নার্ভাস ছিলেন রোহিত
০৯ অক্টোবর ২০২৩, ১১:৪২ এএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৩, ১১:৪২ এএম
সহজ লক্ষ্য তাড়ায় মাত্র ২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। যদিও লোকেশ রাহুল আর বিরাট কোহলির দৃঢ়তায় শেষ পর্যন্ত বড় জয়ই পেয়েছে তারা। তবে ম্যাচ শেষে অধিনায়ক রোহিত বললেন, তিনি খুব নার্ভাস ছিলেন।
ত্রয়োদশ বিশ্বকাপ আসরের চতুর্থ ম্যাচে চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে রোববার ভারতীয় স্পিনারদের দাপটে ৪৯.৩ ওভারে ১৯৯ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ৫২ বল আর ৬ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় রোহিত শর্মার দল।
ম্যাচ শেষে ভারত অধিনায়ক বলেন, ' আমি বেশ নার্ভাস ছিলাম। কেউ চায় না এই ভাবে নিজের ইনিংসটা শুরু হোক। অজি বোলারদের কৃতিত্ব দেওয়া উচিত, কারণ তারা ভালো জায়গায় বল করেছে। তবে এটাও ঠিক এই স্কোরে কিছু ঢিলেঢালা শটও ব্যবহার করা হয়ছে। কারণ এটা মোটেই বড় টার্গেট ছিল না। তবে সেই সব শটগুলি পাওয়ারপ্লেতে সম্ভব। তবে বিরাট এবং রাহুলকে কৃতিত্ব দেওয়া উচিত। ওরা যে পরিস্থিতি থেকে ম্যাচ জিতিয়েছে, তা এক কথায় অসাধারণ।'
বিশ্বকাপের জন্য গোটা দেশ ঘুরতে হবে ভারতীয় দলকে। বিভিন্ন জায়গার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হবে। দেশের মাঠ হলেও সেটা যে বেশ কঠিন তা মেনে নেন হিটম্যান। তিনি বলেন, 'এটা খুবই চ্যালেঞ্জিং বিষয় আমাদের জন্য। এক একটা জায়গায় গিয়ে ম্যাচ খেলতে হবে আমাদের। পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সময় কম। তবে কিছু করার নেই, করতেই হবে। এখানেও আমরা ভালো উপভোগ করেছি। চেন্নাই কখনও আমাদের হতাশ করেনি। আজও নয়।'
ম্যাচে স্পিনাররা ৩০ ওভারে ১০৪ রান দিয়ে নেন ৬ উইকেট। পেসাররাও ছিল ছন্দে। বোলারদের প্রশংসা করেন ভারত অধিনায়ক। বিশেষ করে স্পিনারদের। পাশাপাশি ভালো ফিল্ডিংয়ের জন্যও অধিনায়কের প্রশংসা পান সতীর্থরা। ম্যাচ জিতে বেশ উচ্ছ্বসিত রোহিত। শেষে তিনি বলেন, 'বেশ উত্তেজনাপূর্ণ। টুর্নামেন্টের শুরুটা বেশ ভালো হল। আমরা দুর্দান্ত খেলেছি। বিশেষ করে ফিল্ডিং এবং বোলিং খুব ভালো হয়েছে। ছেলেরা নিজেদের সেরাটা দিয়ে ভালো পারফরম্যান্স করেছে। আমাদের বোলাররা ম্যাচের পরিস্থিতি অনুযায়ী বল করেছে। বিশেষ করে স্পিনাররা। ভালো জায়গায় বল করেছে। যার ফলে উইকেট আসতে কোনও রকম সমস্যা হয়নি। শুধু স্পিনাররা নয়, একই সঙ্গে পেসাররাও বেশ ভালো পারফরম্যান্স করেছে। ওরা রিভার্সও পেয়েছে। প্রত্যেকেই নিজেদের সেরাটা দিয়েছে।'
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
শম্ভুর ধরা পড়ায় এলাকায় আনন্দের বন্যা
রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
লিসান্দ্রো মার্তিনেজকে বিশ্বকাপ বাছাইয়ে পাচ্ছেনা আর্জেন্টিনা
খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক এপিএস অপু
পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে ব্যাপক তল্লাশি
আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ কমে ১৮.৪৬ বিলিয়ন ডলার
অফিস-আদালতসহ সর্বত্রই দুঃশাসনের চিহ্ন রাখা উচিত নয় : রিজভী
পার্লামেন্টে ক্ষমা
ক্ষেপণাস্ত্র হামলা
ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তায় নতুন প্রহরী: রোবট কুকুর!
লুকিয়ে প্রেমিকের সঙ্গে দেখা করায় মিস ইউনিভার্স প্রতিযোগিতা থেকে বহিস্কার
মাকে হত্যা করে লাশ ডিপ ফ্রিজে রাখা ছেলে গ্রেফতার
সীমান্তে ৪ বাংলাদেশী নারী আটক
গুলি বর্ষণকারী ৭৪৭ পুলিশ শনাক্ত গ্রেফতারের উদ্যোগ নেই
সিলেটে মতবিনিময় সভা করলো নেজামে ইসলাম পার্টির
স্বামী স্ত্রীকে শর্ত লাগিয়ে তালাক দেওয়ার পর শর্ত উঠিয়ে নেওয়া প্রসঙ্গে।
আন্তঃনগর ট্রেনের সময় পরিবর্তন করুন
জনপ্রশাসনে মেধাশূন্যতা : কারণ ও প্রতিকার
ভারতীয় হেজিমনি ও আওয়ামী লীগের আত্মঘাতী রাজনীতি
বিতর্ক পরিহার করতে হবে