৮ রানে ফিরে যান লরকান টাকারও। আর দলীয় ১০৩ রানে কার্টিস ক্যম্ফার সাজঘরে ফিরলে বিপদেই পড়ে যায় সফরকারীরা। এরপর কাপ্তান বালবার্নির সঙ্গে ৪০ রানের জুটি গড়েছিলেন টেক্টর। হাফসেঞ্চুরি থেকে ৪ রান দূরে থাকতে রমেশ মেন্ডিসের বলে আউট হন আইরিশ অধিনায়ক। তবে এক প্রান্ত আগলে এগিয়ে যেতে থাকেন টেক্টর। আইরিশরা ইনিংস পরাজয় এড়ানোর স্বপ্ন দেখলেও, আসিথার গতিতে উড়ে যায় তা।
দলের পক্ষে সর্বোচ্চ ৮৫ রানের ইনিংস খেলেন হ্যারি টেক্টর। শ্রীলঙ্কার পক্ষে ৫টি উইকেট পান রমেশ মেন্ডিস। এছাড়া আসিথা ৩টি ও প্রবাথ ২টি উইকেট পান। আয়ারল্যান্ড প্রথম ইনিংসে করেছিল ৪৯২ রান। জবাবে ঝরো গতিতে ৩ উইকেটে ৭০৪ রান তুলে নিজেরদের প্রথম ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা।
এক ইনিংসে সাড়ে চারশর বেশি রান করে চতুর্থ দল হিসেবে হারল আয়ারল্যান্ড। বাকি তিন দল- ইংল্যান্ড, ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের প্রথম টেস্টেও ইনিংস ও ২৮০ রানের ব্যবধানে জিতেছিল স্বাগতিকরা। অন্যদিকে টেস্ট ক্রিকেটে ৩১১ ম্যাচে এসে শততম জয় পেল লঙ্কানরা। টেস্টে অষ্টম দল হিসেবে এই কীর্তি গড়ল তারা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
পতিত স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছেন : আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক
বিরলে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
বড় পর্দায় প্রথম তাঁরা, কেমন ছিল অনুভূতি
সরকারের জনপ্রিয়তা থাকলেও প্রশাসনিক অসহযোগিতা রয়েছে: তথ্য উপদেষ্টা
সুদ-ঘুষের বিরুদ্ধে বয়ান করায় ইমামকে চাকরি ছাড়তে বললেন মসজিদের সভাপতি!
সময় টিভির সাংবাদিকদের চাকরিচ্যুতি: ওই দিনের প্রকৃত ঘটনা তুলে ধরলেন হাসনাত
চট্টগ্রামের প্রবীণ আলেম আল্লামা জালাল উদ্দীনের ইন্তেকাল
ইসকন নিয়ে পোস্ট: আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে দুই বাংলাদেশি শিক্ষার্থীকে বহিষ্কার
সংস্কার প্রশ্নে পিছপা হলে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না: পরিবেশ উপদেষ্টা
সদরপুরে জাসাসের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও শোভাযাত্রা
বেগমগঞ্জে যুবদল নেতা সুমনের বিরুদ্ধে নানা অভিযোগ
ময়মনসিংহ প্রেসক্লাবে চরম অচল অবস্থা, সহিংস ঘটনার আশংকা
জকিগঞ্জে জামায়াতের সেক্রেটারিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ
থার্টি ফাস্ট নাইট নিষিদ্ধ করতে হবে আইন করে জুমার খুৎবা পূর্ব বয়ান
মেলবোর্নে স্মিথ-কামিন্সের অনন্য কীর্তি
মনমোহন সিংয়ের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
নেত্রকোনায় এ আর খান পাঠান স্মৃতি উন্মুক্ত ব্যাডমিন্টন প্রতিযোগিতার শুভ উদ্বোধন
এবার তিন অঙ্কে মুর্শিদা
আগুনে পুড়েছে সবচেয়ে বিতর্কিত ফাইলগুলো: রিজভী
সখিপুরে বনবিভাগের বিরুদ্ধে বিএনপি’র বিক্ষোভ ও মশাল মিছিল