মানতে পারছেন না সাবেক ও বর্তমান সতীর্থরা
০৬ জুলাই ২০২৩, ১০:১২ পিএম | আপডেট: ০৭ জুলাই ২০২৩, ১২:০২ এএম
তামিম ইকবাল অবসর ঘোষণার আগের দিন টস করতে নামার সময়ও কেউ ভাবেননি ম্যাচটা হতে যাচ্ছে দেশসেরা এই ওপেনারের ক্রিকেট মাঠের শেষ পদচারণা। সবাইকেই থামতে হয়, তাই বলে বিশ্বকাপের ঠিক তিন মাস আগে এভাবে আকস্মিকভাবে? তার নিন্দুকরাও ভাবেনি এমনটা। তবে এটাই বাস্তবতা। সেটা মেনে নিতে কষ্ট হচ্ছে তামিমের সতীর্থদের। দীর্ঘ ১৬ বছরের ক্যারিয়ারে কত ক্রিকেটারদের সঙ্গেই না খেলেছেন তামিম। শুরু করেছিলেন হাবিবুল বাশারের অধিনায়কত্বে, ছিলেন মাশরাফি মর্তুজার তূরপের তাস। কালের পরিক্রমায় ভূমিকা বদলেছে তার। সবশেষ ছিলেন তাসকিন, শরীফুল, লিটনদের কাপ্তান। দীর্ঘ এই পথচলায় পেয়েছেন বহু সতীর্থ। তামিমের এই আচমকা অবসরের সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানিয়েছেন তার সাবেক ও বর্তমান সহযোদ্ধাদের অনেকেই।
তামিমের অবসরের পর তাকে নিয়ে চলা আলোচনার মধ্যে আবেগঘন স্ট্যাটাস নিজের ফেসবুকে পেজে দিয়েছেন মাশরাফি। তাতে তামিমের সিদ্ধান্তের প্রতি সম্মান ও সমর্থন জানিয়েছেন তিনি, সেই সঙ্গে রেখছেন কিছু কৌতূহল, ‘তামিম, তোর সিদ্ধান্ত অবশ্যই একান্তই তোর। এটা কারও ভালো লাগলেও তোর, ভালো না লাগলেও তোর। সবচেয়ে ভালো কোনটা, সেটা তুই ছাড়া কেউই ভালো বুঝবে না। তাই তোর এই সিদ্ধান্তকে আমি ব্যক্তিগতভাবে শতভাগ সম্মান জানাই। তবে কিছু কথা জানতে মন চায়, মাত্র ৩৪ বছর ১০৮ দিনেই বিদায় কেন! আসলেই কি চালিয়ে যেতে পারছিস না? নাকি কোনো চাপ তোকে বাধ্য করেছে! তোর অনেক ভক্ত হয়তো খুঁজে ফিরবে এই প্রশ্নগুলোর উত্তর। আজ খুঁজবে, এমনকি ভবিষ্যতও আরও অনেকদিন খুঁজবে।
২০১৪ সালে অভিষেকের পর তামিমের সঙ্গে একসঙ্গে ৭৬টি ম্যাচ খেলেছেন তাসকিন। একসঙ্গে খেলেছেন ঘরোয়া ক্রিকেটও। তামিমের বিদায়ের পর ফেসবুকে পোস্টে এই পেসার লিখেছেন, ‘আপনার সঙ্গে যাত্রাটা অনেক দিনের, মাঠে এবং মাঠের বাইরে আপনার সঙ্গে রয়েছে অনেক মুহূর্ত ও স্মৃতি। ভাই ও অধিনায়ক হিসেবে আপনি আমাদের যে সমর্থন দিয়েছেন, তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। আমরা আপনাকে মিস করব তামিম ভাই।’
ক্যারিয়ারের শুরুর দিনগুলোতে তামিমের উদ্বোধনী সঙ্গী ছিলেন ইমরুল কায়েস। এখন জাতীয় দল থেকে দূরে থাকলেও দীর্ঘ দিনের সতীর্থের বিদায়ের খবরে দুঃখে ছেয়েছে ইমরুলের মন, ‘বাংলাদেশ ক্রিকেটের জন্য সত্যিই দুঃখের ও হতাশার খবর। বন্ধু, তোমার নিবেদনের জন্য তোমাকে সম্মান করি। তোমার সঙ্গে অনেক দিন খেলার মতো ভাগ্যবান ছিলাম আমি। তোমার ব্যাটিং উপভোগ করেছি আমি। অনেক কিছু শিখেছি। ভবিষ্যতের জন্য শুভকামনা।’
অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের কাছে তামিম একজন জীবন্ত কিংবদন্তি, ‘বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি, দেশের হয়ে ১৫ হাজারের বেশি আন্তর্জাতিক রান! আমি তামিম ভাইয়ের কাছ থেকে খেলা এবং জীবন সম্পর্কে অমূল্য শিক্ষা পেয়েছি। এবং আমি আপনার অটল সমর্থন, বিশ্বাসের জন্য চিরকাল কৃতজ্ঞ থাকব। আপনি ঐশ্বরিক গুণাবলির সঙ্গে দারুণ এক ক্রীড়াবিদ। খেলোয়াড়, ভক্ত এবং খেলা নিজেই আপনাকে মিস করবে, তামিম ভাই।’
আন্তর্জাতিক আঙিনায় পা রাখার পর থেকে ওপেনিংয়ে তামিমকে সঙ্গী হিসেবে পেয়েছেন লিটন দাস। দীর্ঘ দিনের সতীর্থ, বড় ভাই ও উদ্বোধনী সঙ্গীর বিদায়ে হৃদয়ভাঙা ইমো দিয়ে ছবি পোস্ট করেছেন লিটন, ‘আমরা একসঙ্গে ব্যাটিং করেছি। ড্রেসিং রুম ভাগাভাগি করেছি। একসঙ্গে আমাদের অনেক স্মৃতি। বিশ্বাসই হচ্ছে না। বাংলাদেশের হয়ে আপনি আর খেলবেন না। আপনাকে অনেক মিস করব ভাই।’
বাংলাদেশ টেস্ট দলের সাবেক অধিনায়ক মুমিনুল হকের সঙ্গে তামিম আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ৬০টি। ফেসবুক টেস্টের সাবেক অধিনায়ক মুমিনুল হক বলেছেন, ‘প্রিয় তামিম ভাই, আপনি সব সময়ই বাংলাদেশ ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ অংশ। আপনাকে সব সময় মনে পড়বে। একজন সতীর্থ হওয়া ছাড়াও আপনি একজন বড় ভাই হিসেবে সব সময় আমার পাশে ছিলেন। আমাদের একসঙ্গে কাটানো সব মজার মুহূর্ত ও আপনাকে খুব মিস করব। চিরকাল ভালোবাসি।’
পেসার হাসান মাহমুদও ফিরে যান নিজের অভিষেক ম্যাচে, ‘আমি আমার অভিষেক ক্যাপ আপনার কাছ থেকে পেয়েছি এবং এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের একজন কিংবদন্তির সঙ্গে খেলতে পারা আমার জন্য সৌভাগ্যের। খবরটি শুনে আমি হতবাক। কখনও ভাবিনি আপনাকে এত তাড়াতাড়ি হারাব আমরা।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রত্যেকটা অফিসের কেরানি পর্যন্ত ফ্যাসিবাদের দোসর: উপদেষ্টা আসিফ
সিরাজগঞ্জে ডাকাত দলের ৯ সদস্য আটক
বিশ্বব্যাপী ২২ টি দেশে মুক্তি পেল শাকিব খানের 'দরদ'
ইসলামে পাঁঠার গোশত খাওয়া প্রসঙ্গে।
অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ কি আবশ্যক?
জেন জি’র দৃষ্টিভঙ্গি ও বাস্তবতা
ভারতের অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হতে হবে
শ্রীলঙ্কার সংসদ নির্বাচনে দিশানায়েকের বামপন্থী জোটের জয়
সংসদের অন্দরে আদিবাসী নৃত্য প্রদর্শন
দিল্লিতে ভয়াবহ বায়ুদূষণ : সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা, নির্মাণকাজ স্থগিত
পাপুয়া নিউগিনিতে ৬.৫ মাত্রার ভূমিকম্প, তবে সুনামির আশঙ্কা নেই
ইসরাইলি হামলায় লেবাননে সাংবাদিকসহ ১৫ জন নিহত
ভ্যাকসিনবিরোধী কেনেডি জুনিয়রকে স্বাস্থ্যমন্ত্রী বানালেন ট্রাম্প : সমালোচনার ঝড়
ইউক্রেন যুদ্ধ : উ. কোরিয়ার পদক্ষেপে দ. কোরিয়ার নতুন কৌশল
আত্মঘাতী ড্রোনের উৎপাদন বাড়ানোর নির্দেশ দিলেন কিম
বৈঠকে বসছেন ভারত ও চীনের প্রতিরক্ষামন্ত্রী
স্পেনে বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানি
ইরান নিয়ে সুর নরম করতে চান ট্রাম্প?
গাজায় ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও ভাইরাল
কূটনৈতিক সমাধানে পৌঁছাতে ইরানে জাতিসংঘের পরমাণু প্রধান