সাকিবের সেঞ্চুরির পরও পাকিস্তানের বিপক্ষে যুবাদের হার
০৩ মে ২০২৩, ০৫:০৭ পিএম | আপডেট: ০৩ মে ২০২৩, ০৫:০৯ পিএম
ঘরের মাঠে একমাত্র যুব টেস্টে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান যুবারা। ক্যাপ্টেন সাকিবের সেঞ্চুরিতেও হার এড়াতে পায়নি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে যুব টেস্টে ১০ উইকেটে জিতেছে পাকিস্তান।
বুধবার ম্যাচের শেষ দিন বাংলাদেশের দেওয়া ২২ রানের লক্ষ্য ৬.৩ ওভারে ছুঁয়ে ফেলেছে তারা। প্রথম ইনিংসে বাংলাদেশ গুটিয়ে যায় স্রেফ ১৪৯ রানে। জবাবে শাহজাইব খানের ১৭৪ রানের সৌজন্যে ৪২০ রান করে পাকিস্তান। ২৭১ রানের বড় লিডের বিপরীতে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ থামে ২৯২ রানে।
সহজ লক্ষ্য তাড়া দলকে জেতানপাকিস্তানের দুই ওপেনার আজান আওয়াইস ও শাহজাইব খান। ৪ চারে ১৯ রান করেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান। আজান অপরাজিত থাকেন ৪ রানে। দুই ইনিংসেই বাংলাদেশের পক্ষে ব্যাট হাতে লড়েছেন শাহরিয়ার সাকিব। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে যুব টেস্টে একাধিক সেঞ্চুরির রেকর্ড গড়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান। ১৪ চারে ২৩৫ বলে ১০৬ রান করেন সাকিব। গত ডিসেম্বরে পাকিস্তান সফরে নিজের প্রথম টেস্টে ১৩৪ রানের ইনিংস খেলেন তিনি। যুব টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস সেটি। প্রথম ইনিংসে তিনি করেছিলেন ৪৮।
দিনের শুরুতে ইনিংস ব্যবধানে পরাজয় এড়াতে ১০৫ রান প্রয়োজন ছিল বাংলাদেশের। ৭ উইকেট হাতে রেখে দিন শুরু করে প্রথম ঘণ্টায় নাইটওয়াচম্যান হিসেবে নামা একান্ত শেখের উইকেট হারায় তারা। পঞ্চম উইকেটে জাকারিয়া ইসলামের সঙ্গে ৬০ রানের জুটি গড়েন সাকিব। দলের স্কোর আড়াইশ ছুঁইছুঁই অবস্থায় জাকারিয়া (২৩) বোল্ড হয়ে গেলে ভাঙে জুটি।
এরপর সেঞ্চুরি পূরণ করেন সাকিব। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। আসফান্দের বলে এলবিডব্লিউ হয়ে শেষ হয় তার ২৩৫ বলের ইনিংস। তাতে হারও প্রায় নিশ্চিত হয়ে যায়। স্রেফ ৩০ রানে শেষ ৫ উইকেট হারিয়ে বড় হারের সামনে পড়ে যুবারা। বল হাতে পাকিস্তানের দুই বাঁহাতি স্পিনার আসফান্দ ও আরাফাত মিনহাস মিলে নেন ৭ উইকেট। আসফান্দের শিকার ৪ ব্যাটসম্যান, আরাফাত ধরেন ৩টি। একই মাঠে আগামী শনিবার তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
কুষ্টিয়ায় মাইক্রোবাসচাপায় ৪ শিশু নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার
উইলিয়ামসকে হারাল স্পেন
কুষ্টিয়ায় বজ্রপাতে তিন কৃষকসহ চারজনের মৃত্যু
মমতাজ, তারানা হালিম, শমী কায়সারের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
আখাউড়ায় মন্ডপ পরিদর্শনে এসে সন্তোষ প্রকাশ বিজিবি সেক্টর কমান্ডার
সউদী-ইরান বৈঠক লেবাননকে দ্বিতীয় গাজায় পরিণত হওয়া রোধ করবে?
সচিবরা ব্যবসায়ী, ব্যবসায়ীরা রাজনীতিবিদ হয়ে গেছেন- রাজশাহীতে ড. দেবপ্রিয় ভট্টাচার্য
স্কয়ার গ্রুপের সিইও তপন চৌধুরী খুব স্বস্তিতে আছি
বিশ্বের সবচেয়ে ধনী সংগীতশিল্পী টেইলর সুইফট
প্রযোজকের বিরুদ্ধে করা শাকিব খানের মামলা খারিজ
ট্রাকে থাকতেই ডিম ৪ বার হাতবদল হয়’
দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন মিঠুন
অবন্তী-ক্রোনী গার্মেন্টস শ্রমিকদের বেতনে আদায়ে কমিটি গঠন
আসাদুজ্জামান খানের বিরুদ্ধে দুদকের মামলা
বগুড়ায় বাস মিনিবাস কোচ মালিক সমিতির কোটি কোটি টাকা লোপাটের চাঞ্চল্যকর তথ্য
কিশোরগঞ্জের সাবেক এমপি সোহরাব উদ্দিন গ্রেপ্তার
রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশ বাহিনী প্রয়োজন
দুর্গা ও লক্ষী পুজায় সাতদিন আমদানি রপ্তানি বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দরে
বিতর্কিত সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা
অর্থ আত্মসাতের দায়ে নোয়াখালী মেডিকেলের সাবেক অধ্যক্ষসহ দুজনের নামে দুদকের মামলা