নাঈমের সমালোচকদের সমালোচনায় রাজ্জাক
১১ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৯ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৪ এএম
ওয়ানডেতে তার গোড়াপত্তনই হয়েছিল ১ রানের ইনিংসে। পরে আরো দুই ম্যাচের একটিতে ৯, সবশেষটিতে আউট হয়েছেন শূন্যতে। তিন ম্যাচে সাকুল্যে সেই ১০ রান নিয়ে এবারের এশিয়া কাপ শুরু করেছিলেন মোহাম্মদ নাঈম শেখ। এখন পর্যন্ত আসরের ৪ ম্যাচে তার রান ৮৫। বিস্তর প্রশ্ন রেখে বড় ইনিংস খেলতে ব্যর্থ হওয়া, স্ট্রাইক রেটের মন্থরতা ও দৃষ্টিকটুভাবে আউট হওয়া নিয়ে প্রবল সমালোচনা হচ্ছে এই ওপেনারকে নিয়ে। প্রতি মাচেই শুরুর সেই ধাক্কা সামলাতে হিমশিম খেতে হয়েছে বাংলাদেশকেও। তাতে নিজেদের পছন্দের সংস্করণের এশিয়া কাপ থেকে এক প্রকার বিদায়ের দ্বারপ্রান্তে সাকিব আল হাসানের দল। তবে তাতে একটুকুও বিচলিত নন নির্বাচক থেকে শুরু করে দেশের ক্রিকেটের কর্ণধাররা। সবশেষ নাঈশ পাশে পেলেন সাবেক অলরাউন্ডার আব্দুর রাজ্জাককে। বাঁহাতি এই ব্যাটারের সমালোচনাকারীদের উল্টো সমালোচনা করলেন বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক।
শ্রীলঙ্কার কাছে সুপার ফোরে ম্যাচে হারের পর থেকে তিন দিনের ‘ছুটি’ চলছে বাংলাদেশ দলে। তবে এই সময়ে ক্রিকেটারদের ব্যাক্তিগত সমস্যা নিয়ে কাজ করছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। গতকাল ছিল বাংলাদেশের অনুশীলন বিরতির দ্বিতীয় দিন। এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কায় কলম্বোয় বাংলাদেশ দল যে হোটেলে অবস্থান করছে, সেখানে জড়ো হন গণমাধ্যমকর্মীরা। সেখানে বাংলাদেশ দলের সার্বিক পারফরম্যান্স এবং কিছু খেলোয়াড়ের টানা ব্যর্থতা নিয়ে করা প্রশ্নগুলোর জবাবে পাল্টা আক্রমণ করেন সাবেক ক্রিকেটার রাজ্জাক। বাংলাদেশ দলের নির্বাচক কমিটির সদস্য রাজ্জাকের মতে, নাঈমের ব্যাপারে না বুঝেই সমালোচনা চলছে, ‘সমালোচনা তো থাকবেই। আপনারা তো সমালোচনার জন্যই আছেন, সমালোচনা তো করবেনই। কিন্তু বুঝলে সমালোচনা করার কথা না। এখন না বুঝে করলে খুব একটা কিছু বলার নাই।’
চলতি আসরে চার ম্যাচে ২১.২৫ গড়ে নাঈমের রান মাত্র ৮৫। ওপেনিং ব্যাটার হয়েও তার স্ট্রাইক রেট বেহাল, ¯্রফে ৬৭.৪৬। সিঙ্গেল-ডাবল নেওয়ার ক্ষেত্রে ভীষণ সংগ্রাম করতে দেখা গেছে তাকে। নাঈম যে প্রত্যাশা পূরণ করতে পারছেন না, সেটা অবশ্য মেনে নেন রাজ্জাক, ‘তার অতীত রেকর্ড যে খুব একটা খারাপ তা না। যখন আন্তর্জাতিক আঙিনায় সে পরিচিত হয়েছে, তখন সে অতটা খারাপ ছিল না। এখন যেরকম খেলছে... একটা সময় সে ভালো সময় কাটিয়েছে প্রিমিয়ার লিগে। এই মুহূর্তে আমরা বা ও যে রকম আশা করছে, সেরকম হয়তো হচ্ছে না। তার মানে এই না যে ওকে ছুঁড়ে ফেলা হবে, ওর উপর চাপ তৈরি করা হবে। একটা খেলোয়াড় যখন জাতীয় দলে খেলে বা অন্য যেকোন পর্যায়ে খেলে... সে খারাপ খেললে কিন্তু নিজেই বুঝে। এতভাবে ওকে বুঝায়ে দেওয়ার প্রয়োজন হয় না। হ্যাঁ, জাতীয় দলে থাকলে চাপ নিতে হবে, সমালোচনা হবে, অনেকে কথা বলবে। আমার মনে হয়, সমালোচনা যেমন করা হয়, একইভাবে ভালো খেললে প্রশংসা করা উচিত।’
সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন নাঈম। তাকে যেভাবে সমালোচনা করা হচ্ছে, সেই ধরনটাকে ভুল মনে করেন সাবেক বাঁহাতি স্পিনার রাজ্জাক, ‘আমার কাছে মনে হয়, একটু বেশিই করা হয় (সমালোচনা)। কারণ, আমি নিশ্চিত যে যারা সমালোচনা করছে তারা কিন্তু বাংলাদেশের বাইরের কেউ না। সবাই হয়তো ভালো চায় বাংলাদেশের কোনো না কোনো দিক থেকে। আমার কাছে মনে হচ্ছে, সমালোচনার পথটা একটু ভুল হচ্ছে। একটা ছেলেকে শুধু শুধু... আমি শুনেছি তাকে নিয়ে যা-তা বলা হচ্ছে।’ কোনো খেলোয়াড়কে জাতীয় দলে নেওয়ার পর ভালো না করলে কোচ, অধিনায়ক, বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন ও নির্বাচকদের দোষী করার বিষয়টি বোধগম্য নয় রাজ্জাকের, ‘(জাতীয় দলে) না নেওয়ার মতো তো কোনো কিছু সে করেনি। জাতীয় দলে খেলার মতো কাজই সে করেছে। এখানে সে ক্লিক (ভালো) করতে পারেনি। ক্লিক (ভালো) না করলে হয় নির্বাচকদের দোষ অথবা বোর্ড সভাপতির দোষ অথবা অধিনায়কের দোষ অথবা কোচের দোষ। তো আমরা কেন এত দোষ খুঁজি, বুঝি না।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
আশুলিয়ায় কৃষক দলের কম্বল বিতরণ
পশ্চিমাদের উদ্বেগ বাড়িয়ে ২০ বছরের প্রতিরক্ষা চুক্তি সই ইরান-রাশিয়ার
আ.লীগের আমলে উন্নয়নের গালগপ্প শোনালেও ভেতরে ছিল ফাঁপা : উমামা ফাতেমা
লঞ্চ ব্যবসায়ী ছেলের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে ‘তারুণ্যের মেলা’র উদ্বোধন
সুন্দরগঞ্জে গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
মানবাধিকার লঙ্ঘন বন্ধে প্রয়োজন স্থায়ী সংস্কার: এইচআরডব্লিউ'র প্রতিবেদন
কক্সবাজারে ছাগলনাইয়া সিএনজি শো-রুম মালিক সমিতির নেতৃবৃন্দের সংবর্ধনা
ওপারে ভালো থাকবেন ডেভিড লিঞ্চ
হাজারীবাগে ছাত্রী হোস্টেল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
গুপ্ত হত্যা, গুম ও ক্রসফায়ার ছিলো শেখ হাসিনার অত্যন্ত প্রিয়: রিজভী
জনতার বাজার মনোপলি সিন্ডিকেটের ঊর্ধ্বে থাকবে: ঢাকা জেলা প্রশাসক
ভ্যাট না বাড়িয়ে সরকারকে খরচ কমানোর পরামর্শ বিএনপির
গারো পাহাড় সীমান্তাঞ্চলের কৃষকের স্বপ্ন এখন ইরি-বোরোয়
রাশিয়ার সঙ্গে ইরানের ২০ বছরের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
জাতীয় কবির নাতি দগ্ধ, আইসিইউতে ভর্তি
উখিয়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ১ জনকে ১০ দিনের সাজা, ট্রাক ও এক্সেভেটর মেশিন জব্দ
নগরকান্দায় ২ গ্রামবাসীর সংঘর্ষে পুলিশ সাংবাদিক নারীসহ আহত অর্ধশত
দুষ্ট লোকেরা বলে, আ’লীগকে প্রধান বিরোধীদল হিসেবে দেখতে চায় বিএনপি: শহীদুজ্জামান
কটিয়াদীতে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত