১৭ বছর পর ভারতের বিপক্ষে সিরিজ জিতলো ওয়েস্ট ইন্ডিজ
১৪ আগস্ট ২০২৩, ০১:৩৬ এএম | আপডেট: ১৪ আগস্ট ২০২৩, ০৫:১৫ এএম
ওয়েস্ট ইন্ডিজ ২-০ পিছিয়ে পড়ার পর পাঁচ ম্যাচের সিরিজে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সমতা এনেছিল ভারত।ফলে শেষ টি-টোয়েন্টি পরিণত হয় অলিখিত ফাইনালে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচটি জিতে অবশ্য শেষ হাসি হাসে ওয়েস্ট ইন্ডিজ। ব্র্যন্ডন কিং ও নিকোলাস পুরানের ব্যাটিং বীরত্বে তারা ভারতকে হারিয়েছে ৮ উইকেটের বড় ব্যবধানে।
শক্তিশালী ভারতের বিপক্ষে ৩-২ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস গড়লো ওয়েস্ট ইন্ডিজ।সব ফরম্যাট মিলিয়ে ১৭ বছর পর সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে যে কোন সংস্করণে তিন ম্যাচের সিরিজ জিতল ক্যারিবিয়ানরা।এর আগে ভারত ওয়েস্ট ইন্ডিজের কাছে কোনও দ্বিপাক্ষিক সিরিজ হেরেছিল ২০০৬ সালে। সেবার ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে টিম ইন্ডিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়েছিল ব্রায়ান লারার নেতৃত্বাধীন ক্যারিবিয়ান দল।
বৃষ্টি ও বজ্রপাতের কারণে কয়েক দফায় বন্ধ হয় ফাইনাল ম্যাচ। তবে নির্ধারিত ২০ ওভারেই শেষ হয়েছে দুই দলের লড়াই। টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে সূর্যকুমার যাদবের হাফ সেঞ্চুরিতে ভারত করে ৯ উইকেটে ১৬৭ রান। জবাবে ১৮ ওভারে ২ উইকেটে ১৭১ রান করে ক্যারিবিয়ানরা।
আগের দিন ভারতের ৯ উইকেটের জয়ের নায়ক যশস্বী জেসওয়াল মাত্র ৫ রানে আকিল হোসনের বলে ক্যাচ দিয়ে ফেরেন। এই বাঁহাতি স্পিনার আরেক ওপেনার শুভমান গিলকেও (৯) নিজের দ্বিতীয় শিকার বানান।
১৭ রানে ২ উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে তিলক ভার্মাকে নিয়ে ৪৯ ও পঞ্চম উইকেটে ৪৩ রানের জুটি গড়েন সূর্যকুমার। তার ৪৫ বলে ৬১ রানের ইনিংস ছিল সেরা।
সূর্যকুমার বাদে আর ভারতীয় ব্যাটসম্যান তেমন কোনো প্রতিরোধ তৈরি করতে পারেননি। উল্টো রোমারিও শেফার্ডের দুর্দান্ত বোলিংয়ে শেষ দিকে ৩১ রানের মধ্যে ৫ উইকেট হারায় ভারত। তাতে হয়নি প্রত্যাশিত স্কোর।শেফার্ড সর্বোচ্চ চার উইকেট নেন। দুটি করে পান জেসন হোল্ডার ও আকিল।
লক্ষ্যে নেমে কাইল মায়ার্সকে দলীয় ১২ রানে হারায় উইন্ডিজ। ব্যাটিং পজিশনে এগিয়ে ক্রিজে নামেন পুরান।ওপেনার ব্র্যন্ডন কিং ও পুরান ভারতীয় বোলারদের উপর ঝড় বইয়ে দেন।জয়ের ভিত গড়ে ফেরেন পুরান । যদিও হাফ সেঞ্চুরি হয়নি মাত্র ৩ রানের জন্য। দুজনের জুটিতে আসে ১০৭ রান। ৩৫ বলে ১ চার ও ৪ ছয়ে ৪৭ রান করেন পুরান।
তারপর শাই হোপকে নিয়ে দলকে জয়ের বন্দরে নেন কিং। ৫৫ বলে ৫ চার ও ৬ ছয়ে ৮৫ রানের ঝড় তুলে অপরাজিত ছিলেন তিনি। অন্য প্রান্তে ২২ রানে খেলছিলেন হোপ। দুজনের জুটি ছিল ৫২ রানের।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
পানামা খালের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি ট্রাম্পের
বাংলাদেশ থেকে আরও দক্ষকর্মী নিতে আগ্রহী লিবিয়া
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরায়েল
ইইউভুক্ত দেশে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি কাতারের
দক্ষিণ কোরিয়ার সৌন্দর্যের পেছনে ছুটে বিপদের ফাঁদে পর্যটকরা
ঢাকার বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ’
২৮ ডিসেম্বর দেশে ফিরছেন সাবেক মন্ত্রী কায়কোবাদ
হিরো নয় কারিনার ছেলের চরিত্রে অভিনয় করতে পারি
রাওয়ার নেতৃত্বে আবদুল হক ও ইরশাদ সাঈদ
স্লোভাক প্রধানমন্ত্রীর মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠক
কুমিল্লায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ কিশোর নিহত
গাজীপুরে কারখানা থেকে দগ্ধ আরও এক লাশ উদ্ধার
সিরিয়ার আকাশে নিষিদ্ধ হলো ইরানের বিমান
বিমানে ‘ঘুমিয়ে’ ছিলেন বাইডেন : সেনাদের লাশ পেতে অপেক্ষায় স্বজনরা
ভারতে পণ আইন নিয়ে বিতর্ক, এক ব্যক্তির আত্মহত্যা ঘিরে আলোড়ন
ভারত সীমান্তের শূন্যরেখায় পড়ে ছিল বাংলাদেশির গুলিবিদ্ধ লাশ
এক্সপ্রেসওয়েতে কভার্ডভ্যান ও প্রাইভেটকার সংঘর্ষে নারী নিহত, আহত ৫
ব্রাজিলে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত, সব যাত্রী নিহত
চুয়াডাঙ্গার রামদিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে একজনকে হত্যা, আহত ৫
চীনের নতুন বাঁধ প্রকল্পে তিব্বতিদের প্রতিবাদ, দমন-পীড়ন ও গ্রেফতার