ঢাকা   মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ২ আশ্বিন ১৪৩১

অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের ধারায় ফিরতে চায় পাকিস্তান

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

২০ অক্টোবর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ২০ অক্টোবর ২০২৩, ১২:০৩ এএম

 

 

আইসিসি ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচে নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কাকে হারালেও তৃতীয় ম্যাচে এসে চিরপ্রতিদ্বন্দ্বি ভারতের সামনে হোঁচট খায় পাকিস্তান। চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারতের কাছে হারলেও চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে জয়ের ধারায় ফিরতে চায় পাকিস্তান। অন্যদিকে বিশ্বকাপে প্রথম দুই হারের পর তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পায় অস্ট্রেলিয়া। এবার তাদের লক্ষ্য টানা দ্বিতীয় জয় তুলে নেয়া। লক্ষ্যপূরণে পাকিস্তানের বিপক্ষে জ্বলে উঠতে মরিয়া অজিরা। এ দুই দল পরস্পরের মুখোমুখি হবে শুক্রবার। ব্যাঙ্গালুরুর এম চিন্মাস্বামী স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচটি।

নেদারল্যান্ডসকে ৮১ রানে হারিয়ে এবারের বিশ^কাপ শুরু করে পাকিস্তান। পরের ম্যাচে বিশ^কাপে রেকর্ড জয়ের নজির গড়ে তারা। শ্রীলঙ্কার ছুঁড়ে দেয়া ৩৪৫ রানের লক্ষ্য ১০ বল বাকী রেখেই স্পর্শ করে ৬ উইকেটের জয় তুলে নেয় বাবর আজম বাহিনী। বিশ^কাপে রান তাড়ায় এটাই নতুন রেকর্ড। এতদিন বিশ^কাপে রান তাড়ায় জয়ের রেকর্ড ছিল আয়ারল্যান্ডের। ২০১১ সালে ব্যাঙ্গালুরুতে ইংল্যান্ডের বিপক্ষে ৩২৮ রান তাড়া করে ম্যাচ জিতে রেকর্ড গড়েছিল আয়ারল্যান্ড। শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের রেকর্ড জয়ে মোহাম্মদ রিজওয়ান অনবদ্য ১৩১ রান ও আব্দুল্লাহ শফিক ১১৩ রান করেন।

প্রথম দুই ম্যাচে শতভাগ সাফল্য পেয়ে চিরপ্রতিদ্বন্দ্বি ভারতের মুখোমুখি হয় পাকিস্তান। তবে আহমেদাবাদে ভারতের কাছে ৭ উইকেটে হেরে যায় তারা। ম্যাচে প্রথমে ব্যাট করে ২ উইকেটে ১৫৫ রান তুলে ভালো অবস্থায় থাকলেও পরে চরম ব্যাটিং বিপর্যয়ে মাত্র ১৯১ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। লক্ষ্য তাড়ায় নেমে রোহিত শর্মারা ৩ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায়।

ভারতের কাছে বড় হারের দুঃস্মৃতি ভুলে অস্ট্রেলিয়া বিপক্ষে ম্যাচে এখন সব মনোযোগ বাবর আজমদের। অজিদের বিপক্ষে জিততে হলে ব্যাটার-বোলারদের জ¦লে উঠতে হবে বলে মনে করেন পাক অধিনায়ক বাবর আজম। বৃহস্পতিবার তিনি বলেন, ‘প্রথম দুই ম্যাচ হারলেও তৃতীয় ম্যাচ জিতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে অস্ট্রেলিয়া। জয়ের ধারা অব্যাহত রাখতে মুখিয়ে থাকবে তারা। আমরা যদি, ব্যাটিং ও বোলিংয়ে শতভাগ উজার করে দিতে পারি তাহলে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পাওয়া অসম্ভব নয়। আমাদের ব্যাটিং-বোলিংয়ে আরও উন্নতি করতে হবে এবং দায়িত্ব নিয়ে খেলতে হবে সবাইকে।’

এদিকে ভারতের কাছে ৬ উইকেটে হারের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ড ১৩৪ রানের ব্যবধানে হেরে যায় অস্ট্রেলিয়া। টানা দুই ম্যাচ হারের পর তৃতীয় ম্যাচে তারা শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে জয়ের দেখা পায়।

অজিদের বিপক্ষে প্রথমে ব্যাট করে উদ্বোধনী জুটিতে ১২৫ রান তুলে ফেলে লঙ্কানরা। এরপর ব্যাটিং ধসে ৮৪ রানে ১০ উইকেট হারায় তারা। অস্ট্রেলিয়ার স্পিনার এডাম জাম্পা ৪ উইকেট নেন। জবাবে ৮৮ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে অজিরা।

শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে উচ্ছসিত অস্ট্রেলিয়া পাকিস্তানের বিপক্ষে আত্মবিশ^াসী হয়েই মাঠে নামবে। টানা দ্বিতীয় ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদি অজি অধিনায়ক প্যাট কামিন্স। তিনি বৃহস্পতিবার বলেন, ‘প্রথম দুই ম্যাচে হারলেও আমরা ভেঙে পড়িনি। খুব দ্রুতই জয়ের দেখা পেতে চেয়েছিলাম। শ্রীলঙ্কার বিপক্ষে জয়টি আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা টানা দ্বিতীয় জয় পেতে পাকিস্তানের বিপক্ষে পুরোপুরি আত্মবিশ^াস নিয়েই মাঠে নামবো। আমি আশাকরি এ ম্যাচেও জয়ের দেখা পাবো।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে পাকিস্তান শিবিরে স্বস্তির হাওয়া বাইছে। জ¦র থেকে সুস্থ হয়ে দলের অনুশীলনে যোগ দিয়েছেন পাকিস্তানের সেরা পেসার শাহিন শাহ আফ্রিদি। প্রথম তিন ম্যাচে বল হাতে খুব বেশি প্রভাব খাটাতে পারেননি আফ্রিদি। এখন পর্যন্ত তিন ম্যাচে ১৩৯ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। আফ্রিদিকে নিয়ে চিন্তা দূর হলেও, জ্বর ও ঠান্ডাজনিত সমস্যায় ভুগছেন শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরিয়ান ওপেনার আব্দুল্লাহ। অজিদের বিপক্ষে তার খেলা নিয়ে সংশয় রয়েছে।

ওয়ানডেতে এখন পর্যন্ত ১০৭ ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। জয়ের পাল্লা ভারী অজিদেরই। ৬৯ ম্যাচে জয় আছে তাদের। পাকিস্তানের জয় ৩৪টিতে। ১টি ম্যাচ টাই ও ৩টি পরিত্যক্ত হয়। এমনকি বিশ^কাপের মঞ্চেও এগিয়ে অস্ট্রেলিয়া। বিশ্বকাপে ১০বারের দেখায় ৬ ম্যাচ জিতেছে অজিরা। ৪টি জয় আছে পাকিস্তানের। সর্বশেষ দুই বিশ^কাপে জিতেছে অস্ট্রেলিয়াই।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ভারতের কাছে হারানো ২০০ একর জমি ফেরত পাচ্ছে বাংলাদেশ

ভারতের কাছে হারানো ২০০ একর জমি ফেরত পাচ্ছে বাংলাদেশ

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেপ্তার

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেপ্তার

যৌথ বাহিনীর অভিযানে ১৩দিনে ১৫৫ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৭২

যৌথ বাহিনীর অভিযানে ১৩দিনে ১৫৫ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৭২

ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবীতে বালাগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মিছিল

ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবীতে বালাগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মিছিল

সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর সাথে সিলেট অনলাইন প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর সাথে সিলেট অনলাইন প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

যশোরে ৪ দিনের বৃষ্টিপাতে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা, বিপর্যস্ত জনজীবন

যশোরে ৪ দিনের বৃষ্টিপাতে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা, বিপর্যস্ত জনজীবন

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান টেকনাফ থেকে গ্রেপ্তার

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান টেকনাফ থেকে গ্রেপ্তার

৪ ধরনের জ্বালানি তেলের দাম কমালো পাকিস্তান

৪ ধরনের জ্বালানি তেলের দাম কমালো পাকিস্তান

তারাকান্দায় সাবেক এমপি শরীফসহ ৫৯ আ’লীগ নেতাকর্মীর নামে মামলা

তারাকান্দায় সাবেক এমপি শরীফসহ ৫৯ আ’লীগ নেতাকর্মীর নামে মামলা

শার্শায় বাবার কোদালের আঘাতে ছেলে নিহত

শার্শায় বাবার কোদালের আঘাতে ছেলে নিহত

গোলাপগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

গোলাপগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবীর র‌্যালিকে কেন্দ্র করে সংঘর্ষ, মসজিদ-মাজার ভাঙচুর, নিহত- ১

কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবীর র‌্যালিকে কেন্দ্র করে সংঘর্ষ, মসজিদ-মাজার ভাঙচুর, নিহত- ১

রিমান্ডে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য হাবিব-বিপ্লব গংদের নির্দেশে পুলিশ নেতা সেজে বিভ্রান্ত করেছিলেন কনস্টেবল জয়

রিমান্ডে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য হাবিব-বিপ্লব গংদের নির্দেশে পুলিশ নেতা সেজে বিভ্রান্ত করেছিলেন কনস্টেবল জয়

ইসলামের বিধি-বিধান প্রতিষ্ঠা হলে ইসলামের প্রকৃত সৌন্দর্য জগতবাসী দেখতে পাবে -মাওলানা আহমদ আবদুল কাইয়ূম

ইসলামের বিধি-বিধান প্রতিষ্ঠা হলে ইসলামের প্রকৃত সৌন্দর্য জগতবাসী দেখতে পাবে -মাওলানা আহমদ আবদুল কাইয়ূম

যানজটের সমাধান খুঁজতে প্রধান উপদেষ্টার নির্দেশ

যানজটের সমাধান খুঁজতে প্রধান উপদেষ্টার নির্দেশ

মহানবী (সঃ) এর আদর্শ অনুসরণ করা হলে কোন রাষ্ট্র প্রধানকে পালাতে হবেনা-মিলাদুন্নবী (সঃ) এর আলোচনা সভায় বক্তারা

মহানবী (সঃ) এর আদর্শ অনুসরণ করা হলে কোন রাষ্ট্র প্রধানকে পালাতে হবেনা-মিলাদুন্নবী (সঃ) এর আলোচনা সভায় বক্তারা

মসজিদ-মাদরাসা কমিটি থেকে ফ্যাসিবাদের সুবিধাভোগীদের বিতাড়িত করতে হবে: আজিজুল হক ইসলামাবাদী

মসজিদ-মাদরাসা কমিটি থেকে ফ্যাসিবাদের সুবিধাভোগীদের বিতাড়িত করতে হবে: আজিজুল হক ইসলামাবাদী

প্রশাসক হতে চান শিক্ষকরা, ঠেকাতে একাট্টা ৪ সংগঠন

প্রশাসক হতে চান শিক্ষকরা, ঠেকাতে একাট্টা ৪ সংগঠন

বাংলাদেশের এই দলকে সেরা বললেন হার্শা

বাংলাদেশের এই দলকে সেরা বললেন হার্শা