ঝলমলে সাকিব, মুশফিক, তাসকিন
২২ জুলাই ২০২৩, ১০:৪৪ পিএম | আপডেট: ২৩ জুলাই ২০২৩, ১২:০০ এএম
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের দুই তারকা মুখোমুখি হয়েছিলেন একে অন্যের। তাতে জিতলেন সাকিব আল হাসান। লিটন দাসের উইকেটসহ তিন উইকেট শিকার করেছেন তিনি। গতপরশু রাতে কানাডার ব্রাম্পটনে লিটনের সারি জাগুয়ার্সকে ৫ উইকেটে হারায় সাকিবের মন্ট্রিয়ল টাইগার্স। দলের জয়ে দারুণ ভূমিকা রাখেন সাকিব। ৪ ওভার বল করে মাত্র ১৮ রান দিয়ে নেন ৩ উইকেট।
প্রথম ওভারে কার্লোস ব্র্যাথওয়েটকে ফাইন লেগ দিয়ে দারুণ ছক্কায় ইনিংস শুরু করা লিটন টানতে পারেননি। পঞ্চম ওভারে সাকিব আসতেই তাকে উইকেট দেন বাংলাদেশের তারকা। ১১ বলে লিটন করেন মাত্র ৯ রান। লিটনের আগেই অবশ্য আউট হয়ে গিয়েছিলেন তার সঙ্গে ওপেন করতে নামা আলেক্স হেলস। সাকিব নিজের তৃতীয় ওভারে ফেরান প্রগাত সিংকে। ১৫তম ওভারে বোলিং কোটা পূরণ করতে এসেও আরেক উইকেট নেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। শেষ পর্যন্ত অধিনায়ক ইফতেখার আহমেদের ৪৪ বলে অপরাজিত ৪০ রানে ১৩৬ রানের পুঁজি পায় জাগুয়ার্স। রান তাড়ায় সম্মিলিত প্রয়াসে এই পুঁজি টপকে যায় মন্ট্রিয়েল। দলের জয়ে ২২ বলে ২৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন নেপালের দিপেন্দ্র সিং।
এদিকে, জিম্বাবুয়ের টি-১০ লিগ খেলতে গিয়ে শুরুটা ঝলমলে হয়েছে বাংলাদেশের দুই তারকা মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদের। জোবার্গ বাফেলোসের হয়ে ঝড়ো ব্যাটিংয়ে সর্বোচ্চ রান করে দলের জয়ে অবদান রেখেছেন মুশফিক। একদিনে টানা দুই ম্যাচ খেলে সেরা বোলিং করেছেন তাসকিন।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে এক দিনে দুই ম্যাচ খেলে তাসকিনের দল বুলাওয়ে ব্রেইভস। হারারে হ্যারিকেনসের বিপক্ষে জিতলেও পরের ম্যাচ মুশফিকদের জোবার্গ বাফেলোসের কাছে হেরে যায়। দুই ম্যাচেই দলের সেরা বোলিং পারফর্মার ছিলেন তাসকিন। হারারে হ্যারিকেনসের বিপক্ষে ২ ওভার বল করে মাত্র ৭ রান দিয়ে নেন ১ উইকেট। আগে ব্যাট করে তার দলের ১২৮ রানের জবাবে মাত্র ৭৯ রান করতে পারে হারারে। এদিন ব্যাটিংয়েও নেমেছিলেন তাসকিন করতে পারেন ৩ বলে ৪ রান। ফ্লাড লাইট জটিলতায় আগের দিনের খেলাও এদিন চলে আসায় একদিনে দুটি ১০ ওভারের ম্যাচ খেলতে হয় বুলাওয়েকে। মুশফিকদের বিপক্ষে পরের ম্যাচে ১০ রানে হারে তারা। দল হারলেও ২ ওভারে ১১ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ঝলক দেখান তাসকিন। আউট করেন মোহাম্মদ হাফিজ, রবি বোপারা আর ডেলানো পটগেইটারকে।
তাসকিনের ছোবল সামলে ওই ম্যাচে ব্যাট চওড়া হয়ে উঠে মুশফিকের। ২৩ বলে ৮ চারে ৪৬ রানের ঝড়ো ইনিংস খেলেন অভিজ্ঞ উইকেট কিপার ব্যাটার। ১০৬ রানের লক্ষ্য নেমে সিকান্দার রাজার দল করতে পারে ¯্রফে ৯৫ রান। দলের হয়ে বেউ ওয়েবস্টার ২২ বলে সর্বোচ্চ ৩৯ রান করেন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
যুবকদের ভোটার তালিকায় আনতে চাই : সিইসি
অ্যামবুলেন্স ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত এক আহত ৫
ক্রীড়াঙ্গনে ২০২৪ সালের প্রভাবশালী নারী ব্যক্তিত্ব যারা
অ্যামবুলেন্স ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত এক আহত ৫
জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে সরকারের সম্পর্ক নেই
নিজ এলাকায় রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন হারিস চৌধুরী
বিশ্বনাথে যুবলীগ ও ছাত্রলীগের ৬ নেতাকর্মী জেল হাজতে : ১৬ জনের জামিন লাভ
নগরবাসিকে পানিতে কষ্ট দিতে সরকারবিরোধী চক্র সক্রিয়
সিদ্ধান্ত প্রত্যাখ্যান চিকিৎসকদের, অবরোধ অব্যাহত
কেরানীগঞ্জে আটিবাজারে জায়গা দখলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
নোয়াখালীর সুবর্ণচরে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন
বিএনপি নেতা গয়েশ্বর রায়ের স্ত্রী মারা গেছেন
না ফেরার দেশে জুলিয়েট, স্তব্ধ হলিউড
গুরুদাসপুরে অবৈধ ৯টি ইট ভাটায় ২৮ লাখ টাকা জরিমানা
ফুলবাড়িয়ায় ২ দুই কর্মকর্তাকে বরখাস্ত ও ঠিকাদারে লাইসেন্স বাতিলের দাবিতে মানববন্ধন
মতলবে নুরুল হুদা স্মৃতি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনে ওমর সানি
গ্রাহকদের সমন্বিত সেবা দেবে গার্ডিয়ান লাইফ-রিলায়েন্স ইন্স্যুরেন্স
সালথায় যুবককে হাতুড়ি পেটা ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত
কাপ্তাই উপজেলা বিএনপি সদস্যের মৃত্যু
গোয়ালন্দে শ্রমিক দলের উদ্যোগে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত