ইংলিশ-ডাচদের চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াই
০৮ নভেম্বর ২০২৩, ১২:০৮ এএম | আপডেট: ০৮ নভেম্বর ২০২৩, ১২:০৮ এএম
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে চোখ রেখে চলমান ওয়ানডে বিশ^কাপে নিজেদের অষ্টম ম্যাচে আজ ইংলিশদের মুখোমুখি হচ্ছে ডাচরা। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ইংল্যান্ড-নেদারল্যান্ডস ম্যাচটি। বিশ্বকাপ সেমিফাইনালের স্বপ্ন আগেই ভঙ্গ হলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশা এখনো বেঁচে আছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের। তবে এক্ষত্রে আজকের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ের বিকল্প নেই ইংলিশদের। একই অবস্থা ডাচদেরও। ইংল্যান্ডকে হারাতে পারলে তারও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার দৌড়ে টিকে থাকবে।
ঘরের মাঠে ২০১৯ বিশ্বকাপের শিরোপা জিতলেও এবার ইংল্যান্ডের অবস্থা একেবারে যাচ্ছে-তাই। নিজেদের শেষ সাত ম্যাচে একমাত্র বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছে দলটি। বাকি ছয় ম্যাচ হেরে মাত্র ২ পয়েন্ট পেয়ে তালিকার তালানীতে রয়েছে ইংলিশরা। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয়ের পর টানা পাঁচ ম্যাচ হেরেছেন বাটলার-স্টোকসরা। সর্বশেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৩৩ রানে হেরে সেমিফাইনালের স্বপ্ন শেষ হয়ে যায় ইংল্যান্ডের।
বিশ্ব মঞ্চে স্বপ্নভঙ্গ হলেও ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আশা এখনো করছে ইংলিশরা। নিয়মনুযায়ী এবারের বিশ্বকাপে পয়েন্ট টেবিলের শীর্ষ সাত দল ও স্বাগতিক হিসেবে পাকিস্তান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পাবে। এজন্য শেষ দুই ম্যাচে জিততে হবে এবং অন্যান্য দলের হারের দিকে তাকিয়ে থাকতে হবে ইংল্যান্ডকে। এক্ষেত্রে ইংল্যান্ডের প্রধান প্রতিদ্বন্দ্বি বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস। তাই পয়েন্টের দিক দিয়ে এই তিন দলের চেয়ে এগিয়ে থাকতে হবে ইংলিশদের।
ডাচদের পর পাকিস্তানের বিপক্ষে খেলবে ইংল্যান্ড। এ দুই ম্যাচেই জিততে চায় ইংলিশরা। আপতত নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ই দলের প্রধান লক্ষ্য বলে গতকাল জানান ইংল্যান্ডের ওপেনার জনি বেয়ারস্টো। তার কথায়,‘আমাদের লক্ষ্য এখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত করা। এজন্য শেষ দুই ম্যাচেই জিততে চাই আমরা। নেদারল্যান্ডসের বিপক্ষে জয় দিয়ে হারের বৃত্ত থেকে বের হতে হবে দলকে। তাহলে আত্মবিশ্বাসও ফিরে পাবো আমরা। এজন্য তিন বিভাগেই ভালো ক্রিকেট খেলতে হবে, যা আমরা এবারের আসরে শেষ ছয় ম্যাচে করতে পারিনি। আশা করছি বাকি থাকা দুই ম্যাচে সেরা পারফরম্যান্সই করবে সতীর্থরা।’
অন্যদিকে সাত ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তালিকার নবম স্থানে আছে নেদারল্যান্ডস। শেষ দুই ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে ৮। তাদের বিশ্বকাপ সেমিফাইনালে খেলার স্বপ্ন ধুসর হলেও চ্যাম্পিয়ন ট্রফিতে খেলার আশা ভালোভাবেই বেঁচে আছে। আর এটা করতে আজ ইংল্যান্ডের বিপক্ষে জিততে চায় নেদারল্যান্ডস। ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস বলেন,‘আমাদের সামনে এখন একটিই সমীকরণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশা বাঁচিয়ে রাখা। শেষ দুই ম্যাচে জিতলে স্বপ্ন পূরণ হবে দলের। এজন্য আমরা বাকী দু’টি ম্যাচই জিততে চাই। ইংল্যান্ডের বিপক্ষে সেরা ক্রিকেট খেলে পূর্ণ ২ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে চাই।’
এখন পর্যন্ত ওয়ানডেতে ৬ বার মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও নেদারল্যান্ডস। সবগুলো ম্যাচেই জিতেছে ইংলিশরা। বিশ^কাপের মঞ্চে তিনবারের দেখায়ও জিতেছে ইংল্যান্ডই।
ইংল্যান্ড-নেদারল্যান্ডসমুখোমুখি ইংল্যান্ড নেদারল্যান্ডস৬ ৬ ০বিশ্বকাপে ৩ ০
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড
ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রকারী বিএনপির ক্ষতি করতে পারবে না : আমিনুল হক
যায়যায়দিন পত্রিকায় নির্বাহী সম্পাদক হলেন খুরশীদ আলম
জুলাই বিপ্লবে ম্যাজিস্ট্রেটের গাড়ির চাকার পিষ্ট হয়ে নিহত মাহবুব আলমের পরিবারের পাশে তারেক রহমান
ভূমিকম্পের শঙ্কা : প্রস্তুতি নিতে হবে মোকাবিলার
ধর্মীয় সম্প্রীতির এদেশ : যার মূলে আছে ইসলামের আদর্শ
গণস্বার্থে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে
কুষ্টিয়ায় স্কুল কমিটি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৩০
২ হাজার কেজি পলিথিন জব্দ, কারখানা সিলগালা