আরও এক সঙ্গী হারালেন শান্ত
২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩২ পিএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩২ পিএম
বোল্টের বলে কট বিহাইন্ড হয়ে গেলেন মেহেদী হাসান। ষষ্ঠ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ।
১৪ বলে ১৩ রান করেছেন মেহেদি। একাই লড়ছেন শান্ত। ৭৬ বলে ৭১ রানে ব্যাট করছেন অধিনায়ক।
২৮ ওভারে ১৫৬/৬
দলকে বিপদে ফেলে গেলেন মাহমুদউল্লাহ
বোলিংয়ে ফিরেই উইকেট তুলে নিলেন অ্যাডাম মিলনে। তার তৃতীয় শিকার হয়ে কট বিহাইন্ড হয়ে ফিরলেন মাহমুদউল্লাহ। আরও চাপে পড়ে গেল বাংলাদেশ।
২৪.১ ওভারে ১৩৭/৫। শান্তু ৬৮ বলে ৬৫ রানে ব্যাট করছেন।
২৭ বলে ২১ করলেন মাহমুদউল্লাহ।
চাপের মুখে একাই লড়ছেন অধিনায়ক শান্ত
শুরুর ধাক্কা কাটিয়ে উঠতেই ফিরলেন মুশফিকও। আরেক অভিজ্ঞ মাহমুদউল্লাহকে নিয়ে দরকে এগিয়ে নিচ্ছেন অধিনায়কত্বের অভিষেক হওয়া নাজমুল হোসেন শান্ত। ফিফটি পূর্ণ করে ব্যাট করছেন এই টপ অর্ডার।
৫৫ বলে ক্যারিয়ারের পঞ্চম ফিফটি করলেন শান্ত। মাহমুদউল্লাহ ব্যাটে আছেন ৯ রানে। বাংলাদেশ ২০.৩ ওভারে ১১০/৪।
দুর্ভাগ্যের শিকার মুশফিক
ছয় ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়া দলকে টেনে নিচ্ছিলেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। চতুর্থ উইকেটে দুজন ৫৯ বলে ৫৩ রান যোগও করেছিলেন। ঠিক তখনই নিউ জিল্যান্ড অধিনায়ক ফর্গুসনে আঘাত।
ফর্গুসনে বল ডিফেন্স করেছিলেন মুশফিক। বল গড়িয়ে স্টাম্প ভেঙে দেয়। চেষ্টা করেও বল আটকাতে পারেননি মুশফিক। আউট হলেন ২৫ বলে ২ ছক্কায় ১৮ রান করে।
১৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৮৮/৩। মুশফিক ১৮ ও শান্ত ৩৯ রানে ব্যাট করছেন।
৬ ওভারেই নেই ৩ উইকেট
টপ অর্ডারদের ব্যর্থতার ধারা বজায় রেখেছে বাংলাদেশ। দুই ওপেনারের পর এবার সাজঘরে ফিরলেন তাওহিত হৃদয়।
অ্যাডাম মিলনের দ্বিতীয় শিকার হৃদয়। আউট হলেন পয়েন্টে ক্যাচ দিয়ে। ৩৫ রানে তৃতীয় উইকেট হারাল বাংলাদেশ। নতুন ব্যাটার মুশফিকুর রহিম।
জাকিরের বিবর্ণ অভিষেক, ফিরলেন তানজিদও
অভিষেক ম্যাচে মাত্র ৫ বল টিকলেন জাকির হাসান। আরেক তরুণ ওপেনার তানজিদ হাসানও টিকলেন ৫ বল। ৮ রানেই ২ উইকেট হারিয়ে শুরুতেই চাপে বাংলাদেশ।
দ্বিতীয় ওভারেই অ্যাডাম মিলনের বলে ইনসাইড এজ হয়ে বোল্ড হয়ে যান জাকির। পরের ওভারের প্রথম বলেই স্লিপে ক্যাচ দের তানজিদ। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশে বোল্টের প্রথম উইকেট এটি।
সবশেষ: বাংলাদেশ ৪.৩ ওভারে ২৭/২। ব্যাটে আছেন হৃদয় ও নাজমুল।
টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, জাকিরের অভিষেক
২০০৮ সালের পর নিউ জিল্যান্ডের কাছে প্রথমবারের মতো সিরিজ হার এড়ানোর লক্ষ্যে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেটে স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ।
প্রথম দুই ম্যাচে বিশ্রামে থাকা মুশফিকুর রহিম, শরীফুল ইসলাম দলে ফিরেছেন। নাজমুল হোসেনের নেতুত্বের অভিষেকের সাথে অভিষেক হচ্ছে বাঁহাতি উইকেটকিপার-ব্যাটসম্যান জাকির হাসানেরও।
টসে জিতে ব্যাটিং নিয়ে নাজমুল বলেছেন, উইকেট শুষ্ক বলে আগে স্কোরে রান জমা করতে চান তাঁরা।
প্রথম ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে, দ্বিতীয় ম্যাচে হেরেছে বাংলাদেশ। ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেই তাই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে নামছে স্বাগতিকেরা। আগের দুই ম্যাচে অধিনায়কত্ব করা লিটন দাস বিশ্রামে আছেন। এই ম্যাচে নেই তামিম ইকবাল, সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমানও।
সফরকারীদের দলে দুটি পরিবর্তন। চ্যাড বস ও কাইল জেমিসনের জায়গায় খেলছেন ডিন ফক্সক্রফট ও অ্যাডাম মিলনে।
সবশেষ ২০০৮ সালে বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিলো কিউইরা। এরপর ২০১০ সালে পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে এবং ২০১৩ সালে তিন ম্যাচের সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয় ব্ল্যাক ক্যাপ বাহিনী।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), তানজিদ হাসান, জাকির হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান, নাসুম আহমেদ, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।
নিউ জিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, উইল ইয়াং, ডিন ফক্সক্রফট, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, রাচিন রবীন্দ্র, কোল ম্যাকনকি, ইশ সোধি, অ্যাডাম মিলনে, লকি ফার্গুসন (অধিনায়ক) ও ট্রেন্ট বোল্ট।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
শম্ভুর ধরা পড়ায় এলাকায় আনন্দের বন্যা
রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
লিসান্দ্রো মার্তিনেজকে বিশ্বকাপ বাছাইয়ে পাচ্ছেনা আর্জেন্টিনা
খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক এপিএস অপু
পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে ব্যাপক তল্লাশি
আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ কমে ১৮.৪৬ বিলিয়ন ডলার
অফিস-আদালতসহ সর্বত্রই দুঃশাসনের চিহ্ন রাখা উচিত নয় : রিজভী
পার্লামেন্টে ক্ষমা
ক্ষেপণাস্ত্র হামলা
ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তায় নতুন প্রহরী: রোবট কুকুর!
লুকিয়ে প্রেমিকের সঙ্গে দেখা করায় মিস ইউনিভার্স প্রতিযোগিতা থেকে বহিস্কার
মাকে হত্যা করে লাশ ডিপ ফ্রিজে রাখা ছেলে গ্রেফতার
সীমান্তে ৪ বাংলাদেশী নারী আটক
গুলি বর্ষণকারী ৭৪৭ পুলিশ শনাক্ত গ্রেফতারের উদ্যোগ নেই
সিলেটে মতবিনিময় সভা করলো নেজামে ইসলাম পার্টির
স্বামী স্ত্রীকে শর্ত লাগিয়ে তালাক দেওয়ার পর শর্ত উঠিয়ে নেওয়া প্রসঙ্গে।
আন্তঃনগর ট্রেনের সময় পরিবর্তন করুন
জনপ্রশাসনে মেধাশূন্যতা : কারণ ও প্রতিকার
ভারতীয় হেজিমনি ও আওয়ামী লীগের আত্মঘাতী রাজনীতি
বিতর্ক পরিহার করতে হবে