বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে যায়নি লাবুশেনের: বেইলি
০৮ আগস্ট ২০২৩, ১২:০১ পিএম | আপডেট: ০৮ আগস্ট ২০২৩, ১২:০১ পিএম
বাজে ফর্মের কারণেই আসন্ন বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলের পরিকল্পনায় নেই মার্নাস লাবুশেন। তবে এখানেই সবকিছুর শেষ দেখছেন না জর্জ বেইলি। অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচকের মতে, ওয়ানডেতে তাদের ভবিষ্যত পরিকল্পনায় ভালোভাবেই আছেন লাবুশেন।
দক্ষিণ আফ্রিকা ও ভারত সফরের জন্য সোমবার ১৮ সদস্যের বর্ধিত দল ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেই দলে নেই লাবুশেন। এই দল থেকেই ১৫ জনকে বেছে নেওয়া হবে ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের জন্য। এ যাত্রায় তাই বিশ্বকাপ খেলার স্বপ্ন ভেঙে গেছে ২৯ বছর বয়সী লাবুশেনের।
দল ঘোষণার পর সাংবাদ সম্মেলনে লাবুশেনের ব্যাপারে কথা বলেন বেইলি। দলে পরিবর্তন আনার সুযোগ থাকলেও সেই সম্ভাবনা খুব কম বলেও জানান তিনি। ফর্মের কারণেই যে লাবুশেন বাদ পড়েছেন সেটাও স্পষ্ট করেছেন বেইলি।
“এই সিদ্ধান্ত মূলত ফর্ম ভিত্তিক। আমরা জানি, নিজের সেরা ফর্মে থাকলে ওয়ানডে দলে একটি জায়গা ধরে রাখার মতো যথেষ্ট সামর্থ্য মার্নাসের আছে। তবে আমরা তাকে যে ভূমিকায় চাই, সেখানে তাকে যথেষ্ট ধারাবাহিক দেখতে পাইনি। বিশ্বকাপের দিকে এগিয়ে যাওয়ার পথে অন্যদের সামনে তাই সুযোগ কিছু ম্যাচ খেলার।”
সময়টা আসলেই ভালো যাচ্ছিল না লাবুশেনের। ২০২০ সালের জানুয়ারিতে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার ৩৮ ওয়ানডের ৩০টিই খেলেছেন তিনি। খেলেছেন দেশের সবশেষ ৯ ওয়ানডের সবকটি। তবে ওয়ানডে ক্যারিয়ারের শুরুর ছন্দ ধরে রাখতে পারেননি। প্রথম ৬ ইনিংসে ১টি সেঞ্চুরি ও ২টি ফিফটি ছিল তার। কিন্তু সবশেষ ১৪ ইনিংসে তার ব্যাটিং গড় মোটে ২২.৩০, স্ট্রাইক রেট ৬৯.৮৭।
পরের বিশ্বকাপ চার বছর পর। ইতিহাসের সফলতম দলটির হয়ে বিশ্বমঞ্চে খেলতে তাই চার বছর অপেক্ষা করতে হবে লাবুশেনকে। বিষয়টি নিয়ে লাবুশেনের সাথে কথা হয়েছে বলেও জানান বেইলি।
“মার্নাসের সঙ্গে আমাদের পরিষ্কার আলোচনা হয়েছে। অস্ট্রেলিয়া ‘এ’ দলের অংশ হবে সে, যাতে সাদা বলের ক্রিকেটে কিছুটা মনোযোগ দিতে পারে। দক্ষিণ আফ্রিকায় যে স্কোয়াড যাচ্ছে, নিশ্চিতভাবেই বিশ্বকাপেও সেই স্কোয়াডই প্রাধান্য পাবে। তবে মার্নাসের যে বয়স, তার যে স্কিল সেট, আমার কোনো সন্দেহই নেই যে ভবিষ্যতে ওয়ানডে দলের অংশ সে হবে। আমরা জানি, নিজের সেরা ফর্মে থাকলে সে ওয়ানডেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।”
আগামী মাসেই নিউ জিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া ‘এ’ দল। সেখানে রাখা হবে লাবুশেনকে। এরপর ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট খেলবেন মার্শ কাপে কুইন্সল্যান্ডের হয়ে। বিশ্বকাপে না থাকায় প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডে খেলতে পারবেন তিনি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
শিক্ষক নিয়োগে দুর্নীতিতে উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পঙ্গু হওয়ার পথে : শিক্ষা উপদেষ্টা
সাবেক মন্ত্রী মৌলভী ফরিদ আহমদের ৫৩তম শাহাদাতবার্ষিকী আজ
এলজিইডিকে ৪০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি
৪৭তম বার্ষিক সাধারণ সভায় ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা
রাবিতে অধ্যাপকের বিরুদ্ধে ২৫ লাখ টাকার হিসাব না দেওয়ার অভিযোগ, সাময়িক অব্যাহতি
টিভিতে দেখুন
ঘরের মাঠে হেরে শীর্ষস্থান খোয়ালো বার্সা
নকলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি সংঘের ফাইনাল খেলা অনুষ্ঠিত
রুট থাকলেও নেই স্টোকস
রাগবিতে এসএইচএ চ্যাম্পিয়ন
নারীতে সেনাবাহিনী পুরুষে বিজিবি চ্যাম্পিয়ন
বাংলাদেশের স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন ভারত
হেরেই চলেছে সিটি, জয়ের ধারায় আর্সেনাল
পাঁচ বিভাগ ও ৩২ জেলাকে এনএসসির তাগিদ!
খুলনাকে হারিয়ে ফাইনালে মহানগর
সোমবার বিপিএলের মিউজিক ফেস্ট, গাইবেন রাহাত ফাতেহ আলী খান
দল বিবেচনায় আছেন তামিম, সাকিবও!
পাকিস্তান-ভারতের গ্রুপেই বাংলাদেশ!
তবুও দুর্বলতা দেখছেন সালাউদ্দিন