স্বপ্নের মতো লাগছে সিরাজের
১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১২ পিএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৫ এএম
এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে অবিশ্বাস্য বোলিং করেছেন মোহাম্মদ সিরাজ। এক ওভারে চারটিসহ একে একে তুলে নেন ছয় উইকেট। তার বোলিং তোপে স্রেফ ৫০ রানে গুটিয়ে যায় লঙ্কানরা। ১০ উইকেটের জয়ে শিরোপা উৎসবে মাতে ভারত।
নিজের এমন পারফরম্যান্স অবিশ্বাস্য ঠেকেছে সিরাজের কাছেও। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে রোববার ম্যাচ শেষে নিজের অনুভূতি জানান এই ডানহাতি পেসার। বলেন, “এই ইনিংসটা আমার কাছে স্বপ্নের মতো লাগছে।”
শ্রীলঙ্কার ইনিংসের চতুর্থ ও নিজের দ্বিতীয় ওভারেই ৪ উইকেট তুলে নেন সিরাজ। ওভারের প্রথম বলে পয়েন্ট থেকে পাতুন নিশাঙ্কার দুর্দান্ত ক্যাচ নেন রবীন্দ্র জাদেজা। দ্বিতীয় বল ডট। তৃতীয় বলে এলবিডব্লিউয়ের শিকার নতুন উইকেটে আসা সাদিরা সামারাবিক্রমা। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি মারকুটে এই ব্যাটার। পরের বলেই কাভারে চারিত আসালাঙ্কার সহজ ক্যাচ নেন ইশান কিষান। হ্যাটট্রিক বলটি মিড-অন দিয়ে বাউন্ডারি মারেন ধনাঞ্জয়া ডি সিলভা। ওভারের শেষ বলে কট বিহাইন্ড হয়ে যান তিনিও।
নিজের পরের ওভারে বোল্ড করে দেন লঙ্কান অধিনায়ক দাসুন শনাকাকে। তাতেই হয়ে যায় স্রেফ ১৬ বলের ব্যবধানে ৫ উইকেট শিকার। পরে তুলে কুসল মেন্ডিসকেও বোল্ড করে ষষ্ঠ শিকার ধরেন সিরাজ। তার বোলিং ফিগার দাঁড়ায় ৭-১-২১-৬। এশিয়া কাপে তার চেয়ে ভালো বোলিং করেছেন কেবল শ্রীলঙ্কার অজান্তা মেন্ডিস, ১৩ রানে নিয়েছিলেন ৬ উইকেট।
ম্যাচ শেষে নিজের অনুভূতি জানাতে গিয়ে ডানহাতি এই পেসার বলেন, “এই ইনিংসটা আমার কাছে স্বপ্নের মতো লাগছে। গতবার ত্রিবান্দ্রমে শ্রীলঙ্কার বিরুদ্ধে অনেকটা এইরকমই করেছিলাম। সেবার আমি শুরুতেই চার উইকেট পাই। কিন্তু সেটাকে পাঁচ উইকেটে পরিণত করতে পারেনি। হয়তো ভাগ্যে এই ম্যাচটা লেখা ছিল। আজকে অতিরিক্ত বিশেষ কিছু করিনি। ক্রিকেটে আমি সবসময় বোলিং করার কথা ভাবি । তবে আগের ম্যাচগুলিতে খুব একটা সুইং পাইনি। আজ বলে সুইং হচ্ছিল। আউট সুইং করে বেশি উইকেট পেয়েছি।”
একদিনের ক্রিকেটে ওভারে ৪ উইকেটের কীর্তি আছে আরও তিনটি। এর আগে সবশেষ দেখা গিয়েছিল ২০১৯ সালে। সে বছর দ্বিপক্ষীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ওভারে ৪ উইকেট নিয়েছিলেন ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদ।
২০০৩ সালের বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ৪ উইকেট নিয়েছিলেন শ্রীলঙ্কান পেসার চামিন্দা ভাস। ঐ বছরেই লাহোরে নিউ জিল্যান্ডকে ১২৪ রানের হারানোর ম্যাচে এক ওভারেই ৪ উইকেট নিয়েছিলেন পাকিস্তানের পেসার মোহাম্মদ সামি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
লিসান্দ্রো মার্তিনেজকে বিশ্বকাপ বাছাইয়ে পাচ্ছেনা আর্জেন্টিনা
খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক এপিএস অপু
পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে ব্যাপক তল্লাশি
আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ কমে ১৮.৪৬ বিলিয়ন ডলার
অফিস-আদালতসহ সর্বত্রই দুঃশাসনের চিহ্ন রাখা উচিত নয় : রিজভী
পার্লামেন্টে ক্ষমা
ক্ষেপণাস্ত্র হামলা
ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তায় নতুন প্রহরী: রোবট কুকুর!
লুকিয়ে প্রেমিকের সঙ্গে দেখা করায় মিস ইউনিভার্স প্রতিযোগিতা থেকে বহিস্কার
মাকে হত্যা করে লাশ ডিপ ফ্রিজে রাখা ছেলে গ্রেফতার
সীমান্তে ৪ বাংলাদেশী নারী আটক
গুলি বর্ষণকারী ৭৪৭ পুলিশ শনাক্ত গ্রেফতারের উদ্যোগ নেই
সিলেটে মতবিনিময় সভা করলো নেজামে ইসলাম পার্টির
স্বামী স্ত্রীকে শর্ত লাগিয়ে তালাক দেওয়ার পর শর্ত উঠিয়ে নেওয়া প্রসঙ্গে।
আন্তঃনগর ট্রেনের সময় পরিবর্তন করুন
জনপ্রশাসনে মেধাশূন্যতা : কারণ ও প্রতিকার
ভারতীয় হেজিমনি ও আওয়ামী লীগের আত্মঘাতী রাজনীতি
বিতর্ক পরিহার করতে হবে
ইসরাইলি বাহিনী হিজবুল্লাহর সঙ্গে অস্ত্রবিরতিতে যাবে না
নির্বাচনে হারার পর প্রথমবার জনসমক্ষে বাইডেন ও কমলা