সিরাজকে সরিয়ে শীর্ষে মহারাজ
১৫ নভেম্বর ২০২৩, ০২:৫০ পিএম | আপডেট: ১৫ নভেম্বর ২০২৩, ০২:৫০ পিএম
আইসিসি ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে ভারতের পেসার মোহাম্মদ সিরাজকে সরিয়ে চূড়ায় উঠেছেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার কেশব মহারাজ।
গত তিন সপ্তাহে এ নিয়ে তৃতীয়বার এই তালিকার শীর্ষস্থানে পরিবর্তন এলো। শাহিন শাহ আফ্রিদিকে সরিয়ে শীর্ষে উঠেছিলেন সিরাজ।
সাধারণত বুধবার ছেলেদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে আইসিসি। এবার তা ঘোষণা করা হয়েছে এক দিন আগে। বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনালের আগের দিন।
দুই নম্বর থেকে শীর্ষে উঠেছেন মহারাজ। গত সপ্তাহে ৩ ম্যাচে ৭ উইকেট নেন তিনি। এর মধ্যে পুনেতে নিউ জিল্যান্ডের বিপক্ষে আছে ৪ উইকেট। ভারতের বিপক্ষে স্রেফ ৩০ রান দিয়ে ১ উইকেট নেওয়ার পর আফগানিস্তানের বিপক্ষে তিনি শিকার ধরেন ২টি।
দুইয়ে নেমে যাওয়া সিরাজ ভারতের সবশেষ তিন ম্যাচে নিয়েছেন ৬ উইকেট। রেটিং পয়েন্টে মহারাজের চেয়ে স্রেফ ৩ পয়েন্ট পেছনে এই পেসার। সিরাজের দুই সতীর্থ পেসার জাসপ্রিত বুমরাহ চারে ও কুলদিপ ইয়াদাভ পাঁচে আছেন।
এখন পর্যন্ত বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পা আছেন তিন নম্বরে।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের তরুণ ওপেনার শুবমান গিল। গত সপ্তাহে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের আড়াই বছরের রাজত্বের সমাপ্তি ঘটিয়ে শীর্ষে ওঠেন তিনি। বাবর যথারীতি দুইয়ে আছেন।
এক ধাপ এগিয়ে পাঁচে উঠেছেন ভারত অধিনায়ক রোহিত শার্মা। চারে আছেন ভারতের আরেক তারকা ব্যাটসম্যান ভিরাট কোহলি। তিনে দক্ষিণ আফ্রিকার ওপেনার কুইন্টন ডি কক।
নেদারল্যান্ডসের বিপক্ষে ঝড়ো শতক উপহার দিয়ে র্যাঙ্কিংয়ে অনেকটা এগিয়েছেন ভারতের শ্রেয়াস আইয়ার ও লোকেশ রাহুল। পাঁচ ধাপ এগিয়ে শ্রেয়াস আছেন যৌথভাবে ১৩ নম্বরে, যেখানে তার সঙ্গী পাকিস্তানের ওপেনার ফাখার জামান। ১৭ ধাপ এগিয়ে ২৪ নম্বরে উঠেছেন রাহুল।
বড় লাফ দিয়েছেন জ্যাম্পার সতীর্থ গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল মার্শ। আফগানিস্তানের বিপক্ষে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ১২৮ বলে অপরাজিত ২০১ রানের অবিশ্বাস্য ইনিংসে দলকে জেতানো ম্যাক্সওয়েল ১৭ ধাপ এগিয়ে ২১ নম্বরে আছেন। বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ১৭৭ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলা মার্শ এগিয়েছেন ১১ ধাপ, আছেন ৩৮ নম্বরে।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই সবার ওপরে আছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
ফাইনালে ওঠার প্রথম লড়াইয়ে বুধবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজ্যিলান্ডের বিপক্ষে ব্যাটিং বেছে নিয়েছে স্বাগতিক ভারত। কলকাতার ইডেন গার্ডেন্সে বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে লড়বে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
শরীয়তপুরে ১০ বছরেও নির্মাণ হয়নি আদালত ভবন
শুভেন্দুর হুঙ্কার : ‘বাংলাদেশকে জবাব দিতে পাঁচ-সাতটি ড্রোনই যথেষ্ট’
ষড়যন্ত্র ও হয়রানির বিরুদ্ধে ন্যায়বিচারের আবেদন বঞ্চিত বিধবার
মার্কিন মুদ্রার বিপরীতে ভারতীয় রুপির সর্বনিম্ন রেকর্ড
দোয়ারাবাজারে অভিযুক্ত বাঁধে বালু অপসারণ!
তালেবান শাসনকে বৈধতা না দেওয়ার আহ্বান নোবেলজয়ী মালালার
ফের সচিবালয়ের সামনে অবস্থান অব্যাহতি পাওয়া এসআইদের
ঢাকার বাইরে প্রথম নরসিংদীতে রয়েল এনফিল্ড লঞ্চ
ধর্মীয় শিক্ষার মাধ্যমেই দেশ ও জাতির কল্যাণ সাধিত করা সম্ভব
অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না : হাইকোর্ট
বিদ্যুৎ প্লান্টের পাঁচ লাখ টাকার লোহা তামা স্টিল সামগ্রী চুরির দায়ে ৫০ জনের নামে মামলা
নেত্রকোনা গত ১ বছরে ২৩২টি অস্বাভাবিক মৃত্যু
মেহেরপুর শহরে অবৈধ গাড়ির দৌরাত্ম ফুটপথ দখল, সরু সড়ক, যানজট লেগেই থাকে
অ্যাপলের ডাইভার্সিটি নীতি , বৈচিত্র্য রক্ষার লড়াইয়ে বোর্ডের বার্তা
ঢাবি,ভিকি,এনএসইউ ওয়েটিং লিস্টে থাকে,বান্নাহ খাওয়া মাল খায় না'
দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা না করলে আন্দোলনে নামার ঘোষণা কর্নেল অলির
আশুলিয়া থানা জমিয়তের কমিটি গঠন
বাংলাদেশের সীমান্তে ১৬০ জায়গায় কাটাতারের বেড়া দিয়েছে ভারত : রিজভী
মতলবে সাবেক স্ত্রীকে গলা কেটে হত্যা-সাবেক স্বামী আটক
লক্ষ্মীপুর থেকে সাড়ে ৪ কোটি টাকার কষ্টিপাথর প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর