‘হিরোর রেকর্ডে ভাগ বসিয়ে’ আপ্লুত কোহলি
০৭ নভেম্বর ২০২৩, ১২:০৮ এএম | আপডেট: ০৭ নভেম্বর ২০২৩, ১২:০৮ এএম
কাগিসো রাবাদার অফ স্টাম্পের বাইরের বল কাভারের দিকে ঠেলেই রানের জন্য ছুটলেন ভিরাট কোহলি। অন্য প্রান্তে পৌঁছে দুই হাত উঁচিয়ে রাখলেন কিছুক্ষণ। হেলমেট খুলে আকাশপানে ব্যাট উঁচিয়ে সারলেন শতক ছোঁয়ার চিরচেনা উদযাপন। দেখে বোঝার উপায় নেই, সদ্যই ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হলেন তিনি। উদযাপনে বোঝা না গেলেও, ম্যাচ শেষে নিজের ভালো লাগার অনুভূতি ব্যক্ত করলেন কোহলি। গতপরশু রাতে কলকাতার ইডেন গার্ডেন্সে প্রায় ৭০ হাজার দর্শকের সামনে সাচিন টেন্ডুলকারের ৪৯ সেঞ্চুরির রেকর্ড ছুঁয়েছেন কোহলি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ষষ্ঠ ওভারে উইকেটে গিয়ে শেষ পর্যন্ত টিকে থেকে খেলেছেন ১২১ বলে ১০১ রানের অপরাজিত ইনিংস। সেটিও নিজের ৩৫তম জন্মদিনে।
২০১২ সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারের ৪৫১তম ইনিংসে ৪৯তম সেঞ্চুরি করেন টেন্ডুলকার। প্রায় ১১ বছর পর ২৭৭ ইনিংসেই ভারতীয় কিংবদন্তির পাশে বসলেন কোহলি। এই সংস্করণে বিশ্বের আর কোনো ব্যাটসম্যানের নেই ৩৫ সেঞ্চুরি। টেন্ডুলকার-কোহলির স্বদেশি রোহিত শার্মা ৩১ সেঞ্চুরি নিয়ে তিন নম্বরে। দিনের শুরুতে সামাজিক মাধ্যমে কোহলিকে জন্মদিনের শুভেচ্ছা জানান টেন্ডুলকার। ম্যাচের প্রথম ইনিংসে নিজের রেকর্ডে ভাগ বসানোর পর আরও একবার অনুজের জন্য প্রশংসার ঝুলি খুলে দেন ভারতের এই ব্যাটিং গ্রেট, ‘খুব ভালো খেলেছ ভিরাট। চলতি বছর ৪৯ (বছর বয়স) থেকে ৫০-এ যেতে আমার ৩৬৫ দিন লেগেছে। আমি আশা করি, আগামী কিছু দিনের মধ্যে তুমি ৪৯ (সেঞ্চুরি) থেকে ৫০-এ যাবে এবং আমার রেকর্ড ভেঙে দেবে। অভিনন্দন!’
কোহলির সেঞ্চুরির সঙ্গে শ্রেয়াস আইয়ারের ৭৭ ও অন্যদের ছোট ছোট অবদানে ৩২৬ রান করে ভারত। পরে দক্ষিণ আফ্রিকাকে স্রেফ ৮৩ রানে গুঁড়িয়ে দিয়ে ২৪৩ রানে জেতে তারা। দারুণ ইনিংসে ম্যাচ সেরার পুরস্কার জেতেন কোহলি। ম্যাচ শেষে পুরস্কার গ্রহণের সময় তাকে জানানো হয় টেন্ডুলকারের অভিনন্দন বার্তার কথা। তখন নিজের শৈশবের নায়কের পাশে বসার অনুভূতি জানান কোহলি, ‘টেন্ডুলকারের বার্তা বিশেষ কিছু। এটি আমার গ্রহণ করার জন্য একটু বেশি কিছু। নিজের হিরোর রেকর্ডে ভাগ বসানো আমার জন্য অনেক বড় সম্মানের। ব্যাটিংয়ের ব্যাপারে তিনি নিখুঁত। এটি আবেগের মুহূর্ত। আমার মনে আছে, আমি কেমন দিন পার করে এসেছি। তাকে (টেন্ডুলকার) টিভিতে দেখার দিনগুলো আমার মনে আছে। তার কাছ থেকে এমন প্রশংসা পাওয়া আমার কাছে অনেক বড় কিছু।’
বিশ্বকাপে নিজের জন্মদিনে সেঞ্চুরি করা তৃতীয় ক্রিকেটার কোহলি। তার জন্মদিন উদযাপনে ম্যাচের আগেই সাজসাজ রব ধারণ করে ইডেন গার্ডেন্স। মাঠের বাইরে রাখা হয় তার আগের ৪৮টি সেঞ্চুরি উদযাপনের কাট-আউট। আর গ্যালারিতে ‘কোহলি, কোহলি’ রব শোনা যায় তার ব্যাটিংয়ের পুরোটা সময়। কোহলি নিজেও আঁচ করতে পারছিলেন, দিনটি তার জন্য হতে পারে বিশেষ কিছু, ‘এটি অনেক বড় ম্যাচ ছিল। খুব সম্ভবত টুর্নামেন্টের সবচেয়ে কঠিন দল। তাই ভালো খেলার একটা প্রেরণা ছিল। এটি (সেঞ্চুরি) জন্মদিনে হওয়ায় স্পেশাল হয়ে গেছে এবং দর্শকরা এটি আমার জন্য আরও স্পেশাল করে তুলেছে। সকাল থেকেই আমার মনে হয়েছে, এটি অন্য সাধারণ ম্যাচের মতো নয়।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
উৎসব মুখর পরিবেশে পালিত হলো জাবির ৫৪ তম দিবস
কুষ্টিয়ায় স্কুল কমিটি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৩০
জুলাই বিপ্লবে ম্যাজিস্ট্রেটের গাড়ির চাকার পিষ্ট হয়ে নিহত মাহবুব আলমের পরিবারের পাশে তারেক রহমান
ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রকারী বিএনপির ক্ষতি করতে পারবে না : আমিনুল হক
যায়যায়দিন পত্রিকায় নির্বাহী সম্পাদক হলেন খুরশীদ আলম
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
সউদী-বাংলাদেশ দ্বিপাক্ষিক হজ চুক্তি স্বাক্ষরিত
ব্যবসা গুটিয়ে নিতে এক্সিট পলিসি চান ব্যবসায়ীরা
ভ্যাট বাড়লেও সাধারণ মানুষের উপরে খুব প্রভাব পড়বে না: প্রেস সচিব