অভিমানে দেশান্তরী হচ্ছেন ক্রিকেটার নাসির
৩০ এপ্রিল ২০২৩, ০৪:৪০ পিএম | আপডেট: ০১ মে ২০২৩, ১২:১৩ এএম
ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স করেই জাতীয় দলে সুযোগ না পাওয়াতে অভিমানে দেশান্তরীত হচ্ছেন ক্রিকেটার নাসির হোসেন। সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন ২০১৮ সালে। সাম্প্রতিক সময়ে ভালো ফর্মে রয়েছেন এই অলরাউন্ডার। তবুও জাতীয় দল কিংবা তার আশপাশে জায়গা পাচ্ছেন না, তাই নিজেকে অবহেলিত মনে করেন তিনি।
গত ফেব্রুয়ারির বিপিএলে দারুণ ফর্মে ছিলেন নাসির। ১২ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ৩৬৬ রান, যা মুশফিকুর রহিম ও তামিম ইকবালের চেয়েও বেশি। মুশি ১৫ ম্যাচে ৩৫৭ ও তামিম ১০ ম্যাচে ৩০২ রান। শুধু ব্যাট হাতে পারফরম্যান্সই না, নাসির বল হাতে নেন ১৬ উইকেট, যা টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ। বিপিএলের মতো নাসির পারফর্ম করছেন ডিপিএলেও। তবুও গত কয়েকটি সিরিজে জাতীয় দলের আশপাশেও ডাক মেলেনি তার।
এ নিয়ে শনিবার (২৯ এপ্রিল) একটি সংবাদমাধ্যমকে নাসির হোসেন বলেন, ‘দেখুন, আপনি যদি ঠিকমতো মূল্যায়ন না পান, তবে আপনি কেন বাংলাদেশে থাকবেন! আমার কাছে মনে হচ্ছে যে, আমাকে ঠিকঠাক মূল্যায়ন করা হচ্ছে না। তাই আমি আমেরিকা চলে যাব। এই কথা আমি আগেও বলেছি, এখনও বলছি। এই ডিপিএলের পরেই আমি যুক্তরাষ্টে যাচ্ছি, ওখানে মাইনর লিগ খেলা আছে। ওইটা খেলতে যাচ্ছি।’
যুক্তরাষ্ট্রে মাইনর লিগ খেলবেন নাসির। তার কি সেখানকার জাতীয় দলের হয়েও খেলার সম্ভাবনা আছে? এমন প্রশ্নে এ অলরাউন্ডার বলেন,‘ ওই বিষয়ে আমি এখনই কিছু বলব না। দেখি কী হয়, আমার কাছে যদি মনে হয় বাংলাদেশে সঠিক মূল্যায়ন হচ্ছে না, তা হলে হয়তো আমি অন্য কিছু চিন্তা করতেই পারি। বিষয়টি এমন নয় যে আমি আমেরিকায় চলে গেলে আর বাংলাদেশের হয়ে খেলব না, আমি অবশ্যই দেশের হয়েও খেলব।’
এছাড়া নাসির আরও বলেন, ‘কেন আমাকে দলে নেয়া হয়নি, তার কারণ আমি বলতে পারব না। তবে আমি আশা করেছিলাম, আয়ারল্যান্ড আর ইংল্যান্ড যখন এলো, ওখানে যে অনুশীলন ম্যাচগুলো হয়েছে, সেখানে হয়তো ডাক পাব। বা ছায়া দল অথবা বাংলা টাইগার্সে ডাক পাব। তার কিছুই আসলে হয়নি। কেন ডাকেনি জানি না। আমাকে দলে না নেয়ার কোনো কারণ নেই। আমার থেকেও খারাপ পারফর্ম করে অনেকে সুযোগ পেয়েছে। আমি তো আর নির্বাচকদের ফোন করে বলতে পারি না, কেন আমাকে দলে রাখা হয়নি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সময় টিভির সাংবাদিকদের চাকরিচ্যুতি: ওই দিনের প্রকৃত ঘটনা তুলে ধরলেন হাসনাত
চট্টগ্রামের প্রবীণ আলেম আল্লামা জালাল উদ্দীনের ইন্তেকাল
ইসকন নিয়ে পোস্ট: আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে দুই বাংলাদেশি শিক্ষার্থীকে বহিষ্কার
সংস্কার প্রশ্নে পিছপা হলে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না: পরিবেশ উপদেষ্টা
সদরপুরে জাসাসের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও শোভাযাত্রা
বেগমগঞ্জে যুবদল নেতা সুমনের বিরুদ্ধে নানা অভিযোগ
ময়মনসিংহ প্রেসক্লাবে চরম অচল অবস্থা, সহিংস ঘটনার আশংকা
জকিগঞ্জে জামায়াতের সেক্রেটারিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ
থার্টি ফাস্ট নাইট নিষিদ্ধ করতে হবে আইন করে জুমার খুৎবা পূর্ব বয়ান
মেলবোর্নে স্মিথ-কামিন্সের অনন্য কীর্তি
মনমোহন সিংয়ের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
নেত্রকোনায় এ আর খান পাঠান স্মৃতি উন্মুক্ত ব্যাডমিন্টন প্রতিযোগিতার শুভ উদ্বোধন
এবার তিন অঙ্কে মুর্শিদা
আগুনে পুড়েছে সবচেয়ে বিতর্কিত ফাইলগুলো: রিজভী
সখিপুরে বনবিভাগের বিরুদ্ধে বিএনপি’র বিক্ষোভ ও মশাল মিছিল
হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নে লিফলেট বিতরণ
বিসিএফের কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় ফ্রান্স প্রবাসীদের প্রাণবন্ত মিলনমেলা
পরিস্থিতি বিবেচনায় স্থগিত পরিচালক সমিতির নির্বাচন
সিলেটে আজহারীর তাফসির মাহফিল আলিয়া মাঠের পরিবর্তে এমসি কলেজ মাঠে
সচিবালয়ে আগুন টঙ্গী হত্যাকাণ্ড ও ইসকনের আস্ফালন একই সূত্রে গাঁথা: মাওলানা মামুনুল হক