ঘুপচি একটা ঘরে ঘুমোতাম ১০-১১ জন: রোহিত
০৫ অক্টোবর ২০২৩, ১২:০৫ এএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৩, ১২:০৫ এএম
মুম্বই ইন্ডিয়ান্স ও ভারতের অধিনায়ক হিসেবে রোহিত শর্মার ব্র্যান্ড ভ্যালু বর্তমানে আকাশছোঁয়া। তাঁর উপার্জন ও সম্পত্তির পরিমাণও স্বাভাবিকভাবেই নিতান্ত কম নয়। কিন্তু একসময় তার পরিবারের দিন এমনটা ছিল না। ছোটবেলায় তাকে যেতে হয়েছে কঠিন সব বাস্তবতার মধ্য দিয়ে। সেইসব দিনগুলো ভোলেননি ‘হিটম্যান’ খ্যাত মারকুটে এই তারকা ব্যাটার। কোন আর্থ-সামাজিক পরিস্থিতি থেকে উঠে এসেছেন তা মনে আছে ভারত অধিনায়কের।
বিশ্বকাপের আগে ইন্ডিয়ান এক্সপ্রেসকে খোলামেলাভাবে নিজের অতীত তুলে ধরেন রোহিত। তিনি জানান, একদা ছোট্ট একটা ঘুপচি ঘরের মধ্যে কীভাবে ১০-১১ জন ঠাসাঠাসি করে ঘুমোতেন।
রোহিতের পরিবার আর্থিকভাবে স্বচ্ছল ছিল না। ছোটবেলাই থাকতেন দাদা-দাদির সঙ্গে। সেখানে থাকতেন তাঁর কাকা-কাকিও। উপার্জন কম হওয়ায় দাদার নির্দেশেই রোহিতকে বোরিভালিতে রেখে গিয়েছিলেন তাঁর বাবা। ছোট ভাইকে নিয়ে রোহিতের বাবা-মা থাকতেন দম্বিভালিতে। তখন রোহিতের বয়স নিতান্তই কম।
পুরনো দিনের কথা তুলে ধরে রোহিত বলেন, ‘এইটুকু একটা ঘর, যেখানে আমাদের ১০-১১ জনকে ঘুমোতে হতো। দাদু বিছানায় ঘুমোতেন। আমি, কাকা-কাকিমারা, ঠাকুমা, সবাই মেঝেতে শুতাম।’
রোহিত জানান যে, তিনি নিজে এখন পিতা হয়েছেন। তাই এখন উপলব্ধি করতে পারেন তাঁকে দাদা-দাদির কাছে রেখে যাওয়া তাঁর বাবা-মায়ের পক্ষে কতটা কঠিন ছিল। নিতান্ত বাধ্য হয়ে এমন সিদ্ধান্ত নিতে হওয়ায় কত কষ্ঠ সহ্য করতে হয়েছে তাঁর পিতা-মাতাকে, সেটা এখন বুঝতে পারেন হিটম্যান। রোহিত এটাও জানান যে, তাঁর দাদুই পরিবারের কর্তা ছিলেন। তাঁর কথা মতোই পরিবারের সবাই কাজ করতেন। তাঁর দাদুর মনে হয়েছিল যে, দু'টি বাচ্ছাকে নিয়ে সংসার চালানো কঠিন হবে রোহিতের পিতার।
রোহিত নিজের ছোটবেলার একটি মজাদার অভ্যাসের কথাও অকপটে জানিয়েছেন। হিটম্যান বলেন, ‘আমার একটা অভ্যাস ছিল। কারও গায়ে অথবা কোনও কিছুর সঙ্গে আমার পা ঠেকে না থাকলে ঘুম হতো না। তাই আমি দেওয়ালের দিকে শুতাম, যাতে দেওয়ালের সঙ্গে আমার পা ঠেকে থাকে।’
এর আগে টি-২০ বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিলেও এই প্রথম ওয়ানডে বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন রোহিত। ২০১১ সালে বিশ্বকাপ খেলার সুযোগ হাতছাড়া হয় রোহিতের। সুতরাং, ঘরের মাঠে এটাই তাঁর প্রথম ওয়ান ডে বিশ্বকাপ। স্বাভাবিকভাবেই তিনি শিরোপা জয়ের স্বাদ পেতে মরিয়া। অবশ্য টি-২০ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন তিনি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ম্যাচের আগে হঠাৎ বরখাস্ত এভারটন কোচ
চীনের অবিশ্বাস্য সামরিক উত্থানে টনক নড়েছে ভারতের
পারমাণবিক বোমা সজ্জিত নতুন যুদ্ধজাহাজে আতঙ্ক ছড়াচ্ছেন কিম
ধর্ষণের প্রতিশোধে বাবাকে হত্যা, গ্রেফতার ২ কিশোরী
আমাকে ধর্ষণ করার ভিডিও দেখে স্বামী
হজযাত্রীর সর্বনিম্ন কোটা নির্ধারণে ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা নেই
ফিলিপাইনে ৪০০ বিদেশি অনলাইন প্রতারক গ্রেফতার
ইসরাইলি ৪শ’ সেনা নিহত গাজায় স্থল অভিযানে
কুষ্টিয়ায় কৃষি যন্ত্র বিতরণে দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক
জীববৈচিত্র্য সুরক্ষা করতে হবে
শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ ড্র করল বাংলাদেশ
ভোলায় শীতার্তদের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ
গাজীপুরে বিএনপি নেতার উপর হামলা
চাঁদপুরে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা জসিম গ্রেপ্তার
বিভিন্ন বিভাগ ছোট হচ্ছে পাকিস্তানে
আশুলিয়ায় চাঁদার দাবিতে প্রকাশ্যে দিবালোকে দোকানীকে গুলি
গ্রিনল্যান্ড দখলের হুমকি নিয়ে ট্রাম্পকে সতর্ক করল জার্মানি-ফ্রান্স
৪ ভূখ-কে অন্তর্ভুক্ত করে ইসরাইলি মানচিত্র প্রকাশ
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার
চলতি বছর বিশ্ববাজারে নিত্যপণ্যের দাম কমার পূর্বাভাস