‘তামিম না খেললে লিটন অধিনায়ক’
০২ আগস্ট ২০২৩, ১০:০৮ পিএম | আপডেট: ০৩ আগস্ট ২০২৩, ১২:০২ এএম
এশিয়া কাপ মাঠে গড়াতে এখনও প্রায় একমাস বাকি। তারপরও বর্তমানে দেশের ক্রিকেটাঙ্গনে যত কথা ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে ঘিরেই। সবারই একই প্রশ্ন, ক্যাপ্টেন কি পিঠের ব্যাথামুক্ত হয়ে এশিয়া কাপে খেলতে পারবেন? এই প্রশ্নের পাশাপাশি আরও কিছু কথা ঘুরপাক খাচ্ছে ক্রিকেটপ্রেমীদের মনে। আর সেগুলো হচ্ছে- লন্ডনে তামিমের চিকিৎসার সর্বশেষ আপডেট কী? চিকিৎসকরা তাকে কী বলেছেন? তামিমের এশিয়া কাপ খেলার মত শারীরিক সক্ষমতা পরবর্তী ৪ সপ্তাহের মধ্যে আসবে কিনা? নাকি তার পরিবর্তে অন্য কাউকে দলের নেতৃত্ব দিয়ে মহাদেশীয় ক্রিকেটের সর্বোচ্চ আসরে খেলবে বাংলাদেশ? চিকিৎসা শেষে গত ৩০ জুলাই বিকালে তামিম লন্ডন থেকে দেশে ফেরার পরই এসব কৌতুহলি প্রশ্ন ডালপালা গজাচ্ছে। তবে ধারণা করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে তামিম ইস্যুর জট খুলবে। ইতিবাচক ও নেতিবাচক যাই হোক না কেন, দেশসেরা এই ওপেনারের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কেও বিস্তারিত জানা যাবে।
যদিও ওয়ানডে অধিনায়কের মাঠে ফেরা নির্ভর করছে তার ফিটনেসের ওপর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায়ও বসার কথা আছে তামিমের। তবে টাইগার অধিনায়কের বিষয়ে গতকাল গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তামিম প্রসঙ্গে তিনি বলেন,‘আমরা শতভাগ নিশ্চিত এখনও পর্যন্ত আমাদের ক্যাপ্টেন তামিম ইকবাল। এখন সমস্যা হচ্ছে, ও (তামিম) কখন থেকে খেলবে বা খেলতে পারবে, তা তো আমরা এখনও জানি না। তামিম ডাক্তার দেখিয়ে এসেছে। স্পষ্টভাবে ওর সমস্যা আছে, এখন যেটা আমরা জানলাম। অবশ্য আগে জানতাম না যে, ওর বেশ সমস্যা আছে। এই সমস্যাটার জন্য কী করতে হবে, কতদিন সময় লাগবে এইগুলো না জেনে কিছু বলা কঠিন।’
তামিম না খেললে কে হবেন ওয়ানডে দলের অধিনায়ক? এই প্রশ্নে পাপনের উত্তর,‘এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে, তামিম না খেললে কী হবে? আমার জানা মতে, তামিম না খেললে তার পরিবর্তে বর্তমানে যে সহ-অধিনায়ক আছে সেই অধিনায়কের দায়িত্ব পালন করবে। তবে তামিমের পরিকল্পনা জানা গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিসিবি প্রধান,‘সবার আগে জানা দরকার তামিমের প্ল্যাানটা কী। ওকে নিশ্চয়ই একটি কার্যক্রমের মধ্যে যেতে হবে। যেটা বলে দিয়েছে চিকিৎসকরা। ওই কার্যক্রমটা কবে শুরু হবে, কবে শেষ হবে, কতদিন লাগবে, ওর কী মনে হয়, এইগুলো ওর সঙ্গে আলাপ না করে বলাটা কঠিন। আমাদের সঙ্গে বসেই তামিম প্ল্যানটা বলবে। আমরা কয়েক দিনের মধ্যেই বসবো। যত তাড়াতাড়ি সম্ভব ওর প্ল্যানটা জানতে পারি ততই ভালো। তবে স্পষ্টভাবে বলতে চাই, আমরা ওর ওপর প্রেশারইজড করতে চাই না।’
এশিয়া কাপের দল ঘোষণা প্রসঙ্গে পাপন বলেন, ‘আমি নির্বাচকদের বলছি যে, কোচ ও অধিনায়ক দুইজনের মতামত নিয়ে এরপর স্কোয়াড ঘোষণা করো। একটা পাঠিয়ে দিলে এরপর এটা নিয়ে কোচ বলবে, এটা হলো কেন বা অধিনায়ক বলবে এটা হলো না কেন। যাই হোক, একবারে সবার সঙ্গে কথা বলে স্কোয়াড ঘোষণা করে দাও।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ফাইনালে ভারতের কাছে বাংলাদেশের হার
ফ্রেন্ডলি ফায়ার দুর্ঘটনায় লোহিত সাগরে মার্কিন যুদ্ধবিমান ধ্বংস
ইরানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১০
বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী নারী কে, জানেন?
বাংলাদেশি রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত
হাত ফসকে আইফোন পড়ে গেল মন্দিরের দানবাক্সে, ফেরত দিতে অস্বীকৃতি
কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনা: নিহত ১, আহত ১৫
ঢাকার বায়ুমানে উন্নতির কোনো লক্ষণ নেই, বিপজ্জনকের কাছাকাছি
উগ্রবাদী সন্ত্রাসী 'সাদ' পন্থীদের কর্মকান্ডের বিরুদ্ধে সাতক্ষীরায় মানববন্ধন
বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন ভারতের
নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে ছাত্রদলকর্মী নিহত
সিনেটে প্রার্থী হতে সরে দাঁড়ালেন লারা ট্রাম্প
আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না : পার্থ
মার্চের মধ্যে রাষ্ট্র-সংস্কার কাজ শেষ হবে : ধর্ম উপদেষ্টা
জামালপুরে দুই ইজিবাইকের চাপায় সাংবাদিক নুরুল হকের মৃত্যু
বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইনের সামরিক সদর দফতরের দখল নিয়েছে আরাকান আর্মি
ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩২
নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ সিরিয়ায়
ঘনকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি সার্ভিস চালু
গাজায় যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত পর্যায়ে