রান তাড়ার রেকর্ড গড়েই শ্রীলঙ্কার প্রথম
২১ অক্টোবর ২০২৩, ০৭:০৪ পিএম | আপডেট: ২১ অক্টোবর ২০২৩, ০৭:২৬ পিএম
শুরুর ধাক্কা সামলে লোয়ার মিডলঅর্ডারদের দৃঢ়তায় লড়াইয়ের পুঁজি পেয়েছিল নেদারল্যান্ডস। কিন্তু বোলাররা সেই সংগ্রহকে যথেষ্ঠ বানাতে পারলেন না। দিলশান মাদুশানকা ও কাসুন রাজিথার দুর্দান্ত বোলিংয়ের পর সাদিরা সামারাবিক্রমার ব্যাটে ডাচদের হারিয়ে এবারের বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পেল শ্রীলঙ্কা।
আসরের ১৯তম ম্যাচে লক্ষ্ণৌতে শনিবারের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৫ উইকেটে হারায় লঙ্কানরা। ২৬৩ রানের লক্ষ্যে ১০ বল হাতে রেখে পৌঁছে যায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।
এই মাঠে এটিই সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড। আগের রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজের। ২০১৯ সালের নভেম্বরে আফগানিস্তানের দেওয়া ২৪৯ রানের লক্ষ্য ৫ উইকেট হাতে রেখে পূরণ করেছিল ক্যারিবীয়ানরা।
টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল শ্রীলঙ্কা। সমান সংখ্যক ম্যাচে নেদারল্যান্ডসের তৃতীয় হার এটি।
লঙ্কানদের জয়ের নায়ক সামারাবিক্রমা। ১০৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়া দলকে জয়ের বন্দরে নিয়ে যান তিনিই। চারে নেমে ১০৭ বলে অপরাজিত ৯১ রানের ইনিংস খেলেন এই ডানহাতি ব্যাটার। এসময় দুটি ত্রিশোর্ধো ইনিংসে চারিথ আসালাঙ্কা (৬৬ বলে ৪৪) ও ধরাঞ্জয়া ডি সিলভা (৩৭ বলে ৩০) এবং৫২ বলে ৫৪ রান করা ওপেনার পাথুম নিশানকা তাকে দারুণ সঙ্গ দেন।
নেদারল্যান্ডসের সফলতম বোলার আরিয়ান দত্ত। ৪৪ রানে ৩ উইকেট নেন এই ডানহাতি অফস্পিনার। তার কল্যাণেই যা একটু লড়াই করে কমলা জার্সিধারীরা।
কুসল পেরেরাকে শর্ট থার্ডম্যানে ক্যাচ বানিয়ে প্রথম আঘাত তানেন আরিয়ানই। দুর্দান্ত ফর্মে থাকা কুসল মেন্ডিসকে কট বিহাইন্ড করেন তিনি। অধিনায়ককে হারিয়ে চাপে পড়ে দল।
এরপর নিশানকাকে নিয়ে ৫২, আসালাঙ্কাকে নিয়ে ৭৭ ও ধনাঞ্জয়াকে নিয়ে ৭৬ রানের জুটিতে নেতৃত্ব দেন সামারাবিক্রমা।১০৭ বলে ৯১ রানের ইনিংসটি ৭টি চারের সাহায্যে সাজান তিনি।
এর আগে মাদুশানকা ও রাজিথার বোলিং তোপে একশ’র আগেই ছয় উইকেট হারিয়ে ফেলেছিল নেদারল্যান্ডস। সপ্তম উইকেটে বিশ্বকাপের রেকর্ড জুটি গড়লেন সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট ও লোগান ফন ভিক। দুজনের ফিফটিতে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দেয় ডাচরা। ২ বল বাকি থাকতে ২৬২ রানে অলআউট হয় তারা।
নতুন বলে দুর্দান্ত ছিলেন মাদুশনকা আর রাজিথা। লাইন লেন্থের সাথে সুইং আদায় করে নেন এই দুই পেসার। দুজনেই তুলে নেন চারটি করে উইকেট। তাদের তোপে ১ উইকেটে ৪৮ থেকে ৯১ রানে ষষ্ঠ উইকেট হারায় নেদারল্যান্ডস।
এরপরই লঙ্কানদের সামনে প্রতিরোধ গড়ে তোলেন এঙ্গেলব্রেখট ও ফন ভিক। সপ্তম উইকেটে তারা গড়েন ১৪৩ বলে ১৩০ রানের অসাধারণ জুটি। বিশ্বকাপে সপ্তম উইকেটে এটিই এখন সর্বোচ্চ রানের জুটি।
বোলিংয়ে ফিরেই এঙ্গেলব্রেখটকে বোল্ড করে জুটি ভাঙেন মানুশনকা। স্ক্রুপ করতে গিয়ে স্টাম্প ছিটকে যায় এঙ্গেলব্রেখটের। এর আগে ৮২ বলে ৪টি চার ও এক ছক্কায় ৭০ রানের দারুণ ইনিংস খেলেন তিনি।
ফন ভিককে ডিপ মিড উইকেটে ক্যাচ বানান রাজিথা। এর আগে ৭৫ বলে একটি করে ছক্কা চারে করেন ৫৯ রান। ততক্ষণে আড়াইশ পেরিয়ে গেছে দলীয় সংগ্রহ।
ডাচদের সংগ্রহে মিস্টার এক্সট্রার অবদানও কম নয়। তৃতীয় সর্বোচ্চ ৩৩ রান এসেছে অতিরিক্ত খাত থেকে। এছাড়া বিশোর্ধা ইনিংস একটি। তিনে নামা কলিন আকারমানের ৩১ বলে ২৯।
বিক্রমজিত সিংকে এলবিডব্লিউ করে চতুর্থ ওভারে প্রথম আঘাত হানেন রাজিথা। আকারম্যান দ্বিতীয় উইকেটে ম্যাক্স ও’দাউদকে নিয়ে শুরুর ধাক্কা সামাল দিয়ে না উঠতেই আবারও আঘাত হানেন রাজিথা।
রাজিথা ৪ উইকেট নেন ৫০ রানে। ৪৯ রানে ৪টি শিকার ধরেন মাদুশনকা।
আগামী বৃহস্পতিবার ব্যাঙ্গালুরুতে শ্রীলঙ্কার প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। আগের দিন দিল্লিতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ডাচরা।
সংক্ষিপ্ত স্কোর
নেদারল্যান্ডস: ৪৮.৪ ওভারে ২৬২ (বিক্রমজিত ৪, দাউদ ১৬, আকারমান ২৯, ডি লিডে ৬, নিদামানুরু ৯, এডওয়ার্ডস ১৬, এঙ্গেলব্রেখট ৭০, ফন ভিক ৫৯, রোলফ ৭, আরিয়ান ৯*, মিকেরেন ৪; অতিরিক্ত ৩৩; মাদুশানকা ৯.৪-১-৪৯-৪, রাজিথা ৯-০-৫০-৪, করুনারত্নে ৯-১-৫৮-০, থিকশানা ১০-০-৪৪-১, হেমন্ত ৮-০-৪২-০, ধনাঞ্জয়া ৪-০-১৩-০)।
শ্রীলঙ্কা: ৪৮.২ ওভারে ২৬৩/৫ (নিশানকা ৫৪, পেরেরা ৫, মেন্ডিস ১১, সামারাবিক্রমা ৯১*, আসালাঙ্কা ৪৪, ধনাঞ্জয়া ৩০, হেমন্ত ৪*; অতিরিক্ত ২৪; আরিয়ান ১০-০-৪৪-৩, লোগান ১০-০-৫৭-০, পল ৮-১-৩৯-১, লিডে ৩-০-২৯-০, রোলফ ৯-০-৪২-০, আকারমান ৮.২-০-৩৯-১)।
ফল: শ্রীলঙ্কা ৫ উইকেটে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: সাদিরা সামারাবিক্রমা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
কোরআন তেলাওয়াত আমাদের হৃদয়ে প্রশান্তি দান করে: কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ
ড. ইউনূসের ৫ মামলা বাতিলের রায়ে আইনি দুর্বলতা পাননি আপিল বিভাগ
শেরপুরে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত
চুয়াডাঙ্গা শহরের জান্নাতুল মাওলা কবরস্থান থেকে হাত-পা মুখ বাঁধা অবস্থায় এক অচেতন সেনা সদস্য উদ্ধার
আফগানিস্তানে এবার ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের
মাওলানা মামুনুল হক আমির জালালুদ্দীন মহাসচিব নির্বাচিত
বসুন্ধরায় ফ্যাশন ব্রান্ড ‘হিজাবিয়ানা’র আউটলেট উদ্বোধন
‘সরকার এতই যোগ্য যে, থানা থেকে ওসি পালিয়ে যায় কিন্তু টেরই পায় না’: মাহমুদুর রহমান মান্না
সাংবাদিকতা হতে হবে পুরো সত্য, আংশিক নয়: কাদের গনি চৌধুরী
জিয়া পরিবারের জন্য বাংলাদেশের অস্তিত্ব টিকে আছে - যুবদল নেতা রেজাউল কবীর পল
বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন অভিশংসিত প্রেসিডেন্ট
কুষ্টিয়ায় ৮ ঘন্টার ব্যবধানে দুটি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত-৩
তারেক রহমানকে আমন্ত্রণ জানালেন ডোনাল্ড ট্রাম্প
২০২৪ সালে সড়কে নিহত ৭ হাজারের বেশি, দায় নিলেন সড়ক উপদেষ্টা
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
মাদারীপুরের কালকিনিতে মটরসাইকেলের ধাক্কায় কিশোর নিহত
ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিলেটে একটি হাসপাতাল উদ্বোধন করলেন ড. ইউনুস
বাংলাদেশ মাঠ প্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতি টাঙ্গাইল জেলা শাখার কমিটি গঠন
জানুয়ারির মধ্যেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে : ড. বিধান রঞ্জন
মুকসুদপুর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বিএনপির দু গ্রুপের সভা হয়নি গোটা উপজেলার পরিবেশ শান্ত