আউটফিল্ড নিয়েই যত দুশ্চিন্তা
১০ অক্টোবর ২০২৩, ১২:০৬ এএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৩, ১২:০৬ এএম
আফগানিস্তানকে ৯২ বল হাতে রেখে হারিয়ে বিশ্বকাপ শুরু। তবে দাপুটে জয়ের পরও অতি উচ্ছ¡াসে মেতে উঠেনি বাংলাদেশ। আফগানদের বিপক্ষে সে জয়ের পর উল্লেখযোগ্য কোনো উদযাপনও হয়নি। জানা গেছে, অধিনায়ক সাকিবের বার্তা ছিল, মনোযোগে ব্যাঘাত না ঘটিয়ে ম্যাচ ধরে ধরে এগিয়ে যেতে। বাংলাদশের সামনে পরবর্তী প্রতিপক্ষ ইংল্যান্ড, যারা ধর্মশালায় এসেছে ৯ উইকেটে হার সঙ্গী করে। নিশ্চিতভাবে অমন হারের পর ইংলিশরা বাড়তি চাপে থাকবে নিঃসন্দেহে। তবে আজ এই ভেন্যুতে নিজেদের দ্বিতীয় ম্যাচের আগে দু’দলের জন্যই অপেক্ষা করছে অভিন্ন ‘শত্রæ’- বাজে আউটফিল্ড।
বাংলাদেশ ও আফগানিস্তানের ম্যাচের পর ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের আউটফিল্ড নিয়ে আলোচনা হচ্ছে সবখানে। এই মাঠের আউটফিল্ড ফিল্ডারদের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবেই মনে করা হচ্ছে। আফগানিস্তানের কোচ জনাথন টট্রের পর ইংলিশ অধিনায়ক জস বাটলারও ধর্মাশালার আউটফিল্ড নিয়ে প্রশ্ন তুলেছেন। এরই মধ্যে ঐ ম্যাচের আউটফিল্ডকে ‘গড়পড়তা’ (অ্যাভারেজ) বলে অভিহিত করেছেন খোদ ম্যাচ অফিশিয়ালরা। সবাই যখন সংশয় আর সমালোচনায় মত্ত, তখন ভিন্ন সুর বাংলাদেশের। গতকাল ম্যাচের আগের সংবাদ সম্মেলনে এসেছিলেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। আউটফিল্ডের সমালোচনা করলেন না, বরং মানিয়ে নিয়েই খেলার কথা ভাবছেন তিনি। বাংলাদেশের কোচ বলেছেন, ‘দুই দিন আগে এখানে আমরা খুব ভালো একটা ম্যাচ খেলেছি। আমরা জানি কীভাবে ফিল্ডিং করতে হবে। আমাদের মানিয়ে নিতে হবে। আফগানিস্তানের বিপক্ষে শুরুটা ভালো হয়েছে। সেই মানসিকতা নিয়েই আমাদের খেলতে হবে।’
এই মাঠেই দারুণ ফিল্ডিং করেছে বাংলাদেশ দল। দুর্দান্ত সব ক্যাচ নিয়ে আফগানিস্তানকে অলআউট করতে ভ‚মিকা রেখেছেন ফিল্ডাররা। তবে আফগানদের ফিল্ডিংয়ে ভালো করতে দেখা যায়নি। আফগান স্পিনার মুজিব উর রহমানের একটি ডাইভে বালু-কাদা উঠে আসার ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। আউটফিল্ড নিয়ে বাংলাদেশ কোনও অভিযোগ না করলেও আফগানিস্তান টিম ম্যানেজমেন্ট অসন্তুষ্ট বলে খবর প্রকাশ হয়েছে। আফগানিস্তান কোচ ট্রট বলেছিলেন, ‘ভাবুন তো, যদি আপনার খেলোয়াড় বল ধরতে গিয়ে ডাইভ দেবে কি না দ্বিধায় ভোগে, পড়ে গেলে চোটে পড়বে বলে আপনি উদ্বিগ্ন হয়ে পড়ছেন। আমরা সৌভাগ্যবান মুজিব গুরুতর হাঁটুর চোট থেকে বেঁচে গেছে।’
বাংলাদেশ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে একই সুরে কথা বলেছেন ইংলিশ অধিনায়ক বাটলার। ধর্মশালার এমন আউটফিল্ডের কারণে বেন স্টোকসকেও ফেরাচ্ছে না ইংলিংশ টিম ম্যানেজমেন্ট। সরাসরি এমন কিছু না বললেও আউটফিল্ডের কারণেই যে স্টোকসকে নিয়ে ঝুঁকি নিচ্ছে না টিম ম্যানেজমেন্ট, সেটি স্পষ্ট, ‘ডাইভিংয়ে আমাদের সতর্ক থাকতে হবে। সবাই দলের জন্যই করে, কিছু রান বাঁচানোর আশাতেই ডাইভ দেয়। তবে আউটফিল্ডটা মোটেও আদর্শ নয়। তবে এটাকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চাই না। আমাদের মানিয়ে নিতে হবে। সমস্যা হলে দুই দলেরই হবে। স্টোকসকে নিয়ে অনিশ্চয়তা আছে। সম্ভবত খেলবে না। তবে তাকে নেটে ফিরতে দেখে ভালো লাগছে এবং নিজের ফিটনেস ফিরে পেতে লড়াই করছে। আগামীকালের ম্যাচের জন্য অনিশ্চিত সে।’
আউটফিল্ড নিয়ে নেতিবাচক কথা বলে ফিল্ডারদের সাবলীল ফিল্ডিংয়ে বাধা দিতে চায় না বাংলাদেশর টিম ম্যানেজমেন্ট। হেরাথ বলেছেন, ‘আমরা ফিল্ডারদের কোনও কিছুর ব্যাপারে বাধা দেইনি। সীমাবদ্ধতা দিতে গেলে তারা তাদের শতভাগ দিতে পারবে না। আমরা চাই তারা তাদের সেরাটা দিক। আইসিসি অনেক কঠোর পরিশ্রম করেছে। আমার মনে হয় তারা তাদের মান ধরে রাখার জন্য কাজ করেছে। তারা দেখেই নিশ্চয় ওয়ানডে ম্যাচের জন্য অনুমতি দিয়েছে। সে হিসেবে আমি খুশি।’ আফগানদের বিপক্ষে ম্যাচ জেতানোর নায়ক মেহেদী হাসান মিরাজও আউটফিল্ড নিয়ে কোনও প্রশ্ন তোলেননি, ‘আউটফিল্ড একটু ভারী ছিল। বল বেশি যাচ্ছিল না। এটা তো আসলে আউটফিল্ডের দোষ দিয়ে লাভ নেই। দিন শেষে পারফর্ম করতে হবে। যে কোনও পরিস্থিতিতে ক্রিকেটারকে খেলার জন্য প্রস্তুত থাকতে হবে। এ রকম টুর্নামেন্টে এসে কোনও অজুহাত দিতে পারবেন না। এগুলো অজুহাত দেওয়ার কোনও সুযোগ নেই।’
অজুহাত না দেখাতে চাওয়া স্পোর্টিং মানসিকতা। তবে বাস্তবতার নিরিখে চিন্তা করলে বিশ্বকাপে ম্যাচে এমন আউটফিল্ড সত্যিই কি উপযোগী? এমন প্রশ্ন গোটা বিশ্বজুড়েই। তাতেই ভাসছে ভিন্ন চিন্তা। ম্যাচের ঠিক আগ মুহূর্তপর্যন্ত আম্পায়াররা মাঠের কন্ডিশন ‘বিপজ্জনক অথবা অযৌক্তিক’ মনে করলে ম্যাচ রেফারির সঙ্গে আলোচনা করে ম্যাচ সাসপেন্ড বা পরিত্যক্ত ঘোষণা করতে পারেন। এ ক্ষেত্রে দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে যাবে। বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচে আম্পায়ারিং করবেন আহসান রাজা ও পল উইলসন। ম্যাচ রেফারির দায়িত্বে জাভাগাল শ্রীনাথ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মানিকগঞ্জে ওয়ারেন্টের ৫ আসামী গ্রেফতার
আশুলিয়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা উৎসব
সন্ধান মিললো ফ্যাসিস্ট গণহত্যার শিকার আরও ৬ শহীদের লাশ!
মানিকগঞ্জের ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ
ছাগলনাইয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জনসংযোগ ও লিফলেট বিতরণ
কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হাতে নিহত ১
ত্রিশাল সরকারি নজরুল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহন
বিএআরএফ'র ইজিএম ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত
‘আলেমদের নেতৃত্বে চলবে দাওয়াতে তাবলিগ খুনীদের নেতৃত্বে নয়’
কলাপাড়া গ্রাজুয়েট ক্লাবের উদ্যোগে ৫০০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সদস্য সংগ্রহ কর্মসূচিতে টাঙ্গাইলে মানুষের ভালো সারা পাওয়া যাচ্ছে- শাকিল উজ্জামান
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
বাগেরহাটে শীতবস্ত্র ও শিক্ষা বৃত্তি প্রদান
মির্জাপুরে দিনব্যাপী কবি সমাবেশ ও গুণীজন সংবর্ধনা
লক্ষ্মীপুরে ইসলামী আন্দোলনের সভাপতি ইব্রাহিম, সম্পাদক জহির
কোহলিকে নিষিদ্ধ করা উচিত: হার্মিসন
শেরপুরে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেপ্তার
চাঁদপুরে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা
ছাত্রের মৃত্যু ঘিরে চীনে সহিংস বিক্ষোভ
বাংলাদেশ ও জাইকা’র মধ্যে রেকর্ড অব ডিসকাশন স্বাক্ষর