অভূতপূর্ণ সাফল্যের রহস্য ফাঁস করলেন ভারত অধিনায়ক
১৩ নভেম্বর ২০২৩, ০৪:৪৩ পিএম | আপডেট: ১৩ নভেম্বর ২০২৩, ০৪:৪৩ পিএম
নেদারল্যান্ডসকে গুড়িয়ে দেওয়ার মাধ্যমে চলমান আইসিসি ওয়ানডে বিশ্বকাপের লিগ পর্ব শেষ করেছে ভারত। আগের আট ম্যাচেও প্রতিপক্ষকে রীতিমত গুড়িয়ে দিয়ে আসরে একমাত্র অপরাজিত দলও তারা। বিশ্বকাপের এক আসরে এতগুলো জয় আগে কখনও পায়নি ভারত। অভাবনীয় এই সাফল্যের রহস্য ফাঁস করলেন দলটির অধিনায়ক রোহিত শর্মা।
রোহিত বলেন, ‘যে থেকে আমরা টুর্নামেন্ট শুরু করেছি, একটা করে ম্যাচে নজর ছিল আমাদের। আমরা কখনই অনেক দূরে তাকাতে চাইনি। এটা দীর্ঘ টুর্নামেন্ট। শেষ পর্যন্ত যেতে হলে ১১টি ম্যাচ খেলতে হবে। সুতরাং, লক্ষ্যটাকে ছোট করে নেওয়াই বুদ্ধিমানের কাজ। সেভাবেই আমরা একটা করে ম্যাচ ধরে এগিয়েছি।’
রোহিত আরও যোগ করেন, ‘ভিন্ন ভিন্ন মাঠে খেলতে হয়েছে আমাদের। পরিস্থিতি অনুযায়ী নিজেদের মেলে ধরা গুরুত্বপূর্ণ ছিল। ঠিক সেটাই করেছি আমরা। ৯টি ম্যাচে যেভাবে নিজেদের মেলে ধরতে পেরেছি, ভীষণ খুশি। প্রথম ম্যাচ থেকে আজকের ম্যাচ পর্যন্ত, অত্যন্ত নিখুঁত ক্রিকেট উপহার দিতে পেরেছি আমরা।’
দলের সার্বিক পারফর্ম্যান্স নিয়ে রোহিত বলেন, ‘দু-একজন নয়, বরং আলাদা আলাদা খেলোয়াড় সময়ে সময়ে দায়িত্ব ভাগ করে নিয়েছে এবং নিজেদের দায়িত্ব যথাযথ পালন করেছে। সবাই দায়িত্ব নিতে আগ্রহ দেখিয়েছে। আলাদা আলাদা মাঠে খেলতে নামাটা চ্যালেঞ্জের। আমরা দারুণভাবে ভিন্ন পরিবেশ-পরিস্থিতির সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছি। শুরুতে টানা চারটি ম্যাচে আমরা রান তাড়া করেছি। তার পরে আমাদের শুরুতে ব্যাট করতে হয়েছে। স্পিনারদের সঙ্গে পেসাররাও দায়িত্ব ভাগ করে নিয়েছে।’
শেষে ভারত অধিনায়ক বলেন, ‘আমরা ঘরের মাঠে খেলতে নেমেছি। তাই প্রত্যাশার চাপ রয়েছে। আমরা একে অপরের সান্নিধ্য ও সাফল্য উপভোগ করি। মাঠে নেমে খেলাটাকে উপভোগ করা গুরুত্বপূর্ণ।’
নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভারত মোট ৯ জন বোলারকে দিয়ে বল করায়। পাঁচজন বিশেষজ্ঞ বোলার ছাড়াও হাত ঘোরান বিরাট কোহলি, শুভমন গিল, সূর্যকুমার যাদব ও রোহিত শর্মা নিজেও। ষষ্ঠ বোলারের বিকল্প প্রসঙ্গে রোহিত হালকা চালে বলেন, ‘এটা সবসময়ই আমাদের মাথায় থাকে। দলের জন্য ষষ্ঠ বোলারের বিকল্প তৈরি করতে চাই আমরা। আজ আমাদের হাতে ৯ জনের বিকল্প ছিল। এটা সেধরণের ম্যাচ ছিল, যেখানে আমাদের নতুন কিছু চেষ্টা করার সুযোগ ছিল।’
মুম্বাইয়ে বুধবার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
"তালেবান নারীদের মানুষ মনে করে না" : মালালা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট
মোবাইল ইন্টারনেটে সুখবর ‘শর্ত শিথিল’, থাকছে ১ ঘণ্টার প্যাকেজও
গভীর রাতে গরিব অসহায় শীতার্ত মাঝে ইউএনও'র কম্বল বিতরন
বরিশালে ক্যান্সার চিকিৎসা ব্যবস্থা মুখ থুবড়ে পড়ে আছে
সেবা বঞ্চিত হলে অভিযোগ করা যাবে ইসির বিরুদ্ধে
এমপিওভুক্ত হচ্ছেন আরও ৩ হাজার শিক্ষক
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নবনিযুক্ত সচিব ছাগলনাইয়ার সন্তান সামছু উদ্দিন
বাংলাদেশে শনাক্ত হলো 'রিওভাইরাস’, রোগটি সম্পর্কে যা জানা যায়
আন্দোলনের মুখে পাঠ্যবই থেকে বাদ পড়লো ‘আদিবাসী’ শব্দযুক্ত গ্রাফিতি
মাসের শেষে আবারো আসছে শৈত্যপ্রবাহ
বর্ষসেরা ফটোগ্রাফার হিসাবে পুরস্কার পেলেন, আলোকচিত্রী ও সাংবাদিক মুগনিউর রহমান মনি
রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
বেড়া কৈটোলা নির্মাণ বিভাগের অফিসিয়াল ও উন্নয়ন কাজে স্থবিরতা
গাজায় যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা নিয়ে বাইডেন-নেতানিয়াহুর ফোনালাপ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষণা
না ফেরার দেশে নির্মাতা রায়হান রাফির বাবা
এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা, গ্রেপ্তার ২
ছাগলনাইয়ায় খালে ভাসছিল নারীর অর্ধগলিত লাশ
ইসরায়েলি বাহিনীর বর্বরতায় ৫ দিনে গাজায় নিহত ৭০ শিশু