দাপটে জয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু টাইগারদের
১৪ জুলাই ২০২৩, ১০:১১ পিএম | আপডেট: ১৫ জুলাই ২০২৩, ১২:০১ এএম
টেস্টে শতবছরের ইতিহাস ভেঙে আফগানদের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর ওয়ানডে সিরিজে হেরেছে টাইগাররা। তবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে দারুণ ভাবে ঘুরে দাড়ায় টিম বাংলাদেশ। এবার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে দাপটে জয় পেয়েছে বাংলাদেশ।
শুক্রবার সিলেটে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আফগানদের ২ উইকেটে হারায় টাইগাররা। আফগানদের দেয়া ১৫৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে তরুণ তুর্কি তাওহিদ হৃদয়ের অসাধারণ ব্যাটিংয়ে ১৯.৫ ওভারে ১৫৭ রান তুলে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
ওয়ানডে সিরিজ হারলেও টি-টোয়েন্টিতে জিততে শুক্রবার আফগানদের বিপক্ষে মাঠে নেমেছিল সাকিব আল হাসান দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এ দিন শুরুতে আফগানদের বিপক্ষে দারুণ বোলিং করে স্বাগতিকরা। দুই উদ্বোধনী ব্যাটারের কেউই করতে পারেননি বড় রান। বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দেন নাসুম আহমেদ। ১০ বলে ৮ রান করে সুইপ করতে গিয়ে তাওহীদ হৃদয়ের হাতে ক্যাচ দেন হজরতউল্লাহ জাজাই।
এরপর ১১ বলে ১৬ রান করা আরেক ওপেনার রহমানউল্লাহকে আউট করেন পেসার তাসকিন আহমেদ। ক্যাচ দেন মেহেদী হাসান মিরাজের হাতে। তিনে নেমে ৬ বলে ৮ রান করে শরিফুলের শিকার হন ইব্রাহীম জাদরান। এরপর আফগান শিবিরে আঘাত হানেন ক্যাপ্টেন সাকিব। ৯ বলে ৩ রান করা করিম জানাতকে ফেরান তিনি। এরপরই বেশ ভালো জুটি পায় আফগানিস্তান। নজিবউল্লাহ জাদরানের সঙ্গে ৩৫ রানের জুটি গড়েন মোহাম্মদ নবি। ২৩ বলে ২৩ রান করা নাজিবউল্লাহ মিরাজের বলে লিটনকে ক্যাচ দিলে ভাঙে এই জুটি।
কিন্তু তার বিদায়ের পর আফগানিস্তানের রানের গতি আরও বেড়ে যায়। আজমতউল্লাহ ওমরজাইকে সাথে নিয়ে ভয়ঙ্কর হয়ে উঠেন নবিও। টানা তিন ওভারে প্রথম বলে ছক্কা হাঁকায় আফগানরা। ১৯তম ওভারে টানা দুই বলে সাকিবকে ছক্কা মারেন ওমরজাই। তাসকিনের ওই ওভারের শেষ বলে আউট হওয়ার আগে ১৮ বলে করেন ৩৩ রান তিনি। তবে হাফ সেঞ্চুরি তুলে নেওয়া নবি ৬ চার ও ১ ছক্কায় ৪০ বলে ৫৪ রান অপরাজিত থাকেন। ৭ উইকেট হারিয়ে ১৫৪ রানে থামে আফগানরা।
জয়ের জন্য ১৫৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ব্যাটিংয়ের শুরুতেই ব্যক্তিগত ৪ রান করে বিদায় নেন রনি তালুকদার। দ্বিতীয় উইকেট জুটিতে বেশ ভালোই শুরু করে লিটন ও শান্ত। তবে ভালো শুরুর পর ব্যক্তিগত ১৪ রান করে বিদায় নেন শান্ত। এরপর দলীয় ৩৯ রানের মাথায় ১৮ রান করে ফেরন লিটন দাস।
দলীয় ৬৪ রানে মাথায় অধিনায়ক সাকিব আল হাসান ১৯ রান করে বিদায় নেন। দলের বিপদে তাওহিদ হৃদয় ও শামিম হোসেন অসাধারণ জুটি গড়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন। শান্তি ২৫ বলে ৩৩ রান করে যখন বিদায় নেন। বাংলাদেশের দলীয় রান তখন ১৭.২ ওভারে ৫ উইকেটে ১৩৭ রান। এরপর হৃদয়কে সঙ্গ দেন মিরাজ। কিন্তু তিনিও বিদায় নেন ৮ রান করেণ। ১৯ ওভারে বিদায় নেন মিরাজ,তাসকিন ও নাসুম। শেষ পর্যন্ত শরিফুলের দারুণ বাউন্ডারি হাকান। হৃদয় ৪৭ ও শরিফুল ১ বলে ৪ রান করে অপরাজিত থাকেন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সালথায় প্রতিপক্ষকে ফাঁসাতে চলছে ডাকাতির নাটক, বিব্রত পুলিশ!
শিল্পকলায় শুরু হয়েছে মাসব্যাপী ভাস্কর্য প্রদর্শনী
এনআইডির তথ্য বেহাত, কম্পিউটার কাউন্সিলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো ইসি
সোনারগাঁও বুরুমদী উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উদযাপন
ঈশ্বরগঞ্জ পৌরসভার পাওনা টাকা পরিশোধ না করলে মামলা- পৌর প্রশাসক ইকবাল হোসাইন
সাদপন্থী তাবলীগের মুখপাত্র মুয়াজের ৩ দিনের রিমান্ড মঞ্জুর
পূর্বাচলে বুয়েট ছাত্রের মৃত্যু : তিন আসামি ২ দিনের রিমান্ডে
লক্ষ্মীপুরে সরকারি রাস্তা কেটে যুবলীগ নেতার চাষাবাদ, প্রতিবাদে মানববন্ধন
কলাপাড়ায় গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক চোর
এবার পানামা খাল নিয়ন্ত্রণে নেওয়ার হুমকি ট্রাম্পের
মাগুরায় গ্রামবাসির সংঘর্ষে নিহত যুবদল নেতা শরিফুলের বাড়িতে বিএনপি নেতারা
সিমকার্ডের আড়ালে সীমান্তে বেড়েছে চোরাচালান
কিশোরগঞ্জের আব্দুল কাহার আকন্দ কোথায়? কেউ জানে না!
হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড নোটিশ জারি
যুক্তরাষ্ট্র ও লন্ডনে ৩শ’ কোটি টাকা পাচারের অভিযোগে হাসিনা-জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
রাজশাহী মহানগরীতে ঘন কুয়াশা
আবারও ভানুয়াতুতে দ্বীপপুঞ্জে ৬.২ মাত্রার ভূমিকম্প
হাজীগঞ্জে ভরাট মিঠানিয়া খালের মুখ, হুমকিতে ফসলি জমি
রাহাতের সুরের মুর্ছনায় বিমোহিত দর্শক, বাংলায় বললেন 'আমরা তোমাদের ভালোবাসি'
‘প্রশাসন ক্যাডার নিয়ে ষড়যন্ত্র চলছে’