টেস্টে পাকিস্তানের নেতৃত্বে মাসুদ, টি-টোয়েন্টিতে শাহিন
১৬ নভেম্বর ২০২৩, ১২:০১ এএম | আপডেট: ১৬ নভেম্বর ২০২৩, ১২:০১ এএম
বাবর আজম দায়িত্ব থেকে সরে যাওয়ার ঘণ্টাখানেক পরেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টেস্ট ও টি-২০ দলের জন্য আলাদা দলপতি বেছে নিয়েছে তারা। এখনও ওয়ানডে অধিনায়কের নাম জানানো হয়নি।
টেস্টে ক্রিকেটে পাকিস্তানের নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে টপ অর্ডার ব্যাটার শান মাসুদের হাতে। টি-২০ ক্রিকেটে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি।
বুধবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান জাকা আশরাফ দফায় দফায় আলোচনা করেন টিম ডিরেক্টর মিকি আর্থার, অধিনায়ক বাবর আজম এবং ইউনিস খান-সহ বেশ কয়েকজন প্রাক্তন তারকার সঙ্গে। নির্বাচকদের সঙ্গেও কথা বলেন পিসিবি কর্তারা। তার পরেই একে একে আসে বাবরের নেতৃত্ব ছাড়া ও নতুন অধিনায়কের নাম ঘোষণার ঘটনা।
বিশ্বকাপে ব্যর্থতার কারণেই যে বাবর আজমকে বলির পাঁঠা বানাল পিসিবি, তা আর আলাদাভাবে না বললেও চলে। চিত্রনাট্য যে আগে থেকেই লেখা হয়ে গিয়েছিল, সেটা বোঝা যাচ্ছে স্পষ্ট। কেননা ইডেনে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের শেষ লিগ ম্যাচে পাকিস্তান হারের পরেও বাবর নেতৃত্ব চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেচিলেন।
শান মাসুদ পাকিস্তানের হয়ে এখনও পর্যন্ত ৩০টি টেস্ট খেলেছেন। এক দশক আগে তার টেস্ট অভিষেক হলেও দলে নিয়মিত হতে পারেননি কখনোই। টানা দুই-তিনটি টেস্ট খেলার পরই বাদ পড়তে হয়েছে তাকে বারবার।
গত বছর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে তিনি টেস্ট দলে ফেরেন প্রায় দুই বছর পর। ইংল্যান্ড ও নিউ জিল্যান্ড সিরিজে যদিও তেমন ভালো করতে পারেননি। পরে শ্রীলঙ্কার বিপক্ষে করেন একটি ফিফটি, ১৬ ইনিংস পর যা তার প্রথম পঞ্চাশ ছোঁয়া ইনিংস।
সব মিলিয়ে এ পর্যন্ত স্রেফ ২৮.৫১ গড়ে ১৫৯৭ রান সংগ্রহ করেছেন মাসুদ। টেস্টে ৪টি সেঞ্চুরি ও ৭টি হাফ-সেঞ্চুরি আছে তার। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ১৫৬ রানের। পার্টটাইম বোলার হিসেবে টেস্টে ২টি উইকেটও নিয়েছেন তিনি।
অন্যদিকে শাহিন এখনও পর্যন্ত পাকিস্তানের হয়ে মোট ৫২টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। উইকেট নিয়েছেন ৬৪টি। ইনিংসে ৪ উইকেট নিয়েছেন ১ বার। সেরা বোলিং ২২ রানে ৪ উইকেট।
২৩ বছর বয়সী বাঁহাতি এই পেসার তিন সংস্করণেই পাকিস্তানের বোলিং আক্রমণের মূল অস্ত্র। বাবরকে সরিয়ে তাকে সাদা বলের নেতৃত্ব দেওয়ার কথা সাম্প্রতিক সময়ে পাকিস্তানের অনেক সাবেক ক্রিকেটারই বলেছেন। তার নেতৃত্বে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) গত দুই আসরে চ্যাম্পিয়ন হয় লাহোর কালান্দার্স।
বুধবার সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি দিয়ে তিন ফর্ম্যাটেই পাকিস্তানের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন বাবর। যদিও তিনি এটাও স্পষ্ট করে দিয়েছেন যে, নেতৃত্ব ছাড়লেও বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে পাকিস্তানের হয়ে তিন ফর্ম্যাটেই খেলা চালিয়ে যাবেন তিনি। নিজের অভিজ্ঞতা দিয়ে নতুন অধিনায়ক ও দলকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন বলেও জানিয়েছেন ২৯ বল বয়সী এই ব্যাটার।
আপাতত ওয়ানডে খেলা নেই পাকিস্তানের। এজন্যই হয়ত এই ফরম্যাটের নেতৃত্ব নিয়ে তাড়াহুড়ো করতে চায় না বোর্ড। আগামী মাসে অস্ট্রেলিয়া সফরে তারা খেলবে তিনটি টেস্ট। এরপর জানুয়ারিতে নিউ জিল্যান্ড সফরে খেলবে পাঁচটি টি-টোয়েন্টি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
শরীয়তপুরে ১০ বছরেও নির্মাণ হয়নি আদালত ভবন
শুভেন্দুর হুঙ্কার : ‘বাংলাদেশকে জবাব দিতে পাঁচ-সাতটি ড্রোনই যথেষ্ট’
ষড়যন্ত্র ও হয়রানির বিরুদ্ধে ন্যায়বিচারের আবেদন বঞ্চিত বিধবার
মার্কিন মুদ্রার বিপরীতে ভারতীয় রুপির সর্বনিম্ন রেকর্ড
দোয়ারাবাজারে অভিযুক্ত বাঁধে বালু অপসারণ!
তালেবান শাসনকে বৈধতা না দেওয়ার আহ্বান নোবেলজয়ী মালালার
ফের সচিবালয়ের সামনে অবস্থান অব্যাহতি পাওয়া এসআইদের
ঢাকার বাইরে প্রথম নরসিংদীতে রয়েল এনফিল্ড লঞ্চ
ধর্মীয় শিক্ষার মাধ্যমেই দেশ ও জাতির কল্যাণ সাধিত করা সম্ভব
অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না : হাইকোর্ট
বিদ্যুৎ প্লান্টের পাঁচ লাখ টাকার লোহা তামা স্টিল সামগ্রী চুরির দায়ে ৫০ জনের নামে মামলা
নেত্রকোনা গত ১ বছরে ২৩২টি অস্বাভাবিক মৃত্যু
মেহেরপুর শহরে অবৈধ গাড়ির দৌরাত্ম ফুটপথ দখল, সরু সড়ক, যানজট লেগেই থাকে
অ্যাপলের ডাইভার্সিটি নীতি , বৈচিত্র্য রক্ষার লড়াইয়ে বোর্ডের বার্তা
ঢাবি,ভিকি,এনএসইউ ওয়েটিং লিস্টে থাকে,বান্নাহ খাওয়া মাল খায় না'
দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা না করলে আন্দোলনে নামার ঘোষণা কর্নেল অলির
আশুলিয়া থানা জমিয়তের কমিটি গঠন
বাংলাদেশের সীমান্তে ১৬০ জায়গায় কাটাতারের বেড়া দিয়েছে ভারত : রিজভী
মতলবে সাবেক স্ত্রীকে গলা কেটে হত্যা-সাবেক স্বামী আটক
লক্ষ্মীপুর থেকে সাড়ে ৪ কোটি টাকার কষ্টিপাথর প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর