ভুল শুধরে ইতিহাসে চোখ জ্যোতিদের
২১ জুলাই ২০২৩, ১০:১০ পিএম | আপডেট: ২২ জুলাই ২০২৩, ১২:০০ এএম
ব্যাটিং তো বরাবরই দুর্বলতার জায়গা বাংলাদেশের। তবে গত ম্যাচে যেভাবে ধসে পড়েছে ব্যাটিং লাইন আপ, দুর্ভাবনা তাতে মাথাচাড়া দিয়েছে নতুন করে। বোলারদের নিষ্প্রভ দিনটিতে পুরোপুরি মুখ থুবড়ে পড়ে ব্যাটিং। সিরিজ নির্ধারণী ম্যাচের আগে দলের ভাবনাজুড়ে তাই ব্যাটিংয়ে উন্নতি। মিরপুর শেনেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত সিরিজটিতে দুই দলই এখন পর্যন্ত জিতেছে একটি করে ম্যাচ। দ্বিতীয়টি বিশাল ব্যবধানে হেরে গেলেও শেষ ম্যাচে বাংলাদেশের সামনে বড় অর্জনের হাতছানি।
মেয়েদের ওয়ানডেতে এখন পর্যন্ত ১৬টি দ্বিপাক্ষিক সিরিজে তাদের জয় ¯্রফে তিনটিতে। এর মধ্যে দুটি জয় তুলনামূলকভাবে বেশ পিছিয়ে থাকা জিম্বাবুয়ে (২০২১) ও আয়ারল্যান্ডের (২০১৬) বিপক্ষে। অন্যটি পাকিস্তানের বিপক্ষে, ঘরের মাঠে প্রায় ৯ বছর আগে।
ভারতকে শেষ ম্যাচে হারাতে পারলে সিরিজ জয়ের দীর্ঘ খরা কাটবে। সেই লক্ষ্য পূরণে বড় চ্যালেঞ্জ ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে ওঠা। টি-টোয়েন্টি ও ওয়ানডে মিলে পাঁচ ম্যাচের কোনোটিতেই ঠিক সন্তোষজনক ব্যাটিং করতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতকে ৯৫ রানে আটকে রাখলেও ব্যাটারদের ব্যর্থতায় মেলেনি জয়। পরেরটিতেও সফরকারীদের ¯্রফে ১০২ রানে থামিয়ে জয়ের মঞ্চ তৈরি করে দেন বোলাররা। পরে প্রথম ওয়ানডেতে ১৫২ রানের পুঁজি নিয়ে বোলারদের হাত ধরেই ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন মেথডে ৪০ রানে জেতে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে বোলারদের বাজে দিনে ভারত করে ২২৮ রান। তা পুষিয়ে দেওয়ার মতো কিছুই করতে পারেননি ব্যাটাররা। তৃতীয় উইকেটে ফারজানা হক ও রিতু মনি ৬৮ রানের জুটি গড়লেও বাকিরা কেউই পারেননি বলার মতো কিছু করতে। ¯্রফে ১৪ রানে শেষ ৭ উইকেট হারিয়ে তারা ম্যাচ হারে ১০৮ রানে।
আজ শেষ ম্যাচে মাঠে নামার আগের দিন মিরপুরে সংবাদ সম্মেলনে অলরাউন্ডার ফাহিমা আক্তার শোনালেন আশাবাদ, আগের ব্যর্থতা পেছনে ফেলে শেষ ম্যাচে ব্যাটিং ইউনিট হিসেবে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ দল, ‘দ্বিতীয় ম্যাচে আমাদের যে ভুলগুলো ছিল, তা নিয়ে দুই দিনে অনেক আলোচনা করেছি। আমি বলব, এখন পর্যন্ত আমরা ভালো ক্রিকেট খেলছি। প্রথম ওয়ানডেতে আমরা দল হিসেবে পারফর্ম করতে পেরেছি। দ্বিতীয় ম্যাচেও আমরা অনেক চেষ্টা করেছি... দূর্ভাগ্যবশত...। ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের প্রত্যেকটা ব্যাটারই অনেক প্রতিভাবান। আমরা জানি, সবারই সামর্থ্য ছিল। দুর্ভাগ্যবশত করতে পারিনি। তবে সবাই নিজের জায়গা থেকে ব্যক্তিগতভাবে, আমাদের কোচ, ম্যানেজমেন্টের সঙ্গে ভালো আলোচনা করেছি। আমরা আশাবাদী। দল হিসেবে কালকে চেষ্টা করব।’
দ্বিতীয় ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সহ-অধিনায়ক নাহিদা আক্তার বলেন, শেষ ম্যাচের আগে বড় হারের তেমন কোনো প্রভাব পড়বে না তাদের দলের মানসিকতায়। এবার তৃতীয় ওয়ানডেতে নামার আগে প্রায় একই কথা বললেন প্রধান কোচ হাশান তিলাকারাতেœ। ক্রিকেটাররা মানসিকভাবে ভালো অবস্থানে আছে জানিয়ে নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের তাগিদ দিলেন তিনি, ‘মেয়েরা আত্মবিশ্বাসী দ্বিতীয় ম্যাচটি আমাদের প্রত্যাশা অনুযায়ী ভালো হয়নি। এরপর আমাদের অনেক আলোচনা হয়েছে। আমরা কিছু পরিকল্পনা নিয়ে এসেছি। এখন পারফরম্যান্সের দায়িত্ব তাদের। ক্রিকেটাররা খুব আত্মবিশ্বাসী। আশা করছি, কালকে ভালো পারফরম্যান্স নিয়ে ঘুরে দাঁড়াবে।’
ভারতের এবারের সফরের দুই সংস্করণে এখন পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ স্কোর প্রথম ওয়ানডেতে করা ১৫২ রান। বাকি চার ম্যাচে ১২০ রানও পার হতে পারেনি দল। ব্যাটিংয়ের এই সমস্যা অবশ্য অনেক দিন ধরেই। গত মে মাসে শ্রীলঙ্কা সফরেও বৃষ্টিময় তৃতীয় ওয়ানডেতে ৩০ ওভারের ম্যাচে ১২৮ রানে গুটিয়ে যায় নিগার সুলতানার দল। পরে টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি ১৪৫ রান তাড়া করে জিতলেও, পরের দুই ম্যাচে ফের অবস্থা তথৈবচ। তবে পুরোনো ব্যর্থতা ভুলে সামনের দিকেই তাকাতে চান ফাহিমা। আগের ম্যাচগুলিতে না হলেও সিরিজ নির্ধারণী লড়াইয়ে বড় স্কোরের আশা তার, ‘ক্রিকেট এমন একটা খেলা, কখন কী ধরনের পরিস্থিতিতে পড়তে হবে, কেউ জানি না। আমিও হয়তো বলতে পারব না, আমরা কালকে কী ধরনের স্কোর করব। তবে আমরা আশাবাদী। ব্যাটিং ইউনিটের সবাই ব্যক্তিগতভাবে অনেক চেষ্টা করছে। দুর্ভাগ্যবশত হয়নি। তবে কালকের (আজকের) ম্যাচের জন্য সবাই খুব ভালো প্রস্তুতি নিয়েছি। কালকে আমরা যদি আগে ব্যাটিং করি, ভালো একটা স্কোর দেওয়ার চেষ্টা করব।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ঢাবি সাদা দলে ভাঙন, পাল্টাপাল্টি কমিটি ঘোষণা
রাইখালীতে পারিবারিক কলহের জেরে আত্মহত্যা
বাঘায় রত্নগর্ভা হাসনা-হুদা দম্পতির ১২ সন্তান উচ্চ শিক্ষায় সফল
শহীদ জিয়ার মিঠাছড়া খাল খননে হাজারো কৃষকের ভাগ্য খুলেছিল ' - মীর হেলাল
ঝিনাইগাতীতে আইন শৃঙ্খলা কমিটিসহ ৪ কমিটির সভা অনুষ্ঠিত
গফরগাঁওয়ে ভিজিডির ৫১ বস্তা চুরি
গোলাপগঞ্জে মাদক সেবনের অপরাধে দুই জনকে জরিমানা ও কারাদণ্ড
ফ্যাসিস্ট সরকারের নিপীড়ন থেকে রাজনৈতিক দলগুলো শিক্ষা নেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ
ঢাকাকে উড়িয়ে আসর শুরু রংপুরের
নিজ জমিতে যাওয়া হলো না সিলেটে এক ব্যবসায়ীর : হামলা করলো যূবদলনামধারী ভূমিখেকো চক্র
প্রতারণার দায়ে অনন্ত জলিলের বিরুদ্ধে সমন জারি
রেকর্ড পুনরুদ্ধার করে শাহিদির ২৪৬, রেকর্ড গড়ল আফগানিস্তানও
‘ইসলাম প্রচার প্রসারে সউদী সরকার ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে’
টেলিটকের দুটি স্পেশাল ডাটা প্যাকেজের উদ্বোধন করলেন উপদেষ্টা নাহিদ ইসলাম
জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করবে সরকার: প্রেস সচিব
এসিআই লিমিটেড ২০ শতাংশ নগদ এবং ১৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে
এবার ছাত্রদল সভাপতির পাশে দাঁড়ালেন হাসনাত আব্দুল্লাহ
কোয়ালিফাইয়ারের বাধা টপকাতে চায় রংপুর
খুশদিলের শেষের ঝড়ে রংপুরের বড় সংগ্রহ
চোখের চিকিৎসায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ইস্পাহানী চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগ