সেই উইলিয়ামসনই অধিনায়ক
১১ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৯ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৪ এএম
আইপিএলের এক চোটে শঙ্কায় পড়ে গিয়েছিল কেন উইলিয়ামসনের বিশ^কাপই। তবে সেই চোট কাটিয়ে ফেরার পথে থাকা কিউই তারকা দেশটির বিশ্বকাপ দলে থাকবেন বলে আগেই নিশ্চিত করা হয়েছিল। অবশেষে তাকে অধিনায়ক রেখেই ১৫ জনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। যেখানে জায়গা পাননি কাইল জেমিসন, এডাম মিলনে, ফিন অ্যালেনের মতো তারকা।
গতকাল আগে থেকে নির্ধারিত তারিখে বিশ্বকাপ দল জানিয়েছে কিউইরা। পেস অলরাউন্ডারসহ দলে আছেন ছয় পেসার। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে ফেরা মিলনেকে বিবেচনা করা হয়নি, বিবেচিত হননি আরেক গতিময় পেসার জেমিসনও। এই দুই পেসারই বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসবে। নিউজিল্যান্ড আগ্রাসী ব্যাটার ফিন অ্যালেনকেও নেয়নি দলে, দলে জায়গা পেয়েছেন গেøন ফিলিপস, জিমি নিশামরা। বরাবরের মতই পেস আক্রমণের মূল ভরসা থাকবেন টিম সাউদি, ট্রেন্ট বোল্ট আর লকি ফার্গুসেন। আছেন ম্যাট হেনরি। এছাড়া মিডিয়াম পেস করতে পারেন ড্যারেল মিচেল এবং নিশামও।
স্পিন আক্রমণও তাদের শক্তিশালী। লেগ স্পিনার ইশ সোধির সঙ্গে অভিজ্ঞ মিচেল স্যান্টনার ও রাচিন রবীন্দ্রের মতো দুজন বাঁহাতি স্পিনার আছেন। এছাড়া ফিলিপস করতে পারেন অফ স্পিন বোলিং। ব্যাটিংয়ে উইলিয়ামসনের সঙ্গে টপ ল্যাথাম, ডেভন কনওয়ে, গেøন ফিলিপস, মার্ক চাপম্যানরা দলের বড় ভরসা। সেখানে বিবেচিত হননি টিম সেইফার্ট। অনেক তারকার মধ্যে সেরা ১৫ জন বেছে নিতে বেশ বেগ পেতে হয়েছে বলে জানা দলটির কোচ গ্যারি স্টেড, ‘এরকম টুর্নামেন্টে ১৫জন বেছে নেওয়ার কার সব সময়ই বিশেষ। যারা নির্বাচিত হয়েছেন তাদের জন্য বড় সম্মান দেশকে প্রতিনিধিত্ব করার। কেন (উইলিয়ামসন), টিমের (সাউদি) জন্য এটা চতুর্থ বর আসর হবে, যাদের একদম প্রথম তারা নিশ্চয়ই অনেক রোমাঞ্চিত থাকবে। আমরা চেষ্টা করেছি স্কোয়াডে ভারসাম্য রাখতে। সব দিক যাতে কাভার হয় সেই চেষ্টা করেছি। আশা করি দারুণ প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ টুর্নামেন্ট হবে।’
তবে মজার ব্যপার হচ্ছে, জাতিগত ভাবে নিউজিল্যান্ডের মানুষ সব সময়ই শান্তিপ্রিয় ও সৃজনশীল। সেই ছাপ তারা রাখল বিশ্বকাপের দল ঘোষণায়। ‘ওয়ান সিক্স ওয়ান, মাই ড্যাডি কেইন উইলিয়ামসন’। স্ত্রী সারাহ রাহিমের শিখিয়ে দেওয়া কথা ধরে বলে উঠলেন উইলিয়ামসনের দুই সন্তান। এভাবে কারো সন্তান, কারো স্ত্রী কারো, কারো বাগদত্তা, কারো মা বা দাদি জার্সির নাম বলে ঘোষণা করলেন ক্রিকেটারদের নাম! সামাজিক যোগাযোগ মাধ্যেমে বø্যাকক্যাপসের অফিসিয়াল পেজে পোস্ট করা হয় একটি রিলস। সেখানে ১৫ ক্রিকেটারের স্বজনরা তাদের নাম ঘোষণা করেন। তাদের এই ভিডিও ইতোমধ্যে সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যেমে। এই উদ্যোগের প্রশংসা করছেন ক্রিকেট ভক্তরা। একটি দলকে একটি পরিবারের মতন দেখা, এবং পরিবারের মানুষকে সম্পৃক্ত করে অনুপ্রেরণা বাড়ানোর প্রয়াস ক্রিকেটারদেরও উজ্জীবিত করবে বলে মত দিয়েছেন অনেকে। এই উজ্জ্বীবনী শক্তি নিয়ে আগামী ৫ অক্টোবর আহমেদাবাদে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গত আসরের দুই ফাইনালিস্ট নিউজিল্যান্ড-ইংল্যান্ড।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
আশুলিয়ায় কৃষক দলের কম্বল বিতরণ
পশ্চিমাদের উদ্বেগ বাড়িয়ে ২০ বছরের প্রতিরক্ষা চুক্তি সই ইরান-রাশিয়ার
আ.লীগের আমলে উন্নয়নের গালগপ্প শোনালেও ভেতরে ছিল ফাঁপা : উমামা ফাতেমা
লঞ্চ ব্যবসায়ী ছেলের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে ‘তারুণ্যের মেলা’র উদ্বোধন
সুন্দরগঞ্জে গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
মানবাধিকার লঙ্ঘন বন্ধে প্রয়োজন স্থায়ী সংস্কার: এইচআরডব্লিউ'র প্রতিবেদন
কক্সবাজারে ছাগলনাইয়া সিএনজি শো-রুম মালিক সমিতির নেতৃবৃন্দের সংবর্ধনা
ওপারে ভালো থাকবেন ডেভিড লিঞ্চ
হাজারীবাগে ছাত্রী হোস্টেল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
গুপ্ত হত্যা, গুম ও ক্রসফায়ার ছিলো শেখ হাসিনার অত্যন্ত প্রিয়: রিজভী
জনতার বাজার মনোপলি সিন্ডিকেটের ঊর্ধ্বে থাকবে: ঢাকা জেলা প্রশাসক
ভ্যাট না বাড়িয়ে সরকারকে খরচ কমানোর পরামর্শ বিএনপির
গারো পাহাড় সীমান্তাঞ্চলের কৃষকের স্বপ্ন এখন ইরি-বোরোয়
রাশিয়ার সঙ্গে ইরানের ২০ বছরের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
জাতীয় কবির নাতি দগ্ধ, আইসিইউতে ভর্তি
উখিয়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ১ জনকে ১০ দিনের সাজা, ট্রাক ও এক্সেভেটর মেশিন জব্দ
নগরকান্দায় ২ গ্রামবাসীর সংঘর্ষে পুলিশ সাংবাদিক নারীসহ আহত অর্ধশত
দুষ্ট লোকেরা বলে, আ’লীগকে প্রধান বিরোধীদল হিসেবে দেখতে চায় বিএনপি: শহীদুজ্জামান
কটিয়াদীতে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত