পাকিস্তানকে উড়িয়ে আফগানিস্তানের রেকর্ড
২৪ অক্টোবর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ২৪ অক্টোবর ২০২৩, ১২:০৩ এএম
শক্ত ভিত গড়ে দিলেন দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। তার উপর দাড়িয়ে দারুণ দায়িত্বশীল ইনিংস খেললেন রহমত শাহ ও অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি। রান তাড়ায় নিজেদের রেকর্ড গড়ে পাকিস্তানকে উড়িয়ে দিল আফগানিস্তান।
চলমান আইসিসি ওয়ানডে বিশ্বকাপে ২২তম ম্যাচে সোমবার আফগানদের জয় ৮ উইকেটে। চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে পাকিস্তানের ছুড়ে দেওয়া ২৮২ রানের লক্ষ্য ৬ বল হাতে রেখে পূরণ করে হাশমতউল্লাহ শাহিদির দল।
ওয়ানডেতে এটিই আফগানিস্তানের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। আগের রেকর্ড ছিল ২৭৬ রানের, ইউনাইটেড আবর আমিরাতের বিপক্ষে ২০১৪ সালে। এছাড়া একদিনের ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে আফগানদের প্রথম জয়ও এটি। দুই দলের আগের সাত ম্যাচেই জিতেছিল পাকিস্তান।
আসরে প্রথম দুই ম্যাচে জয়ের পর টানা তিনটি হেরে সেমি-ফাইনালের স্বপ্নে বড় ধাক্কা খেল পাকিস্তান।
পাকিস্তানকে ম্যাচে ফেরার কোনো সুযোগই দেয়নি আফগানিস্তান। বিশ্বকাপে এই প্রথম এক আসরে দুই ম্যাচে জয় পেল তারা। এ নিয়ে বিশ্বকাপে নিজেদের সবশেষ তিন ম্যাচের মধ্যে বর্তমান ও সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে চমক উপহার দিল দলটি।
আফগানদের জয়ের মূল কারিগর ইব্রাহিম। রহমানউল্লাহর সাথে ১৩০ রানের উদবোধনী জুটি গড়েন তিনি। রহমানউল্লাহ ৫৩ বলে ৬৫ রানের দারুণ ইনিংস খেলে ফিরলেও দ্বিতীয় উইকেটে রহমতকে নিয়ে ৬০ রানের জুটি গড়েন ইব্রাহিম। খেলেন ১১৩ বলে ৮৭ রানের কাব্যিক ইনিংস। যখন আউট হন দল তখন জয়ের জন্য শক্ত ভিতে দাঁড়িয়ে।
বাকি কাজ নিপুণ হাতে সারেন রহমত ও শাহিদি। তৃতীয় উইকেটে ৯৩ বলে অবিচ্ছিন্ন ৯৬ রানের জুটিতে জয় নিয়ে মাঠ ছাড়েন তারা।
তিনে নামা রহমত অপরাজিত থাকেন ৮৪ বলে ৭৭ রানে। শাহিদি করেন ৪৫ বলে অপরাজিত ৪৮ রান।
পাকিস্তানের নির্বিষ বোলিং আর বাজে ফিল্ডিংও আফগানদের জয়ে সহায়তা করেছে অনেক। নতুন বলে এদিনও কার্যকর ছিলেন না শাহিন শাহ আফ্রিদি, হাসান আলিরা। হারিস রউফ এদিনও ছিলেন খরুচে। উইকেটের দেখা পাননি তিন স্পিনার উসামা মির শাদাব খান ও ইফতিখার আহমেদরা।
আসরের পঞ্চম ম্যাচে তৃতীয় পরাজয়ের স্বাদ পাওয়া তাই পাকিস্তানের জন্য একবারেই অস্বাভাবিক ছিল না। বিপরীতে ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে দুর্দান্ত খেলার পুরষ্কারই পেয়েছে আফগানিস্তান।
পাঁচ ম্যাচে আফগানদের দ্বিতীয় জয় এটি। ৪ পয়েন্ট নিয়ে তারা ১০ দলের তালিকায় ছয়ে। সমান পয়েন্ট নিয়ে নেট রান রেটে এগিয়ে পাঁচে পাকিস্তান।
পাকিস্তানের ইনিংসের মূল কারিগর বাবর। তিনে নেমে এই ডানহাতি খেলেছেন ৯২ বলে ৭৪ রানের ইনিংস। ওপেনার আব্দুল্লাহ শফিক করেন ৭৫ বলে ৫৮ রান। শেষ দিকে ইফতিখার ২৭ বলে ৪০ ও শাদাব ৩৮ বলে ৪০ রান করেন। শেষ ১০ ওভারে ৯১ রান তোলে পাকিস্তান।
বিশ্বকাপ অভিষেকে দারুণ বোলিং করেন নুর আহমদ। এই ১৮ বছর বয়সী স্পিনার ১০ ওভারে ৪৯ রানে নেন ৩ উইকেট। দুটি নেন পেসার নাভিন উল হক। ১০ ওভারে স্রেফ ৩১ রানে ১ উইকেট নেন মোহাম্মদ নবি।
পাকিস্তান: ৫০ ওভারে ২৮২/৭ (আব্দুল্লাহ ৫৮, ইমাম ১৭, বাবর ৭৪, রিজওয়ান ৮, সাউদ ২৫, শাদাব ৪০, ইফতিখার ৪০, শাহিন ৩*; অতিরিক্ত ১৭; নাভিন ৭-০-৫২-২, মুজিব ৮-০-৫৫-০, নবি ১০-০-৩১-১, আজমতউল্লাহ ৫-০-৫০-১, রশিদ ১০-০-৪১-০, নুর ১০-০-৪৯-৩)।
আফগানিস্তান: ৪৯ ওভারে ২৮৬/২ ( রহমানউল্লাহ ৬৫, ইব্রাহিম ৮৭, রহমত …, হাশমতউল্লাহ …; অতিরিক্ত ৯; শাহিন ১০-০-৫৮-১, হাসান ১০-১-৪৪-১, হারিস ৮-১-৫৩-০, উসমান ৮-০-৫৫-০, শাদাব: ৮-০-৪৯-০, ইফতিখার ৫-০-২৭-০)।
ফল: আফগানিস্তান ৮ উইকেটে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: ইব্রাহিম জাদরান।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
পথশিশুদের নিয়ে বিপিএলের ট্রফি উন্মোচন
তামিমকে বিসিবির ধন্যবাদ
গণহত্যাকারীদের বিচারিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করা হচ্ছে: সারজিস
দ্বিতীয় চালানে ভারত থেকে এলো ২৭ হাজার টন চাল
গাঁজা সেবনের অভিযোগে নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থীকে শাস্তি
উইন্ডিজ সিরিজে পাকিস্তান দলে ৭ পরিবর্তন, নেই আফ্রিদি
সুইজারল্যান্ডে গ্লোবাল এসএমই সামিট অনুষ্ঠিত হবে আগামী ২৩-২৫ এপ্রিল
ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা অপরিসিম : সিলেটে কাইয়ুম চৌধুরী
ডার্ক ওয়েবে গ্রাহকের তথ্য বিক্রির অভিযোগ : সিটি ব্যাংকের ব্যাখ্যা
মার্কেন্টাইল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৫’ অনুষ্ঠিত
গফরগাঁওয়ে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধুর মৃত্যু
কর্মীদের বীমা সুরক্ষা প্রদানে ঢাকা ব্যাংক ও মেটলাইফের চুক্তি স্বাক্ষর
পাঠ্যবইয়ে নাম যুক্ত হওয়ায় আমার চেয়ে পরিবার বেশি খুশি: নিগার
স্ট্যান্ডার্ড ব্যাংকের বার্ষিক ব্যবসায় সম্মেলন- ২০২৫ অনুষ্ঠিত
শৈত্যপ্রবাহ প্রশমিত হওয়ার আভাস, বাড়বে রাত-দিনের তাপমাত্রা
বগুড়ায় শিবিরের সাবেক কর্মী সাথী ও সদস্যদের মিলন মেলায় রাফিকুল ইসলাম খান
ক্যাম্পাসভিত্তিক জুলাইয়ের ইতিহাস লিপিবদ্ধ করে রাখার আহ্বান প্রেস সচিবের
শিবালয়ে নিখোঁজের ৫ দিন পর পদ্মায় ভেসে উঠলো বারেক মেম্বরের লাশ
অস্ট্রেলিয়ান ওপেন: যাদের উপর থাকবে নজর
এবি পার্টির কাউন্সিলে মির্জা ফখরুল ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা পেয়েছি