পাকিস্তানের ড্রেসিংরুমের খবর বাইরে আসায় ক্ষুব্ধ সানা মির
১৮ সেপ্টেম্বর ২০২৩, ১১:১০ এএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১১:১০ এএম
ড্রেসিংরুমে বাবর আজম আর শাহিন শাহ আফ্রিদির মধ্যে কথা কাটাকাটি নিয়ে বিভিন্ন মিডিয়ায় একাধিক খবর সামনে আসছে। দুই তারকার লড়াইয়ের খবর প্রকাশিত হওয়ার পর এবার মুখ খুললেন পাকিস্তান নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সানা মীর। ড্রেসিংরুমের খবর বাইরে আসাটা দলের কেউ চোট পেয়ে ছিটকে যাওয়ার থেকেও মারাত্মক ক্ষতির বলেছেন সাবেক এই তারকা ক্রিকেটার।
বিষয়টি নিয়ে টুইট করেছেন সানা। তিনি লেখেছেন, “বিশ্বকাপের আগে এটা একটা হৃদয় বিদারক খবর। বর্তমানে বাবর আজম ড্রেসিংরুমে যা বলেছেন সেই কথোপকথন ভক্তরা শেয়ার করছেন, এটা খুবই হাতাশার। দলের কেউই এটিকে ড্রেসিংরুম থেকে বের করেছে এবং সেটি শেয়ার করেছে। এর ফলে দলে চাপ বেড়েছে। এটা দলের নীতি পরিপন্থী। বর্তমানে যা ঘটেছে সেটা দলের জন্য বিশাল ক্ষতি। দলে কোনও ইনজুরি হলে যে ক্ষতি হয় এটা তার থেকেও মারাত্মক।”
পাকিস্তানের একটি সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছিল, এশিয়া কাপ থেকে বিদায় নেওয়ার পর ড্রেসিংরুমে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ও তারকা পেসার শাহিন শাহ আফ্রিদির মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। বাবর যে কথা বলেছেন, তা ভালোভাবে নেননি শাহিন। আর শাহিনের কথাও ভালোভাবে নেননি বাবর। যদিও বিষয়টি নিয়ে পাকিস্তান টিম ম্যানেজমেন্টের তরফে কোনও মন্তব্য করা হয়নি।
বোলনিউজের প্রতিবেদন অনুযায়ী সাজঘরেই দলের সিনিয়র খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে বিরক্তি প্রকাশ করেন বাবর। পাকিস্তানের অধিনায়ক বলেন, ‘তোমরা দায়িত্ব নিয়ে খেলছ না।’ বড় মঞ্চে সিনিয়র ক্রিকেটারদের দায়িত্ব নিয়ে খেলার জন্য আর্জি জানান বলে ওই রিপোর্টে দাবি করা হয়েছে।
বাবরের কথার মধ্যেই নাকি পালটা মুখ খোলেন এশিয়া কাপে পাঁচ ম্যাচে ১০ উইকেট নেওয়া শাহিন। পাকিস্তানের তারকা পেসার বলেন, যাঁরা ভালো ব্যাট করেছেন বা বল করেছেন, তাঁদের তো প্রশংসা করা উচিত। সেই প্রসঙ্গে নির্দিষ্ট কারও নাম করেননি বলে ওই রিপোর্টে দাবি করা হয়েছে। জানা যায় এরপরেই নাকি রেগে যান বাবর আজম। শোনা যায় এরপরে দুজনকে থামাতে এগিয়ে আসেন মোহাম্মদ রিজওয়ান।
এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কার কাছে পাকিস্তান হেরে যাওয়ার পর এক সাক্ষাৎকারে পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক মঈন খান এই বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, “পাকিস্তান দলের যদি কোনও সমস্যা থাকে তা বিশ্বকাপের আগে ঠিক করে নেওয়া দরকার। সমস্যা মিটে গেলে দল আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে। ড্রেসিংরুমের কোন বিবাদ মিডিয়ায় চলে আসছে। এটি দলের জন্য মোটেই ভালো খবর নয়। ক্রিকেটারদের যদি বাবরের সঙ্গে সমস্যা থাকে, বাবর যদি প্রধান কোচ বা টিম ডিরেক্টরের অনুপস্থিতিতে কোনও সমস্যা ঠিকভাবে সমাধান না করতে পারে তাহলে সেটা খুব দুর্ভাগ্যজনক। কারণ এই ধরনের বিষয়গুলোতে হস্তক্ষেপ করা অধিনায়কেরই কাজ।”
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ফুলপুরে তারুণ্যের উৎসব উদযাপনে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
গাজায় ইসরায়েলের অভিযান ‘অত্যন্ত সফল’ : বিদায় অনুষ্ঠানে বাইডেন
শিবিরের কেন্দ্রীয় কমিটিতে পদ পেলেন যারা
চীনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় জেডি ভ্যান্সের বৈঠক
চকরিয়ায় সেনা কর্মকর্তা লেঃ তানজিম হত্যায় ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র
তনির বিয়ে নিয়ে যা বললেন নেটিজেনরা
ট্রাম্পের প্রতিশ্রুতিতে টিকটক সেবা আবার চালু
বিশেষ ক্ষমতা আইন ও শহীদ সবুজ হত্যা মামলায় নকলায় দুই সাংবাদিক ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া জরুরি: আমান
আজ শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প
বিলুপ্তির পথে দেশের সিনেমা হল
যেভাবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প
গাজায় স্বাস্থ্যব্যবস্থা পুনরুদ্ধার করা জটিল এবং চ্যালেঞ্জিং ,সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার
পঞ্চগড় হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগী
মেডিকেলের ফল পুনঃপ্রকাশের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
প্রথম দিনেই একগুচ্ছ নির্বাহী আদেশের প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প
ড. ইউনূস সরকারের সমালোচনা করা রিপোর্ট প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
প্যারিসে জুলাই জার্নাল অব ডিক্টেটরশিপ প্রদর্শনী, যা সবার আয়োজন করা উচিত
বিরতির প্রথম দিন : গাজায় ঢুকলো সাড়ে ৫ শতাধিক ত্রাণবাহী ট্রাক
ব্রাহ্মণপাড়ায় অগ্নিদগ্ধে গৃহবধূর মৃত্যু