এক অশ্বিনের রেকর্ড গড়া বোলিংয়ে বিধ্বস্ত ওয়েস্ট ইন্ডিজ
১৫ জুলাই ২০২৩, ০৯:৩২ এএম | আপডেট: ১৫ জুলাই ২০২৩, ০৯:৩২ এএম
স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের সামনে অসহায় ছিলো ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ। বল হাতে রীতিমতো ছড়ি ঘুরিয়েছিলেন স্বাগতিক ব্যাটারদের উপর। ৩৬ বছরের এই স্পিনারের কারণেই ম্যাচ থেকে প্রথম দিনেই ছিটকে গিয়েছিল তারা। আর টেস্টের তৃতীয় দিনে ভারতকে একপেশে এক জয়ই এনে দিলেন অশ্বিন। ১ম ইনিংসে ৫ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৭ উইকেট।
প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ভয়ঙ্কর ছিলেন ভারতীয় স্পিনার অশ্বিন। প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও বড় ইনিংস করা হয়নি তেজনারায়ণ চন্দরপলের। আউট হয়েছেন আরেক স্পিনার রবীন্দ্র জাদেজার বলে। সেখান থেকেই শুরু ধ্বংসযজ্ঞ। এরপরই অধিনায়ক ব্রাথওয়েট আর জার্মেইন ব্ল্যাকউডকেও নিজের শিকার বানান অশ্বিন।
প্রথমে রেইফার এবং জশুয়া ডি সিলভাকে ফিরিয়েছেন জাদেজা এবং মোহাম্মদ সিরাজ। ৫৮ রানেই উইন্ডিজের ৫ম উইকেটের পতন। মূলত তখনই নির্ধারিত হয়ে যায় ম্যাচের ভাগ্য।
এরপরেই ডমিনিকায় শুরু হয় অশ্বিনের স্পিনের জাদু। শেষ ৫ উইকেটের সবকটিই তুলে নিয়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে যায় ১৩০রানে। ভারত পায় ইনিংস এবং ১৪১ রানের বিশাল বড় জয়।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ রান করেন অ্যালিক অ্যাথাঞ্জি। তার ২৮ রানের ইনিংস পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান এসেছে জেসন হোল্ডারের ব্যাট থেকে। দুই ইনিংস মিলিয়ে উইন্ডিজের হয়ে ফিফটির দেখাও পাননি কেউ।
দ্বিতীয় ইনিংসে ৭১ রানে ৭ উইকেট নিয়েছেন তিনি। আর পুরো ম্যাচে ১৩১ রানের বিনিময়ে ১২ উইকেট শিকার তার।
তবে, ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন ওপেনার যশস্বী জয়সওয়াল। অভিষিক্ত এই ক্রিকেটারের ১৭১ রানের সুবাদে বড় সংগ্রহ দাঁড় করিয়েছিলো ভারত। নিজের প্রথম ম্যাচেই দারুণ ব্যাটিং এর স্বীকৃতি তিনি পেলেন ম্যাচসেরা হবার মধ্য দিয়ে।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ১৫০
ভারত ১ম ইনিংস: ১৫২.২ ওভারে ৪২১/৫ (ডি.) (আগের দিন ৩১২/২) (জয়সওয়াল ১৭১, রোহিত ১০৩, গিল ৬, কোহলি ৭৬, রাহানে ৩, জাদেজা ৩৭*, কিষান ১* ; রোচ ২৪-৬-৫০-১, জোসেফ ১৮.২-২-৮০-০, কর্নওয়াল ১৬-৫-৩২-১, ওয়ারিক্যান ৪৫-৪-১০৬-১, হোল্ডার ১৮-৫-৪০-০, ব্র্যাথওয়েট ৯-০-২১-০, আথানেজ ১৬-২-৫৩-১, রিফার ৪-০-১৬-০, ব্ল্যাকউড ২-০-৪-০)।
ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: ৫০.৩ ওভারে ১৩০ (ব্র্যাথওয়েট ৭, চন্দরপল ৭, রিফার ১১, ব্ল্যাকউড ৫, আথানেজ ২৮, জশুয়া ১৩, হোল্ডার ২০*, জোসেফ ১৩, কর্নওয়াল ৪, রোচ ০, ওয়ারিক্যান ১৮; সিরাজ ৬-১-১৬-১, উনাদকাট ২-১-১-০, অশ্বিন ২১.৩-৭-৭১-৭, জাদেজা ২১-৫-৩৮-২)।
ফল: ভারত ইনিংস ও ১৪১ রানে জয়ী।
সিরিজ: ২ ম্যাচ সিরিজে ভারত ১-০তে এগিয়ে।
ম্যান অব দ্যা ম্যাচ: যাশাসবি জয়সওয়াল।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সালথায় প্রতিপক্ষকে ফাঁসাতে চলছে ডাকাতির নাটক, বিব্রত পুলিশ!
শিল্পকলায় শুরু হয়েছে মাসব্যাপী ভাস্কর্য প্রদর্শনী
এনআইডির তথ্য বেহাত, কম্পিউটার কাউন্সিলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো ইসি
সোনারগাঁও বুরুমদী উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উদযাপন
ঈশ্বরগঞ্জ পৌরসভার পাওনা টাকা পরিশোধ না করলে মামলা- পৌর প্রশাসক ইকবাল হোসাইন
সাদপন্থী তাবলীগের মুখপাত্র মুয়াজের ৩ দিনের রিমান্ড মঞ্জুর
পূর্বাচলে বুয়েট ছাত্রের মৃত্যু : তিন আসামি ২ দিনের রিমান্ডে
লক্ষ্মীপুরে সরকারি রাস্তা কেটে যুবলীগ নেতার চাষাবাদ, প্রতিবাদে মানববন্ধন
কলাপাড়ায় গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক চোর
এবার পানামা খাল নিয়ন্ত্রণে নেওয়ার হুমকি ট্রাম্পের
মাগুরায় গ্রামবাসির সংঘর্ষে নিহত যুবদল নেতা শরিফুলের বাড়িতে বিএনপি নেতারা
সিমকার্ডের আড়ালে সীমান্তে বেড়েছে চোরাচালান
কিশোরগঞ্জের আব্দুল কাহার আকন্দ কোথায়? কেউ জানে না!
হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড নোটিশ জারি
যুক্তরাষ্ট্র ও লন্ডনে ৩শ’ কোটি টাকা পাচারের অভিযোগে হাসিনা-জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
রাজশাহী মহানগরীতে ঘন কুয়াশা
আবারও ভানুয়াতুতে দ্বীপপুঞ্জে ৬.২ মাত্রার ভূমিকম্প
হাজীগঞ্জে ভরাট মিঠানিয়া খালের মুখ, হুমকিতে ফসলি জমি
রাহাতের সুরের মুর্ছনায় বিমোহিত দর্শক, বাংলায় বললেন 'আমরা তোমাদের ভালোবাসি'
‘প্রশাসন ক্যাডার নিয়ে ষড়যন্ত্র চলছে’