উইন্ডিজ দলে ফিরলেন হোপ-হেটমায়ার-টমাস
০১ আগস্ট ২০২৩, ০৬:৪৩ পিএম | আপডেট: ০২ আগস্ট ২০২৩, ১২:০২ এএম
ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। দলে ফেরানো হয়েছে শেই হোপ, শিমরন হেটমায়ার ও ওশেন টমাসকে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রায় এক বছর বাকি । তবে বৈশ্বিক আসর নিয়ে ভাবনার অংশ হিসেবেই দলে ফেরানো হয়েছে তাদের। সবশেষ সিরিজ থেকে বাদ পড়েছেন শামার ব্রুকস, রেমন রিফার, ইয়ানিক কারিয়াহ ও শেলডন কটরেল।
ক্যারিবিয়ানরা সবশেষ টি-টোয়েন্টি খেলেছিল গত মার্চে দক্ষিণ আফ্রিকায়। সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছিল তারা।
দেশের হয়ে হেটমায়ার এই সংস্করণে সবশেষ মাঠে নামেন গত বছরের অগাস্টে। ভারতের বিপক্ষে সিরিজ দিয়েই দুই বছর পর ওয়ানডে খেলেন বিস্ফোরক বাঁহাতি ব্যাটসম্যান। পড়তি ফর্ম ও ফিটনেস সমস্যার কারণে মাঝের সময়টায় সাদা বলের ক্রিকেটের দলে সুযোগ পাচ্ছিলেন না হেটমায়ার। গত আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে ১৫১.৭৭ স্ট্রাইক রেট ও ৩৭.৩৭ গড়ে ২৯৯ রান করেন তিনি। সম্প্রতি খেলেন মেজর লিগ ক্রিকেটের উদ্বোধনী আসরে। স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৭০ ম্যাচ খেলে ১ সেঞ্চুরি ও ১৬ ফিফটিতে এখন পর্যন্ত ৩ হাজার ৩৬৪ রান করেছেন হেটমায়ার। জাতীয় দলে ৫০ ম্যাচে ৪ ফিফটিতে তার রান ৭৯৭।
ভারতের বিপক্ষে ২০২২ সালের ফেব্রুয়ারিতে জাতীয় দলের হয়ে সবশেষ এই সংস্করণে খেলেন ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে অধিনায়ক হোপ । দলটির হয়ে ১৯ টি-টোয়েন্টিতে দুই ফিফটিতে ৩০৪ রান এই কিপার-ব্যাটসম্যানের, স্ট্রাইক রেট ১২১.১। সবশেষ স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন পাকিস্তান সুপার লিগের গত আসরে, শিরোপা জেতা লাহোর কালান্দার্সের হয়ে। সব মিলিয়ে, এই সংস্করণে ৭৩ ম্যাচে ৬ ফিফটিতে ১ হাজার ৫২১ রান তার।
ক্যারিবিয়ানদের জার্সিতে পেসার টমাস সবশেষ ম্যাচ খেলেন ২০২১ সালের ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে। ২০২২ সালের ডিসেম্বরের পর কোনো ধরনের ক্রিকেটই খেলেননি তিনি। তাই তার দলে ফেরা অনেকটা চমক জাগানিয়া। ভারতের বিপক্ষে চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে থাকলেও প্রথম দুই ম্যাচে তাকে একাদশে রাখা হয়নি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২০ টি-টোয়েন্টি খেলে টমাসের শিকার ২১ উইকেট। সব মিলিয়ে ৬০ স্বীকৃত টি-টোয়েন্টিতে তিনি নিয়েছেন ৭৪ উইকেট, বোলিং গড় ২৩.৭৯।
দুই দলের টি-টোয়েন্টি সিরিজটি শুরু আগামী বৃহস্পতিবার। ওয়েস্ট ইন্ডিজে বাকি দুই ম্যাচ হবে ৬ ও ৮ অগাস্ট। এরপর ১২ ও ১৩ অগাস্টের ম্যাচ দুটি হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রেই হবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। জুনে শুরু হওয়ার কথা ২০ ওভারের ক্রিকেটের বৈশ্বিক আসর।
ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল: রভম্যান পাওয়েল (অধিনায়ক), কাইল মেয়ার্স, জনসন চার্লস, রোস্টন চেইস, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, শেই হোপ, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, ওবেড ম্যাককয়, নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড, ওডিন স্মিথ, ওশেন টমাস।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র ও লন্ডনে ৩শ’ কোটি টাকা পাচারের অভিযোগে হাসিনা-জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
রাজশাহী মহানগরীতে ঘন কুয়াশা
আবারও ভানুয়াতুতে দ্বীপপুঞ্জে ৬.২ মাত্রার ভূমিকম্প
হাজীগঞ্জে ভরাট মিঠানিয়া খালের মুখ, হুমকিতে ফসলি জমি
রাহাতের সুরের মুর্ছনায় বিমোহিত দর্শক, বাংলায় বললেন 'আমরা তোমাদের ভালোবাসি'
‘প্রশাসন ক্যাডার নিয়ে ষড়যন্ত্র চলছে’
যুক্তরাজ্যে ট্রাম্পের বিশেষ দূত হিসেবে মার্ক বার্নেট নিযুক্ত
ফাইনালে ভারতের কাছে বাংলাদেশের হার
ফ্রেন্ডলি ফায়ার দুর্ঘটনায় লোহিত সাগরে মার্কিন যুদ্ধবিমান ধ্বংস
ইরানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১০
বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী নারী কে, জানেন?
বাংলাদেশি রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত
হাত ফসকে আইফোন পড়ে গেল মন্দিরের দানবাক্সে, ফেরত দিতে অস্বীকৃতি
কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনা: নিহত ১, আহত ১৫
ঢাকার বায়ুমানে উন্নতির কোনো লক্ষণ নেই, বিপজ্জনকের কাছাকাছি
উগ্রবাদী সন্ত্রাসী 'সাদ' পন্থীদের কর্মকান্ডের বিরুদ্ধে সাতক্ষীরায় মানববন্ধন
বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন ভারতের
নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে ছাত্রদলকর্মী নিহত
সিনেটে প্রার্থী হতে সরে দাঁড়ালেন লারা ট্রাম্প
আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না : পার্থ