অভিমানে দেশান্তরী হচ্ছেন ক্রিকেটার নাসির
৩০ এপ্রিল ২০২৩, ০৪:৪০ পিএম | আপডেট: ০১ মে ২০২৩, ১২:১৩ এএম
ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স করেই জাতীয় দলে সুযোগ না পাওয়াতে অভিমানে দেশান্তরীত হচ্ছেন ক্রিকেটার নাসির হোসেন। সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন ২০১৮ সালে। সাম্প্রতিক সময়ে ভালো ফর্মে রয়েছেন এই অলরাউন্ডার। তবুও জাতীয় দল কিংবা তার আশপাশে জায়গা পাচ্ছেন না, তাই নিজেকে অবহেলিত মনে করেন তিনি।
গত ফেব্রুয়ারির বিপিএলে দারুণ ফর্মে ছিলেন নাসির। ১২ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ৩৬৬ রান, যা মুশফিকুর রহিম ও তামিম ইকবালের চেয়েও বেশি। মুশি ১৫ ম্যাচে ৩৫৭ ও তামিম ১০ ম্যাচে ৩০২ রান। শুধু ব্যাট হাতে পারফরম্যান্সই না, নাসির বল হাতে নেন ১৬ উইকেট, যা টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ। বিপিএলের মতো নাসির পারফর্ম করছেন ডিপিএলেও। তবুও গত কয়েকটি সিরিজে জাতীয় দলের আশপাশেও ডাক মেলেনি তার।
এ নিয়ে শনিবার (২৯ এপ্রিল) একটি সংবাদমাধ্যমকে নাসির হোসেন বলেন, ‘দেখুন, আপনি যদি ঠিকমতো মূল্যায়ন না পান, তবে আপনি কেন বাংলাদেশে থাকবেন! আমার কাছে মনে হচ্ছে যে, আমাকে ঠিকঠাক মূল্যায়ন করা হচ্ছে না। তাই আমি আমেরিকা চলে যাব। এই কথা আমি আগেও বলেছি, এখনও বলছি। এই ডিপিএলের পরেই আমি যুক্তরাষ্টে যাচ্ছি, ওখানে মাইনর লিগ খেলা আছে। ওইটা খেলতে যাচ্ছি।’
যুক্তরাষ্ট্রে মাইনর লিগ খেলবেন নাসির। তার কি সেখানকার জাতীয় দলের হয়েও খেলার সম্ভাবনা আছে? এমন প্রশ্নে এ অলরাউন্ডার বলেন,‘ ওই বিষয়ে আমি এখনই কিছু বলব না। দেখি কী হয়, আমার কাছে যদি মনে হয় বাংলাদেশে সঠিক মূল্যায়ন হচ্ছে না, তা হলে হয়তো আমি অন্য কিছু চিন্তা করতেই পারি। বিষয়টি এমন নয় যে আমি আমেরিকায় চলে গেলে আর বাংলাদেশের হয়ে খেলব না, আমি অবশ্যই দেশের হয়েও খেলব।’
এছাড়া নাসির আরও বলেন, ‘কেন আমাকে দলে নেয়া হয়নি, তার কারণ আমি বলতে পারব না। তবে আমি আশা করেছিলাম, আয়ারল্যান্ড আর ইংল্যান্ড যখন এলো, ওখানে যে অনুশীলন ম্যাচগুলো হয়েছে, সেখানে হয়তো ডাক পাব। বা ছায়া দল অথবা বাংলা টাইগার্সে ডাক পাব। তার কিছুই আসলে হয়নি। কেন ডাকেনি জানি না। আমাকে দলে না নেয়ার কোনো কারণ নেই। আমার থেকেও খারাপ পারফর্ম করে অনেকে সুযোগ পেয়েছে। আমি তো আর নির্বাচকদের ফোন করে বলতে পারি না, কেন আমাকে দলে রাখা হয়নি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সুন্দরবনে দুবলার চরে ঐতিহাসিক রাস উৎসব শুরু
কুয়াকাটায় রাস লীলা উদযাপনে সৈকতে পূন্যার্থীদের ঢল
ভারতের শিশুদের বামনতার সংকট,জাতিভেদ এবং পুষ্টির অভাব
বদলে যাচ্ছে র্যাব: যা বলছেন নেটিজেনরা
"আসছে অম্ল-মধুর সম্পর্কের এক গল্প নিয়ে ছোট পর্দার আরশ-তিশা জুটি"
ট্রাম্প প্রশাসনে ভ্যাক্সিন বিরোধী ‘আরএফ কেনেডি’’ স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মনোনীত
যশোর প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যরে চাচাত ভাই চঞ্চল ভট্টাচার্য আড়াই কোটি টাকা আত্মসাত করে পালিয়েছে
হিজবুল্লাহর হামলা হাইফা শহর এবং এর অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে : মেয়র
ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি চর্চার বিষয়ে বিশেষ কমিটি
ক্ষমতা গ্রহণের পরই যে কাজ করবেন ট্রাম্প
অনুশোচনা নেই আওয়ামী লীগে, অপেক্ষা সুযোগের
কেন্দ্রীয় শহীদ মিনারে আব্দুল্লাহর জানাজা অনুষ্ঠিত
বেলুচিস্তানের হারনাইয়ে সেনাবাহিনীর অভিযান, ২ সেনাসহ ৩ সন্ত্রাসী নিহত
অবশেষে চালু হলো সিরাজগঞ্জ এক্সপ্রেস
অন্তর্বর্তী সরকার হোঁচট খেলে বাংলাদেশ আগের অবস্থায় ফিরে যেতে পারে : ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের রিপোর্ট
জাতীয় পার্টির সাবেক এমপি টিপুকে ধরে পুলিশে দিল জনতা
দেড় যুগ পর ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘বালুঘড়ি - দ্য স্যান্ড ক্লক’
মারিয়াম নওয়াজের চিকিৎসা দাবির সত্যতা নিয়ে বিদেশি সংবাদমাধ্যমের প্রশ্ন
তুলসি গ্যাবার্ড : যুক্তরাষ্ট্রের প্রথম হিন্দু গোয়েন্দা কর্মকর্তা
রাউজানে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ ৮