পাঞ্জাবকে বিদায় করে টিকে থাকল রাজস্থান
২০ মে ২০২৩, ১০:২১ পিএম | আপডেট: ২১ মে ২০২৩, ১২:০২ এএম
ম্যাচের আগেই দুই দলের জন্য সমীকরণটা ছিল জটিল। কেবল জিতলেই হবে না, জয়ের ব্যবধানটা হতে হবে বড়। তবে কোন দলই সে সুযোগ কাজে লাগাতে পারেনি। পরশু রাতে একেবারে শেষ ওভারে এসে রাজস্থান রয়্যালসের কাছে হেরে গেছে পাঞ্জাব কিংস। দুই দলের জন্যই এটি ছিল গ্রুপ পর্বের শেষ ম্যাচ। প্রথমে ব্যাট করে পাঞ্জাবের ৫ উইকেটের বিনিময়ে ১৮৭ রানের বড় পুঁজি পায়। জবাব দিতে নেমে ১৯.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রাজস্থান রয়্যালস। পাঞ্জাবকে ৪ উইকেটের ব্যবধানে হারিয়ে প্লে-অফের সম্ভাবনা খানিকটা টিকিয়ে রেখেছে রাজস্থান। খানিকটা লেখার একটাই কারণ, আজ শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু যদি বড় ব্যবধানে হেরে যায় এবং মুম্বাই ইন্ডিয়ান্স বড় ব্যবধানে জিতে না যায়, তাহলে হয়তো প্লে-অফে যাওয়ার সম্ভাবনা আছে রাজস্থানের।
পাঞ্জাবের ধর্মশালা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপদে পড়ে স্বাগতিক কিংস। দলীয় রান ৫০ ছুঁতে না ছুঁতেই ৪ ব্যাটার সাজঘরে ফিরে যায়। তবে সেই ধাক্কা পার হয় জিতেশ শর্মা ও স্যাম কারানের ঝড়ো ৬৪ রানের জুটিতে। ৪৪ রান করে জিতেশ আউট হওয়ার পর আর কোন উইকেট না হারিয়ে ১৮৭ রানের দারুন পুঁজি পায় পাঞ্জাব। কারন ৪৯ রান ও শাহরুখ খান ২৩ বলে ৪১ রান করে অপরাজিত ছিলেন।
জবাব দিতে নেমে শুরুতেই জস বাটলারের উইকেট হারিয়ে বসে রাজস্থান। ৪ বল খেলে শূন্য রানে ফেরেন তিনি। সংক্ষিপ্ত সংস্করণে বাটলার বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যানদের একজন। তবে এবারের আইপিএলে শূন্য রানের হ্যাটট্রিকও হয়ে গেল এই ইংলিশ তারকার। শুধু কি তাই, আইপিএলে এবারের মৌসুমে সব মিলিয়ে ১৪ ইনিংসেই ৫টিতেই ডাক মারলেন বাটলার। এটি আইপিএল তো বটেই, স্বীকৃতি টি-টোয়েন্টিতে এক মৌসুম সর্বোচ্চ সংখ্যক ডাক মারার রেকর্ড এটি। বাটলারের আগে স্বীকৃত টি-টোয়েন্টি টুর্নামেন্টে এক আসরে সবচেয়ে বেশি ৫ বার শূন্য রানে আউট হওয়ার ‘রেকর্ড’ আছে দুজনের। ২০২১ বিগ ব্যাশে আফগানিস্তানের মুজিব-উর-রহমান ও একই বছর বাংলাদেশের নাদিফ চৌধুরী ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি লিগে এই লজ্জার রেকর্ড গড়েন। আইপিএলে এর আগে এক মৌসুমে সর্বোচ্চ ডাক মারার রেকর্ড যৌথভাবে ছিল ছয়জনের। ২০০৯ সালে হার্শেল গিবস, ২০১১ সালে মিঠুন মানহাস, ২০১২ সালে মনীশ পান্ডে, ২০২০ সালে শেখর ধাওয়ান ও ২০২১ সালে নিকোলাস পুরান এবং এউইন মরগান।
বাটলার ফিরে গেলেও জসস্বি জসওয়াল এবং দেবদূত পাডিক্কাল মিলে ৭৩ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন। তারা যথাক্রমে ৫০ ও ৫১ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন। তবে ক্যারিবীয় ব্যাটার শিমরন হেটমায়ার ২৮ বলে ৪৬ রান করে দলের জয়ে মূল ভূমিকা রাখেন। এরারের আপিএলে সবার আগে পাঞ্জাব এবং রাজস্থান নিজেদের নির্ধারিত ১৪টি ম্যাচ শেষ করে ফেলেছে। ১৪ ম্যাচ শেষে ১৪ পয়েন্ট রাজস্থানের। তাদের রান রেট ০.১৪৮। গতবারের ফাইনালিস্ট রাজস্থানের প্লে-অফ এখনও নিশ্চিত নয়। কারন এক ম্যাচ কম খেলে সমান ১৪ পয়েন্ট নিয়ে তাদের চেয়ে এগিয়ে রয়েছে ব্যাঙ্গালুরু। বিরাট কোহলিদের রান রেট ০.১৮০। অন্যদিকে পাঞ্জাবের পয়েন্ট ১২।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ঢাকা - মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘণ কুয়াশায় আবারো দূর্ঘটনা , নিহত ১ আহত ৪
ড্রোন হামলার জবাবে ইউক্রেনে ‘ধ্বংসযজ্ঞ’ চালানোর হুমকি পুতিনের
রাহাত ফতেহ আলী খানের সম্মানে পাকিস্তান হাইকমিশনারের নৈশভোজ আয়োজন
‘চা পান স্বাস্থ্যের জন্য উপকারী’, স্বীকৃতি যুক্তরাষ্ট্রের
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে কাপ্তাই ভূমিকা রেখেছিলো, আগামীতেও রাখবে : ঢাবি শিবির সেক্রেটারি
মার্কিন টাইফুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অর্জনের পথে ফিলিপাইন
সুন্দরবনকেন্দ্রিক দস্যুতা বন্ধে পুলিশের নজরদারি বৃদ্ধি করা হচ্ছে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মায়োতে সাইক্লোন চিডোর ধ্বংসযজ্ঞে ফ্রান্সে জাতীয় শোক
সাড়ে ৪মাস পর হিলিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত নাঈমের লাশ কবর থেকে উত্তোলন
কলাপাড়ায় অগ্নিকান্ডে দু'টি দোকান পুড়ে ছাই
গাছ আর জিও ব্যাগ পেয়ে খুশি খুলনার ছাদবাগানীরা
খুলনায় একাধিক মামলার আসামী সন্ত্রাসী রকি গ্রেপ্তার
টাঙ্গাইলে সুবিধা বঞ্চিত গরীব অসহায়দের শীতবস্ত্র বিতরণ
রাজবাড়ীতে পদ্মা নদীর এক বোয়াল ৫২ হাজারে বিক্রি
অচিরেই বিলুপ্ত হবে নেতানিয়াহু শাসন, হুমকি হুতি প্রধানের
এলন মাস্ক কি প্রেসিডেন্ট হতে পারেন? ট্রাম্প বললেন ‘অসম্ভব’
নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ এক বুদ্ধি প্রতিবন্ধী নিহত
এবার সাদপন্থিদের ১০ দফা দাবি
সা'দ পন্থীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও আশুলিয়া থানায় স্মারক লিপি প্রদান
লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু