রোহিতের রেকর্ডময় ম্যাচে উড়ে গেল আফগানিস্তান
১২ অক্টোবর ২০২৩, ১২:০৫ এএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৩, ১২:০৫ এএম
হাশমতউল্লাহ শহিদি আর আজমতউল্লাহ ওমরজাইয়ের ফিফটিতে লড়াইয়ের পুঁজি পেয়েছিল আফগানিস্তান। কিন্তু রোহিত শর্মার রেকর্ডে মোড়ানো ঝড়ো শতকে লক্ষ্যটা হয়ে গেল মামুলি। টপ অর্ডারদের ব্যাটিং তাণ্ডবে আফগানদের উড়িয়ে বিশ্বকাপ আসরে টানা দ্বিতীয় জয় তুলে নিল ভারত।
দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে বুধবার ভারতের জয় ৮ উইকেটে। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে আফগানদের করা ২৭২ রান ৯০ বল হাতে রেখেই পেরিয়ে যায় রোহিত শর্মার দল।
৮৪ বলে ১৬টি চার ও ৫ ছক্কায় ১৩১ রানের ইনিংস খেলেন রোহিত। কোহলি অপরাজিত থাকেন ৫৬ বলে ৬ চারে ৫৫ রানে। ওপেনার ইশান কিষান করেন ৪৭ বলে ৪৭ রান।
এই ইনিংস দিয়ে অনেকগুলো রেকর্ড গড়েন রোহিত। বিশ্বকাপে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড এখন এককভাবে তারই। এতদিন কিংবদন্তি সাচিন টেন্ডুলকারের সঙ্গে রেকর্ডটি ভাগাভাগি করে ছিলেন এই ওপেনার। বিশ্ব মঞ্চে ৪৪ ইনিংসে টেন্ডুলকারের সেঞ্চুরি ৬টি। রোহিতের ৭ সেঞ্চুরি হয়ে গেল স্রেফ ১৯ ইনিংসেই। যার ৫টিই করেন তিনি গত আসরে। ২০১৫ আসরে ছিল একটি।
রোহিত এ দিন তিন অঙ্ক স্পর্শ করেন মাত্র ৬৩ বলে। বিশ্বকাপে ভারতের ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম সেঞ্চুরি এটি। এখানে রোহিত পেছনে ফেলেছেন ১৯৮৩ বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবকে। ওই আসরে জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ১৭৫ রানের ইনিংসের পথে কপিল শতক ছুঁয়েছিলেন ৭২ বলে।
এদিন আরও এক রেকর্ড গড়েন রোহিত। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার রেকর্ডে ছাড়িয়ে গেছেন ক্রিস গেইলকে। ইনিংসে তৃতীয় ছক্কায় ক্রিস গেইলের ৫৫৩ ছক্কা ছাড়িয়ে গেছেন রোহিত। পরে আরও দুটি ছক্কা হাঁকান তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে রোহিতের মোট ছক্কা হলো ৫৫৬টি (টেস্টে ৭৭, ওয়ানডেতে ২৯৭ ও টি-টোয়েন্টিতে ১৮২টি)। গেইল ও রোহিত ছাড়া আর কারও ৫শ ছক্কাও নেই। চারশর বেশি ছক্কা শুধু শহিদ আফ্রিদির, ৪৭৬।
বিশ্বকাপে রোহিতের মোট রান হলো এক হাজার ১০৯। স্রেফ ১৯ ইনিংসে এই কীর্তি গড়লেন তিনি। ভারতের হয়ে বিশ্বকাপে হাজার রান করা চতুর্থ ব্যাটসম্যান তিনি। সব মিলিয়ে এই তালিকার ২৩তম ক্রিকেটার তিনি।
ওয়ানডেতে ওপেনার হিসেবে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডের তালিকায় সনাৎ জয়াসুরিয়াকে (২৮) ছাড়িয়ে দুই নম্বরে উঠে গেলেন রোহিত (২৯)। এখানে ৪৯ শতক নিয়ে চূড়ায় টেন্ডুলকার।
এতগুলো কীর্তি গড়ার দিনে কিশানের সাথে ১৫৬ রানের ওপেনিং জুটি গড়েন স্রেফ ১৮.৪ ওভারে। রোহিত যখন আউট হন ভারতের রান তখন ২৫.৪ ওভারে ২ উইকেটে ২০৫! বাকি কাজটা শ্রেয়াস আয়ারকে নিয়ে আনায়াসে সারেন আরেক ব্যাটিং মাস্টার কোহলি।
আসরে ভারতের টানা দ্বিতীয় জয়ের বিপরীতে আফগানদের এটা টানা দ্বিতীয় হার। প্রথম ম্যাচে তারা বাংলাদেশের কাছে ৬ উইকেটে হেরেছিল। ভারত প্রথম ম্যাচে হারিয়েছিল অস্ট্রেলিয়াকে।
এদিন টসজয়ী আফগানদের হয়ে ব্যাট হাতে ভালো শুরু পান প্রায় প্রত্যেকেই। কিন্তু পঁচিশোর্ধো ইনিংস মাত্র শহিদি ও ওমরজাইয়ের। ৮৮ বলে ৮০ রান করেন অধিনায়ক শহিদি। ওমরজাই করেন ৬৯ বলে ৬২। ১০ ওভারে ৩৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা বোলার জাসপ্রিত বুমরাহ। ৭ ওভারে ৪৩ রানে ২টি নেন হার্দিক পান্ডিয়া।
পরপর দুই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে ভারত। দুই ম্যাচ হেরে সবার নিচে আফগানিস্তান। এ নিয়ে বৈশ্বিক আসরে টানা ১৪ ম্যাচ হারল তারা। এর চেয়ে বেশি টানা পরাজয় রয়েছে স্রেফ জিম্বাবুয়ের (১৮)। টানা ১৪ ম্যাচ হারের স্বাদ পেয়েছে স্কটল্যান্ডও।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান
মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’
সীমান্তে প্রতিরোধ ব্যূহ
গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫
ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান
মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন
কানাডা এবং গ্রিনল্যান্ডের বিষয়ে নজর রাখছে রাশিয়া