বাংলাদেশের পর অনুশীলন বাতিল করল শ্রীলঙ্কাও

দিল্লির দূষণে হুমকিতে বিশ্বকাপের ম্যাচ!

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

০৫ নভেম্বর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৩, ১২:০৪ এএম

এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) জানাচ্ছে, দিল্লির বায়ু এখন বিপজ্জনক পর্যায়ের। গতকাল বেলা ১২টায় একিআই রেকর্ড করা হয়েছে ৪০৭। যারা গুরুতর পর্যায়ের। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড জানিয়েছে, এই মাত্রা অব্যাহত থাকতে পারে আরও দুদিন। অর্থাৎ আগামীকাল বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের দিনও থাকছে প্রবল বায়ু দূষণের শঙ্কা। এমনিতে দিল্লির জনজীবন চলছে স্বাভাবিক। তবে শিশুদের স্বাস্থ্যের কথা ভেবে প্রাথমিক স্কুল বন্ধ রাখা হয়েছে শুক্রবার থেকে। আজ এমনিতেই ছুটির দিন। আগামীকাল পর্যন্তও আবহাওয়ার অবস্থা দেখে কাজে বেরুবেন মানুষ। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে এদিন বেলা আড়াইটায় শুরু হওয়ার কথা বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ। এই ম্যাচ নিয়ে কি কোন শঙ্কা থাকছে? আইসিসির মিডিয়া বিভাগের এক কর্মকর্তা জানালেন, আপাতত তেমন কিছু নেই। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ চলমান থাকবে। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির এক মুখপাত্র ইএসপিএনক্রিকইনফোকে বলেছেন, ‘অংশ নেওয়া সব দলকে ভালো রাখার ব্যাপারটি দেখভাল করছে আইসিসি এবং আমাদের আয়োজক বিসিসিআই। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে আমরা বিশেষজ্ঞ মতামত নিচ্ছি।’

আগের দিন অনুশীলনের কথা থাকলেও বায়ু দূষণের কথা ভেবে আর হোটেল থেকে বের হয়নি বাংলাদেশ দল। গতকাল সন্ধ্যা ৬টা থেকে ম্যাচ ভেন্যুতে অনুশীলনে নামেন মাকিব-মুশফিকরা। আজ অনুশীলনের সূচি ঠিক করা আছে স্থানীয় সময় বেলা দুইটা থেকে।

২০১৯ সালে বাংলাদেশ-ভারত প্রথম টি-টোয়েন্টির আগেও দিল্লিতে বায়ু দূষণ জাগিয়েছিল শঙ্কা। মাস্ক পরে ওয়ার্মআপ করতে দেখা গিয়েছিল বাংলাদেশের কয়েকজন ক্রিকেটারকে। তবে পরে সময়মতই হয় ম্যাচ। গতকাল এই প্রতিবেদন লেখা পর্যন্ত দিল্লির আকাশ ছিল ধোঁয়াশায় ভরপুর। পরিস্থিতি বিবেচনায় দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রায়কেও নিয়মিত ব্রিফ করতে হচ্ছে। তার দপ্তরের পক্ষ থেকে এদিন কি ধরণের গাড়ি বাইরে বের করা যাবে তার নির্দেশনা দেওয়া হয়েছে।

এই পরিস্থিতির সঙ্গে গত বেশ ক’বছর ধরে পরিচিত দিল্লির মানুষ। জানা যায় দিল্লির আশেপাশের কিছু রাজ্য ও দিল্লি রাজ্যের কিছু প্রত্যন্ত এলাকায় ফসলের নাড়া পোড়ানো হয় এই সময়ে। একর একর জমিতে পুড়তে থাকার নাড়ার ধোঁয়ার কুণ্ডলি এসে জমা হয়ে যায় ভারতের রাজধানী শহরে। কয়েকদিন পর দীপাবলি শুরু হলে পটকা, আতশবাজিও তৈরি করবে বায়ুর নাজুক পরিস্থিতি।

এদিকে বাংলাদেশের মতো শ্রীলঙ্কা ক্রিকেট দলও হেঁটেছে সেই একই পথে। গতকাল বিকেলে অরুণ জেটলি স্টেডিয়ামে অনুশীলন বাতিল করেছে শ্রীলঙ্কা। দিল্লির বায়ুদূষণ থেকে রক্ষা পেতে দলীয় চিকিৎসকের পরামর্শে এ সিদ্ধান্ত নিয়েছে তারা। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের দিন বায়ুদূষণকে আবহাওয়ার মতোই আমলে নেওয়া হবে। মানে বৃষ্টি কিংবা অন্য কারণে ম্যাচ যেমন বন্ধ থাকে কিংবা বাতিল হয়, তেমনি বায়ুদূষণের ব্যাপারটিও একইভাবে বিবেচনা করা হবে। ম্যাচ অফিশিয়ালরা আগে বুঝবেন, বায়ুদূষণের মধ্যে কন্ডিশন খেলার উপযোগী কি না। ভারত সরকারের এয়ার কোয়ালিটি ট্র্যাকিং ওয়ার্নিং সিস্টেম জানিয়েছে, গতকাল একিউইআইয়ের মাত্রা অনেক বেশি ছিল এবং এই মাত্রা শঙ্কাজনক জায়গায় থাকতে পারে ৭ নভেম্বর পর্যন্ত।

গত বৃহস্পতিবার থেকে দিল্লিতে বায়ুদূষণের জন্য জরুরি অবস্থা জারি করা হয়। শহরটির কিছু জায়গায় একিউআই অনুযায়ী দূষণের স্কোর ৪০০ টপকে যাওয়ায় স্কুল দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়। নির্মাণকাজ এবং রাস্তাঘাটে গাড়ি চলাচলেও বিধিনিষেধ আরোপ করা হয়।

শ্রীলঙ্কা দলের বেশ কিছু খেলোয়াড় এর আগে দিল্লির বায়ুদূষণের মধ্যে ক্রিকেট খেলেছেন। ২০১৭ সালে এই মাঠে টেস্ট খেলেছে শ্রীলঙ্কা। সে ম্যাচে কয়েকজন খেলোয়াড় বমি করতে করতে মাঠ ছেড়েছিলেন। অন্যদের শ্বাস নিতে সমস্যা হওয়ায় মাঠেই চিকিৎসাসেবা নেন। শ্রীলঙ্কা দলের অন্তত পাঁচ ক্রিকেটার মাস্ক পরে ফিল্ডিং করেছিলেন।

বিশ্বকাপে বায়ুদূষণের প্রভাব অবশ্য এটিই প্রথম নয়। এর আগে মুম্বাইয়ের বায়ু নিয়ে কথা বলেছিলেন ইংল্যান্ড ব্যাটসম্যান জো রুট, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে নিশ্বাস নিতে সমস্যা হওয়ার কথাও জানিয়েছিলেন তিনি। দিল্লি ও মুম্বাইয়ের বায়ুদূষণ নিয়ে শঙ্কা প্রকাশ করেন ভারতের অধিনায়ক রোহিত শর্মাও। ভবিষ্যৎ প্রজন্ম যেন ‘কোনো ভয় ছাড়া’ বাঁচতে পারে, সে বিষয়ে গুরুত্ব দেন রোহিত। ভারতের ক্রিকেট বোর্ডও (বিসিসিআই) জানিয়েছে, বায়ুদূষণ রোধে মুম্বাই ও দিল্লিতে বাকি থাকা ম্যাচগুলোতে আলোক প্রদর্শনীর আয়োজন করা হবে না।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

যশোরে চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের চাকুরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন

যশোরে চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের চাকুরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন

অপরাধী যদি আমার ভাই হয় তাকেও ছাড় দিবেন না সিরাজদিখানে- কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

অপরাধী যদি আমার ভাই হয় তাকেও ছাড় দিবেন না সিরাজদিখানে- কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

আবারও সিলেটের নায়ক জাকির, খুলনার টানা দ্বিতীয় হার

আবারও সিলেটের নায়ক জাকির, খুলনার টানা দ্বিতীয় হার

মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল চালক নিহত

মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল চালক নিহত

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুষ্টিয়ার আলফা মোড়ে সিএনজি স্ট্যান্ড’ নাম দিয়ে চাঁদাবাজি

কুষ্টিয়ার আলফা মোড়ে সিএনজি স্ট্যান্ড’ নাম দিয়ে চাঁদাবাজি

জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা : বহিস্কার হলেন শাবির ২৯ শিক্ষার্থী

জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা : বহিস্কার হলেন শাবির ২৯ শিক্ষার্থী

জনপ্রশাসন সংস্কার কমিশনের মেয়াদ বাড়লো ১৬ দিন

জনপ্রশাসন সংস্কার কমিশনের মেয়াদ বাড়লো ১৬ দিন

সাতক্ষীরা সীমান্তে ধান চাষে বিএসএফের বাধা, পতাকা বৈঠক অনুষ্ঠিত

সাতক্ষীরা সীমান্তে ধান চাষে বিএসএফের বাধা, পতাকা বৈঠক অনুষ্ঠিত

পিলখানা হত্যাকাণ্ডের নায়কদের শাস্তি ও ৩ দফা দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন

পিলখানা হত্যাকাণ্ডের নায়কদের শাস্তি ও ৩ দফা দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন

ইরানের নতুন আত্মঘাতী ড্রোনে আতঙ্কে ইসরাইল!

ইরানের নতুন আত্মঘাতী ড্রোনে আতঙ্কে ইসরাইল!

চাকুরিচ্যুত বিডিআরদের চাকুরিতে পুনর্বহালের দাবি ডিসিকে স্মারক লিপি

চাকুরিচ্যুত বিডিআরদের চাকুরিতে পুনর্বহালের দাবি ডিসিকে স্মারক লিপি

গোপালগঞ্জে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন

গোপালগঞ্জে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন

পটুয়াখালী প্রেসক্লাবের আহবায়ক কমিটিকে “আমরা -৮৪”-বন্ধুদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা

পটুয়াখালী প্রেসক্লাবের আহবায়ক কমিটিকে “আমরা -৮৪”-বন্ধুদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা

বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্যে সাক্ষাৎ

বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্যে সাক্ষাৎ

কেরানীগঞ্জে স্বেচ্ছাসেবকদল সভাপতির বিরুদ্ধে মার্কেট দখলের অভিযোগ

কেরানীগঞ্জে স্বেচ্ছাসেবকদল সভাপতির বিরুদ্ধে মার্কেট দখলের অভিযোগ

সরকারী ট্রেনের শিডিউল বিপর্যয়ের সুবিধা নিচ্ছে বেসরকারি ট্রেন কোম্পানি

সরকারী ট্রেনের শিডিউল বিপর্যয়ের সুবিধা নিচ্ছে বেসরকারি ট্রেন কোম্পানি

একযুগ পর জাপান প্রবাসী দূলাল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছায় বরণ করলো এলাকাবাসী

একযুগ পর জাপান প্রবাসী দূলাল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছায় বরণ করলো এলাকাবাসী

কি‌শোরগ‌ঞ্জে দুই গ্রু‌পের সংঘ‌র্ষে ইউ‌নিয়ন বিএন‌পির সভাপ‌তি নিহত আহত ৫

কি‌শোরগ‌ঞ্জে দুই গ্রু‌পের সংঘ‌র্ষে ইউ‌নিয়ন বিএন‌পির সভাপ‌তি নিহত আহত ৫

নতুন করে ভ্যাট আরোপ হবে সরকারের নির্দয় সিদ্ধান্ত : জিএম কাদের

নতুন করে ভ্যাট আরোপ হবে সরকারের নির্দয় সিদ্ধান্ত : জিএম কাদের