ডমিনিকায় জয়সোয়াল কীর্তি
১৪ জুলাই ২০২৩, ১১:০১ পিএম | আপডেট: ১৫ জুলাই ২০২৩, ১২:০১ এএম
টেস্ট ক্যারিয়ারে প্রথমবার ভারতীয় জাতীয় দলের জার্সিতে খেলতে নেমেছেন যশস্বী জয়সোয়াল। আর অভিষেক ম্যাচে সেঞ্চুরি তুলে রেকর্ডের বন্যা বইয়ে দিয়েছেন ২১ বছর বয়সী এ তরুণ। ভেঙেছেন মোহাম্মদ আজহারউদ্দিন, সৌরভ গাঙ্গুলি, সুনীল গাভাস্কারদের মতো কিংবদন্তিদের গড়া অনেক রেকর্ড। গতপরশু ডমিনিকার উইন্ডসর পার্কে টেস্টের দ্বিতীয় দিনে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ২২৯ রানের জুটি গড়েন জয়সোয়াল। এরপর অধিনায়ক ফিরলেও দ্বিতীয় দিনের পুরোটা ব্যাটিং করে জসওয়াল অপরাজিত রয়েছেন ১৪৩ রানে। এরমধ্যেই মোকাবেলা করেছেন ৩৫০টি বল। গতকাল রাতে খেলতে নেমেছেন তৃতীয় দিনেও।
তার আগে জয়সোয়ালের স্মরণীয় অভিষেকের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বেশ ভালো অবস্থানে ভারত। প্রথম ইনিংসে স্বাগতিকদের ১৫০ রানে অলআউট করে দেওয়ার পর রোহিত শর্মার দল দ্বিতীয় দিন পর্যন্ত ২ উইকেটে ৩১২ রান তুলেছে। লিড এখনই ১৬২ রানের। অধিনায়ক রোহিত (১০৩) সেঞ্চুরি করে আউট হয়ে গেলেও জয়সোয়ালের সঙ্গে ৩৬ রানে অপরাজিত বিরাট কোহলি। আর তাতে রেকর্ড বইয়ে ঝড় তুলেছেন জয়সোয়াল।
ওপেনিংয়ে রোহিতের সঙ্গে ২২৯ রানের জুটি গড়ে বেশ কয়েকটি রেকর্ডে নাম যোগ করেছেন জয়সোয়াল। এর মধ্যে রানের সংখ্যায় এটিই এশিয়ার বাইরে ভারতের সর্বোচ্চ রানের ওপেনিং জুটি। আগের সর্বোচ্চ ছিল ১৯৭৯ সালে ওভাল টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে চেতন চৌহান ও সুনীল গাভাস্কারের ২১৩ রানের জুটি। রোহিত-জয়সোয়ালের জুটিতেই ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের রান পেরিয়ে গেছে ভারত। দেশটির টেস্ট ইতিহাসে এই প্রথম উদ্বোধনী জুটি লিড এনে দিল। এর আগে কাছাকাছি গিয়েছিলেন গাভাস্কার-চৌহান, ১৯৭৮ সালের সিডনি টেস্টে অস্ট্রেলিয়াকে ১৩১ রানে অলআউট করে দেওয়ার পর দুজনের জুটিতে ৯৭ রান পেয়েছিল ভারত।
জয়সোয়াল ও রোহিতই দুজনই সেঞ্চুরি করে ১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ওপেনারের তিন অঙ্ক স্পর্শের নজির গড়লেন, যা সর্বশেষ করেছিলেন অস্ট্রেলিয়ার ফিল জ্যাকস ও সাইমন ক্যাটিচ ২০০৮ সালে। তবে জুটির রেকর্ড নয়, অভিষেক টেস্ট জয়সোয়ালের জন্য স্মরণীয় হয়ে থাকবে ব্যক্তিগত রেকর্ডের জন্য। যার মধ্যে সবচেয়ে বড় অর্জন মোহাম্মদ আজহারউদ্দিনকে ছাড়িয়ে যাওয়া। আজহারউদ্দিন ১৯৮৪ সালে অভিষেক টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ১১০ রান করতে গিয়ে ৩২২ বল খেলেছিলেন। ভারতের হয়ে অভিষেক টেস্টে সবচেয়ে বেশি বল খেলার রেকর্ড ছিল এটি। ৩৯ বছর পর আজহারকে দুইয়ে নামিয়ে শীর্ষে এখন জয়সোয়াল। এরই মধ্যে ৩৫০ বল খেলে ফেলেছেন।
জয়সোয়াল ছাড়িয়ে গেছেন সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকেও। ১৯৯৬ সালে লর্ডসে অভিষেক টেস্টে ১৩১ রানের ইনিংস খেলেছিলেন সৌরভ। এত দিন এটিই ছিল প্রতিপক্ষের মাটিতে অভিষিক্ত ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংস। জয়সোয়াল সৌরভকেও টপকে গেছেন। এ ছাড়া ভারতীয় ওপেনারদের মধ্যে অভিষেকে সেঞ্চুরি করা তৃতীয় ব্যাটসম্যানও জয়সোয়াল। এর আগে অভিষেকে সেঞ্চুরি করেছিলেন শিখর ধাওয়ান (অস্ট্রেলিয়ার বিপক্ষে, ২০১৩ সালে) ও রোহিত শর্মা (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১৩ সালে)।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সোনারগাঁও বুরুমদী উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উদযাপন
ঈশ্বরগঞ্জ পৌরসভার পাওনা টাকা পরিশোধ না করলে মামলা- পৌর প্রশাসক
সাদপন্থী তাবলীগের মুখপাত্র মুয়াজের ৩ দিনের রিমান্ড মঞ্জুর
পূর্বাচলে বুয়েট ছাত্রের মৃত্যু : তিন আসামি ২ দিনের রিমান্ডে
লক্ষ্মীপুরে সরকারি রাস্তা কেটে যুবলীগ নেতার চাষাবাদ, প্রতিবাদে মানববন্ধন
কলাপাড়ায় গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক চোর
এবার পানামা খাল নিয়ন্ত্রণে নেওয়ার হুমকি ট্রাম্পের
মাগুরায় গ্রামবাসির সংঘর্ষে নিহত যুবদল নেতা শরিফুলের বাড়িতে বিএনপি নেতারা
সিমকার্ডের আড়ালে সীমান্তে বেড়েছে চোরাচালান
কিশোরগঞ্জের আব্দুল কাহার আকন্দ কোথায়? কেউ জানে না!
হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড নোটিশ জারি
যুক্তরাষ্ট্র ও লন্ডনে ৩শ’ কোটি টাকা পাচারের অভিযোগে হাসিনা-জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
রাজশাহী মহানগরীতে ঘন কুয়াশা
আবারও ভানুয়াতুতে দ্বীপপুঞ্জে ৬.২ মাত্রার ভূমিকম্প
হাজীগঞ্জে ভরাট মিঠানিয়া খালের মুখ, হুমকিতে ফসলি জমি
রাহাতের সুরের মুর্ছনায় বিমোহিত দর্শক, বাংলায় বললেন 'আমরা তোমাদের ভালোবাসি'
‘প্রশাসন ক্যাডার নিয়ে ষড়যন্ত্র চলছে’
যুক্তরাজ্যে ট্রাম্পের বিশেষ দূত হিসেবে মার্ক বার্নেট নিযুক্ত
ফাইনালে ভারতের কাছে বাংলাদেশের হার
ফ্রেন্ডলি ফায়ার দুর্ঘটনায় লোহিত সাগরে মার্কিন যুদ্ধবিমান ধ্বংস