ব্যাটিংয়ে প্রাপ্তি তানজিদ আর মিরাজের ইনিংস
০৩ অক্টোবর ২০২৩, ১২:০৫ এএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৩, ১২:০৫ এএম
বিশ্বকাপের আসল অভিযান শুরুর আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে অনুশীলনটা আশানুরূপ হয়েছিল বাংলাদেশের। দ্বিতীয় ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে তা হয়নি। বোলিংটা মুটামুটি হলেও ব্যাটিংয়ে প্রাপ্তি কেবল তানজিদ হাসান ও মেহেদি হাসান মিরাজের ইনিংস।
গোহাটিতে বৃষ্টির বাধায় ম্যাচ নেমে আসে ৩৭ ওভারে। তাতে বাংলাদেশ করে ৯ উইকেটে ১৮৮ রান। বৃষ্টি আইনে লক্ষ্য ঠিক হয় ১৯৭। ৭৭ বল হাতে রেখে ৪ উইকেটে জিতে যায় বিশ্ব চ্যাম্পিয়নরা।
টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অনুশীলনে চোট পাওয়ায় এই ম্যাচেও খেলেননি নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তবে তিনি আফগানিস্তানের বিপক্ষে শুরুর ম্যাচে খেলার জন্য পুরোপরি প্রস্তুত বলে টসের সময় জানান শান্ত।
প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট করেছিলেন ৫জন। এই ম্যাচে নামা লেগেছে ১১ জনকেই। এর মধ্যে ইংলিশ বোলারদের চ্যালেঞ্জ জানাতে পারেন কেবল তানজিদ ও মিরাজ। আর বোলারদের মধ্যে প্রত্যেকেই ছিলেন খরুচে। তানজিম হাসান বাদে বাকি চার পেসার পেয়েছেন উইকেটের দেখা। তবে চার ওভারের বেশি বল করেননি কেউই।
আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত শুরু করলেও এবার খুব বেশিদূর এগোয়নি ওপেনিং জুটি। রিস টপলির বলে উইকেটের পেছনে ক্যাচ দেন লিটন দাস। ৬ বলে ৫ রান করে ফেরেন তিনি। টপলির শিকার হয়ে থিতু হতে পারেননি শান্তও (২)। তবে আগের ম্যাচের মতোই দারুণ ছন্দে ছিলেন তানজিদ হাসান তামিম। যদিও ফিফটির খুব কাছ থেকেই ফিরতে হয় তাকে। মার্ক উডের বলে বোল্ড হওয়ার আগে ৪৪ বলে ৭ চার ও ১ ছক্কায় ৪৫ রান করেন বাঁহাতি এই ওপেনার।
এরপর উইকেটের একপ্রান্ত আগলে রাখতে শুরু করেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু অপরপ্রান্তে উইকেট বিলিয়ে দিয়ে আসেন মুশফিকুর রহিম (৮) ও মাহমুদউল্লাহ রিয়াদ (১৮)। দুজনেই আটকা পড়েন আদিল রশিদের স্পিন জালে।
ইংল্যান্ডের প্রথম প্রস্তুতি ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। এদিন তাই তাদের ৯জন বোলার হাত ঘুরিয়ে নেন। ৩ উইকেট নেন টপলি। দুটি করে নেন ডেভিড উইলি ও আদিল রশিদ।
৩০ ওভারের পর নামা বৃষ্টিতে খেলা বন্ধ থাকে প্রায় ৩ ঘণ্টা। মাঝে একবার খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টিতে আবার পেছায় সেটি। প্রথমে ৪০ ওভারের পর ৩৭ ওভারে নেমে আসে ম্যাচ। বিরতির পর প্রথমে আউট হন তাওহিদ হৃদয়, স্যাম কারেনের গতি কমিয়ে আনা বলে ক্যাচ তুলে। ৩৪তম ওভারে পরপর ২ বলে মিরাজ ও নাসুম আহমেদ আউট হন। পরের ওভারের প্রথম বলে টপলির তৃতীয় শিকার হন মেহেদী। বৃষ্টি-বিরতির পর ৭ ওভারে বাংলাদেশ ৪ উইকেট হারিয়ে তোলে ৩৫ রান।
বল হাতে প্রথম ওভারেই ডেভিড মালানকে স্লিপে ক্যাচ বানান মুস্তাফিজুর রহমান। ৩.৩ ওভারে ফিফটি পূর্ণ করে ইংল্যান্ড। ২১ বলে ৩৪ রান করে মুস্তাফিজের বলে বোল্ড হয়ে ফেরেন আরেক ওপেনার জনি বেয়ারস্টো।
শুরুতে নিয়েমিত উইকেট হারালেও রানের গতিতে ভাটা পড়েনি ইংল্যান্ডের। ১১৪ রানে পঞ্চম উইকেট হারিয়ে কিছুটা চাপেও ফেলা গিয়েছিল জস বাটলারের দলকে। তবে সেই চাপ তারা কাটিয়ে ওঠেন মইন আলির ব্যাটে। ৩৯ বলে ৬ ছক্কা ও ২ চারে ৫৬ রান করে তিনি আউট হন জয় থেকে ৪ রান দূরে থাকতে। ১৫ বলে ৩০ রান করেন বাটলার। ৪০ বলে ১ চারে ২৬ রানে অপরাজিত থাকেন জো রুট।
দিনের অন্য ম্যাচে নিউ জিল্যান্ডের দেওয়া ৩২২ রানের লক্ষ্যে দক্ষিণ আফ্রিকার রান যখন ৩৭ ওভারে ৪ উইকেটে ২১১ তখন বৃষ্টি হানা দেয়। পরে আর খেলা শুরু করা যায়নি। বৃষ্টি আইনে ৭ রানে জিতে যায় নিউ জিল্যান্ড।
আগামি শনিবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সীমান্তে অপরাধ শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে: কর্ণেল সাইফুল ইসলাম
থানা থেকে পালালেন গ্রেফতার হওয়া সাবেক ওসি
সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় ৫শ’ হজ কোটা বহাল রাখার দাবি
রাজশাহীতে মদপানে ৪ জনের মৃত্যু, চিকিৎসাধীন চার
নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় ২ জন আটক
লেবাননের নতুন প্রেসিডেন্ট কে এই জোসেফ আউন?
ময়মনসিংহে বাইক রাইডার হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পিবিআই
ঢাকায় যানজট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা
ঘুষের টাকা না পেয়ে মারপিটে আহত ৩ জনের অভিযোগে এসআই নুর ইসলামের বিরুদ্ধে তদন্ত শুরু
নতুন কর্মসূচি চাকরিচ্যুত বিডিআর সদস্যদের
যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল: ক্ষয়ক্ষতি শত বিলিয়ন ছাড়ানোর আশংকা
নামের কারণে ১৬ বছর বঞ্চিত সৈয়দপুরের শহীদ জিয়া শিশু নিকেতন
মাদক, জুয়া, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে প্রতিরোধ গড়ে তুলতে হবে
কুষ্টিয়ায় কৃষি যন্ত্র বিতরণে দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক
হজযাত্রীর সর্বনিম্ন কোটা নির্ধারণে ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা নেই
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার
আশুলিয়ায় চাঁদার দাবিতে প্রকাশ্যে দিবালোকে দোকানীকে গুলি
চাঁদপুরে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা জসিম গ্রেপ্তার
গাজীপুরে বিএনপি নেতার উপর হামলা
ভোলায় শীতার্তদের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ