হ্যাংজুতে ভারতের কাছে লজ্জার হারে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
০৭ অক্টোবর ২০২৩, ১২:০২ এএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৩, ১২:০২ এএম
হ্যাংজু এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটের শেষ চারের প্রথম ম্যাচে ভারতের কাছে লজ্জার হারে ফাইনালে খেলার স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের। শুক্রবার সকালে হ্যাংজুর ঝেইঝ্যাং ইউনিভার্সিটি অব টেকনোলজি স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় ভারত। একই দিন দ্বিতীয় সেমিফাইনালে আফগানিস্তান ৪ উইকেটে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠে। শিরোপা নির্ধারণী ম্যাচে আজ ভারত মুখোমুখি হবে আফগানদের। একই দিন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ খেলবে পাকিস্তানের বিপক্ষে।
শুক্রবার মেঘলা দিনে টস জিতে বাংলাদেশকেই ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ভারত। স্পিন সহায়ক পিচে প্রতিপক্ষের স্পিন ঘুর্ণিতেই যেন খেই হারিয়ে ফেলে টাইগাররা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৯৬ রান তুলতে পারে তারা। বাংলাদেশ দলের মাত্র তিন ব্যাটার দুই অংক স্পর্শ করতে সক্ষম হয়েছেন। দলের হয়ে জাকের আলী সর্বোচ্চ অপরাজিত ২৪ রান করেন। তার ইনিংসে ছিল একটি ছয়ের মার। ওপেনার পারভেজ ৩২ বলে দুই ছক্কায় ২৩ এবং রাকিবুল হাসান ৬ বলে দুই বাউন্ডারি ও এক ছয়ের মারে ১৩ রান করেন। ভারতের হয়ে সাই কিশোর ১২ রানে তিনটি এবং ওয়াশিংটন সুন্দর ১৫ রানে দুই উইকেট পান।
ব্যাট হাতে বাংলাদেশের ব্যাটাররা সংগ্রাম করলেও এর বিপরীত চিত্র ছিল ভারতীয় ব্যাটারদের বেলায়। এ সময় তাদের ব্যাটিং দেখে মনে হয়েছে পিচটি অনেকটাই সহজ। বাস্তবেও এর প্রমাণ দিয়েছেন তারা। লক্ষ্য তাড়ায় নেমে ৯.২ ওভারে একটি মাত্র উইকেট হারিয়ে ৯৭ রান তুলে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। যদিও ব্যাটিংয়ে নেমে শুরুতে হোঁচট খেতে হয় ভারতীয়দের। প্রথম ওভারেই ফাইন লেগে ক্যাচ দিয়ে ক্রিজ ছাড়েন ভারতের ওপেনার যশস্বী জয়সওয়াল (০)। তবে তিলক ভার্মার অপরাজিত ৫৫ এবং রুতুরাজ গায়কোড়ের অপরাজিত ৪০ রানে ভর করে আর কোন বিপদ ছাড়াই জয় স্পর্শ করে ভারত। তিলক ২৬ বলে ২ চার এবং ছয়টি ছক্কা হাকিয়ে করেন হাফ সেঞ্চুরি। সমান সংখ্যক বল খেলে গায়কোড় তিনটি ছক্কা ও চারটি বাউন্ডারি মারেন। বাংলাদেশের রিপন মন্ডল ২৬ রান দিয়ে তুলে নেন একমাত্র উইকেটটি। এর আগে ২০১০ সালে গুয়াংজু এশিয়ান গেমসে স্বর্ণ জেতার পর ২০১৪ ইনচন এশিয়ান গেমসে ব্রোঞ্জপদক জিতেছিল বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল।
এদিকে হ্যাংজু এশিয়ান গেমসের ১৪তম দিনে শুক্রবার পুরুষ ক্রিকেট ছাড়াও আরচ্যারি, কারাতে এবং পুরুষ হকিতে ব্যর্থতার পরিচয় দিয়েছে বাংলাদেশ। আরচ্যারিতে সম্ভাবনা জাগিয়েও খালি হাতেই ফিরেছে লাল-সবুজরা। এদিন দুপুরে ফুইয়াং ইনহু স্পোর্টস সেন্টারে পুরুষ রিকার্ভ দলগত ইভেন্টের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইন্দোনেশিয়ার কাছে ৬-০ সেট পয়েন্টে হেরে ব্রোঞ্জপদক বঞ্চিত হয় বাংলাদেশ আরচ্যারি দল। বাংলাদেশের তিন আরচ্যার রোমান সানা,হাকিম আহমেদ রুবেল ও সাগর ইসলাম অংশ নেন এই ইভেন্টে। টানা তিন সেট তাদের হার ৫৬-৫৫, ৫৫-৫৪, ৫৮-৫৪ পয়েন্টে। তবে এর আগে সেমিফাইনাল ম্যাচে ভারতের বিপক্ষে সমানতালে লড়াই করেছেন বাংলাদেশের আরচ্যাররা। যদি ম্যাচটি তারা হেরেছে ৫-৩ সেট পয়েন্টে।
লিনপিং স্পোর্টস সেন্টার জিমনেসিয়ামে কারাতের দ্বিতীয় দিন নারীদের ৬১ কেজি কুমি ইভেন্টের কোয়ার্টার ফাইনালে হেরে যান নেপাল সাউথ এশিয়ান (এসএ) গেমসে স্বর্ণজয়ী কারাতেকা হুমায়রা আক্তার অন্তরা। কিরগিজস্তানের কিম্বাট টইটনোভার কাছে ৯-১ পয়েন্টে হেরে অন্তরার এশিয়ান গেমসের মিশন শেষ হয়। এর আগে রাউন্ড অব সিক্সটিনে নেপালের নিরুপা ডং তামাংকে ৫-১ পয়েন্টে হারিয়ে শেষ আটে জায়গা পান অন্তরা। এদিকে পুরুষদের ৬০ কেজি কুমি ইভেন্টে যথারীতি হারের দেখা পান বাংলাদেশের আল আমিন ইসলাম। ইন্দোনেশিয়ার আরি সাপুত্রার কাছে ৬-০ পয়েন্টে হেরে বিদায় নেন তিনি।
পুরুষ হকির সেমিফাইনালে খেলার লক্ষ্য নিয়ে হ্যাংজুতে গেলেও অষ্টম স্থান পেয়ে আসর শেষ করেছে বাংলাদেশ জাতীয় হকি দল। শুক্রবার স্থান নির্ধারণী ম্যাচে ওমানের বিপক্ষে হেরে ব্যর্থতার ষোলকলা পূর্ণ করেছেন রাসেল মাহমুদ জিমি-আশরাফুল ইসলামরা। এদিন সকালে গুয়াংশু কানাল পার্ক স্টেডিয়ামে সপ্তম স্থান নির্ধারণী ম্যাচে ওমান ৪-৩ গোলে হারায় লাল-সবুজদের। ম্যাচে প্রথমার্ধের প্রথম কোয়ার্টারে মিলন হোসেনের গোলে ১-০ তে এগিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে রাসেল মাহমুদ জিমি গোল ব্যবধান বাড়ায় তারা (২-০)। দ্বিতীয়ার্ধের দুই কোয়ার্টারে চার গোল দিয়ে এগিয়ে যায় ওমান (৪-২)। ম্যাচের শেষ মিনিটে সোহানুর রহমান সবুজ বাংলাদেশের হয়ে ব্যবধান কমান (৩-৪)। এছাড়া দাবার পুরুষ দলগত ইভেন্টের অষ্টম রাউন্ডের খেলায় থাইল্যান্ডের বিপক্ষে জয় পায় বাংলাদেশ। হ্যাংজু কুই ইউয়ান চেস হলে এই রাউন্ডে বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ যথাক্রমে থাইল্যান্ডের ফিদে মাস্টার কুলপ্রুয়িথানোন থানাডোন ও অরুননাতাপানিচ তিননাকরিতকে ২.৫-১.৫ গেম পয়েন্টে হারান। তবে বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব থাইল্যান্ডের ফিদে মাস্টার লিওহাউইরাপাপ প্রিনের সঙ্গে ড্র করেন এবং বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান থাইল্যান্ডের ক্যান্ডিডেট মাস্টার কানানুব ওয়ারোটের কাছে হেরে যান। আট খেলায় বাংলাদেশের অর্জন ৬ পয়েন্ট।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
হলুদ রঙে সেজেছে ক্ষেত
গোপালগঞ্জে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই স্কুল ছাত্র নিহত
অধিনায়কত্ব উপভোগ করছেন সোহান
ইসরায়েলের দখলকৃত সিরিয়ায় সাংবাদিক ও আইনজীবী নির্যাতনের অভিযোগ
উত্তরা থানা থেকে পালানো সাবেক ওসিকে ধরতে চলছে যৌথ অভিযান
মাস্কের সঙ্গে জার্মান ফার-রাইট নেত্রীর ৭৪ মিনিটের লাইভ চ্যাটে সাক্ষাৎকার
তারাকান্দায় হ্যান্ডট্রলী, সিএনজি ও অটোরিক্সার ত্রিমুখী সংঘর্ষে আহত-৫
ইসলামী ভাবধারা প্রচারের নামে মাহফিলে যারা রাজনীতি করছে ধরা খাবে
ভাইরাল পোস্টের প্রচেষ্টায় নিখোঁজ চীনা অভিনেতা উদ্ধার
শৈত্যপ্রবাহে কাঁপছে যে ১০ জেলা
লন্ডন যাওয়া হলো না বিতর্কিত নায়িকা নিপুনের, তাকে রেখে সিলেট ছাড়লো ফ্লাইট !
পাকিস্তানে খনিতে গ্যাস বিস্ফোরণে আটকে পড়েছে ১২ শ্রমিক, উদ্ধারকাজ চলছে
এবার রিপাবলিক বাংলাকে তুড়িতেই উড়িয়ে দিলেন বাংলাদেশের নরেন্দ্রনাথ
কার্টারকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে একসঙ্গে পাঁচ মার্কিন প্রেসিডেন্ট
দেশের সেরা ব্র্যান্ড ওয়ালটনের এসি রপ্তানি হচ্ছে ক্যামেরুনে
রূপপুর প্রকল্পের ভবন থেকে আরো এক রুশ নাগরিকের লাশ উদ্ধার
লন্ডনে যাওয়ার সময় চিত্রনায়িকা নিপুণ আটক
গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও নেতানিয়াহুকে আটক করবে না পোল্যান্ড !
মুঠোফোন গ্রাহকদের ওপর বাড়তি করের বোঝা না চাপানোর আহ্বান
শ্রীলঙ্কায় ইসলাম বিদ্বেষী বক্তব্যের অভিযোগে বৌদ্ধ ভিক্ষু গনানসারার কারাদণ্ড