ঢাকা   বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১
মিরাজের দেড়শ’ উইকেট

রংবদলের দিন শেষে জয়ের সুবাস

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার :

১৫ জুন ২০২৩, ১০:২২ পিএম | আপডেট: ১৫ জুন ২০২৩, ১১:৪৯ পিএম

‘মেঘ দেখে কেউ করিসনে ভয়/আড়ালে তার সূর্য হাসে/ হারা শশীর হারা হাসি/ অন্ধকারেই ফিরে আসে’। সত্যেন্দ্রনাথ দত্তের কবিতার পঙক্তিগুলো কি দারুণভাবেই না মিলে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের গতকালের পারফরম্যান্সের সাথে। সকালে বাংলাদেশ দল খেলা শুরু করেছিল ৫ উইকেট হাতে রেখে ৩৬২ রান নিয়ে। ভক্তরা যখন ৫০০ রানের স্বপ্নে বিভোর, তখন টাইগাররা কেবল ২০ রান যোগ করতে পেরেছিল তাদের প্রথম ইনিংসে। হঠাৎ তাসের ঘরের মত ব্যাটিং লাইন-আপ ভেঙে ৩৮২ রানে অল আউট হওয়ার প্রভাব অবশ্য বোলিংয়ে পড়ল না। নিচু ও মন্থর উইকেটের জন্য বিখ্যাত মিরপুর শেরে বাংলার ২২ গজ এই টেস্টে সবুজের প্রভাবে আবদ্ধ। তাতে বেজায় আনন্দিত বাংলাদেশের পেস বোলিং ইউনিট আবারও দেখাল তাদের সামর্থের দৌড়। মাত্র ১৪৬ রানে প্রতিপক্ষ আফগানিস্তানকে অলআউট করে দিয়ে ম্যাচ জেতার অর্ধেক কাজ সেরে ফেলেছে টিম বাংলাদেশ। এরপর একই দিনে আবারও ব্যাটিংয়ে নেমে জাকির হাসান ও নাজমুল হোসেন শান্তর দৃঢ়তায় ১ উইকেটের বিনিময়ে ১৩৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে স্বাগতিক বাংলাদেশ। আফগানদের কাঁধে ইতিমধ্যেই আছে ৩৭০ রানের বোঝা।
মিরপুরে দিনের শুরুতে খেলা বিশ মিনিটও টেকেনি। আগের দিনেই আফগানিস্তানের কোচ জোনাথন ট্রট নিছকই মজার ছলে জানিয়েছিলেন, ১০ রানের মধ্যে বাংলাদেশের বাকি পাঁচ উইকেট তুলে দিতে চান তারা। ১০ না হলেও, ২০ রানেই সেটা হয়েছে। আবার গাণিতিক হিসেবের খুটিনাটি বিবেচনা করলে সেটা হয়েছে আসলে ৯ রানের ব্যবধানেই। ৩৭৩ রানের মাথায় ইয়ামিন আহমাদজাইয়ের প্রথম শিকার হয়ে মেহেদী হাসান মিরাজ ৪৮ রানেই থামেন। পরের ওভারেই ব্যক্তিগত ৪৭ রানে থামলেন মুশফিকুর রহিমকে সাজঘরের পথ দেখান নিজাত মাসুদ। এরপর মাসুদ যেন হয়ে উঠলেন দুর্বোধ্য। ওই ওভারেই তাইজুল ইসলামকে ফেরানোর পর শেষে এসে শরিফুল ইসলামকেও ফিরিয়ে মাত্র দ্বিতীয় আফগান হিসেবে অভিষেকেই পাঁচ-উইকেট পেয়েছেন এই পেসার।
আফগানদের বোলিংয়ের স্বস্তি উবে যেতে সময় খুব বেশি লাগেনি ব্যাটিংয়ে। চোট কাটিয়ে ফেরা তাসকিন আহমেদ নতুন বলে ভালো করতে পারেননি। তবে শরিফুল ইসলাম ও ইবাদত হোসেনের আগ্রাসী বোলিংয়ে এলোমেলো হয়ে যায় আফগান টপ অর্ডার। উইকেট থেকে বাড়তি বাউন্স আদায় করে জোড়া শিকার ধরেন দুই পেসার। আফগানিস্তান ৫১ রানে হারায় ৪ উইকেট। এর মধ্যে ছিল আফগান ব্যাটিংয়ের দুই স্তম্ভ রহমত শাহ ও হাশমতউল্লাহ শাহিদির উইকেটও।
বাংলাদেশের ফিল্ড প্লেসিংও তখন আক্রমণাত্মক। চার সিøপের সঙ্গে এক গালি, শর্ট পয়েন্টে ফিল্ডার। উইকেটের সামনে আর স্কয়ার সীমানায় নেই ফিল্ডার। উইকেটের তাড়নায় কিছু আলগা বোলিংও করেন পেসাররা। এই সুযোগে দ্রুত কিছু রান তোলার অবকাশ পান নাসির জামাল ও আফসার জাজাই। ব্যাটের কানায় লেগে বেশ কিছু সুযোগও হাতছাড়া হয় একটুর জন্য। তবে ৭৩ বলে ৬৫ রানের এই জুটি ভাঙার পর আবার হুড়মুড়িয়ে ভেঙে পড়ে আফগান ব্যাটিং। ৩৫ রানে জামালকে ফেরান মিরাজ, ইবাদতের শর্ট বলে জাজাই থামেন ৩৬ রানে।
এরপর অভিষিক্ত করিম জানাত এক পাশ আগলে রাখেন কিছুটা, আরেক প্রান্তে ছিল ব্যাটসম্যানের আসা-যাওয়ার পালা। শেষ তিন ব্যাটসম্যান রানের মুখই দেখেননি। ৩০ রানের মধ্যে শেষ ৬ উইকেট হারিয়ে অল আউট হয় আফগানরা। যার শেষটা করেন মিরাজ, জানাতকে ২৩ রানে বিদায় করার মাধ্যমে। এর মাধ্যমে একটি মাইলফলক স্পর্ষ করেন টাইগার অফস্পিনার। তৃতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে ১৫০ উইকেট শিকার করলেন মিরাজ। তাঁর আগে বাংলাদেশের হয়ে টেস্টে ১৫০ উইকেট নিয়েছেন দুজন- সাকিব আল হাসান আর তাইজুল ইসলাম। সাকিবের উইকেট এখন ২৩৩, অন্যদিকে তাইজুলের শিকার ১৭৭ উইকেট। এই ইনংসে ৪ উইকেট নিয়ে অপেক্ষায় থাকা ইবাদত আর সুযোগ পাননি পঞ্চম শিকার ধরার।
২৪৬ রানে এগিয়ে থাকা বাংলাদেশ ফলোঅন করায়নি অনুমিতভাবেই। এই উইকেটে চতুর্থ ইনিংসে এমনকি ছোট রান তাড়ার ঝুঁকিও কোনো দলের নেওয়ার কথা নয়। বাংলাদেশ আবার নামে ব্যাটিংয়ে। প্রথম ওভারে বাউন্ডারি দিয়ে শুরুর পরপরই সিøপে ক্যাচ দিয়ে বেঁচে যান মাহমুদুল হাসান জয়। পরের ওভারে রান আউটের হাত থেকে অল্পের জন্য বেঁচে যান জাকির হাসানও। এই ওভারে জয়ের ব্যাট থেকে আসে আরও তিন বাউন্ডারি। তাঁর বিদায় ঘণ্টাও বাজে একই ওভারেই। তিনি ১৭ রানে ফেরেন আমির হাজমার বলে।
তিনে নামা শান্ত প্রথম ইনিংসের মতোই সাবলিল ব্যাটিংয়ে সরিয়ে দেন চাপ। দিনের বাকি অংশটা দাপুটে ব্যাটিংয়ে এগিয়ে যান দুই ব্যাটসম্যানরাও। ৪৭ রান থেকে চার মেরে ফিফটি পূর্ণ করেন জাকির। অভিষেকে শতক ও দ্বিতীয় টেস্টে ফিফটির পর আরেকটি পঞ্চাশের দেখা পেলেন তিনি তৃতীয় টেস্টেও। শান্তও পঞ্চাশে পা রাখেন ৪৭ থেকে বাউন্ডারি মেরেই। দিনশেষে দুই ব্যাটারই ৬৪ বলে ৫৪ রান করে অপরাজিত ছিলেন।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ইত্তিহাদেই সিটিকে রুখে দিল ইন্টার

ইত্তিহাদেই সিটিকে রুখে দিল ইন্টার

রোনালদোদের নতুন কোচ পিওলি

রোনালদোদের নতুন কোচ পিওলি

দক্ষিণ আফ্রিকাকে গুড়িয়ে আফগানদের ঐতিহাসিক জয়

দক্ষিণ আফ্রিকাকে গুড়িয়ে আফগানদের ঐতিহাসিক জয়

যেই গৌরব কেবল শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের

যেই গৌরব কেবল শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের

রিট করে ‘খেলাপি ঋণ স্থগিত’ বন্ধ চান ব্যাংক-মালিকরা

রিট করে ‘খেলাপি ঋণ স্থগিত’ বন্ধ চান ব্যাংক-মালিকরা

বিদেশি ঋণ ফের ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

বিদেশি ঋণ ফের ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

টাকা উদ্ধারের নামে ‘ঘুষ’ চাওয়ার অভিযোগ জিএম শাহজাহান চৌধুরীর’র বিরুদ্ধে

টাকা উদ্ধারের নামে ‘ঘুষ’ চাওয়ার অভিযোগ জিএম শাহজাহান চৌধুরীর’র বিরুদ্ধে

জাতীয় ঐক্য বিনষ্টকারী কর্মকান্ড থেকে বিরত থাকতে হবে

জাতীয় ঐক্য বিনষ্টকারী কর্মকান্ড থেকে বিরত থাকতে হবে

৬০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার, ব্যয় ২৩৬ কোটি টাকা

৬০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার, ব্যয় ২৩৬ কোটি টাকা

আইকনিক লিডার তারেক রহমান ও বাংলাদেশের রাজনীতি

আইকনিক লিডার তারেক রহমান ও বাংলাদেশের রাজনীতি

পতিত স্বৈরাচার ও ভারতের চক্রান্ত চলছেই

পতিত স্বৈরাচার ও ভারতের চক্রান্ত চলছেই

তারেক রহমানের রাষ্ট্রনায়কোচিত বক্তব্য ও দিকনির্দেশনা

তারেক রহমানের রাষ্ট্রনায়কোচিত বক্তব্য ও দিকনির্দেশনা

ইসরাইলের দখলদারিত্ব বন্ধের প্রস্তাব বিবেচনা জাতিসংঘের

ইসরাইলের দখলদারিত্ব বন্ধের প্রস্তাব বিবেচনা জাতিসংঘের

উত্তপ্ত মণিপুরে অত্যাধুনিক অস্ত্র দিয়ে নতুন করে গোলাগুলি

উত্তপ্ত মণিপুরে অত্যাধুনিক অস্ত্র দিয়ে নতুন করে গোলাগুলি

২৭ দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ভ্যারিয়্যান্ট

২৭ দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ভ্যারিয়্যান্ট

২০০ হাতি নিধনের সিদ্ধান্ত জিম্বাবুয়ের

২০০ হাতি নিধনের সিদ্ধান্ত জিম্বাবুয়ের

কলেরাসহ মারাত্মক রোগের ঝুঁকিতে সুদানের ৩৪ লাখ শিশু

কলেরাসহ মারাত্মক রোগের ঝুঁকিতে সুদানের ৩৪ লাখ শিশু

১১ হাজার ফিলিস্তিনি শিক্ষার্থীর প্রাণ গেছে

১১ হাজার ফিলিস্তিনি শিক্ষার্থীর প্রাণ গেছে

বেলারুশে হামলা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে : লুকাশেঙ্কো

বেলারুশে হামলা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে : লুকাশেঙ্কো

তাইওয়ান প্রণালীতে চীনের যুদ্ধবিমান

তাইওয়ান প্রণালীতে চীনের যুদ্ধবিমান