স্মরণীয় প্রত্যাবর্তনে প্রোটিয়াদের সিরিজ জয়
১৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৬ পিএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৫ এএম
সিরিজ শুরুর ও শেষের অস্ট্রেলিয়া দলের পারফরম্যান্সে যেন আকাশ পাতালের ফারাক।একই খেলোয়াড়েরা পুরো সিরিজ খেলার পড়েও যেন মনে হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম অংশ এবং শেষ অংশে খেলেছে ভিন্ন দুই দল।প্রথম দুই ওয়ানডেতে অনায়াস জয় পাওয়া অস্ট্রেলিয়া শেষ তিন ম্যাচে কোন প্রতিদ্বন্দ্বিতায় করতে পারেনি। তৃতীয় ওয়ানডে বড় ব্যবধানে জিতে সিরিজে টিকে থাকার পর ক্লাসেনের দানবীয় ইনিংস আর কিলার মিলারের চতুর্থ ওয়ানডেতে অজিদের উড়িয়ে দেয় স্বাগতিকেরা শেষ ম্যাচ পরিণত হয় অলিখিত ফাইনালে।আর তাতেও টেম্বা বাভুমার দল জয় পেয়েছে সহজেই।
অস্ট্রেলিয়াকে ১২২ রানের বড় ব্যবধানে হারিয়ে পাঁচ ম্যাচ সিরিজের ট্রফি ৩-২ ব্যবধানে স্মরণীয় এক সিরিজ জিতেছে প্রোটিয়ারা।
টানা তৃতীয় ম্যাচে আগে ব্যাট করা আফ্রিকা ব্যাটসম্যানদের দৃঢ়তায় টানা তৃতীয়বারের মতো তিনশোর বেশি লক্ষ্য দাঁড় করায়।এদিন অবশ্য আফ্রিকার ইনিংস বড় হওয়ার মূল অবদানটা মিডল-লোয়ার অর্ডারের ব্যাটসম্যানদের। দলীয় ১০৩ রানের ভেতর চার উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা।
সেখান থেকে দলকে টেনে তোলেন এইডেন মার্করাম। পঞ্চম উইকেটে ডেভিড মিলারকে নিয়ে ১০৯ রানের জুটি গড়েন তিনি। মারকুটে ব্যাটিংয়ে সেঞ্চুরির দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলেন মার্করাম। কিন্তু হয়নি।
দলের প্রয়োজনের দারুণ ইনিংস খেলা এই ডানহাতি ব্যাটসম্যান অল্পের জন্য সেঞ্চুরি ম্যাচ করেন। ৮৭ বলে ৯ চার আর ৩ ছক্কায় ৯৩ রান করে আউট হল মার্করাম।গত ম্যাচের মত আজও হেসেছে ডেভিড মিল্লারের ব্যাট। ৬৫ বলে ৬৩ করেন এই মারকুটে ব্যাটসম্যান। এরলপর লোয়ার অর্ডারের মার্কো জানসেন আর আন্দেলো ফেহলুখায়ো ঝড় তুলে দলকে তিনশো পার করে দেন।জানসেন মাত্র ২৩ বলে ৪ বাউন্ডারি আর ৩ ছক্কায় করেন ৪৭ রান। ১৯ বলে ফেহলুখায়োর হার না মানা ৩৯ রানের ইনিংসে ছিল ২টি চারের সঙ্গে ৪টি ছক্কার মার।
আগের দুই ম্যাচের তুলনায় লক্ষ্যটা কিছুটা হলেও সহজ ছিল অজিদের জন্য।সিরিজ জেতার জন্য চায় ৩১৬।রান তারাই শুরুতে ওয়ার্নার ও ইংলিসকে হারিয়ে চাপে পড়ে অজিরা।তবে তৃতীয় উইকেট জুটিতে মিচেল মার্শ লাবুসানে জুটি বেধে দলকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন। দলীয় রান ৩৪ থেকে ১২৪ এ নিয়ে আসেন এই দুইজনে মিলে।তবে দারুণ খেলতে থাকা মিচেল মার্শ(৭১)করে ফিরতে তাসের ঘরের মতো ভেঙে যায় অস্ট্রেলিয়ার লড়াই।আর কোন অজি ব্যাটসম্যান উল্লেখযোগ্য কিছু করতে পারেননি। ব্যাট হাতে উল্লেখযোগ্য অবদান রাখার পর বল হাতেও জলে উ উঠলেন প্রোটিয়া পেসার জানসেন।৩৯ রান খরচায় তিনি শিকার করেন পাঁচ উইকেট। ৪ উইকেট পান স্পিনার কেশভ মহারাজ।আর তাতে ১৯৩তে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
এমবাপ্পের জোড়া গোলে জিতে শীর্ষে রিয়াল
ব্রাইটনের বিপক্ষেও বিপর্যস্ত ইউনাইটেড
‘ন্যায়বিচারকে হত্যা’ করা হয়েছে: পিটিআই
নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের
রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে অনেক আফ্রিকান সেনা
পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি
বাংলাদেশি কর্মী নিতে প্রস্তুত রাশিয়া: রাষ্ট্রদূত
রাজনৈতিক দলগুলো বেশি কিছু সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন: প্রেস সচিব
এবার ওলমোর ইনজুরি দুঃসংবাদ বার্সার
কুড়িগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইমন ও আলামিন
এসএমই ফাউন্ডেশনের নতুন চেয়ারপার্সন মো. মুশফিকুর রহমান
বিয়ের ওপর কর বাতিলের দাবি
শহীদ জিয়ার নাম মুছে ফেলার অপচেষ্টায় ব্যর্থ হয়েছে আ.লীগ : মির্জা ফখরুল
নামাজের প্রথম কাতারে জামাত পড়াবস্থায় অজু ভেঙ্গে যাওয়া প্রসঙ্গে।
কয়েক মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে ভারত: শুভেন্দু অধিকারী
নরসিংদীতে নিখোঁজের ৫ দিন পর নদীতে পাওয়া গেল স্কুল ছাত্রের লাশ
বিএনপি : দেশবাদ যার রাজনীতির মূল কথা
পাহাড়ি উপজাতিরা আদিবাসী নয়
সংস্কার প্রতিবেদন : জাতির নতুন অধ্যায়ে অভিযাত্রা
অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিনিয়োগে জোর দিতে হবে