পদ্মা সেতুতে উঠবে বিশ্বকাপ ট্রফি
০১ আগস্ট ২০২৩, ১০:০৩ পিএম | আপডেট: ০২ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
প্রতিটি বিশ্বকাপের আগেই বিশ্বকাপের ট্রফি বিশ্বভ্রমণে বের হয়। অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষেও এখন বিশ্বকাপের ট্রফি আছে বিশ্বভ্রমণে। মহাশূন্য থেকে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নেমে শুরু হয়েছে এবারের ক্রিকেট বিশ্বকাপের ট্রফি ট্যুর। এরই মধ্যে ট্রফিটি ঘুরেছে ৮টি দেশ। বর্তমানে পাকিস্তানে থাকা বিশ্বকাপ ট্রফি শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশে আসবে ৭ আগস্ট। ৭ থেকে ৯ আগস্ট- এই তিন দিন বিশ্বকাপের ট্রফি থাকবে ঢাকায়। ট্রফির বাংলাদেশ ভ্রমণের সূচিও মোটামুটি ঠিকঠাক, এখন শুধু সেটা চূড়ান্ত হওয়া বাকি। প্রাথমিক যে আলোচনা, তাতে বাংলাদেশে এসে বিশ্বকাপের ট্রফি উঠবে পদ্মা সেতুতেও।
খবরটা আগের দিন পেলেও আনুষ্ঠানিকভাবে গতকালই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিষয়টি নিশ্চিত করেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি। পরে এই ক্রিকেটকর্তা তুলে ধরেন ট্রফি নিয়ে বিসিবির পরিকল্পনা, ‘এর আগেও এই ধরনের কার্যক্রম হয়েছে। বিশ্বকাপের আগে এটি আইসিসির একটি ক্যাম্পেইন। আগামী ৭ অগাস্ট ট্রফি আসবে বাংলাদেশে, ৯ তারিখে এটিকে ফেরত নিয়ে যাওয়া হবে। এখন যে পরিকল্পনা, অবশ্যই আমরা একটি পাবলিক প্লেসে সাধারণ জনগণের দেখার জন্য ব্যবস্থা রাখব। এর বাইরে বিসিবিতে ক্রিকেটার, আমাদের বোর্ড ও ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছেন, তাদের দেখার ব্যবস্থা করা হবে। একইসঙ্গে মিডিয়ারও।’
মহাশূন্য থেকে শুরু করে ভারত ছাড়াও এখন পর্যন্ত নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, পাপুয়া নিউ গিনি, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানে গেছে বিশ্বকাপের ট্রফি। ওই সব দেশের উল্লেখযোগ্য স্থাপনার সামনে হয়েছে ট্রফির ফটো সেশন। এই ধারাবাহিকতায় দেশের উল্লেখযোগ্য স্থাপনায় বিশ্বকাপ ট্রফির ফটো সেশনের জন্য পদ্মা সেতুকে বেছে নিয়েছে বিসিবি, ‘আইসিসির একটা চাহিদা, যেই দেশে ট্রফি যায়, সেই দেশের উল্লেখযোগ্য স্থানে একটা ফটোসেশন করা। এর আগে আমাদের জাতীয় সংসদ ভবনের সামনে ট্রফির ফটো সেশন করা হয়েছিল। এবার যেহেতু আপনারা জানেন... পদ্মা সেতু আমাদের দেশের একটা গর্ব, একটা আইকনিক স্থাপনা। আমাদের পরিকল্পনা রয়েছে, পদ্মা সেতুকে নিয়ে বিশ্বকাপ ট্রফির একটা ফটো সেশনের ব্যবস্থা করা।’
বাংলাদেশ সফরের দ্বিতীয় অথবা তৃতীয় দিন সাধারণ ক্রিকেট প্রেমীরা পাবেন বিশ্বকাপ ট্রফি দেখার সুযোগ, ‘আমাদের এখন পর্যন্ত পরিকল্পনা রয়েছে, একটি শপিং মলে এটি (সবার দেখার জন্য) রাখার। এর আগেও এমন করা হয়েছিল। এটাকে আমরা চেষ্টা করব যেন সর্বোচ্চ সময় সাধারণ মানুষ দেখতে পারে। সেক্ষেত্রে আমরা সম্ভবত ৮ বা ৯ তারিখের যে কোনো একটা সময়ে (শপিং মলে প্রদর্শনীর জন্য) দেব।’ এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি জনসাধারণের জন্য কোথায় রাখা হবে ট্রফিটি। তবে এই ব্যাপারে প্রচ্ছন্ন ধারণা দিয়ে রাখলেন বিসিবি প্রধান নির্বাহী, ‘আমরা এরই মধ্যে দুটি (শপিং মলের) কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। সম্ভবত বসুন্ধরা শপিং মলে আমাদের পরিকল্পনা রয়েছে। তাদের সাপ্তাহিক একটা বন্ধের দিন আছে। হয়তো ওভাবে মিলিয়ে নিয়েই আমাদের রাখতে হবে।’
বাংলাদেশ থেকে ১০ আগস্ট ট্রফিটি পৌঁছে যাবে কুয়েতে। সেখান থেকে বাহরাইন হয়ে ফিরবে ভারতে। পরে ১৬ আগস্ট আবার এটি ভ্রমণে বের হবে। সবশেষ ৩ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে শেষ হবে প্রায় আড়াই মাসের এই ভ্রমণ। স্বাগতিক ভারতসহ সবমিলিয়ে ১৮টি দেশে ঘুরছে বিশ্বকাপের ট্রফিটি। এবার এমন কিছু দেশেও যাচ্ছে, যে দেশগুলোর নাম ক্রিকেটের ক্ষেত্রে বেশ কৌতূহলোদ্দীপক। কুয়েত ছাড়াও এ রকম দেশের তালিকায় আছে বাহরাইন, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, নাইজেরিয়া, উগান্ডা, পাপুয়া নিউ গিনি, ফ্রান্স ও ইতালি। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ আর পাকিস্তান ছাড়াও এরই মধ্যে ট্রফিটা ঘুরে এসেছে পাপুয়া নিউ গিনি ও যুক্তরাষ্ট্রে। ক্রিকেটের বিশ^ায়নের জন্যই এমনটা করছেন বলে জানিয়েছে আইসিসি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
আবারও ভানুয়াতুতে দ্বীপপুঞ্জে ৬.২ মাত্রার ভূমিকম্প
হাজীগঞ্জে ভরাট মিঠানিয়া খালের মুখ, হুমকিতে ফসলি জমি
রাহাতের সুরের মুর্ছনায় বিমোহিত দর্শক, বাংলায় বললেন 'আমরা তোমাদের ভালোবাসি'
‘প্রশাসন ক্যাডার নিয়ে ষড়যন্ত্র চলছে’
যুক্তরাজ্যে ট্রাম্পের বিশেষ দূত হিসেবে মার্ক বার্নেট নিযুক্ত
ফাইনালে ভারতের কাছে বাংলাদেশের হার
ফ্রেন্ডলি ফায়ার দুর্ঘটনায় লোহিত সাগরে মার্কিন যুদ্ধবিমান ধ্বংস
ইরানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১০
বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী নারী কে, জানেন?
বাংলাদেশি রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত
হাত ফসকে আইফোন পড়ে গেল মন্দিরের দানবাক্সে, ফেরত দিতে অস্বীকৃতি
কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনা: নিহত ১, আহত ১৫
ঢাকার বায়ুমানে উন্নতির কোনো লক্ষণ নেই, বিপজ্জনকের কাছাকাছি
উগ্রবাদী সন্ত্রাসী 'সাদ' পন্থীদের কর্মকান্ডের বিরুদ্ধে সাতক্ষীরায় মানববন্ধন
বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন ভারতের
নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে ছাত্রদলকর্মী নিহত
সিনেটে প্রার্থী হতে সরে দাঁড়ালেন লারা ট্রাম্প
আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না : পার্থ
মার্চের মধ্যে রাষ্ট্র-সংস্কার কাজ শেষ হবে : ধর্ম উপদেষ্টা
জামালপুরে দুই ইজিবাইকের চাপায় সাংবাদিক নুরুল হকের মৃত্যু