শচিনকে ছাড়িয়ে কোহলি

নিউজিল্যান্ডকে কাঁদিয়ে ফাইনালে ভারত

Daily Inqilab জাহেদ খোকন

১৬ নভেম্বর ২০২৩, ১২:০৯ এএম | আপডেট: ১৬ নভেম্বর ২০২৩, ১২:০৯ এএম

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে কাঁদিয়ে ফাইনালে জায়গা করে নিলো স্বাগতিক ভারত। গতকাল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কিউইদের ৭০ রানে হারায় স্বাগতিকরা। আগে ব্যাট করে বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ারের জোড়া সেঞ্চুরি এবং শুভমান গিলের হাফসেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৯৭ রানের পাহাড়ে চড়ে টিম ইন্ডিয়া। জবাবে ড্যারিল মিচেলের সেঞ্চুরি এবং অধিনায়ক কেন উইলিয়ামসনের হাফসেঞ্চুরির পরও ভারতীয় পেসার মোহাম্মদ শামির তোপে ৪৮.৫ ওভারে ৩২৭ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ফলে ম্যাচ হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ হয় তাদের।
ব্যাটিংয়ে কোহলি, আইয়ার ও গিল দারুণ পারফরম্যান্স করলেও বল হাতে যেন জ্বলে উঠেছিলেন পেসার মোহাম্মদ শামি। মূলত তার বোলিং তাণ্ডবেই অসহায় আত্মসমর্পণ করেন মিচেল-উইলিয়ামসনরা। তিনি একই ধসিয়ে দেন নিউজিল্যান্ডের ইনিংস। ডানহাতি এই পেসারের আগুনে পুড়ে ছারখার হয় কেন উইলিয়ামসনের দল। কোহলির রেকর্ড গড়া ম্যাচটা বল হাতে রাঙালেন মোহাম্মদ শামি। বিশ্বকাপের চলমান আসরে হার্দিক পান্ডিয়ার চোটে এই নিউজিল্যান্ডের বিপক্ষেই লিগ পর্বে প্রথম ম্যাচ খেলেন তিনি। ওই ম্যাচে অবিশ্বাস্য প্রত্যাবর্তন হয় তার, নেন ৫ উইকেট। আর কাল সেই নিউজিল্যান্ডেরই সাত ব্যাটারকে ফিরিয়ে নিজ দলকে শিরোপার কাছাকাছি পৌঁছে দেন শামিই।
এ ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে স্বদেশি কিংবদন্তি শচিন টেন্ডুলকারকে ছাড়িয়ে অনন্য এক উচ্চতায় পৌঁছালেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। কিউইদের বিপক্ষে অসাধারণ খেলে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ৫০ সেঞ্চুরির মালিক হয়ে বিশ্বরেকর্ড গড়েন তিনি। এতদিন ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক ছিলেন শচিন। ৪৬৩ ম্যাচ (৪৫২ ইনিংস) খেলে ৪৯টি সেঞ্চুরি করেছিলেন শচিন। অপরদিকে ২৯১ ম্যাচ (২৭৯ ইনিংস) খেলেই শচিনের রেকর্ড ভেঙে দেন কোহলি। সে হিসেবে শচিনের চেয়ে ১৭২ ম্যাচ কম খেলেই সর্বোচ্চ ৫০ সেঞ্চুরির মালিক বনে গেলেন কোহলি।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ব্যাট করতে নেমে অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে শুরু থেকেই চালিয়ে খেলতে থাকেন স্বাগতিক দলের ব্যাটাররা। দুই ওপেনার রোহিত শর্মা এবং শুভমান গিল মিলে ৮.২ ওভারে ৭১ রানের ঝাড়ো জুটি গড়ে বিচ্ছিন্ন হন। তারা এমনভাবে ব্যাটিং করছিলেন, যেন এটি পঞ্চাশ ওভারের নয়, একটি টি-টোয়েন্টি ম্যাচ! ২৯ বলে ৪৭ রান করে আউট হন রোহিত। টিম সাউদির বলে অধিনায়ক কেন উইলিয়ামসনের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। ২৯ বলে সমান চারটি করে বাউন্ডারি ও ছয় মারেন তিনি। রোহিত আউট হলেও ঝাড়ো ব্যাটিং চালিয়ে যান শুভমান গিল এবং বিরাট কোহলি। ১৫ ওভারেই স্কোরবোর্ডে তারা তুলে ফেলেন ১১৮ রান। ২৩তম ওভারে দলীয় ১৬৪ রানের মাথায় রিটায়ার্ড হার্ট হয়ে ফেরেন গিল। তিনি মাঠ ছাড়ার পর নতুন ব্যাটার হিসেবে ক্রিজে আসেন শ্রেয়াস আয়ার। তিনি ব্যাটিং শুরু করলে কিউই বোলারদের বিপদ যেন আরও বাড়ে। আয়ার শুরু থেকেই বেশি মারমুখী ব্যাটিং করতে থাকলে দিশেহারা হয়ে যান নিউজিল্যান্ডের বোলাররা। ৩৫ বলেই ফিফটি পূরণ করেন ডানহাতি এই ব্যাটার। বিরাট কোহলি দেখেশুনে খেলে ক্যারিয়ারের ৫০তম সেঞ্চুরি তুলে নিয়ে ছাড়িয়ে যান শচিন টেন্ডুলকারকে। ১০৬ বল খেলে ৮ চার ও ১ ছয়ের মারে ১০০ পূর্ণ করেন কোহলি। তৃতীয় উইকেটে দলীয় সংগ্রহে ১২৮ বলে ১৬৩ রান যোগ করেন কোহলি ও আয়ার। অবশেষে টিম সাউদি ভাঙেন এই জুটি। ৪৪ ওভারে দলীয় ৩২৭ রানে আউট হন কোহলি। ফেরার আগে ১১৩ বলে ৯ চার ও ২ ছক্কায় ১১৭ রান করেন তিনি। চলমান বিশ্বকাপের লিগ পর্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করে শচিনের রেকর্ডে ভাগ বসিয়েছিলেন কোহলি। এরপর ১২ নভেম্বর লিগের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানোর সুযোগ পেয়েও সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। ৫৬ বলে ৫১ করে আউট হন এই তারকা ব্যাটার। ডাচদের বিপক্ষে শতক না পেলেও শচিনের রেকর্ড ভাঙতে কোহলিকে বেশিদিন অপেক্ষা করতে হয়নি। ডাচ ম্যাচের মাত্র তিনদিন পরই সেমিফাইনালে অনবদ্য কীর্র্তিটি গড়েন কোহলি। রেকর্ড গড়ে সেঞ্চুরি করে কোহলি আউট হওয়ার পর ঝড়ো শতক হাঁকান মারমুখী আয়ারও। ৬৭ বলে ৩ চার ও ৮ ছক্কায় তিনি ছুঁয়ে ফেলেন তিন অংকের ম্যাজিক ফিগার। অবশেষে ইনিংসের ৭ বল বাকি থাকতে ট্রেন্ট বোল্ডের শিকার হন আয়ার। দলীয় ৩৮১ রানে আউট হওয়ার আগে ৭০ বলে ৪ বাউন্ডারি ও ৮ ছক্কায় ১০৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন আয়ার! সূর্যকুমার যাদব শেষদিকে নেমে সুবিধা করতে পারেননি। ৮৯.১ ওভারে দলীয় ৩৮২ রানে টিম সাউদির শিকার হয়ে ড্রেসিংরুমে ফেরেন সূর্যকুমার যাদব। ফেরার আগে ২ বলে করেন ১ রান। তবে লোকেশ রাহুল ২০ বলে ৫ বাউন্ডারি ও ২ ছক্কায় অপরাজিত ৩৯ রান করে দলকে চারশর কাছাকাছি নিয়ে যান। ৭৯ রানে উঠে যাওয়া শুভমান গিল শেষ ওভারে নামলেও মাত্র এক বল খেলার সুযোগ পান। ৬৬ বল খেলে ৮ চার ও ৩ ছয়ের মারে ৮০ রানে অপরাজিত থাকেন তিনি। নিউজিল্যান্ডের টিম সাউদি ১০০ রান খরচায় নেন ৩টি উইকেট।
জয়ের জন্য বড় লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে নিউজিল্যান্ড। মাত্র ৩৯ রানে দুই সেরা ব্যাটারকে হারিয়ে যেন বিপাকে পড়ে তারা। ষষ্ঠ ওভারে প্রথমবার বল হাতে আক্রমণে আসেন শামি। তার করা প্রথম বলটা চতুর্থ/পঞ্চম স্টাম্পে ছিল, গুড লেন্থের এই বলে ড্রাইভ করতে গিয়ে উইকেটরক্ষকের হাতে ধরা পড়েন কনওয়ে। ড্রেসিংরুমে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ১৫ বলে ১৩ রান। কনওয়ে আউট হওয়ার পর বেশিক্ষণ টিকতে পারেননি রাচিন রবীন্দ্র। এই ওপেনারও শামির শিকার হন। অষ্টম ওভারের পঞ্চম বলে লোকেশ রাহুলের হাতে ক্যাচ দেন তিনি। টুর্নামেন্ট জুড়ে দারুণ পারফর্ম করা রবীন্দ্র সেমিফাইনালে করতে পেরেছেন ২২ বলে মাত্র ১৩ রান। ৩৯ রানে দুই উইকেট হারানোর পর কিউই সমর্থকরা হয়তো আশা ছেড়ে দিয়েছিলেন। তবে হাল ছাড়েননি উইলিয়ামসন-মিচেল। এই দুই টপ অর্ডার ব্যাটার মিলে তৃতীয় উইকেটে ১৮১ রানের জুটি গড়েন। তাতে ম্যাচেও ফেরে কিউইরা। কিন্তু ৭৩ রান করে উইলিয়ামসন আউট হওয়ার পর ফের পথ হারায় তার দল। গ্লেন ফিলিপস চেষ্টা করেছিলেন দলকে ম্যাচে রাখতে, কিন্তু তিনিও ফেরেন ৩৩ বলে ৪১ রান করে। মিচেল এক প্রান্তে দুর্দান্ত খেললেও তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি কেউই। শেষ পর্যন্ত ৯ চার ও ৭ ছক্কায় ১১৯ বলে ১৩৪ রান করে থামেল মিচেল। এই মিডল অর্ডার ব্যাটার ফেরার পর নূন্যতম প্রতিরোধ টুকুও গড়তে পারেনি নিউজিল্যান্ড। এক শামির আগুনেই পুড়ে ছাই কিউইরা! এই পেসার একাই শিকার করেন সাত কিউই ব্যাটারকে। শামি ৯.৫ ওভার বল করে মাত্র ৫৭ রানে ৭ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

মিজানুর রহমান আজহারীর ব্যাখ্যা

মিজানুর রহমান আজহারীর ব্যাখ্যা

বিতর্কিত চিন্ময় কাণ্ড: আত্মসমর্পণের পর জামিন পেলেন ৬৩ আইনজীবী

বিতর্কিত চিন্ময় কাণ্ড: আত্মসমর্পণের পর জামিন পেলেন ৬৩ আইনজীবী

শরীয়তপুরে ১০ বছরেও নির্মাণ হয়নি আদালত ভবন

শরীয়তপুরে ১০ বছরেও নির্মাণ হয়নি আদালত ভবন

শুভেন্দুর হুঙ্কার : ‘বাংলাদেশকে জবাব দিতে পাঁচ-সাতটি ড্রোনই যথেষ্ট’

শুভেন্দুর হুঙ্কার : ‘বাংলাদেশকে জবাব দিতে পাঁচ-সাতটি ড্রোনই যথেষ্ট’

ষড়যন্ত্র ও হয়রানির বিরুদ্ধে ন্যায়বিচারের আবেদন বঞ্চিত বিধবার

ষড়যন্ত্র ও হয়রানির বিরুদ্ধে ন্যায়বিচারের আবেদন বঞ্চিত বিধবার

মার্কিন মুদ্রার বিপরীতে ভারতীয় রুপির সর্বনিম্ন রেকর্ড

মার্কিন মুদ্রার বিপরীতে ভারতীয় রুপির সর্বনিম্ন রেকর্ড

দোয়ারাবাজারে অভিযুক্ত বাঁধে বালু অপসারণ!

দোয়ারাবাজারে অভিযুক্ত বাঁধে বালু অপসারণ!

তালেবান শাসনকে বৈধতা না দেওয়ার আহ্বান নোবেলজয়ী মালালার

তালেবান শাসনকে বৈধতা না দেওয়ার আহ্বান নোবেলজয়ী মালালার

ফের সচিবালয়ের সামনে অবস্থান অব্যাহতি পাওয়া এসআইদের

ফের সচিবালয়ের সামনে অবস্থান অব্যাহতি পাওয়া এসআইদের

ঢাকার বাইরে প্রথম নরসিংদীতে রয়েল এনফিল্ড লঞ্চ

ঢাকার বাইরে প্রথম নরসিংদীতে রয়েল এনফিল্ড লঞ্চ

ধর্মীয় শিক্ষার মাধ্যমেই দেশ ও জাতির কল্যাণ সাধিত করা সম্ভব

ধর্মীয় শিক্ষার মাধ্যমেই দেশ ও জাতির কল্যাণ সাধিত করা সম্ভব

অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না : হাইকোর্ট

অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না : হাইকোর্ট

বিদ্যুৎ প্লান্টের পাঁচ লাখ টাকার লোহা তামা স্টিল সামগ্রী চুরির দায়ে ৫০ জনের নামে মামলা

বিদ্যুৎ প্লান্টের পাঁচ লাখ টাকার লোহা তামা স্টিল সামগ্রী চুরির দায়ে ৫০ জনের নামে মামলা

নেত্রকোনা গত ১ বছরে ২৩২টি অস্বাভাবিক মৃত্যু

নেত্রকোনা গত ১ বছরে ২৩২টি অস্বাভাবিক মৃত্যু

মেহেরপুর শহরে অবৈধ গাড়ির দৌরাত্ম ফুটপথ দখল, সরু সড়ক, যানজট লেগেই থাকে

মেহেরপুর শহরে অবৈধ গাড়ির দৌরাত্ম ফুটপথ দখল, সরু সড়ক, যানজট লেগেই থাকে

অ্যাপলের ডাইভার্সিটি নীতি , বৈচিত্র্য রক্ষার লড়াইয়ে বোর্ডের বার্তা

অ্যাপলের ডাইভার্সিটি নীতি , বৈচিত্র্য রক্ষার লড়াইয়ে বোর্ডের বার্তা

ঢাবি,ভিকি,এনএসইউ ওয়েটিং লিস্টে থাকে,বান্নাহ খাওয়া মাল খায় না'

ঢাবি,ভিকি,এনএসইউ ওয়েটিং লিস্টে থাকে,বান্নাহ খাওয়া মাল খায় না'

দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা না করলে আন্দোলনে নামার ঘোষণা কর্নেল অলির

দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা না করলে আন্দোলনে নামার ঘোষণা কর্নেল অলির

আশুলিয়া থানা জমিয়তের কমিটি গঠন

আশুলিয়া থানা জমিয়তের কমিটি গঠন

বাংলাদেশের সীমান্তে ১৬০ জায়গায় কাটাতারের বেড়া দিয়েছে ভারত : রিজভী

বাংলাদেশের সীমান্তে ১৬০ জায়গায় কাটাতারের বেড়া দিয়েছে ভারত : রিজভী