আইরিশদের উড়িয়ে শ্রীলঙ্কার ‘সেঞ্চুরি’
২৮ এপ্রিল ২০২৩, ১০:০৫ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৫৩ পিএম
প্রথম ইনিংসে আয়ারল্যান্ড যে দাপুটে ব্যাটিং করেছিল তার লেশ মাত্রও দেখা গেল না দ্বিতীয় ইনিংসে। আইরিশদের এবারের এশিয়া সফরে দারুণ ছন্দে থাকা হ্যারি টেক্টর অবশ্য চেষ্টার ত্রুটি রাখলেন না। তবে অন্য প্রান্ত থেকে কেউ সেভাবে সমর্থন দিতে না পারায় হারটা নিশ্চিত হয়ে গিয়েছিল। টেক্টর অবশ্য নবম উইকেট জুটিতে ম্যাথিউ হামফ্রিসকে নিয়ে ইনিংস হার এড়ানোর প্রাণপণ চেষ্টা করে যাচ্ছিলেন। কিন্তু আসিথা ফার্নান্দোর পরপর দুই ইউর্কারে উড়ে গেল টেক্টর ও বেন হোয়াইটের স্টাম্প। আইরিশদের ইনিংস শেষ ২০২ রানে। গতকাল গলে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে ইনিংস ও ১০ রানে জিতল স্বাগতিক শ্রীলঙ্কা। যা ছিল লাল বলের ক্রিকেটে তাদের শততম জয়।
পঞ্চম দিনে ২ উইকেটে ৫৪ রান নিয়ে খেলা শুরু করে আয়ারল্যান্ড। দিনের তৃতীয় ওভারে আসিথা ফার্নান্দোর বাউন্সার হেলমেটে লাগলে মাঠ ছেড়ে যান অ্যান্ডি বালবার্নি। পরের ওভারেই প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান পল স্টার্লিংকে ফিরিয়ে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম ৫০ উইকেট পূর্ণ করেন প্রবাথ জয়াসুরিয়া। ১৮৯৩ সালে ইংল্যান্ডের থমাস রিচার্ডসন ৫০ উইকেট নেন ৭ টেস্টে। এরপর ২০১২ সালে ৭ টেস্টে উইকেটের পঞ্চাশ পূরণ করেন দক্ষিণ আফ্রিকান পেসার ভার্নন ফিল্যান্ডার। ১৮৮৮ সালে মাত্র ৬ টেস্টে ৫০ উইকেট পেয়েছিলেন অস্ট্রেলিয়ান পেসার চার্লি টার্নার। এই রেকর্ড আজও কেউ ভাঙতে পারেনি। তবে স্পিনারদের মধ্যে দ্রুতগতিতে পঞ্চাশ ছোঁয়ার রেকর্ডটা প্রবাথেরই।
দলীয় ৭৮ রানে ফিরে যান লরকান টাকারও। আর দলীয় ১০৩ রানে কার্টিস ক্যম্ফার সাজঘরে ফিরলে বিপদেই পড়ে যায় সফরকারীরা। এরপর কাপ্তান বালবার্নির সঙ্গে ৪০ রানের জুটি গড়েছিলেন টেক্টর। হাফসেঞ্চুরি থেকে ৪ রান দূরে থাকতে রমেশ মেন্ডিসের বলে আউট হন আইরিশ অধিনায়ক। তবে এক প্রান্ত আগলে এগিয়ে যেতে থাকেন টেক্টর। আইরিশরা ইনিংস পরাজয় এড়ানোর স্বপ্ন দেখলেও, আসিথার গতিতে উড়ে যায় তা।
দলের পক্ষে সর্বোচ্চ ৮৫ রানের ইনিংস খেলেন হ্যারি টেক্টর। শ্রীলঙ্কার পক্ষে ৫টি উইকেট পান রমেশ মেন্ডিস। এছাড়া আসিথা ৩টি ও প্রবাথ ২টি উইকেট পান। আয়ারল্যান্ড প্রথম ইনিংসে করেছিল ৪৯২ রান। জবাবে ঝরো গতিতে ৩ উইকেটে ৭০৪ রান তুলে নিজেরদের প্রথম ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা।
এক ইনিংসে সাড়ে চারশর বেশি রান করে চতুর্থ দল হিসেবে হারল আয়ারল্যান্ড। বাকি তিন দল- ইংল্যান্ড, ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের প্রথম টেস্টেও ইনিংস ও ২৮০ রানের ব্যবধানে জিতেছিল স্বাগতিকরা। অন্যদিকে টেস্ট ক্রিকেটে ৩১১ ম্যাচে এসে শততম জয় পেল লঙ্কানরা। টেস্টে অষ্টম দল হিসেবে এই কীর্তি গড়ল তারা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ভারতের শিশুদের বামনতার সংকট,জাতিভেদ এবং পুষ্টির অভাব
বদলে যাচ্ছে র্যাব: যা বলছেন নেটিজেনরা
"আসছে অম্ল-মধুর সম্পর্কের এক গল্প নিয়ে ছোট পর্দার আরশ-তিশা জুটি"
ট্রাম্প প্রশাসনে ভ্যাক্সিন বিরোধী ‘আরএফ কেনেডি’’ স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মনোনীত
যশোর প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যরে চাচাত ভাই চঞ্চল ভট্টাচার্য আড়াই কোটি টাকা আত্মসাত করে পালিয়েছে
হিজবুল্লাহর হামলা হাইফা শহর এবং এর অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে : মেয়র
ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি চর্চার বিষয়ে বিশেষ কমিটি
ক্ষমতা গ্রহণের পরই যে কাজ করবেন ট্রাম্প
অনুশোচনা নেই আওয়ামী লীগে, অপেক্ষা সুযোগের
কেন্দ্রীয় শহীদ মিনারে আব্দুল্লাহর জানাজা অনুষ্ঠিত
বেলুচিস্তানের হারনাইয়ে সেনাবাহিনীর অভিযান, ২ সেনাসহ ৩ সন্ত্রাসী নিহত
অবশেষে চালু হলো সিরাজগঞ্জ এক্সপ্রেস
অন্তর্বর্তী সরকার হোঁচট খেলে বাংলাদেশ আগের অবস্থায় ফিরে যেতে পারে : ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের রিপোর্ট
জাতীয় পার্টির সাবেক এমপি টিপুকে ধরে পুলিশে দিল জনতা
দেড় যুগ পর ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘বালুঘড়ি - দ্য স্যান্ড ক্লক’
মারিয়াম নওয়াজের চিকিৎসা দাবির সত্যতা নিয়ে বিদেশি সংবাদমাধ্যমের প্রশ্ন
তুলসি গ্যাবার্ড : যুক্তরাষ্ট্রের প্রথম হিন্দু গোয়েন্দা কর্মকর্তা
রাউজানে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ ৮
কাকরাইল মসজিদ দখলে নিলেন সাদপন্থীরা
কংগ্রেস প্রিয়াঙ্কা গান্ধীর জয় নিয়ে আত্মবিশ্বাসী