ঢাকা   বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১
বাংলাদেশের পর অনুশীলন বাতিল করল শ্রীলঙ্কাও

দিল্লির দূষণে হুমকিতে বিশ্বকাপের ম্যাচ!

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

০৫ নভেম্বর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৩, ১২:০৪ এএম

এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) জানাচ্ছে, দিল্লির বায়ু এখন বিপজ্জনক পর্যায়ের। গতকাল বেলা ১২টায় একিআই রেকর্ড করা হয়েছে ৪০৭। যারা গুরুতর পর্যায়ের। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড জানিয়েছে, এই মাত্রা অব্যাহত থাকতে পারে আরও দুদিন। অর্থাৎ আগামীকাল বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের দিনও থাকছে প্রবল বায়ু দূষণের শঙ্কা। এমনিতে দিল্লির জনজীবন চলছে স্বাভাবিক। তবে শিশুদের স্বাস্থ্যের কথা ভেবে প্রাথমিক স্কুল বন্ধ রাখা হয়েছে শুক্রবার থেকে। আজ এমনিতেই ছুটির দিন। আগামীকাল পর্যন্তও আবহাওয়ার অবস্থা দেখে কাজে বেরুবেন মানুষ। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে এদিন বেলা আড়াইটায় শুরু হওয়ার কথা বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ। এই ম্যাচ নিয়ে কি কোন শঙ্কা থাকছে? আইসিসির মিডিয়া বিভাগের এক কর্মকর্তা জানালেন, আপাতত তেমন কিছু নেই। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ চলমান থাকবে। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির এক মুখপাত্র ইএসপিএনক্রিকইনফোকে বলেছেন, ‘অংশ নেওয়া সব দলকে ভালো রাখার ব্যাপারটি দেখভাল করছে আইসিসি এবং আমাদের আয়োজক বিসিসিআই। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে আমরা বিশেষজ্ঞ মতামত নিচ্ছি।’

আগের দিন অনুশীলনের কথা থাকলেও বায়ু দূষণের কথা ভেবে আর হোটেল থেকে বের হয়নি বাংলাদেশ দল। গতকাল সন্ধ্যা ৬টা থেকে ম্যাচ ভেন্যুতে অনুশীলনে নামেন মাকিব-মুশফিকরা। আজ অনুশীলনের সূচি ঠিক করা আছে স্থানীয় সময় বেলা দুইটা থেকে।

২০১৯ সালে বাংলাদেশ-ভারত প্রথম টি-টোয়েন্টির আগেও দিল্লিতে বায়ু দূষণ জাগিয়েছিল শঙ্কা। মাস্ক পরে ওয়ার্মআপ করতে দেখা গিয়েছিল বাংলাদেশের কয়েকজন ক্রিকেটারকে। তবে পরে সময়মতই হয় ম্যাচ। গতকাল এই প্রতিবেদন লেখা পর্যন্ত দিল্লির আকাশ ছিল ধোঁয়াশায় ভরপুর। পরিস্থিতি বিবেচনায় দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রায়কেও নিয়মিত ব্রিফ করতে হচ্ছে। তার দপ্তরের পক্ষ থেকে এদিন কি ধরণের গাড়ি বাইরে বের করা যাবে তার নির্দেশনা দেওয়া হয়েছে।

এই পরিস্থিতির সঙ্গে গত বেশ ক’বছর ধরে পরিচিত দিল্লির মানুষ। জানা যায় দিল্লির আশেপাশের কিছু রাজ্য ও দিল্লি রাজ্যের কিছু প্রত্যন্ত এলাকায় ফসলের নাড়া পোড়ানো হয় এই সময়ে। একর একর জমিতে পুড়তে থাকার নাড়ার ধোঁয়ার কুণ্ডলি এসে জমা হয়ে যায় ভারতের রাজধানী শহরে। কয়েকদিন পর দীপাবলি শুরু হলে পটকা, আতশবাজিও তৈরি করবে বায়ুর নাজুক পরিস্থিতি।

এদিকে বাংলাদেশের মতো শ্রীলঙ্কা ক্রিকেট দলও হেঁটেছে সেই একই পথে। গতকাল বিকেলে অরুণ জেটলি স্টেডিয়ামে অনুশীলন বাতিল করেছে শ্রীলঙ্কা। দিল্লির বায়ুদূষণ থেকে রক্ষা পেতে দলীয় চিকিৎসকের পরামর্শে এ সিদ্ধান্ত নিয়েছে তারা। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের দিন বায়ুদূষণকে আবহাওয়ার মতোই আমলে নেওয়া হবে। মানে বৃষ্টি কিংবা অন্য কারণে ম্যাচ যেমন বন্ধ থাকে কিংবা বাতিল হয়, তেমনি বায়ুদূষণের ব্যাপারটিও একইভাবে বিবেচনা করা হবে। ম্যাচ অফিশিয়ালরা আগে বুঝবেন, বায়ুদূষণের মধ্যে কন্ডিশন খেলার উপযোগী কি না। ভারত সরকারের এয়ার কোয়ালিটি ট্র্যাকিং ওয়ার্নিং সিস্টেম জানিয়েছে, গতকাল একিউইআইয়ের মাত্রা অনেক বেশি ছিল এবং এই মাত্রা শঙ্কাজনক জায়গায় থাকতে পারে ৭ নভেম্বর পর্যন্ত।

গত বৃহস্পতিবার থেকে দিল্লিতে বায়ুদূষণের জন্য জরুরি অবস্থা জারি করা হয়। শহরটির কিছু জায়গায় একিউআই অনুযায়ী দূষণের স্কোর ৪০০ টপকে যাওয়ায় স্কুল দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়। নির্মাণকাজ এবং রাস্তাঘাটে গাড়ি চলাচলেও বিধিনিষেধ আরোপ করা হয়।

শ্রীলঙ্কা দলের বেশ কিছু খেলোয়াড় এর আগে দিল্লির বায়ুদূষণের মধ্যে ক্রিকেট খেলেছেন। ২০১৭ সালে এই মাঠে টেস্ট খেলেছে শ্রীলঙ্কা। সে ম্যাচে কয়েকজন খেলোয়াড় বমি করতে করতে মাঠ ছেড়েছিলেন। অন্যদের শ্বাস নিতে সমস্যা হওয়ায় মাঠেই চিকিৎসাসেবা নেন। শ্রীলঙ্কা দলের অন্তত পাঁচ ক্রিকেটার মাস্ক পরে ফিল্ডিং করেছিলেন।

বিশ্বকাপে বায়ুদূষণের প্রভাব অবশ্য এটিই প্রথম নয়। এর আগে মুম্বাইয়ের বায়ু নিয়ে কথা বলেছিলেন ইংল্যান্ড ব্যাটসম্যান জো রুট, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে নিশ্বাস নিতে সমস্যা হওয়ার কথাও জানিয়েছিলেন তিনি। দিল্লি ও মুম্বাইয়ের বায়ুদূষণ নিয়ে শঙ্কা প্রকাশ করেন ভারতের অধিনায়ক রোহিত শর্মাও। ভবিষ্যৎ প্রজন্ম যেন ‘কোনো ভয় ছাড়া’ বাঁচতে পারে, সে বিষয়ে গুরুত্ব দেন রোহিত। ভারতের ক্রিকেট বোর্ডও (বিসিসিআই) জানিয়েছে, বায়ুদূষণ রোধে মুম্বাই ও দিল্লিতে বাকি থাকা ম্যাচগুলোতে আলোক প্রদর্শনীর আয়োজন করা হবে না।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে হত্যা মামলায় আরও একজনসহ গ্রেপ্তার ৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে হত্যা মামলায় আরও একজনসহ গ্রেপ্তার ৬

সাধ্যের বাইরে গিয়ে মা-বাবার চাহিদা পূরণ করা প্রসঙ্গে?

সাধ্যের বাইরে গিয়ে মা-বাবার চাহিদা পূরণ করা প্রসঙ্গে?

আগামী ২৪ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা প্রথম বিদেশ সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন

আগামী ২৪ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা প্রথম বিদেশ সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন

ইসলামি দেশগুলোর মধ্যে জ্ঞানীয় বিজ্ঞানে শীর্ষ দুয়ে ইরান

ইসলামি দেশগুলোর মধ্যে জ্ঞানীয় বিজ্ঞানে শীর্ষ দুয়ে ইরান

জাইসের লেন্সের জয়জয়কার, স্মার্টফোনেও দুর্দান্ত

জাইসের লেন্সের জয়জয়কার, স্মার্টফোনেও দুর্দান্ত

সাগর-রুনি হত্যার বিচারের প্রাথমিক স্তর পরিষ্কার করা দরকার : শামসুজ্জামান দুদু

সাগর-রুনি হত্যার বিচারের প্রাথমিক স্তর পরিষ্কার করা দরকার : শামসুজ্জামান দুদু

আন্দোলন সংগ্রামে থাকা নেতাকর্মীদের পিছনে রাখার সুযোগ নেই : আমিনুল হক

আন্দোলন সংগ্রামে থাকা নেতাকর্মীদের পিছনে রাখার সুযোগ নেই : আমিনুল হক

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার সাথে বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের বৈঠক

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার সাথে বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের বৈঠক

যশোরে সাবেক এমপি, এসপিসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

যশোরে সাবেক এমপি, এসপিসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

এস আলম গ্রুপের সম্পত্তি স্থানান্তরে নিষেধাজ্ঞা চাওয়া রিটের আদেশ আগামী রোববার

এস আলম গ্রুপের সম্পত্তি স্থানান্তরে নিষেধাজ্ঞা চাওয়া রিটের আদেশ আগামী রোববার

গণহত্যাকারী আ.লীগের সঙ্গে আলোচনা নয় : আসিফ নজরুল

গণহত্যাকারী আ.লীগের সঙ্গে আলোচনা নয় : আসিফ নজরুল

ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএনসিসি’র সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু

ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএনসিসি’র সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে নোবিপ্রবি শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন প্রদান

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে নোবিপ্রবি শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন প্রদান

সিল্ক রোড উৎসবে ইরানের ‘মেলোডি’

সিল্ক রোড উৎসবে ইরানের ‘মেলোডি’

বেনজির ও আজিজসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের

বেনজির ও আজিজসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের

৬ ব্যাংকের এমডি নিয়োগ বাতিল

৬ ব্যাংকের এমডি নিয়োগ বাতিল

১৪৩ কোটি ডলার রেমিট্যান্স এলো সেপ্টেম্বরের ১৭ দিনে

১৪৩ কোটি ডলার রেমিট্যান্স এলো সেপ্টেম্বরের ১৭ দিনে

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আমীর আলী চৌধুরীর ইন্তেকাল

বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আমীর আলী চৌধুরীর ইন্তেকাল