শঙ্কা কাটিয়ে দাপুটে জয় ভারতের
০৯ অক্টোবর ২০২৩, ১২:১৯ এএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৩, ১২:২০ এএম
আইসিসি ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে শঙ্কা কাটিয়ে দাপুটে জয় তুলে নিয়েছে ভারত। গতকাল চেন্নাইয়ের এম,এ চিদাম্বরম স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচে ভারত ৫২ বল হাতে রেখেই ৬ উইকেটে হারায় অস্ট্রেলিয়াকে। আগে ব্যাট করে ৪৯.৩ ওভারে ১৯৯ রানে অলআউট হয় অজিরা। জবাবে ৪২.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০১ রান তুলে বড় জয় নিশ্চিত করে ভারত।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি মিচেল মার্শ-অ্যাডাম জাম্পারা। রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব ও রবিচন্দ্রন আশ্বিনদের ঘুর্ণি যাদুতে রীতিমতো ধুঁকতে দেখা গেছে অজি ব্যাটারদের। পুরো ৫০ ওভার খেলতে পারেননি তারা। চিদাম্বরম স্টেডিয়ামের স্লো এবং লো উইকেটে ব্যাটারদের রান তুলতে বেশ বেগ পেতে হবে, স্পিনাররা বাড়তি টার্ন পাবেন- এসব ভারতের জানাই ছিল ভারতীয় টিম ম্যানেজমেন্টের! সঙ্গত কারণেই স্কোয়াডে রবীন্দ্র জাদেজার সঙ্গে দুই বিশেষজ্ঞ স্পিনার যাদব ও আশ্বিন। ঘরের মাঠ বলেই হয়তোবা কোচ রাহুল দ্রাবিড়ের এমন মাস্টারপ্ল্যান! তবে এই লো উইকেটে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে রীতিমতো ‘ছেড়ে দে মা, কেঁদে বাঁচি’ অবস্থা অস্ট্রেলিয়ার! ব্যাটিংয়ে নেমে তাদের টপ অর্ডার ব্যাটাররা কিছুটা লড়াই করলেও মিডল অর্ডার ভেঙে যায় তাসের ঘরের মতোই। ফলে দুইশর আগেই গুটিয়ে যায় অজি ইনিংস! চিদাম্বরম স্টেডিয়াম পুরোপুরি স্পিন নির্ভর। ভারত নিজেদের দেশে যে সব স্টেডিয়ামে বেশি সফল, এর মধ্যে এই স্টেডিয়ামটি অন্যতম। উইকেট পুরোপুরি স্লো। সেখানে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়া অস্ট্রেলিয়ার জন্য কতটা যুক্তিযুক্ত তা এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। ব্যাটিংয়ে নেমে শুরুতেই মিচেল মার্শের উইকেট হারিয়ে হতবাক অস্ট্রেলিয়া। ইনিংসের তৃতীয় ওভারের শুরুতে জাসপ্রিত বুমরাহর বলে বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে শূন্যরানে ফেরেন মার্শ। অস্ট্রেলিয়ার দলীয় সংগ্রহ তখন মাত্র ৫ রান। এরপর স্টিভেন স্মিথ এবং ডেভিড ওয়ার্নার মিলে ধীরগতির ব্যাটিং করলেও একটা বড় জুটি গড়ার চেষ্টা করেন। ৬৯ রানের জুটিও গড়েন তারা। তবে ১৬.৩ ওভারে দলীয় ৭৪ রানে কুলদীপ যাদবের শিকারে পরিণত হন ওয়ার্নার। আউট হওয়ার আগে ৫২ বলে ৪১ রান করেন তিনি। তার ইনিংসে ছিল ছয় বাউন্ডারির মার। এরপর মার্নাস লাবুশেনকে নিয়ে ৩৬ রানের জুটি গড়ে তোলেন স্মিথ। ২৭.১ ওভারে দলীয় ১১০ রানের মাথায় ফিরে যান স্মিথও। ৭১ বলে ৫ চারের মারে সর্বোচ্চ ৪৬ রান করে জাদেজার বলে বোল্ড হন তিনি। ৩০তম ওভারের দ্বিতীয় বলে দলীয় ১১৯ রানে জাদেজাকে মারতে গিয়ে উইকেটরক্ষক কেএল রাহুলের তালুবন্দী হন লাবুশেন। ফেরার আগে ৪১ বলে এক বাউন্ডারিতে ২৭ রান করেন তিনি। গ্লেন ম্যাক্সওয়েল ২৫ বলে মাত্র ১৫ রান করে যাদবের বলে বোল্ড হন। অ্যালেক্স ক্যারি তো রানের দেখাই পাননি। ২০ বলে ৮ রান করে আশ্বিনের বলে পান্ডিয়াকে ক্যাচ দিয়ে ফেরেন ক্যামেরন গ্রিন। ২৪ বল খেলে একটি করে চার ও ছক্কার মারে ১৫ রান করে বুমরাহর শিকার হন অধিনায়ক প্যাট কামিন্স। অ্যাডাম জাম্পা করেন ২০ বলে মাত্র ৬ রান। আর মিচেল স্টার্ক ৩৫ বলে ২ চার ও এক ছয়ের মারে ২৮ রান করে আউট হলে স্বল্প পুঁজিতেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস।
ভারতীয় স্পিনার রবিন্দ্র জাদেজা ২৮ রানে নেন ৩ উইকেট। জসপ্রিত বুমরাহ ও কুলদীপ যাদব যথাক্রমে ৩৫ এবং ৪২ রানে শিকার করেন ২টি করে উইকেট।
লো স্কোরিং ম্যাচ। ওয়ানডে ক্রিকেটে যে সময়ে সাড়ে ৩ বা ৪শ’ রানও নিরাপদ নয়, ঠিক সেই সময়ে ২০০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে ভারত। লো স্কোরিং ম্যাচ হলেও ইনিংসের শুরুটা যাচ্ছেতাই হয়েছে তাদের। এক সময় হারের শঙ্কাও জেগেছিল ভারতের। প্রথম ওভারের চতুর্থ বলে মাত্র ২ রানে প্রথম উইকেট হারানোর পর দ্বিতীয় ওভারে আরও দুই ব্যাটারকে হারিয়ে যেন দিশেহারা তারা। তখন দলীয় সংগ্রহ ৩ উইকেটে মাত্র ২ রান। তবে দলটা যখন ভারত, তখন তো সব শঙ্কা কেটে যেতে সময়ও লাগে কম। বাস্তবে ঘটেছেও তাই।
সবাই ভেবেছিল লক্ষ্য তাড়ায় নেমে হয়ত হেসেখেলেই জিতবে ভারত। কিন্তু অস্ট্রেলিয়ার তো রক্তে মিশে আছে লড়াই করার আকাঙ্খা। প্রথম দুই ওভারে ভারতের টপ অর্ডার তছনছ করে দেন মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউড। একে একে অধিনায়ক রোহিত শর্মা, ইশান কিশান ও শ্রেয়াস আয়ারকে শূন্য রানে ড্রেসিংরুমে ফেরত পাঠান দুই অজি পেস বোলার। এরপরই যেন ত্রাতার ভূমিকায় আবির্ভূত হন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। চাপের মুখে অস্ট্রেলিয়ান পেসারদের আগুনের গোলা রুখে দিয়ে দলকে ঠিকই জয়ের বন্দরে নিয়ে যান কোহলি। তাকে যোগ্য সঙ্গ দেন লোকেশ রাহুল। ধীর গতির ব্যাটিংয়ে উইকেট টিকিয়ে রেখে খেলতে থাকে এই জুটি। ৭৫ বলে তিন বাউন্ডারির মারে নিজের হাফসেঞ্চুরি তুলে নেন কোহলি। অন্য প্রান্তে রাহুলও পান হাফসেঞ্চুরির দেখা। তিনিও ৭২ বলে ৫ চারের মারে করেন ৫০ রান। একসময় মনে হচ্ছিল অনবদ্য এক শতক উপহার দিয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যাবেন কোহলি। কিন্তু ১১৬ বলে ছয় বাউন্ডারির মারে ৮৫ রান করে হাজেলউডের শিকার হয়ে ড্রেসিংরুমে ফেরেন ভারতের এই তারকা ব্যাটার। অন্য প্রান্তে শেষ পর্যন্ত টিকে ছিলেন রাহুল। দুর্ভাগ্য সেঞ্চুরি পাননি তিনি। ৯৭ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন রাহুল। তার ইনিংসে ১১৫ বলের ইনিংসে ৮ চার ও দুই ছক্কার মার ছিল। কোহলি আউট হওয়ার পর হার্দিক পান্ডিয়া ব্যাটিংয়ে নেমে ৮ বলে এক ছক্কায় অপরাজিত ১১ রান করেন। অস্ট্রেলিয়ার পক্ষে হ্যাজেলউড ৩৮ রানে ৩টি ও স্টার্ক ৩১ রানে ১টি উইকেট পান। ম্যাচসেরা নির্বাচিত হন ভারতের লোকেশ রাহুল।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
রাজশাহীর চারঘাটে আ.লীগ নেতাকে কুপিয়ে জখম
উন্নতির জন্য ক্রিকেটের বিকেন্দ্রীকরণ চান ফাহিম
দৌলতদিয়া স্রোত ও নদী ভাঙনের কারণে লোকসানের মুখে ঘাট ইজারাদার
রাজশাহীতে সাদপন্থীদের বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
খুলনাকে গুটিয়ে জয়ে ফিরল রাজশাহী
পূর্ব থানা থেকে পালিয়ে যাওয়া ওসি শাহ আলমকে গ্রেফতারের দাবিতে উত্তরায় বিক্ষোভ
সেমি-সুয়ারেসের সঙ্গে নেইমারের জুটি নিয়ে যা বললেন মায়ামি কোচ মাসচেরানো
সোহরাওয়ার্দী উদ্যানে চলছে এবি পার্টির চেয়ারম্যান নির্বাচন
পরিবেশ রক্ষা ও সমাজ উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান রিজওয়ানা হাসানের
মাগুরার মহম্মদপুরে ডাকাতি, একজনকে কুপিয়ে জখম
ফাইনালে গ্রিনকে পাওয়ার আশায় আস্ট্রেলিয়া
উন্নত বিশ্বের মতো ফরিদপুরে চালু হলো 'হলিডে মার্কেট'
ঢাকার টঙ্গীতে সাদপন্থীদের হাতে তাবলীগের সাথীদের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ফরিদপুরে বিশাল বিক্ষোভ মিছিল
বিপদগ্রস্ত অসহায় মানুষের সহায়তায় এগিয়ে যেতে হবে -অধ্যাপক মাহফুজুর রহমান
মানুষ জবাই করা আর হাত পা ভেঙ্গে দেয়ার নাম তাবলিগ না জুমার খুৎবা পূর্ব বয়ান
কুড়িগ্রামে প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে কুড়িগ্রামে সমাবেশ
পীরগনজে শীতের তীব্রতায় অসহায় শীতার্ত মাঝে শীতবস্ত্র বিতরণে মহোৎসব
কালীগঞ্জে শীতার্তদের মাঝে বিএনপির কম্বল বিতরণ
কানাডা এবং গ্রিনল্যান্ডের বিষয়ে নজর রাখছে রাশিয়া
লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে যা জানালেন তাবিথ আউয়াল