মেন্ডিসদের লঙ্কাকাণ্ডের শিকার পাকিস্তান
১১ অক্টোবর ২০২৩, ১২:০৭ এএম | আপডেট: ১১ অক্টোবর ২০২৩, ১২:০৭ এএম
আইসিসি ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং তা-ব দেখিয়েছেন লঙ্কান ব্যাটাররা। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে বড় হার মেনে নিলেও গতকাল বাবর আজমদের বিরুদ্ধে রানের ফোয়ারা ছোটালেন লঙ্কন টপ অর্ডারের তিন ব্যাটার। এদিন হায়দরাবাদের রাজিব গান্ধি স্টেডিয়ামে আগে ব্যাট করে কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমার জোড়া সেঞ্চুরি এবং ওপেনার পাথুম নিশাঙ্কার হাফসেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩৪৪ রান করে শ্রীলঙ্কা।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। ব্যাট করতে নেমে পাকিস্তানি বোলারদের তুলোধুনো করেন লঙ্কান ব্যাটাররা। তবে তাদের শুরুটা সুখকর হয়নি। চোটের অস্বস্তি নিয়েই ওপেনিংয়ে নামা কুশল পেরেরা দলীয় ৫ রানে ফেরেন। হাসান আলীর বলে তিনি উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের তালুবন্দি হন রানের খাতা খোলার আগেই। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি লঙ্কানদের। তরুণ ওপেনার পাথুম নিশাঙ্কার সঙ্গে কুশল মেন্ডিস গড়েন ১০২ রানের জুটি। মেন্ডিস শুরু থেকেই ছিলেন খুনি মেজাজে। ধীরস্থির ব্যাটিংয়ে তাকে সঙ্গ দিয়েছেন নিশাঙ্কা। এ ধারাবাহিকতায় মাত্র ১৭ ওভারেই দলীয় ১০০ পেরোয় শ্রীলঙ্কার ইনিংস। নিশাঙ্কা ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করে শাদাব খানকে উড়িয়ে মারতে গিয়ে আব্দুল্লাাহ শফিকের হাতে ক্যাচ দেন। আউট হওয়ার আগে ৬১ বলের ইনিংসে তিনি ৭টি চার ও এক ছক্কায় ৫১ রান করেন।
সাম্প্রতি সময়ে দারুণ ফর্মে আছেন কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমা। পাকিস্তানের বিপক্ষেও কাল এ দুই ব্যাটার নাভিশ্বাস তুলেছেন বোলারদের। তাদের আক্রমণাত্মক ব্যাটিংয়ের বিপরীতে ভুলে যাওয়ার মতো বোলিং করেন শাহিন আফ্রিদি ও হারিস রউফরা। তারা লঙ্কানদের দ্রুতগতির রানে বিঘœ ঘটাতে পারেননি। বিশ্বকাপে শ্রীলঙ্কার হয়ে দ্রুততম সেঞ্চুরি করেন মেন্ডিস, সেঞ্চুরি পেয়েছেন সামারাবিক্রমাও। তাদের জোড়া সেঞ্চুরি দলকে পৌঁছে দেয় রানের পাহাড়ে। হাসান আলীর বলে ইমাম-উল হকের অসাধারণ এক ক্যাচে আউট হওয়ার আগে মেন্ডিস করেছেন ১২২ রান। তার ৭৭ বলের ইনিংসে ছিল ১৪টি চার ও ৬টি ছয়ের মার। আউট হওয়ার আগে সামারাবিক্রমার সঙ্গেও শতরানের জুটি গড়েন তিনি। তৃতীয় উইকেট জুটিতে তারা দু’জনে তুলেন ৬৯ বলে ১১১ রান। মেন্ডিস-ই ছিলেন বেশি আক্রমণাত্মক। এই জুটিতে তার অবদান ৩৭ বলে ৭২ রান। তার পেছনে অবশ্য পাকিস্তানি ফিল্ডার ইমামের অবদান অস্বীকার করার উপায় নেই। কারণ মাত্র ১৮ রানে থাকাকালেই তিনি মেন্ডিসের ক্যাচ হাতছাড়া করেছিলেন।
পাকিস্তানের হয়ে খরচে বোলিং করলেও ঠিকই ৪ উইকেট তুলে নেন হাসান আলী। তার বলে সামারাবিক্রমা আউট হওয়ার আগে ৮৯ বলে ১০৮ রানের দারুণ এক ইনিংস খেলেন। তিনি মারেন ১১টি চার ও দু’টি ছক্কা। শেষদিকে লঙ্কানদের সংগ্রহ আরও বাড়তে পারত। কিন্তু শেষ তিন ওভারেই তারা ৩ উইকেট হারায়।
পাকিস্তানের হাসান আলী ৭১ রানে সর্বোচ্চ ৪ উইকেট নেন। হারিস রউফ ৬৪ রানে পান ২ উইকেট। এছাড়া শাহিন আফ্রিদি, মোহাম্মদ নেওয়াজ ও শাদাব খান একটি করে উইকেট নেন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মুকসুদপুরে ক্যালেন্ডার বিতরনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ আহত ২০ জন
'মুরুব্বী মুরুব্বী কামডা করল কী'
১০ জেলায় শৈত্যপ্রবাহসহ সারাদেশে তীব্র শীত
আ.লীগ ক্রীড়াঙ্গনেও ব্যাপক দলীয়করণ করেছিল : মির্জা ফখরুল
নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে ড্রেজার মেশিন ও পাম্প জব্দ
ছাগলনাইয়ায় এসএসসি ব্যাচ-২০০০’র বন্ধুদের মেজবান ও মিলনমেলা
রাতের আধারে দুস্থ রোগীদের শীতবস্ত্র দিলেন ইউএনও
খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল : চিকিৎসক
ঝগড়ার সময় স্ত্রীকে বাপের বাড়ী চলে যেতে বা মন ইচ্ছামতো চলতে বলা প্রসঙ্গে।
ফারুক হাসানের উপর হামলা ও আসামিদের জামিন পাওয়া অত্যন্ত নিন্দনীয় : খসরু
মানিকগঞ্জে ওয়ারেন্টের ৫ আসামী গ্রেফতার
আশুলিয়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা উৎসব
সন্ধান মিললো ফ্যাসিস্ট গণহত্যার শিকার আরও ৬ শহীদের লাশ!
মানিকগঞ্জের ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ
ছাগলনাইয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জনসংযোগ ও লিফলেট বিতরণ
কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হাতে নিহত ১
ত্রিশাল সরকারি নজরুল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহন
বিএআরএফ'র ইজিএম ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত
‘আলেমদের নেতৃত্বে চলবে দাওয়াতে তাবলিগ খুনীদের নেতৃত্বে নয়’
কলাপাড়া গ্রাজুয়েট ক্লাবের উদ্যোগে ৫০০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ