বিশ্বকাপ বাছাইয়ে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে শীর্ষে জিম্বাবুয়ে
২৪ জুন ২০২৩, ১০:৫৮ পিএম | আপডেট: ২৫ জুন ২০২৩, ১২:০১ এএম
আগামী ওয়ানডে বিশ্বকাপের টিকিট নিশ্চিতের মিশনে ‘এ’গ্রুপের ম্যাচে শনিবার মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ-জিম্বাবুয়ে। যেখানে ক্যারিবীয়দের কুপোকাত করে গ্রুপ টেবিলের শীর্ষে উঠে এসেছে সিকান্দার রাজারা। হারারে স্পোর্টস ক্লাবে ২৬৯ রানের লক্ষে জিম্বাবুয়ের বোলিং তোপে ৪৪.৪ ওভারে ২৩৩ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ফলে ৩৫ রানের জয় তুলে নেয় রাজারা।
টস হেরে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে দলকে ৬৩ রান এনে দেন জিম্বাবুয়ের দুই ওপেনার জয়লর্ড গাম্বি ও ক্রেইগ আরভিন। গাম্বি ৫০ বলে ২৬ রান করে আউট হন। ওয়ানডাউনে নামা ওয়েসলি মাধেভেরে সঙ্গ দিতে পারেননি আরভিনকে। তিনি আউট হন ২ রান করে। দলীয় ৯০ রানে ৩ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন আরভিন। ৫৮ বলে ৪৭ রান করে থামে তার ইনিংস।
এরপর দলের হাল ধরতে পারেননি শন উইলিয়ামসও। তিনি ২৬ বলে ২৩ রান করে বিদায় নেন। পঞ্চম উইকেটে দলকে লড়াইয়ে ফেরান সিকান্দার রাজা ও রায়ার্ন বার্ল। দুজনের জুটিতে আসে ৮৭ রান। বার্ল ৫৭ বলে ৫০ আর আগের ম্যাচের সেঞ্চুরিয়ান রাজা এদিন আউট হন ৫৮ বলে ৬৮ রান করে। তাদের বিদায়ের পর টেইলএন্ডার ব্যাটাররা অবশ্য খুব একটা দ্যুতি ছড়াতে পারেননি। তাতে ৪৯.৫ ওভারে ২৬৮ রানে থামে জিম্বাবুয়ের ইনিংস। ক্যারিবীয়দের পক্ষে ৬১ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নেন কিমো পল। ২টি করে উইকেট নেন আকিল হোসেন ও আলজারি জোসেফ।
জবাবে ওয়েস্ট ইন্ডিজ ৬.৩ ওভারে দলীয় ৪৩ রানে প্রথম উইকেট হারায়। ১২ বলে ২০ রান করে আউট হন মারমুখো ব্রান্ডন কিং। এরপর ব্যাটিংয়ে নেমে রিচার্ড এনগারাভার তোপে সাজঘরে ফেরেন জনসন চার্লস (১)। তবে একপ্রান্ত আগলে ওপেনার কাইল মেয়ার্স দলকে শতরানে পৌঁছে দেন। ক্রিজ ছাড়ার আগে তিনি তুলে নেন ব্যক্তিগত ফিফটি। ৭২ বলে ৮ চার ও ১ ছক্কায় ৫৬ রানে থামে তার ইনিংস।
দলীয় ১৩৪ রানে রাজার বলে বোল্ড হয়ে অধিনায়ক শাই হোপ সাজঘরে ফেরেন ৩৯ বলে ৩০ রান করে। জয়ের জন্য তখনো প্রয়োজন ছিল ১৩৫ রান। দলীয় ১৭৫ রানে পুরান লেগ বিফোরের ফাঁদে পড়লে হোঁচট খায় ক্যারিবীয়রা। পুরান সাজঘরে ফেরেন ৩৬ বলে ৩৪ রান করে। সপ্তম উইকেটে সেট ব্যাটার চেজকে সঙ্গ দেয়ার চেষ্টা করেন জেসন হোল্ডার। কিন্তু ২৭ বলে ১৯ রানের ইনিংস খেলে বিদায় নেন টেন্ডাইয়ের বলে। দলীয় ২২৪ রানে চাটারা ফের চেজকেও নিজের শিকারে পরিণত করলে জয়ের আশা শেষ হয়ে যায় ক্যারিবীয়দের। শেষ উইকেটে আর অবিশ্বাস্য কিছু করতে পারেননি জোসেফ ও আকিল। ৪৪.৪ ওভারে ২৩৩ রানে থামে ক্যারিবীয়রা।
এতে বিশ্বকাপ বাছাইয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে জিম্বাবুয়ে। ওয়েস্ট ইন্ডিজকে হটিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে তারা। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে ক্যারিবীয়রা। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়েও রানরেটে এগিয়ে থাকায় দুইয়ে উঠে এসেছে নেদারল্যান্ডস। জিম্বাবুয়েতে দুই গ্রুপে বিভক্ত হয়ে বিশ্বকাপ বাছাইয়ে অংশ নিয়েছে মোট ১০ দল।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড নোটিশ জারি
যুক্তরাষ্ট্র ও লন্ডনে ৩শ’ কোটি টাকা পাচারের অভিযোগে হাসিনা-জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
রাজশাহী মহানগরীতে ঘন কুয়াশা
আবারও ভানুয়াতুতে দ্বীপপুঞ্জে ৬.২ মাত্রার ভূমিকম্প
হাজীগঞ্জে ভরাট মিঠানিয়া খালের মুখ, হুমকিতে ফসলি জমি
রাহাতের সুরের মুর্ছনায় বিমোহিত দর্শক, বাংলায় বললেন 'আমরা তোমাদের ভালোবাসি'
‘প্রশাসন ক্যাডার নিয়ে ষড়যন্ত্র চলছে’
যুক্তরাজ্যে ট্রাম্পের বিশেষ দূত হিসেবে মার্ক বার্নেট নিযুক্ত
ফাইনালে ভারতের কাছে বাংলাদেশের হার
ফ্রেন্ডলি ফায়ার দুর্ঘটনায় লোহিত সাগরে মার্কিন যুদ্ধবিমান ধ্বংস
ইরানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১০
বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী নারী কে, জানেন?
বাংলাদেশি রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত
হাত ফসকে আইফোন পড়ে গেল মন্দিরের দানবাক্সে, ফেরত দিতে অস্বীকৃতি
কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনা: নিহত ১, আহত ১৫
ঢাকার বায়ুমানে উন্নতির কোনো লক্ষণ নেই, বিপজ্জনকের কাছাকাছি
উগ্রবাদী সন্ত্রাসী 'সাদ' পন্থীদের কর্মকান্ডের বিরুদ্ধে সাতক্ষীরায় মানববন্ধন
বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন ভারতের
নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে ছাত্রদলকর্মী নিহত
সিনেটে প্রার্থী হতে সরে দাঁড়ালেন লারা ট্রাম্প